কূপমন্ডুক হোয়োনা, শঙ্কু ও সত্যজিৎ রায়
--------------------------------------------------------
আগন্তুকে সত্যজিৎ রায় শেষ দৃশ্যে উৎপল
দত্তের মুখে দুটি ডায়লগ (কথা) ব্যবহার করেছিলেন (১) ছোট ছেলেটি অর্থাৎ নাতি
সমান শৈশবকে শুনিয়েছিলেন কূপমন্ডুক হোয়োনো । আসলে বাঙালিজাতির উদ্দেশ্য
বলেছিলেন কিন্তু বাঙালি তার আজও পাঠ
উদ্ধার করতে পারেননি । (২) আউফভিদার
জেহেন ( আবার দেখা হবে ) --জার্মানদের
বিদায়ী সৌজন্য বাক্য ( তার মানে কর্মঠ দেশ,
কূপমন্ডুকতার যেখানে কোনো স্থান হয়না,
পৃথিবীর পরিচ্ছন্ন, বোধ-বুদ্ধির দেশ
জার্মানিতেই তিনি আবার ফিরে যাচ্ছেন ।
সত্যজিৎ রায় কি সত্যিই পৃথিবীর ৬৯ টি
ভাষা জানতেন । আমি জানি তিনি একমাত্র
ভারতীয় তিনি ৬৯ টি ভাষা নিয়ে অল্পবিস্তর
পড়ালেখা করেছেন এবং বুঝতেন । তিনি কি
হায়ারোগ্লিফিক পড়তে পারতেন ? আমি
বলবো পারতেন । তিনি কি পদার্থ বিজ্ঞানী
না তবে বিজ্ঞানের সকল শাখায় তাঁর অবাধ
যাতায়াত ছিল । তিনি কি বিশ্বের সকল
দেশের ভৌগোলিক অবস্থান জানতেন ?
আমি বলবো জানতেন । বিশ্বের সমস্ত
ধর্ম , সামাজিক রীতি নীতি ও বিশ্বসাহিত্য
বিষয়ে সম্যক ধারণা কি তাঁর ছিল ? আমি
বলবো ছিল । তিনি কি তীক্ষ্ণ বুদ্ধিধর,
নির্লোভ, সৎ ও স্বদেশ প্রেমিক, ভারতের
সনাতন ইতিহাস সম্পর্কে তিনি শ্রদ্ধাবান
ছিলেন ? আমি বলবো হ্যাঁ ছিলেন । মন্ত্রী
যতীন চক্রবর্তী একবার শহীদ মিনারের
মাথায় লাল রঙ করেছিলেন ( সত্যজিৎ
রায়ের বন্ধুরা ছিলেন সকলেই কম্যুনিস্ট
এবং তাদের প্রায় নিত্য যাতায়াত ছিল তাঁর বাড়িতে) সর্ব প্রথম সত্যজিৎ রায় শহীদ
মিনারের লাল রঙে আপত্তি তুলেছিলেন ।
বারবার তিনি বলেছেন তাঁর বাংলা ভাষায়
বই লিখে, লেখালেখি করেই সংসার চলে ,
সিনেমা করে তিনি খ্যাতি পেয়েছেন মাত্র ।
বাংলা ভাষার স্ক্রিপ্ট নিয়ে সারা বিশ্বে এখনও
পিএইচডি করছেন অনেকে । বিশেষ করে
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিষয়টো
অনেকটাই সত্যজিৎ কেন্দ্রিক । অথচ
প্রেসিডেন্সিতে যখন পড়তেন - প্রতাপ চন্দ্র
চন্দ্র , মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে
তখন কলেজের ইংরেজি শিক্ষক চেয়েছিলেন
সত্যজিৎ ইংরেজি অনার্স করুক । সত্যজিৎ
রায় তার করেননি । তাঁর ইংরেজি অধ্যাপক
অভিমানে অনেক দিন কথা বলতেন না কারণ
পাশ সাবজেক্টে ইংরেজিতে সত্যজিৎ রায়
সব থেকে বেশি নম্বর পেতেন । তবু বাঙলা
ভাষার কোথায় কতখানি প্রয়োগ করবেন
তিনি ছাড়া আর কেউ বুঝি জানতেন না ।
প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংলা কল্পবিজ্ঞান
সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র । এই চরিত্র
বাঙালিদের কাছে প্রোফেসর শঙ্কু নামেই
সমধিক পরিচিত । তিনি একজন বৈজ্ঞানিক
ও আবিষ্কারক । ভারতের সনাতন ইতিহাস
সম্পর্কে তিনি শ্রদ্ধাবান । ১৯৬১ সালে সত্যজিৎ
রায় এই চরিত্রটি সৃষ্টি করেন ।
এই লেখাটির মধ্যে আমি উপরের দিকে দ্বিতীয়
প্যারায় সত্যজিৎ রায়ের জানা ও জ্ঞান সম্পর্কে
যে সকল প্রশ্ন তুলেছি । সেগুলির সব কটি
প্রোফেসর শঙ্কুর চরিত্রের গুণ ---প্রোফেশর
ত্রিলোকেশ্বর শঙ্কুর চরিত্র অঙ্কন করতে গিয়ে
সত্যজিৎ রায়ের লেখা ওই গুণগুলি শঙ্কুর
কান্ডের মধ্যে পাওয়া যায় । আসলে শঙ্কু
কল্পবিজ্ঞানের চরিত্র হলেও তার আচার
আচরণ শিক্ষার প্রাচুর্য সবটাই সেইমতো
গল্পের মধ্যে রসদ হিসেবে আমরা তখন
পড়তে পড়তে শুধুই প্রোফেশর শঙ্কুর মধ্যেই
মজে যাই ---তখন আর মনে থাকেনা যিনি
এইসব লিখছেন তাঁর নিজের কথা তাঁর
নিজের গুণাবলীতে শঙ্কু জারিত হয়নি তো ?
তাই প্রোফেসর শঙ্কুর গুণাবলী সত্যজিৎ রায়ের
গুণাবলীকে আমি বাছাই করতে পারিনা ।
© অলোক কুন্ডু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন