দেখা এক খোয়াব তো ইয়ে সিলসিলে হুয়ে
দূরতক নিগাওঁ মে হ্যায় গুল খিলে হুয়ে...
আমার কাশ্মীর
ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন , পূর্বে ছিল মডেল ফ্লোরিকালচার সেন্টার ছিল। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এটি টিউলিপ বাগান নামে বিখ্যাত। এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান যা প্রায় ৩০ হেক্টর (৭৪একর) এলাকা জুড়ে বিস্তৃত। জাব্রোয়ান রেঞ্জের পাদদেশে অবস্থিত । ২০০৭ সালে কাশ্মীর উপত্যকায় ফুলের চাষ এবং পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাগানটি খোলা হয়েছিল। পূর্বে এটি সিরাজ বাগ নামে পরিচিত ছিল। আমস্টারডাম থেকে একাধিক রঙের প্রায় ১.৫ মিলিয়ন টিউলিপ বাল্ব এখানকার টিউলিপ বাগানে আনা হয়েছিল তখন। প্রতি বছর কিছু কিছু আনাও হয়ে থাকে। এছাড়া ওখান থেকে আনা ড্যাফোডিল, হায়াসিন্থ এবং রানুনকুলাস সহ ৪৬ রকমের ফুল। এই টিউলিপ গার্ডেনে প্রায় ৬৫ রকমের টিউলিপ রয়েছে। এবছর ঘোষণা হয় ২৫ মার্চ থেকে ২৫ এপ্রিল ২০২২, এই টিউলিপ উৎসব। আসলে টিউলিপ পরিপূর্ণভাবে ফুটেতে শুরু করেছিল এবারে ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। সাধারণভাবে তিনটি স্তরে এই ফুল হয়। তাই ৩ ও ৪ এপ্রিল যেগুলো ফুটে ছিল তারা এবং ১ এপ্রিল ফোটা ফুলগুলি মোটামুটি ৮ এপ্রিল পর্যন্ত ছিল। পরে আবার ১১ তারিখে যাই। ৯ , ১০ ও ১১ এপ্রিল প্রায় সিংহভাগ ঝরে যায়। ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টিউলিপের কয়েকটি প্রজাতি হয়তো বা বাগানে থাকলেও টিউলিপের অন্য প্রজাতির ফুল বাগানে হয়তো থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত। তবে কাপ টিউলিপের থাকার সম্ভাবনা হয়তো আর নেই।
সিলসিলা রিলিজ করে ১৯৮১ সালে। তাই কখনই সিলসিলার বিখ্যাত গানটি কাশ্মীরে স্যুট হয়নি। এটা নিয়ে আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। তা হয়েছিল, হল্যান্ডে।
টিউলিপের বাগান করার প্রচেষ্টা দিল্লির রাষ্ট্রপতি ভবনেও হয়েছিল এবং লোদী গার্ডেনে ২০১২ সালে এই মহার্ঘ ফুল তৈরি করার প্রচেষ্টা নিলেও তার সেই সৌন্দর্য আসেনি। রাষ্ট্রপতি ভবনের বাগান জনগণের জন্য খুলে দেওয়া হলেও ছবি তোলায় নিষিদ্ধ লেখা ছিল। তবে খরচ ও রক্ষা করার প্রশ্নে টিউলিপের চাষ করা খুব একটা সুখের নয়।
