মণিহার / অলোক কুন্ডু
যেদিন জিজ্ঞেস করেছিলো মেয়েটা
মুঠো করা হারটা লুকোনো হয়েছিল বৃথাই
তবু মেয়েটা একবার হারটা দেখতে চাইতেই
সে মুঠো খুলে দিয়েছিল প্রাণপণে
সর্ষে ক্ষেতের ধারে উঠেছিল ঝড়
সারা ক্ষেতজুড়ে হলুদ বর্ণের সকাল ।
আরও একদিন সরষে ক্ষেতের কাছে
আকাশ মেঘলা হয়ে আসতেই
মেয়েটার সঙ্গে আবার দেখা হয়েছিল
কিছুতেই নেয়নি সেই হার
সেই থেকে বুক পকেটেই পড়ে থেকে থেকে
মরচে পড়েছে কতকাল ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন