#অলোক_কুন্ডুর_লেখালিখি_ও_কবিতা
■ ভুল প্রশ্নের অবতারণা
■সেলিব্রেটি না কি হাই সেলিব্রেটি, নাকি পাড়ার লোককে সান্ত্বনা। আসলে আমাদের মনের দৈনতা বিতর্কের সৃষ্টি করছে। কেউ অসমান নন। এটা তো বাস্তব আমার থেকে অমিতাভ বচ্চনকে আরও বেশি লোক ভালোবাসেন। এমনকি রঞ্জিত মল্লিকের থেকেও। আসলে এই চিরন্তন সত্য সব সময় সকলের মনে কাজ করবে। করোনা ছাড়াও অমিতাভ বচ্চন আর রঞ্জিত মল্লিক একসঙ্গে অসুস্থ হলে আগে পরে দশ বছর পরেও একই উত্তর। এই উত্তর খুঁজতে ভুল প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। যুক্তিযুক্ত কথা বলতে হবে আমাদের। দুম করে কথার বোমা ফাটালেও তা অগ্রাহ্য হবে, এই চিরায়ত সত্য বিসর্জন কেউই দিতে পারবেন না। এটাই আমাদের মানবিক গুণ, এটা দোষ বলে রটালে পাত্তা তেমন পাবেনা। করোনা ছাড়াও আমরা কখনও কেউ অসুস্থ হলে আগেও খোঁজ নিতাম না কিন্তু অমিতাভ বচ্চন হলে নিতাম, রূপোলি মানুষ সাধারণ মানুষের এই তফাতে আমাদের গোড়ায় গলদ আছে এটা থেকে মুক্ত হয়ে সাম্যবাদের কথা এখানে প্রয়োগ করলে তা মানবে না কেউ। ভালোবাসা আত্মীয়তা বন্ধুত্বও এই আপেক্ষিক নীতির উপরই প্রতিষ্ঠিত। এটা ভবিতব্য তাই এই রকম আলোচনা বিস্তার করে এই পরিবেশ কলঙ্কিত করা আমাদের কারও উচিত নয়। অপরের আগ্রহ অপরের আনন্দ ও দুঃখের যেন আমরা কাটাছেঁড়া না করি এই আদর্শের মধ্যে থাকাই কাম্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন