সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : দ্যাট উড বি গ্রেট

অলোকের লেখালিখি ও কবিতা
****************************
দ্যাট উড বি গ্রেট / অলোক কুন্ডু

ইনবক্সে স্মাইলির ছড়াছড়ি
অ্যাক্সেসারিস খুলছে এক এক করে
অনুভূতিগুলো ঘ্যাম লাগলো বেশ
মুখপাতটাই চিনতে চাইলো--অর্ক ।

এক্সপেনডেড চাউনি যেন ছুরি
ব্যাকলেস গার্ল ধকধক যত চিত্তে
বন ফায়ারে জং লুটে নেয় নিকেল
টানাপোড়েনের অঙ্ক ভোলে তাঁতি ।

নীতা বললো- কী দেখছো কি ?
এটা সীতা হার
অর্ক বললো- দ্যাট উড বি গ্রেট ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...