🎯 আচ্ছা এখনও আমার মাথায় ঢোকেনি, সত্যিই কৃষকরা সৎ ভাবে না ইচ্ছাকৃতভাবে নাকি জেদের বশে এই কৃষি আন্দোলন করে চলেছেন। একবছর আইন অনুসারে যদি কাজ ওনারা করতে দিতেন, তখন যদি ওনারা বলতে পারতন, দেখলেন তো আমরা গতকাল যা বলেছিলাম, তা আজ সঠিক হলো। তাহলে মনে হয় সারা দেশকে তারা পাশে পেতেন। এর সঙ্গে জিনিসের দাম ওঠাপড়া তো জড়িত, তাই না ? সাধারণ মানুষরা বুঝতেই পারছে না কেন এতদিন ধরে ধর্ণা চলছে। আইনটা যে ফালতু তা তো প্রমাণ করা দরকার। তা না করতে দেওয়াটাও ঠিক নয়। সারা দেশ তাহলে এখনও মানতে পারেনি কেন। এর পেছনে শুধুমাত্র যে রাজনীতি নেই, এটা কে বোঝাবেন ? এই শীতে কৃষকদের কষ্ট যে হচ্ছে তা সকলেই বুঝছেন। সবথেকে ভালো হোতো কৃষি আইনের প্রতিটি ক্লজ ধরে ধরে কৃষি আন্দোলনকারীরা তার উত্তর দিতেন, লিখতেন। তাতে যারা সমর্থন করছেন সকলে স্বাক্ষর করতেন। সেইসব প্রশ্ন-উত্তরগুলি যদি ছেপে বই করে সরকারের পয়সায় ছাপিয়ে প্রতি বাড়িতে বিতরণ করা হোতো, তবে সবাই পড়ে দেখতে পারতেন। আমরা দুটোই পড়ে দেখতাম। তন্নতন্ন করে লিখুন আপনারা। দায় যদি শুধু কৃষকদের হয়, তবে তারাই বই ছাপিয়ে বিতরণ করুন। প্রতিটি ক্লজ এবং সাবক্লজের প্রশ্ন এবং উত্তর তৈরি করে জনগণকে পড়তে দিন। পড়ার পর ওই বই অনুসারে হোয়াটসঅ্যাপে ভোট নিন সকলের কাছে থেকে। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা বুথে গিয়ে পক্ষে বিপক্ষে ভোট দিন। একটা পথে তো সকলকে যেতে হবে। ছয়মাস আন্দোলন ও আইন দুটোই বন্ধ থাকে। আমি একজন যুক্তিবাদী হিসেবে নিজেকে দেখি। তাই যুক্তিযুক্ত কারণ সামনে রাখুন। অবশ্যই কৃষকদের সমর্থন করবো যদি বুঝি সরকারের দোষ। এখন যা হচ্ছে তা সেই কারণে সমর্থন করার মন চাইলেও পারছি না। কোথাও একটা
চোর-পুলিশ খেলা চলছে। যা জনগণ ধরতে পারছে না। ©® অলোক কুন্ডু
চোর-পুলিশ খেলা চলছে। যা জনগণ ধরতে পারছে না। ©® অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন