মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা

রীনা ব্রাউন ভালো থেকো /অলোক কুন্ডু

সাত নম্বর কয়েদির নির্বাসন
তোমাকে মানায় না কিছুতেই
তবু বলি ভালো থেকো
বাঙালির সেই তুমি প্রণয়বেলায় ।

ব্যাপক বিস্ময় ছিল সন্মোহন তোমার
মন্থন করেছিলে বাঙালির
রোমান্টিক সময়ের  প্রণয়বেলা
মিনার বিজলী ছবিঘর থেকে
উত্তরা পূরবী উজ্বলায় ।

তোমার অনিবার্য ক্লোজ আপে
অনায়াস চাউনির মুগ্ধতায়
রুপোলি দাতের দ্যুতিতে
ভেসে গিয়েছিলো
আটপউরে বাঙালির-প্রণয় জীবন  ।

ধুম লুকোনোর খেলা
রপ্ত ছিল আদিগন্ত সময়ের পরেও
বাঙালির গ্রেটাগার্বো খ্যাতি নিয়ে
ভালো থেকো ভালো থেকো ।

এই নির্বাসন এতকাল
কিছুতেই মানায়নি তোমাকে
হারানো সুরটুকু যে তুমি খুঁজেদিয়েছিলে
যাদের করুণা করেছিলে প্রেমে
তাদেরও পাকাচুল
তারাও অশ্রু মুছেছে মনে মনে ।
© অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...