বাস্তবটি হল টিউলিপ একসময়ে পশ্চিম ইউরোপকে আচ্ছন্ন করে ফেলেছিল। ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম এবং নেদারল্যান্ডে-এর খ্যাতি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। শিল্পীদের পেইন্টিং, বিশেষ করে ডাচ পেইন্টিংয়ে এবং মোজাইক থেকে সূচের কাছে টিউলিপকে শিল্পীরা মোটিফ হিসেবে বেছে নেয়। এইসব দেশের শিল্পীদের ভালো লেগে যায় এই বিদেশী ফুলটিকে। শিল্পীদের দ্বারাই যে টিউলিপের কদর পৌঁছে যায় বড় লোকেদের ঘরে ঘরে একথা অনস্বীকার্য। শেষে জাপান পর্যন্ত অরিগ্যামি সৃষ্টি করে ফেলে টিউলিপের ( অরিগ্যামি শিক্ষার জন্য এটি আমার করায়ত্ত হয়েছে)
কিন্তু ইতিপূর্বে কখনও টিউলিপের ইতিহাস জানতে ইচ্ছে করেনি। শ্রীনগরে টিউলিপ দেখে ( ৩.৪.২২ -১২.৪.২২) যখন বাড়ি ফিরে এসেছি, তখন আমার থেকে বয়সে ছোট কিন্তু অনেক বিষয়ে খবর রাখেন এবং হাওড়ার বাগনান হাই স্কুলের ইংরেজির শিক্ষক সুপ্রিয় ঘোড়ুইকে ফোন করলাম। সুপ্রিয় মোটামুটি ফোনেই টিউলিপের একটা ইতিহাস শুনিয়ে দিল আমায়। ওইসব শোনার পর টিউলিপ নিয়ে জানার ইচ্ছা আরও বেড়ে গেল আমার। পড়াশোনা শুরু করলাম। নানা জায়গা থেকে পড়তে শুরু করলাম। শেষে অর্থনীতির সঙ্গে টিউলিপের সম্পর্ক জেনে, বঙ্গবাসী কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেবদাস মুখোপাধ্যায় দা-র সরনাপন্ন হলাম। উনি অর্থনীতির অধ্যাপক।
(Prof D D M : Tulip mania was observed in Netherland during the period 1634 to 1637 when people did involve in betting on tulip prices.ultimately the price crashed in no timedue to various reasons and thus they suffered much. It is, therefore, almost akin to a bubble that got busted and consequently people who did make high investment on tulip in the hope of high returns, eventually became the worst losers.
In fact, any type of investment which is speculative in nature and which does not have the backing of any solid ground reality, is bound to be crashed after sometime because bubble will bust in due course. This is often observed in share market;)
ওনার কাছ থেকে একটা ধারণাও পেলাম। কৃতজ্ঞ দুজনের কাছেই। এহেন সুন্দর একটি ফুল যা মানুষকে পাগল করে তোলে, তাকে নিয়ে যে অর্থনীতির একটা টার্ম তৈরি হয়েছে এটা জেনে খুবই আশ্চর্য হলাম। টিউলিপের সঙ্গে যে একটা আর্থ সামাজিক সম্পর্ক তৈরি হয়েছে এটাও জানতে পারলাম। তা থেকে অর্থনৈতিক বিপর্যয়ের একটা রিলেশন জড়িয়ে গেলেও তা কিন্তু এখন অন্যভাবে নেদারল্যান্ডসের সমৃদ্ধির সূচকও বটে।
ডাচ স্বর্ণযুগের একটি সময় ছিল যখন সম্প্রতি চালু হওয়া এবং ফ্যাশনেবল কিছু টিউলিপ চাষের চুক্তির মূল্য অসাধারণভাবে উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছিল। এতে একটা ধারণার জন্ম হয় যেন টিউলিপ হল সোনাদানার মতো একটি সম্পদ। ১৬৩৭ সালের ফেব্রুয়ারিতে সেই ধারণা নাটকীয়ভাবে ভেঙে পড়েছিল নানাকারণে। তার একটি কারণ, চাহিদার তুলনায় দাম বেশি ও অতিরিক্ত ফলন।
