শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

Poetry of Alok Kundu অলোক কুন্ডুর কবিতা

আমার দুর্গা / অলোক কুন্ডু
আমার ধর্ম ঘুম ভেঙে যাওয়া কলাবউয়ের স্নান
আমার ধর্ম এখনও রেডিও মহালয়ার গান
শিউলি এলে বুঝতে পারি আমার ধর্ম দোরে
আমি তখন শিউলি তলায় দুহাত ভরেছি ফুলে
ধর্ম শুধোয় কোন প্রতিমার জন্যে নিলে ফুল
আমি বলেছি সে এক দুর্গা বুকের ধুকপুকে
আমার ধর্ম রূপকথা যেন আগলে রাখা সুখে
তবুও ধর্ম নাছোড়বান্দা বানাতে চায় বেকুবে
তর্কে তর্কে কখন সে দাঁড়িয়ে জীবন্ত সেই মুখ
দুর্গার সঙ্গে মিলিয়ে দেখছি অবিকল এক রূপ ।
© অলোককুমার কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...