সোমবার, ৩০ জুলাই, ২০১৮

অলোক কুন্ডুর কবিতা Poetry of Alok Kumar Kundu

ওইটুকু অনীবার্য জেনো / অলোক কুন্ডু ©

প্রশংসা আমাকে ছুঁতে পারুক না পারুক
তাবলে প্রশংসার দাবিদার কখন‌ও ন‌ই
হাততালি কেবলমাত্র গোষ্ঠী তৈরি করে
যেখানে যেখানে অবিরাম হাততালি পড়ে
সেখানে বহুকাল মাড়িয়ে দেখিনি ।
যুক্তির বাইরে কোনো আনন্দ থাকেনা
আমার ভালো থাকাটা আর্থিক নয় গো
তোমরা যেখানে কবিতা পড়ে আনন্দ পাও
ওইসব মঞ্চ কিছু দিতে পারতো যদি
আমিও যেতাম ভরপুর আনন্দ বাজাতে ।
হাততালিগুলো বড় সাজানো মনে হয়
এক‌ই মঞ্চে হাততালি ভিন্নতর
তাই ওইসব নয় কাগজ কলমে থাকো
আনন্দের সমস্ত উপকরণ ওইখানে
ওই আনন্দে কার‌ও সাহায্য লাগেনা
ওখানে মুক্তির আনন্দ এত বিরাট যে
হাততালি পাওয়ার জন্য লোক লাগেনা
হাততালি পাওয়ার কোনো গোষ্ঠী নেই ওইখানে
মুক্তির আনন্দ কোথায় খুঁজতে যাবে বলো
তোমার নিরাপত্তা হলো লিখতে পারা
লেখা যেন কখন‌ও ক্রীতদাস না হয় ।
তোমার লেখা কখন‌ও যেন আজ্ঞাবহ না হয় তোমার ভালো থাকার অর্থ খাতা কলম
যাই মনে ভাবোনা কেন অনেকে কিন্তু ভালো নেই
স্বাধীনতার বাতাস বুকে খেলে যায় যেদিন
সেদিন আমি একটা কবিতা লিখতে বসি
একটা কবিতার জন্য বসে থাকি অনেক সময় ।
কিন্তু যে স্বাধীনতার কথা বলতে চাই
সেটা শুধু সাফল্যের নয় ওইটুকু দরকার
ওইটুকু স্বাধীনতা না পেলে কবির মৃত্যু হয়
চিন্তার স্বাধীনতা থেকে লিখতে পারার স্বাধীনতা
ওইটুকু বড় দরকারি ওইটুকু অনীবার্য জেনো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...