এই ঘটনাটিকে সাধারণত ইতিহাসে প্রথম অনুমানমূলক সম্পদ সৃষ্টির প্রচেষ্টা বলে নথিভুক্ত করা হয়। অনুমান
তো খানিকটা বুদবুদের মতো। তাই ডাচেদের টিউলিপ ম্যানিয়াকে অনুমানমূলক বুদবুদের সমকক্ষ হিসেবে দেখা হয়েছিল। তখন একটি কাল্পনিক অনুমানের সৃষ্টি করা হয়েছিল টিউলিপকে সম্পদের পর্যায়ে ফেলে দিয়ে।
আসলে টিউলিপের সৌন্দর্য কিন্তু কখনও দীর্ঘস্থায়ী ছিলনা, সুগন্ধিও কোনও ছিলনা, তবু এক একটা টিউলিপের দাম বেড়ে হয়েছিল সেই সময়ের একজন ডাচ দক্ষ কারিগরের আয়ের দশগুণ। কোনও কোনও প্রজাতির এক গোছ টিউলিপের দাম উঠেছিল একটি প্রাসাদের দামের সমান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সেখানে টিউলিপকে কেন্দ্র করে একটি ম্যানিয়ার জন্ম হয়েছিল এবং টিউলিপের দামকে অবাস্তবভাবে শীর্ষে উঠিয়ে দেওয়া হয়েছিল। এটা হয়েছিল ১৯৩৪ থেকে ১৯৩৭ এর মধ্যে। আসলে ম্যানিয়া হল খানিকটা বুদবুদের মতো। সেই সময়ের এটি একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক সংকট যার নাম "টিউলিপ ম্যানিয়া।" এই টিউলিপ ম্যানিয়া শব্দটি এখন প্রায়ই রূপকভাবে ব্যবহৃত হয় যে কোনো বড় অর্থনৈতিক বুদ্বুদের ভঙ্গুরতা বা বিপর্যয় বোঝাতে। যখন সম্পদের দাম অন্তর্নিহিত মূল্য থেকে বিচ্যুত হয়। তখন তাকে টিউলিপ ম্যানিয়া বলা হয়।
এই ঘটনা যখন নেদারল্যান্ডসে ঘটেছিল, একজন দক্ষ কারিগরের বার্ষিক আয়ের ১০ গুণ দরে কোনও কোনও টিউলিপ বিক্রি হলেও শেষ পর্যন্ত বাজার বসে পড়ে। টিউলিপ চাষে হাজার হাজার টাকা যারা ইনভেস্ট করেছিল, যারা বিনিয়োগ করেছিল তারা পথে বসে যায়। ডিলাররা পথে বসে যায়। চুক্তিপত্র, ফুল, ডিভিডেন্ড সব একসঙ্গে জ্বলেপুড়ে খাক হয়ে যায়।
ইউরোপজুড়ে টিউলিপের বাগান করার প্রবণতা বাড়তে থাকলেও ১৬৩০ থেকে ডাচেরা টিউলিপ চাষে ইউরোপের সমস্ত দেশকে ছাপিয়ে যায় এবং ১৬৩৪ সালে টিউলিপকে অর্থনৈতিক ভাবে ভোগবাদী সমাজের দৃষ্টিতে সম্পদ বৃদ্ধির হাতিয়ার করে প্রচার শুরু করে। টিউলিপের উপর টাকা ঢেলে অনেক বিনিয়োগকারী ওইসময় ধ্বংস হয়ে যায়। ডাচ বাণিজ্য পর্যন্ত ধাক্কা খায়।
দেখতে যত সুন্দর ততটাই সুগন্ধিহীন এই টিউলিপ। এমন এই ফুলেকে নিয়ে মানুষের অর্থনৈতিক ইনভেস্টমেন্ট এমন একটা উচ্চ পর্যায়ে পৌঁছেছিল যা অস্বাভাবিক আকারের একটি প্রভাব সৃষ্টি করেছিল যে সে তো জানাই হল। আসলে এইরকম হাই ইনভেস্টমেন্ট যদি অস্থির ও অস্থায়ী ক্ষেত্রে হয় তাকে অর্থনীতিতে বুদবুদের সঙ্গে তুলনা করা হয়। অর্থনীতীতে বুদবুদের ওপর পয়সা ঢেলে কম সময়ে বড়লোক হওয়ার প্রবণতা দীর্ঘদিনের। আমাদের এখানে সঞ্চয়িতা, সারদায় ইনভেস্টমেন্ট ছিল তাই একরকম টিউলিপ ম্যানিয়া।
মোটামুটি ১৫৫৩ সালে হল্যান্ডে টিউলিপ চাষ প্রবর্তিত হয়েছিল এবং প্রাথমিকভাবে ১৬৩৪ থেকে ব্যবসা বৃদ্ধি হতে শুরু করে এবং ম্যানিয়ার শুরু এবং ১৬৩৭ বুদবুদটি ভেঙে পড়ে। ডাচ টিউলিপ বাল্ব মার্কেটের বাবলের ইতিহাস বলে গোটা কয়েক বিশ্ব বিখ্যাত বই লেখা হয়ে গেছে।
ষোড়শ শতাব্দীতে ইউরোপজুড়ে বিত্তশালীদের বাগানজুড়ে টিউলিপের আগমন ঘটতে থাকে। মনে করা হয় মশলা ব্যবসায়ীদের হাত ধরে এই ফুল ইউরোপে প্রবেশ করে বহিরাগতদের সঙ্গে। যেহেতু ইউরোপীয় ফুলের জলশায় প্রথম থেকেই টিউলিপ একটা জায়গা করে নেয় তাই উপহার দেওয়া, ড্রইংরুম সাজাতে ও উৎসবে ক্ষণকালের জন্য হলেও ইউরোপীয় বিত্তবানেরা এই ফুলকে আপন করে ফেলে এবং বিলাসবহুল আইটেম হিসেবে আস্কারা ও আদর পেয়ে যায় টিউলিপ। ডাচেরাই এই ধুয়ো তুলেছিল এবং তারাই এই ফুলের মর্যাদা বাড়িয়ে ফেলে। যাদের বাগানে এই ফুল হতো তারা ওইসময় নিজেদের ভাগ্যবান বলে ভাবতেও শুরু করে দেন। মধ্যবিত্তরাও বিত্তশালীদের অনুসরণ করতে শুরু করে দেন। বাড়ির সদর বাগানে টিউলিপের আগ্রহ এতোটাই বেড়ে যায় যে এর বীজের দামও মহার্ঘ হয়ে দাঁড়ায়। প্রাথমিকভাবে, এটি একটি স্ট্যাটাস আইটেম হয়েও দাঁড়িয়ে যায়। যেটি ব্যয়বহুল হতেই একসময় এই ফুল, ব্যবসায়ীদের কাছে তা সম্পদের আকার নেয়।
কিন্তু এই সময়ে চাষের ক্ষেত্রে, ডাচেদের কাছে অন্যরা মুন্সিয়ানায় হেরে যায়। সাধারণভাবে এখনও টিউলিপ চাষ একটি দীর্ঘ আবিষ্কারের ফসল। কিন্তু টিউলিপের চাষ বহু আগে কুখ্যাত ছিল। কারণ অল্পেই পাপড়ি ভেঙে পড়তো ও ভঙ্গুর ফুল বলে পরিচিতও ছিল এবং সাবধানে চাষ না করতে পারলে টিউলিপ রাখা যেত না।
বিশষ করে টিউলিপের চারাতে বরফ পড়া যে জরুরি এবং প্রয়োজনীয়, সেটা বোঝাও সহজ ছিল না। এছাড়া সহজেই মারা যেত। কিন্তু ডাচেদের হাতে এর বাড়বাড়ন্ত হতে থাকলে টিউলিপের চাষে ও বাগানগুলোতে ইনভেস্টমেন্ট বাড়তে থাকে। এই সুযোগে ব্যবসায়ীরা টিউলিপের দাম আকাশছোঁয়া করে ফেলে। রটে যায় সঠিক টিউলিপ চাষে টাকা ঢাললে বিশগুণ হয়ে ফিরে আসবে। এটাই হচ্ছে বুদবুদ। টিউলিপের পেশাদার চাষীরা স্থানীয়ভাবে ফলন বাড়ানোর সঙ্গে সঙ্গে উৎপাদনে নানা কৌশল নেয়। ফুলের বীজ সংরক্ষণ, রঙ, প্রজনন ও পরিমার্জনে তারা মাষ্টারি শুরু করে দেয়, একটি সমৃদ্ধ ব্যবসায়িক খ্যাতি প্রতিষ্ঠা করে ফেলে। আজও কিন্তু এই খ্যাতি অব্যাহত আছে। নেদারল্যান্ডসে মার্চ থেকে মে মাস পর্যন্ত যে টিউলিপ উৎসব হয় তা দেখতে, কিনতে, হাতে ধরতে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন সেখানে। মোটামুটি নেদারল্যান্ডসে এখন এত রকম রঙের এত রকম প্রজাতির ফুল হয় যে তা ১৫৬ প্রকারকেও ছাড়িয়ে গেছে।
অন্যদিকে টিউলিপের একটি সমৃদ্ধশালী ও একটি বাইজেন্টাইন গল্প আছে। ইংল্যান্ডে প্রথমে এই ফুল
দেখতে পাওয়া যায় বলে ইউরোপের মধ্যে একটি রটনা আছে। একজন ইংরেজ মালীর হাত ধরে হয়েছিল। এটি ইস্তাম্বুল থেকে সমরখন্দ এবং তিয়েনশান পর্যন্ত বিস্তৃত ঝোপঝাড়ের বুনো ফুল হিসেবে দেখা যেত ১২ শতকের আগেই। ফুলটি অবশেষে অটোমান সাম্রাজ্যের সুলতানের দৌলতে জাতে উঠতে পারে।
টিউলিপ কিন্তু বসন্তের ফুল। এখন পর্যন্ত ইস্তাম্বুলে,
আমেরিকার কয়েকটি জায়গায়, ইউরোপ ও কানাডায় চিন, জাপান ও কোরিয়ায় টিউলিপের চাষ ভালো হচ্ছে। তবে হল্যান্ডেই এর কদর সবচেয়ে বেশি। সাধারণতঃ মার্চের পনেরো তারিখ থেকে এপ্রিল ও মে পর্যন্ত টিউলিপের মরশুম। একমাত্র নেদারল্যান্ডসেই এই ফুল ১৫ মে পর্যন্ত দেখতে পাওয়া যায়। জানুয়ারির দ্বিতীয় শনিবার গাছের অগ্রগতি বুঝে একটি উৎসবের মধ্য দিয়ে টিউলিপ উৎসবের সরকারি দিনক্ষণ ঘোষণা করা হয় সেখানে। মোটামুটি তিনটি স্তরের টিউলিপই সেখানে হয়ে থাকে। প্রাথমিক মধ্য ও চূড়ান্ত। তিনটি স্তরের টিউলিপের জন্য তাই নেদারল্যান্ডসে মার্চের ১৫ তারিখ থেকে টিউলিপের ফুল ফুটতে শুরু করে থাকে মে-র দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। অবশ্য নেদারল্যান্ডস ড্যাফোডিল ও টিউলিপের ব্যবসায় এখন রীতিমতো শক্তিশালী দেশ।
তুর্কি লোকগাথায় লাল রঙের টিউলিপ ফুল হলো প্রেমের প্রতীক। পারসীতেও এইরকম লোকগাথা প্রচলিত আছে টিউলিপকে নিয়ে। সেই অনুযায়ী ফারহাদ নামে পারস্যে একজন ভাস্কর ছিল। সে শিরিন নামে এক রাজকন্যার প্রেমে পড়ে যায়। শেষ পর্যন্ত দুজনের মিলন হয় না। একসময় ফারহাদ নিজেকে শেষ করে দেয়। শিরিন এই সংবাদ পেয়ে হতাশগ্রস্ত হয়ে মৃত্যু বরণ করে। যেখানে যেখানে শিরিনের রক্ত পড়েছিল সেখানে সেখানে লাল টিউলিপ ফুটে ওটে । এই লোকগাথা অনুযায়ী লাল টিউলিপকে প্রেমের প্রতীক মনে করা হয়। প্রথমে তুরস্কে টিউলিপ জনপ্রিয় হতে থাকে। রাজধানীর বাইরে টিউলিপ কেনা বা বিক্রি করা ছিল অপরাধ (নির্বাসিত শাস্তিযোগ্য)। সম্ভবত ক্যারোলাস ক্লুসিয়াস, যিনি ভিয়েনার একজন জীববিজ্ঞানী ছিলেন। ১৫৯০-এর দশকে, ক্লুসিয়াস ইউরোপে এর প্রসার বৃদ্ধি শুরু করেন।
