শনিবার, ১৫ আগস্ট, ২০২০

#Kargil

আজ স্বাধীনতা দিবস / অলোক কুন্ডু

আমি এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রবেশ করেছি 
যেখানে মুসলমান শিখ হিন্দু ধর্মের ৫২৭ জন শহীদ জ‌ওয়ান চিরনিদ্রায় শুয়ে রয়েছেন
ইচ্ছে হলে আমার পেছনে আপনারাও আসতে পারেন
শত শহীদের রক্তমাখা এই ভূমিতে দাঁড়িয়ে মন ভারাক্রান্ত হয়ে যাবে আপনার‌ও।
একজন জ‌ওয়ান এসে জানালেন কেউ যেন আমরা কথা না বলি 
ওদের ঘুম ভেঙে গেলে ওরা কার‌ও কথা শুনবে না
মাতৃভূমি বাঁচাতে ওরা যে বলিপ্রদত্ত।
২৬ শে জুলাই ওরা সকলেই জানতো আর হয়তো ফিরে আসবে না।
তাই ৫২৭ জন সকলের সঙ্গে গলায় গলা জড়িয়ে নিল 
বন্ধুদের কাছে শেষ ইচ্ছা জানিয়ে গেল।
কেউ একজন সুবেদার শোনাচ্ছেন সেই দিনের কথা
অকুতোভয় ৫২৭ জন সেনা জ‌ওয়ানের সেই লোমহর্ষক কাহিনী
কেউ কেউ অবাক হয়ে বফর্সকে দেখছে।
স্বেচ্ছায় শহীদ হ‌ওয়ার ব্রত নিয়েছিল যারা
তাদের ত্যাগ আর তীতিক্ষাকে গোলাপি পাথরে মুড়ে সাজিয়ে রাখা হয়েছে এখানে
৫২৭ জনের নাম খোদাই করা শহীদস্তম্ভকে হাঁটু মুড়ে প্রণাম করছে অনেকে
প্রতিটি শহীদ স্তম্ভ প্রতিদিন মোছামুছি হয়
মন্দিরের থেকেও বড় তীর্থস্থান ভারতভূমি কার্গিলক্ষেত্র।
নাছোড়বান্দা সৈন্যদের তেজের গল্প 
মুখ থেকে সকলের হৃদয় হয়ে যেন সারা ভারতবর্ষজুড়ে ছড়িয়ে পড়ছে 
সে কাহিনী ব্যালাডের মতো
জলপাই রঙের পদাধিকারীকে ঘিরে ধরেছে শ্রোতারা 
শুনতে শুনতে টপটপ করে চোখের জল পড়ছে কজন মহিলার পুরুষদের‌ও
সেই গর্বিত কাহিনী বলে যাচ্ছেন যিনি তার চোখ‌ও চকচক করছে
চোখের জল কিছুতেই রোখা যাচ্ছে না 
বাকরুদ্ধ সকলে পিন পড়লেও শোনা যাবে।
পাহাড়ের ওপর থেকে পাকিস্তানের জঙ্গি ও সেনারা ঘিরে নিয়েছে কার্গিল 
রকেটের সঙ্গে মূহুর্তেই ছুটে আসছে হাজার হাজার বুলেট
ঝাঁজরা হয়ে যাবে জেনেও পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে  
অকুতোভয় একদল ভারতসন্তান 
ওপরদিকে পাকিস্তানের সেনারা গুলিবন্দুক বোঝাই করে রেখেছে
কেউ কেউ মা গো বলে মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়ে যাচ্ছে ধুপধাপ করে 
যারা উঠতে চেষ্টা করেছিল আর‌ও ওপরে
ওরা ছিন্নভিন্ন হয়ে শুয়ে পড়লো দেখতে দেখতে
আর‌ও একদল মরিয়া হয়ে উঠে যাচ্ছে
তারপর আর‌ও একদল তারপর আর‌ও
শেষে পাহাড়ের ওপর উঠে গিয়ে টুঁটি চেপে ধরেছে বাকিরা 
ততক্ষণে ৫২৭ জনের শরীর বুলেটে ঝাঁজরা হয়ে গেছে 
ছড়িয়ে ছিঠিয়ে পড়ে রয়েছে তরতাজা প্রাণ ভেসে যাচ্ছে রক্তে 
সতীর্থদের কাঁধে প্রাণহীন ৫২৭ জন ধীরে ধীরে নেমে এসেছিল সন্ধ্যায় 
কফিনে বন্দি হয়ে ফিরে গিয়েছিল বাড়ি
তাদের‌ই কথা শুনতে শুনতে বাকরুদ্ধ সকলে এখন
একজন বয়স্কা মহিলা এইমাত্র মাগো বলে ডুকরে কেঁদে উঠলেন
ধীর পায়ে ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আসছি 
লাউড স্পিকারে মৃদু স্বরে বাজছে হিন্দি সিনেমার গান- " এ মেরি জমিন মেহবুব মেরি"
একজন সেনা প্রত্যেকের হাতে একটি করে জাতীয় পতাকাযুক্ত স্মারক তুলে দিচ্ছেন
আজ স্বাধীনতা দিবস।
©® অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...