রবিবার, ২৩ জুলাই, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা বৃষ্টি-১৬

বৃষ্টি -১৬ / অলোক কুন্ডু

সিডিতে কোথাও বাজছে বৃষ্টি
বকুলতলায় কলকলে জল
এখনো কারো ঘুম ঘুম চোখ
ঝাপসা শার্সি কার আঁকে মুখ

তোমার পায়ের পাতা ভিজছে
আমার পাড়ায় ডুবছে শহর
দোপাটির রঙ শুধু জল চায়
পরী ভিজে যায় ভিক্টোরিয়ায়

সমস্ত মেঘ ডাকছে আমায়
ওরে অভাগা বাইরেতে আয়
তোমার ছাতায় বৃষ্টি পড়ছে
আমার পাড়ায় ডুবছে শহর ।

রিংটোন ঘিরে সুরের বৃষ্টি
মেসেজ রুমে সবুজ আলো
আয় বৃষ্টি ঝেঁপে আরও আয়
মেঘসাজা হয়ে বেরিয়ে পড়ো ।

ফুলছাপ ছাতা নাই বা নিলে
বারান্দাটায় একটু দাঁড়াও
তোমার মুখে ঝাপটা জলের
আমার পাড়ায় ডুবছে শহর ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...