তার ঠিকানা রাণার জানতো
যেন জ্যোৎস্না জড়ানো রাত্রি
আবছা মোহানা দূরে দূরে মেঘ
অবিরত ধারা স্বৈরী ।
রাত তছনচ ভেজা চুনরি
হরিণী সুষমা অবিকল
মন উসখুস কথা চুপচাপ
কত উল্লাস জলে ভাসতো ।
যত উচ্ছ্বাস ছিল মুগ্ধ
জল সুশোভন রূপ ঢালতো
আজও চাইছে কেউ গাইছে
বুঝি ভিজছে তার ওষ্ঠ ।
তাই বৃষ্টি এত অনুপম
যত দুখগুলি মুড়ে রাখছি
চোখ ভিজছে জল খেলছে
চাঁদ-তারারাও অবিরল ।
( তারিখ : ১৭.৮.২০১৬)
বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
তার ঠিকানা রাণার জানতো / অলোক কুন্ডু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু
#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...
-
দুটো উৎসবের দেখা হবেনা কোনোদিন অলোক কুন্ডু একেই তোমরা আমার মহান ভারত বলো ইস্ কি লজ্জা গো আমার ভারতবর্ষ কোনো রাস্তায় দুটো শোভাযাত্রার দেখ...
-
#অলোক_কুন্ডুর_কলম আজ আনন্দবাজারে শঙ্করের অসিতকুমার ------------------------------------------------------------- ■ বইমেলায় গত তিনবছর আগে,শঙ...
-
অলোকের ঝর্নাধারায় (আমার টুকরো জীবন) পর্ব-১৫ ■হাওড়ার অফিসে শিক্ষকদের ১২০০০ হাজার কিংবা তারও বেশি পেনশন ফাইল দেখেছি, করেছি এমনকি ফাইল খুলে পর...
কাব্যগ্রন্থ : অলোক কুন্ডুর "বৃষ্টি ভেজা কাগজের ফুল " থেকে নেওয়া হয়েছে
উত্তরমুছুনকাব্যগ্রন্থ : অলোক কুন্ডুর "বৃষ্টি ভেজা কাগজের ফুল " থেকে নেওয়া হয়েছে
উত্তরমুছুন