বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

অলোক কুন্ডুর কবিতা

⛔ ফেস্টুন বিক্রি হচ্ছে কত আদরে।  / অলোক কুন্ডু

কোনও মুখ কাদায় মাখামাখি হলেও
তোষামোদকারী বুঝতে পারে না আর
সে-দেখে--ফেস্টুন বিকোচ্ছে কতরকম আদরে
যার যেমন ক্ষমতা তার তেমন ঢাল-তরোয়াল গো
কাড়ানাকড়ার শব্দ মঞ্জুর হয় ফেল কড়িতে।

তুমি বলবে তোমার দিব্যি দেওয়া ঠাকুর গো পাপ দেয়
ঘটে-আমপাতায়-গাঁদা-জবার মালায়
নৈবেদ্যর চাল কলা সন্দেশের পাহাড় জমিয়ে ভোগ
কাঁসর-ঘন্টার জৌলুস সেই তেপান্তর পৌঁছয় গো
চাল কলার দর দৌড়য় আলু পিঁয়াজ পর্যন্ত। 

তোমার পুজোয় আমি তবু নরক দেখি আপাদমস্তক 
এ নরক বড় গুলজার, বুলডোজার চেনানো মাথা ভেঙে                   দেয়
শব্দ কিংবা বাক্যের অলংকারগুলো ধামাধরা 
ধামাচাপা দিতে দিতে চলে বিবরমুখী বলয়গ্রাসে নষ্ট
কেউ জানেনা কোথায় চলেছে--জাহান্নামে কিনা? 

তবু এইতো বলার সময় ছিল কতভাবে
সব কথা গিলে নিলে ভাত পাবেনা গো 
তাই একমাত্র নির্বাক মুঠো পিন্ডি তোমার সঙ্গে থেকে যাবে
ওই ভাত সঙ্গে যাবে দেখে নিও
স্যাকরা থেকে হাতুড়ে পর্যন্ত তোমাকে নিয়ম ঢেলে দেবে। 

ওই দেশে রাজাদের যুদ্ধ চলছে যেখানে
যে যেখানে আছো আজানু হয়ে কান পেতে বোসো
কেউ কেউ জলাঞ্জলি দিয়েছো আপাদমস্তক 
"ভর" বোঝো কাকে বলে তাই হবে শুরু দুরুদুরু
শব্দেরাও বড় ভুল তোমার মাথাব্যথা নেই তোষামোদে । 

লিখে রাখো দাগিয়ে রাখো জিভের ভেতর 
উগরানো বাণী যেখানে যাদুখেলা কল্পনার 
মঞ্চের কাছে গিয়ে দেখো মশগুল কত আস্কারা 
মঞ্চে মন্ডপে পোড়াবে যত ফুলঝুরি
তত বেঁচে যাবে দেখে নিও। 

কিন্তু বেবাক ব্যান্ডেজ আর কতকাল চোখে কানে মুখে  
একরকম মতামত জমাতে জমাতে বোধ চলে গেলে
উগরে দেওয়ার ক্ষয়ক্ষতি তোমাকেই বুঝে নেবে
ভেবে দেখো প্রশ্ন করা ভুলে গেছো বহুকাল
কারণ তুমি দেখছো--ফেস্টুন বিক্রি হচ্ছে কত আদরে। 

©® অলোক কুন্ডু

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...