🌏 আমার সুভাষ / অলোক কুন্ডু
আমার সুভাষ রাত পেরিয়ে স্বদেশ ছাড়লো যেদিন
সেদিন থেকেই স্বাধীনতা বুঝি কুয়াশা ঢেকেছে মুখ
আমরা বুঝিনি দলে দলে গেছি নেতাজির ছবি বুকে
কদম কদম বাড়িয়ে দিয়েছি প্রভাতফেরির মুখে ।
যখন বুঝেছি দেরি হয়ে গেছে ভুল হয়ে গেছে বেশ
উপঢৌকনে তেইশে জানুয়ারি ভরিয়ে দিয়েছি ফুলে
রাশিয়ার জেল তাইহুক থেকে জাপান কোহিমা ঘুরে
কমিশন তোমাকে লুটেপুটে নিয়ে লালিপপ গেছে
দিয়ে ।
উইপোকাতে খেয়ে গেছে সব চাপানে-উতরে বেশ
শেষের দিনের খবর এসেছে গোল্লায় গেছে দেশ
বুকের বাতাসে শ্বাসপ্রশ্বাসে তবুও প্রহর গণি
কদম কদম বাড়ায়ে যা--সেতো তোমার পদধ্বনি ।
ঘরে ফেরা আর কখনও হবেনা এই অপেক্ষা মিথ্যে
অম্লান সেই স্মৃতি কাতরতা তবুও বুকেতে বাজবে
এখন সুভাষ ঘরে ফেরো যদি তেমন কিছু কি হবে
সহ্য হবেনা এত দৈন্যতা মিথ্যে ছলনা চুরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন