রবিবার, ২২ জুলাই, ২০১৮

Poetry of Alok Kundu -Rain

বৃষ্টি/ অলোক কুন্ডু

কাল থেকে যত বৃষ্টিরা
এদিকের পথে এসেছিল
আজ তারা সব ঝমঝম্
যেন হ্যান্ডমেডজুড়ে জলরঙ ।

মেঘ জড় হওয়া সকালে
ছাতা যত তত রকমারি
কার‌ও কার‌ও ঘুম ভাঙেনি
কোনো ভোর এসে ডাকেনি ।

যত বৃষ্টির জলে লহরি
তত অর্গানে সুর ভাসছে
ফেসিয়াল মোছা বালিশের
আড়মোড়া মেঘমল্লার ।

যত জল ট্রাম রাস্তায়
কেউ ভিজছে কেউ পস্তায়
উত্তর জানতে চেওনা
বারান্দা যেন গান গায় ।

যতখানি মেঘ জমেছিল
আর‌ও বেশি তার ধারাজল
কারো বুকে জল জমেছে
এফ‌এমেতে স্বর মল্লার ।

কেউ কাঁচখানি সরাবেই
কারও চোখে ঘুম জড়িয়ে
একদিন আজ এইদিনে
চিঠি লিখেছিল কেউ কাউকে ।

সেই ভেজা চিঠি নৌকোয়
হুহু ধারাজল উজানীর
যতখানি যেতে পারবে
ভেজা ভেজা পিচ রাস্তায় ।

আজ‌ও বৃষ্টিরা অবিরাম
সাথে ট্রামগুলি ভিজছে
মেঘজড় হওয়া সকালেই
ধ্বনিতে রাগ-মল্লার ।

© অলোককুমার কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...