শনিবার, ২২ আগস্ট, ২০২০

জাতীয় শিক্ষক

আমার জাতীয় শিক্ষক 
********************
এ রকম জাতীয় শিক্ষককেও আমি জানি যারা 
তাদের জীবনের আচরণ কোনো দিন পাল্টাতে 
পারেননি তবুও তারা জাতীয় শিক্ষক ।
১. নিজের অনেক জমি থাকলেও স্কুলের জন্যে এক টুকরো জমি দেননি ২. সিগারেট খাওয়া ছাড়েন নি 
৩. রাজনীতি করা ছাড়েননি ৩. কোনো স্কুল 
প্রতিষ্ঠার সংগে তার নাম একবারও  শোনা যায়নি 
৪. বাড়ি বাড়ি গিয়ে কখনো কোনো একটি ছাত্রেরও খোঁজ নেননি ৫. পরিবেশে রক্ষায় কোনো উদ্যোগ 
কিংবা গাছ লাগিয়ে তার নেতৃত্ব দিয়ে গোটা পরিবেশ পাল্টে দিতে পারেন নি । ৬  একটি ছেলেকেও বিনা পয়সার টিউশন দেননি ।  ৭. এমন কিছুই কৃচ্ছ সাধন করেননি যে জাতীয় শিক্ষক হতে পারেন ৮. স্কুলের সময়ের বাইরেও আগে স্কুলে এসেছেন এবং পরে
থেকে গিয়েছেন এটাও করেননি ৯. বিনা পয়সার কোচিন দিয়ে ছাত্রদের সাহায্যে এগিয়ে যাননি 
১০. নিজের পরিবার আর রাজনীতির বাইরে
কোনো কিছুই করেননি ১১. ছাত্রদের গায়ে হাত তুলেছেন ১২. ছাত্ররা সেই শিক্ষককে ভয় পেয়েছেন অতিরিক্ত শৃঙ্খলার জন্যে ১৩. কখনও অন্যান্য কলিগদের সাহায্যে এগিয়ে যাননি ১৪. সমাজের 
বন্ধু হতে পারেননি ১৫. খেলাধুলোয় ছাত্রদের অনন্য করেও গড়ে তুলতে তার সহায়তা নেই ১৬. নিজের 
জন্যে না ভেবে পরের হিতেই নিজের জীবন কে 
বিলিয়ে দেননি ১৭. কোনো কৃচ্ছসাধন নেই কিন্তু 
তারা কেউ গান জানেন কেউ আবৃত্তি করতে পারেন কেউ বই লিখেছেন কেউ ডক্টরেট করেছেন কেউ রক্তদান শিবিরে বক্তৃতা করেছেন । কেউ কেউ 
ভালো জীবন যাপন করেন কেউ কেউ পাথরের 
বাড়িতে থাকেন কেউ কেউ জাতীয় শিক্ষকের টাকা ফিক্সড করে দিয়েছেন কেউ কেউ জাতীয় শিক্ষক 
হয়ে আর ওদিকে পা মাড়াননি । কেউ কেউ শিক্ষক সংগঠনের মাথা হিসেবে মিটিং এ নিজের লোককে 
দিয়ে জাতীয় শিক্ষকের মনোনয়ন করিয়ে নিয়েছেন । তাবলে কি কোনো গুণী মানুষ ত্যাগী শিক্ষকরা 
জাতীয় শিক্ষক হননি । নিশ্চিত হয়েছেন । অনেক জাতীয় শিক্ষকের মধ্যে তাঁরাই হলেন আসল জাতীয় শিক্ষক যার জন্যে তাদের ছাত্রদের চোখে জল
এসে যায় । আমার জাতীয় শিক্ষক হাওড়ার 
শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের প্রয়াত প্রধান শিক্ষক 
সামান্য গ্র্যাজুয়েট ইন্দুভূষণ চট্টোপাধ্যায় যিনি 
কোনো দিন সরকারি ভাবে জাতীয় শিক্ষকের 
সম্মান পাননি । হাওড়ার বিবেকানন্দ ইনস্টিটিউশন
ও শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের প্রতিষ্ঠার সঙ্গে 
জড়িত ছিলেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...