বুধবার, ২৬ জুলাই, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা :: Poetry of Alok Kumar Kundu

কী বৃষ্টি তোমাকে ভেজালো বল তো
অলোক কুন্ডু

কী বৃষ্টি তোমাকে ভেজালো বল তো
এমন কি তোমার শাড়ির আঁচলও
কী সৃষ্টি তোমার ওই মুখের আদলে
যে আমিও ছাতা ভুলে যাই এই বাদলে

কী বৃষ্টি তোমাকে ভেজালো বল তো
যে তুমিও নীরবে একলাই ভিজবে
কী এমন শ্রাবণের জ্বর জ্বর দুগালে
যে আমাকেও ঠিক তেমনি ভেজালে

কী বৃষ্টি তোমাকে ভেজালো বলতো
যে আমিও ফুলছাপ ছাতা আর ধরিনি
এ দোষ আমার শুধু বৃষ্টিকে ধরোনা
এ দুঃখ ভাসে আজ শুধু বৃষ্টির জন্যে

কী বৃষ্টি তোমাকে ভেজালো বলতো ?
© অলোক কুমার কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...