সোমবার, ১৭ আগস্ট, ২০২০

অটলবিহারী বাজপেয়ী

রাজনীতি কত নোংরা আপনি দেখে গেছেন
সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ! তবু তো ২০০৪ এ হেরে গেলেন আপনি । হায় রাম । হিন্দি সিনেমা -"পরমানু "
টা আর দেখা হলোনা আপনার । আপনার
গায়ে বাবরি মসজিদ ছিটে দাগের মতো হয়তো
লেগে রয়েছে , ওর আকার এত বড় যে আপনার
সর্বশিক্ষা অভিযানের রূপান্তর ,আপনার রাস্তাঘাট, আপনার পোখরান বিস্ময় ,আপনার যুক্তির পান্ডিত্যের রূপোলি উপমা , আপনার 
নদী সংযুক্তিকরণ , আপনার ইজরাইল চুক্তি,
আপনার কার্গিল জয় তার কাছে কিছু না 
আর তা ছাপিয়ে যখন সামনে আসে যে আপনি নাকি স্বাধীনতা সংগ্রামী নয় আসলে ফ্যাসিস্ট
তখন এই ভারতবাসীর কাছ থেকে মুখ ফিরিয়ে
থাকলেও চলে । আপনাকে মুচলেকা দিয়ে
ছেড়েছে এই ভারত । আপনি আর দুঃখে কবিতাও লিখতে পারেননি শেষদিকে । 
শেষদিকে আর কারও সঙ্গে মিশতে 
চাইতেন না । না হাজার চেষ্টা করেও কেউ আপনার পালিতা কন্যার নামে সরকারি সুযোগ-সুবিধা নেওয়া প্রমাণ করতে পারেনি ।
চেষ্টা করেছিল । মনে আছে আপনার ।
বলরাজ সাহানির মতো তুখোড় নাট্য ব্যক্তিত্বকে রাস্তায় রাস্তায় আপনার বিরুদ্ধে নাটক অভিনয়
করিয়ে জ‌ওহরলালজি এইসব ফন্দি এঁটে
ছিলেন । আপনার সুচারু যুক্তিযুক্ত বক্তব্য 
কোনো কাজে আসেনি পাঁচ বার আপনি হারের নায়ক । কাজ দেখে নয় রাজনৈতিক মানুষ 
চায় এই ভারত । রাজনীতিবিদ হয়েও 
রাজনৈতিক লড়াই কত নোংরা হয় তা আপনাকে
আমৃত্যু ছুঁয়ে গেছে বার বার । দিল্লী থেকে
জয়পুরের রাস্তায় মাইল মাইল জমি
নেই আপনার ট্রাস্টের নামে । দিলখোলা
আমুদে মানুষ ছিলেন বলে আপনি দক্ষ
সংগঠক‌ও ছিলেন না । আপনি সংগঠনকেও
মজবুত করতে জানতেন না । তবু আপনি
সহজ সরলভাবে জীবনের মূল্যবোধ অটল ছিলেন অটল হয়েই চলেগেলেন।
KISHAN CREDIT CARD । CROP INSURANCE । FOOD FOR ALL ।
কালাম সাহেব যে যোগ্য রাষ্ট্রপতি সে
ভাবনাও আপনার‌ই , তবু আপনি কতবার
নির্বাচনে হেরে গেলেন স্যার । সব কাজে আপনাকে প্রয়াণের দিনে আমাদের মনে পড়েছে , কিন্তু আমরা আপনাকে জেতাতে পারিনি । একদিক দিয়ে দেখলে আপনি একজন হেরো
মানুষ । কারণ জীবিত অবস্থায় সবাই চাইতো
আপনি যেন কিছুতেই পার্লামেন্টে ঢুকতে না 
পারেন । কারণ এই ভারতে আপনার যুক্তির
কাছে কেউ কোনদিন জিততে পারতো না ।
তাই সারাজীবন দেশের সেবা করে গেলেন ।
দেশ আপনাকে যে ভারতরত্ন দিয়েছে তার
থেকে আপনাকে জর্জরিত করেছে অনেক ।
শুধু মৃত্যুর পর‌ই জিতলেন কারণ আপনি
নির্বাচনে দাঁড়ালে হারানো যেতনা বলে আপনার
বিরোধী দলের কতরকমের ফন্দি আর যুদ্ধের বিরুদ্ধে লড়তে হয়েছে তার 
ঠিক নেই ।

®অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...