বিশ্বের কোথাও নেদারল্যান্ডসের লিসে-শহরের মতো ফুলের সৌন্দর্য দেখতে পাওয়া যায় না। কয়েক দশক ধরে, কেউকেনহফ পৃথিবীর সবচেয়ে প্রিয় টিউলিপ প্যারাডাইস বলে মর্যাদা পেয়েছে( Keukenhof)। মোটামুটি ১৯-২০ মার্চ থেকে ৯-১০ মে পর্যন্ত টিউলিপ পাওয়া যায় এই সব শহরে। হল্যান্ডে মোটামুটি ০৭ মিলিয়ন ফুলের বাল্ব হয় (ড্যাফোডিল এবং হাইসিন্থ সহ) সেখানে বার্ষিক এক মিলিয়নেরও বেশি দর্শককে আকর্ষণ করে এই ফুল। তবে আপনি যদি ইউরোপের বাগানে যেতে না পারেন তবে এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও আশ্চর্যজনক দুর্দান্ত টিউলিপের চাষ দেখে নিতে পারেন। টিউলিপ ম্যানিয়ায় মেতে পড়ার জন্য দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানগুলির মধ্যে একটি হল তায়ান। ওয়ার্ল্ড টিউলিপ সামিট সোসাইটি বিশ্বের সেরা পাঁচটি টিউলিপ উৎসবের মধ্যে তায়ান টিউলিপ ফেস্টিভ্যালের মুকুট পেয়েছে। সিউল থেকে ব্যক্তিগত পরিবহনে প্রায় ৩ ঘন্টা ম্যাগেওম্পো সমুদ্র সৈকতের কাছে অবস্থিত, সাইটটিতে ৩০০ প্রজাতির প্রতিনিধিত্বকারী প্রায় ১.২ মিলিয়ন টিউলিপের চাষ হয়।
জাপান ও চিনেও টিউলিপের চাষ হয়ে থাকে।
আমরা যে কাপ টিউলিপ বা ডিম আকৃতির টিউলিপ দেখতে পাই তা হল্যান্ডের চাষিদের দ্বারা আবিস্কার হয়েছে। তবে ইস্তাম্বুল ও ইরানে যে পার্শিয়ান পার্ল নামের
টিউলিপ দেখতে পাওয়া যায় তার সঙ্গে ডিম্বাকৃতির অনেকটা মিল আছে। মূলত রোমান অথবা ডাচ ব্যবসায়ী অথবা কূটনীতিক প্রতিনিধি যখন তুর্কি সুলেমানের রাজত্বে এসে মালিদের মাথায় থাকা পাগড়ি
দেখে তার নাম জিজ্ঞাসা করেন এবং ডুলব্যান্ড অথবা
তুলবেল্ট শোনেন ( ফার্সি শব্দ) সেখান থেকেই ভুল শোনার জন্য টিউলিপ নামের উদ্ধভ হয়। আসলে এটি
শেষ পর্যন্ত ইংরেজি শব্দের মায়াজালে আবদ্ধ হয়। কিন্তু ফুলটির আসলে নাম ছিল লেলে ( Lah-Leh)। যা আমরা পিন্টারেস্ট বা অন্য অ্যাপে গিয়ে টিউলিপ বলতে একধরনের কাপ বা ডিমফুলকে বুঝে নি। সব ফুল কিন্তু তেমনটা নয়। কাশ্মীরের টিউলিপ বাগানে গিয়ে ( ৪.৪.২২ ও ১১.৪.২২) যা অভিজ্ঞতা হল, তা হল টিউলিপের দেখনভঙ্গি কিন্তু সবটাই কাপের বা ডিমের আকার নয়। যেমন অ্যাপ্রিকট বিউটি যে টিউলিপ তার গায়ের রঙ অ্যাপ্রিকটের রঙে খানিকটা গেরুয়া ও কাপ ভঙ্গিমার। পার্শিয়ান পার্ল খানিকটা ভারতীয় পদ্মের মতো। মুখটা আরও শার্প ও লম্বাটে। টিউবারজেনের হল সোনালী রঙের ও কাপ ভঙ্গিমা। লার্জ লাফ বা চওড়া হাসি একদম ডিম আকৃতির। আবার অ্যাঞ্জেল উইস খানিকটা বড় গোলাপের মতো। আমেরিকাতে টিউলিপের চাষ হয় প্রথমে এটি ব্যক্তিগত বাগানে সীমাবদ্ধ ছিল। আমেরিকায় টিউলিপের সময় হল ফেব্রুয়ারির শেষ সপ্তাহ। যে ডোরাকাটা টিউলিপের চারা হল্যান্ডে গিয়েছিল তার সঙ্গে অনেক গাছের ফলের সাধারণত পিচ ফলের ভাইরাস সঞ্চার হয় তখন ডাচ মালি ও উদ্ভিদ বিজ্ঞানীরা নানাভাবে টিউলিপকে সংরক্ষণ ও সংস্কার করেন। হল্যান্ডে এখন ১৫৬ রকম রঙের ৩০০০ -এর বেশি প্রজাতির ফুল হয়ে থাকে। আমস্টারডামে উৎসব শুরু হলেও এদের লিসে ও কোকেনহফ ( Kekenhof) - এই দুটি শহরে সর্বাধিক বাগান আছে। মূলত আমাদের কাশ্মীরের বীজ এসেছে Keukenhof থেকে। রান্না করা শুখা টিউলিপের স্বাদ খানিকটা পেঁয়াজের মতো। তবে এর কাঁচা অবস্থায় ও রস পশুপাখি খায়না বিষক্রিয়ায় জন্য। পাখি তাই এর ধারেকাছে আসেনা। রাশিয়ায়ও টিউলিপের বাগান আছে। বিশেষ করে তারা লাল টকটকে ডিম বা কাপ টিউলিপ আমদানি করে, এই ফুল রাশিয়ায় প্রেমের প্রতীকী হিসেবে উপহারের চল আসছে। এই ফুল হাঙ্গেরি, কিরগিজস্তান, তুরস্ক ও হল্যান্ডের জাতীয় ফুল। ইস্তাম্বুলেও টিউলিপের উৎসব হয়। টিউলিপের উচ্চারণ- আসলে TOO-Lih-puh। আমেরিকাতে আকারে ছোট
বেগুনি রঙের টিউলিপের আধিক্য দেখা যায়। মোটামুটি অক্টোবর নভেম্বরে রোপন করার সময় এই ফুল। ভারতে
কয়েকদিনের জন্য দিল্লির লোদি গার্ডেন, বেঙ্গালুরুর লালবাগে, চন্ডীগড়ে এই ফুলের দেখা মেলে। আমরা সাধারণত মেন্টন টিউলিপ যা ডিম্বাকৃতি ও কাপের মতো দেখতে, তাকেই পছন্দ করি। তবে এইগুলো একেবারেই হল্যান্ডে বেড়ে ওঠা তাই এর স্থায়ীত্ব অন্য কোথাও বেশি দিনের নয়। তবে দর্শকদের জন্য অন্য প্রজাতির টিউলিপের চাষ হল্যান্ডেই শুরু হয়েছিল এবং ওইসব প্রজাতির ফুল ১৫ থেকে ২৫ এপ্রিল কাশ্মীরেও দেখতে পাওয়া যাবে। টিউলিপ সাধারণত সিঙ্গল ফ্লাওয়ার হয়। সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল মার্কেটটি নেদারল্যান্ডসে।
টিউলিপ ফুলের আদি বাসস্থান পামীর মালভুমি ,
হিন্দুকুশ পর্বতের পাদদেশে হলেও তা খ্যাতির শিখর পৌঁছয় পারস্যে এসে। তুর্কিতে টিউলিপের চাষ প্রবর্তন করেন অটোমান সুলতানরা, প্রায় চৌদ্দ রকম নতুন প্রজাতির টিউলিপের জন্মস্থান হলো তুর্কিতে। অটোমান সুলতান তৃতীয় আহমেদ টিউলিপের বাগান করেছিলেন। এখন প্রায় দেড়শো প্রজাতি ও প্রায় হাজার তিনেক রঙের টিউলিপের খোঁজ সারা পৃথিবীতে পাওয়া গেছে।
অটোমান সম্রাট সুলেমানের সময়ে এক রোমান বণিক ইস্তাম্বুলে এসে টিউলিপ ফুলের সৌন্দর্য দেখে বিস্মিত হন। সেই বিস্ময় থেকে আজ সারা বিশ্বে টিউলিপের বিস্ফোরণ। সত্যিই আবার টিউলিপ ম্যানিয়া নতুনভাবে সঞ্চারিত হয়েছে। টিউলিপ ক'দিনেই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন হিসেবে দেখা দিয়েছে।
এত কথার পরও মনে করা হয় প্রথম টিউলিপের বীজ ভিয়েনাতে যায়। ভিয়েনা থেকে টিউলিপ জার্মানি, বেলজিয়াম ও ইংল্যান্ড হাঙ্গেরি ও হল্যান্ডে দ্রুত ছাড়িয়ে পরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন