বুধবার, ২৫ মে, ২০২২

বানিহাল থেকে শ্রীনগর ডি.এম.ইউ

বানিহাল থেকে গত ১১.৪.২০২২ এসেছিলাম ডিএমইউhttps://m.facebook.com/story.php?story_fbid=956144081760444&id=124001074974753
ট্রেনে চেপে। তার আগে অবশ্য ৩০০ টাকা দিয়ে শেয়ারে প্রাইভেট গাড়ি চেপে শ্রীনগরের নওগা থেকে
পৌঁছে গেলাম বানিহালে। ১১ কিমি বানিহাল জওহর ট্যানেল পেরিয়ে। ফিরলাম ট্রেনে করে ২.৪৫ -এ ট্রেন।
১.২৩ -এ বানিহালে পৌঁছে টিকিট কাটলাম। ৪৫ টাকার টিকিট কাটতে ৫০ টাকা দিতে কাউন্টারের ভেতর থেকে
ওধারে বসা ভদ্রলোক বললেন ৫ টাকা তো ফেরত দিতে
পারবো না। আমি পরের ভদ্রলোককে ওনার ৫+৫=১০
দিয়ে দিচ্ছি। আমি বললাম আপত্তি নেই। ওই ব্যক্তি বললেন, দাদা আপ দশ রুপিয়া লিজিয়ে। এ তো খুব মুস্কিল। তাই আমি বললাম আপ লে লিজিয়ে। এতে বুঝলাম যে কাশ্মীরীরা কত সৎ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...