⛔ পুরোহিত--তবে তুমি ভন্ড এক রক্তে মাখামাখি
🙅 অলোক কুন্ডু
যে তুমি পূজারী রাজার--
প্রতিমাকে প্রসাদ ও ফুল দাও
অবিনাশী অভয় মন্ত্র শোনাও শুধু রাজাকেই
মন্ত্রে মন্ত্রে নিত্য উপাসনা তোমার
সেখানে প্রজার জন্য কি আশীষ চাও ?
এই যে ভয়ভক্তি
এই যে ঈশ্বরের আরাধনা
তা কি কখনও বিদ্রোহ জানান দিয়েছিল ?
তোমার মন্ত্রপূত জল রাজার মাথায় পড়ে
প্রত্যেকটি মন্ত্র রাজাকেই বাঁচাতে
প্রজাকে খুশি করার মন্ত্র কতটুকু আছে ?
প্রজার বঞ্চনার কথা কখনও বলেছো বিগ্রহের কাছে?
পূজারী তোমাকেও অবিকল ভয় পায় সকলে
রাজার জন্য তোমার এই আজন্ম লালিত শ্রম
শুধুমাত্র রাজাকেই ঘিরে
অথচ প্রজার ঘামমাখা হাত তোমারও চরণ মাখে।
তোমার প্রতিটি মন্ত্র উচ্চারণে
রক্ত চন্দন যেন প্রজার রক্তের মতোই
তোমার উত্তরীয় মাখে প্রতিটি হিংসার উৎস
রাজার সমস্ত পাপাচার ঢাকা দাও বেলপাতা পুষ্প চন্দনে।
যে মন্তপূত পৈতে তোমাকে হিতৈষী করেছে রাজার
যা তোমার শক্তির পরিচয়
অথচ প্রতিটি অভিশাপ লেখা হয় প্রতিটি গাছায়
যে ধর্মে দীক্ষা নিয়েছে রাজা
সেই একই ধর্মকথা প্রজার হয় না কখনও।
কারণ পুরোহিত তুমিই রেখেছো সেই বিভাজনক্রিয়া
প্রজার অভিসম্পাতগুলি জড় হলে মহাবিপদ তোমারও
মন্ত্রের গুণগুলি অবিকল ঘন্টাধ্বনি মতো
ছড়িয়ে যায় দূর থেকে দূরে
নিরীহ প্রজারা দূর থেকে নতজানু হয়
এই ছলনার কথা অবিকল জানো কি পূজারী ?
যে তুমি রাজার মন্দিরে থাকো শক্তিমান
তিলকরত্নের কপালরেখায়
পূজারী তুমি তো রাজা নও
ভক্ত সমারোহে আকূল কান্নাজল তোমাকেই সাক্ষী মানে
বিগ্রহের চরণধূলো যারা মাথায় নেয়
গন্ডুস ভরে পান করে চরণামৃত
সে কেন সইবে বল দানবতন্ত্র রাজার ?
সে তো বিগ্রহকে মহারাজা জানে।
কী তবে এই ভান্ডার সাজানো
চন্দনের গন্ধে বিভোর করো প্রজার মগজ
ফুল গঙ্গাজল ধূপ ধুনো পঞ্চ উপাচারে
চামর ঘন্টাধ্বনি কত কি বলো?
এই সবই রাজার মাহাত্ম্যে প্রচলিত।
তবু রাজাকে শিক্ষিত করতে যে তুমি পারোনা
মন্ত্রে মন্ত্রে প্রজার ভয় আবিষ্কার করো
কত রক্ত বয় রাজ্যজুড়ে সেইসব কখনও বলোনা
পুরোহিত--তবে তুমি ভন্ড এক রক্তে মাখামাখি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন