আমায় তবে কোথায় নিয়ে যাও
তোমার চোখে নৌকো আঁকলে যখন
সেই তো সবে মধ্য রাতের শুরু।
আমার তখন বুক ধড়ফড় করলো
সে ধড়ফড় শোনাতে চাই খুব।
সেই তো সময় তোমার চোখে চাওয়া
মাঝ দরিয়ায় বিপুল বৃষ্টি এলো।
কোথাও উজান কোথাও ভাটা জলে
মাঝি হওয়ার সাধ তবু কি যাবে
গভীর চোখে ডুবতে থাকি শুধু।
ঝড়ে যদি চুল খুলে যায় এমন
মুখের ওপর ঝাঁপিয়ে পড়লো সাপ
সে তো তোমার অপ্সরা এক রূপ।
অপূর্ব এক আলো-আঁধারী রাত
আমি তখন বাউল হতে রাজি।
তোমার গালে তখন চাঁদের আলো
সে আলো তো তুলোর মতো নরম।
যত দেখি ডুবতে ডুবতে থাকি
হুমড়ি খেয়ে গাল বরাবর এলো।
ছিল শুধু একটা কাজল টিপ
কপাল যেন জ্যোৎস্না দিয়ে আঁকা
ভ্রুলতা কি সত্যি এমন বাঁকা?
বাঁকা যদি চাঁদটা উঠলো এমন
সে চাঁদে কি অনিবার্য ডাক!
চুলগুলো সব উড়তে উড়তে
আমার বুকে কাঁথাফোঁড়ে।
এমন বুঝি মিষ্টি দেখতে হয়
এমন বুঝি লাজুক মুখের পাতা
এমন বুঝি নরম দুটি গাল
এমন তবে ভীষণ চোখের চাওয়া
গভীর করে নৌকো আঁকায় মরি
মাঝ সমুদ্রে উঠলো তখন ঝড়
আমায় তবে কোথায় নিয়ে যাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন