বৃষ্টি / অলোক কুন্ডু
ফুটপাথ ধরে বৃষ্টির
বাহারি ছাতার বৈভব
মেঘ জড় হওয়া সকালে
ট্রামের ঘন্টা বাজছে ।
বৃষ্টির জলে রিমঝিম
অর্গানে সুর ভাসছে
ট্রাম থেকে কেউ নামছে
ফেসিয়াল ধুয়ে ধেবড়ে ।
কেউ কেউ দূরে ভিজছে
চুপকথাগুলো প্রশ্নের
কেউ উত্তর চেয়ে আজ
শ্রাবণের গান গাইছে ।
যতখানি মেঘ জমছে
ততখানি কেউ নীরবে
পিচরাস্তায় হাঁটুজল
কারো বুকে জল জমছে ।
কেউ কাঁচখানি সরাবে
কারও মুখে ঘুম জড়িয়ে
একদিন কেউ কাউকে
চিঠি লিখেছিল আজকে ।
সেই ভেজা চিঠি নৌকো
হুহু ধারাজল বাইছে
যতখানি যেতে পারবে
ডুবডুব পিচ রাস্তায় ।
ট্রামগুলি সাথে ভিজছে
আজও বৃষ্টি অবিরাম
মেঘজড় হওয়া সকালেই
বাহারী ছাতার মরসুম ।
© অলোককুমার কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন