শনিবার, ৪ জুন, ২০২২

কে কে-র অটোপসি রিপোর্ট কি সঠিক/ অলোক কুন্ডু

কে.কে-র অটোপসি রিপোর্টের বিপক্ষে আমার প্রশ্নপত্র
১. কারও ৭০% ফ্যাট জমে থাকলে সে অত লম্ফঝম্ফ করে গান করতে পারতেন কি। 
২. গান কি মুখ দিয়ে গাওয়া হয় চিকিৎসককূলের কাছে আমার সবিনয় প্রশ্ন। 
৩.চিকিৎসকদল যদি বলেন কৃতজ্ঞ থাকি, একঘন্টা যিনি শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গজুড়ে একটার পর একটা গান গেয়েছিলেন তার কি সহজে হৃদযন্ত্র বিকল হয়ে যেতে পারে ?
৪.যদি অক্সিজেনের ঘাটতি হয়েছিল। হৃদযন্ত্রের অসুখ থাকলে অক্সিজেনের ঘাটতি হলে এই দোষ শিল্পীর হৃদযন্ত্রের না কি যারা অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করেছিল ?
৫. কলেজের ছেলেরা হোটেলে গিয়ে একঘন্টা ধরে কেন সেল্ফি তুলতে গেল ?
৬. কে কে যখন ব্যাক স্টেজে প্র্যাকটিস করছিল এবং এক দৌড়ে দশ ফুট উঁচু মঞ্চে গিয়ে উঠলো এবং গান শুরু করে অভিবাদন নিল তখন তো একেবারে তরতাজা
এইরকম কেউ কি ইতিপূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে সঙ্গে সঙ্গে মারা যেতে পারেন।
৭.যে ব্যক্তি তিনঘন্টা পরে মারা যাবেন তিনি বাপের জন্মে কখনও ওইরকম পারফরম্যান্স করতে পারেন। তা যদি হতো তো সঙ্গে সঙ্গে হোতো এবং মঞ্চের মধ্যেই তো হওয়ার কথা। সাডেন হতে পারে ?
৮. হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ কি বলছেন ? তার হৃদরোগ হয়তো ছিলই কিন্তু যে ব্যক্তি অত লম্ফঝম্ফ করতে পারেন তার কীভাবে ৭০% ফ্যাট হয়। তিনি তো চলাফেরা করতেই পারবেন না। ৭০% ফ্যাট কি তবে সবটাই চিকিৎসকদের বানানো। ভাববার বিষয় কিন্তু।
৯. অক্সিজেনের ঘাটতির জন্য শরীরে খিঁচুনি ধরতে পারে ও শরীরে শীত পেতে পারে কারণ সাডেন নিউমোনিয়া অ্যাট্যাক করতে পারে অক্সিজেন কমে গেলে। ( লাদাখে গিয়ে যাদের অক্সিজেন কমে যায় তাদের সঙ্গে সঙ্গে বিনা ঠান্ডাতেই নিউমোনিয়া ধরে নেয়।  এটা ওখানকার চিকিৎসকদের কাছ থেকে জেনে ছিলাম)
১০. এখন শিল্পী নিজের দোষে মারা গেলেন নাকি অক্সিজেন শ‍রীর নিতে না পারার জন্য মারা গেলেন।
১১. একজন ৭০% হার্ট ব্লকেজ রোগী কখনও বাপের জন্মে দৌড়তে পারবেন না। এই বিষয়টা চিকিৎসা শাস্ত্রে কি বলছে যদি ডাক্তারবাবুরা খোলশা করে বলেন।
১২. ফ্যাটি হার্ট নিয়ে বহুজন মারা গেছেন ইতিমধ্যে কিন্তু যিনি লাফালাফি করছেন এবং উদারা মুদারা তারার সাহায্য নিয়ে শরীরের অভ্যন্তর থেকে এক একটা নিখুঁত সুর স্বর তুলে আনছেন তাঁর কীভাবে ৭০% ফ্যাট জমে। 
১৩. গানের শুরুতে যিনি তরতাজা ছিলেন, যত সময় গড়িয়েছে তত কে.কে নিস্তেজ হতে শুরু করলেন। হার্টের সমস্যা হলে উনি তো গাইতেই পারতেন না। বলতেন আজ একটু আস্তে গাইবো আপনারা সহযোগিতা করুন। 
১৪. চিকিৎসকরা আপনারা যদি সন্দেহজনক বিবৃতিতে স্বাক্ষর করেন তাহলে আমরা যাই কোথায়। মেনে নেওয়া ছাড়া তো করার কিছু থাকেনা। 
©® অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...