⛔ তখনও হাওড়ার রবীন মন্ডল পুরোপুরি শিল্পী হয়ে যাননি।পার্বতী মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় একই পাড়ার কাছাকাছি থাকতেন। সবাই মিলে গান্ধীজির বক্তৃতা শুনতে গিয়ে রবীন মন্ডল দা দাঁড়িয়ে গান্ধীজির ছবি এঁকে ফেললেন। সুদর্শন ধুতি পাঞ্জাবি পরা পার্বতী মুখোপাধ্যায়য়ের দাদা প্রভাত মুখোপাধ্যায় ছিলেন হাওড়ার ১২ জুলাই কমিটির প্রধান। করতেন সিপিএম পার্টি। পার্বতী দা হাওড়ায় করতেন কংগ্রেস। পার্বতী দা-র স্ত্রী ছিলেন হাওড়ার ব্যাঁটরা বিবিপিসি-র প্রধান শিক্ষিকা, সম্প্রতি প্রয়াত হয়েছেন। পার্বতী মুখোপাধ্যায় দীর্ঘদিন কলকাতা করপোরেশনের মিউটেশন অফিসার ছিলেন। আনন্দবাজার পত্রিকার কলা সমালোচক, শিল্পী অহিভূষণ মালিকের স্নেহধন্য। কলকাতার পুরনো দিনের বঙ্গ সংস্কৃতি সম্মলনের একজন সদস্য। অহিভূষণ মালিকের ইচ্ছাতেই পার্বতীদা নানা সময়ে শিল্পের ক্রমবিবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে লিখে গেছেন। আসলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই বেশি ভালোবাসতেন। শেষে আর কংগ্রেসের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। রবীনদা যখন কয়লাঘাটের রেলের অফিসে চাকরি করতেন, তখন ওখানে একটা জায়গায় রবীন-দারা আড্ডা দিতেন। ওখানে আসতেন প্রকাশ কর্মকার, বিজন চৌধুরী, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, পার্বতী মুখোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায় হয় আরও বহু মানুষ। ওখানেই তৈরি হয় ক্যালকাটা পেন্টার্স, রবীন মন্ডলের উদ্যোগে। পার্বতী দার অফিসে বসেও ওঁদের চায়ের আসর বসতো মাঝেমধ্যে। ক্রমশ হাওড়ার পার্বতী মুখোপাধ্যায় হয়ে উঠলেন বিখ্যাত কলা-আলোচক। দেশ ও বিভিন্ন পত্রিকায় শিল্পকলা নিয়ে গুরুগম্ভীর লেখার প্রয়োজন হলে পার্বতীদার ডাক পড়তো। রাজনীতির সঙ্গে সামান্য পরিচিতি থাকলেও তিনি কখনও মাঠে নেমে রাজনীতি করেননি। যদিও ওঁর সঙ্গে ছাত্রাবস্থায় প্রজা সোস্যালিস্ট পার্টির একটা ক্ষীণ যোগ ছিল। সন্দীপন চট্টোপাধ্যায় ছিলেন কাছের বন্ধু। ১৯৯০ সাল নাগাদ কলকাতার গড়িয়াহাটে ফ্ল্যাট করে হাওড়ার বসবাস উঠিয়ে দেন। হাওড়ায় পড়ে থাকে গোরা বাজারে মস্ত জমিদার বাড়ি। অবসর নিয়ে লেক মার্কেটের সামনে তৈরি করলেন সাধের আর্ট গ্যালারি, দ্য লিটল গ্যালারি। ২০.৩ ১৯৯২-এ পার্বতী দার গ্যালারির উদ্বোধন হলে এই প্রতিবেদককে খবর পাঠালেন। গেলাম গড়িয়া হাটের ফ্ল্যাটে। বৌদি আমাকে বরাবর তুই বলেই সম্বোধন করেছেন। পার্বতী দার সঙ্গে আনন্দবাজারেও গেছি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু
#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...
-
বড় চমক, বাংলা থেকে এনডিএর-র উপরাষ্ট্রপতি প্রার্থী ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●● গত তিন বছর বিভিন্ন ইস্যুতে মমতা সরকারকে নিশানা করেছেন ব...
-
⛔ এটা ২৮ ডিসেম্বর, ১৯৯৭-এর 'বর্তমান' খবর কাগজ। বরুণ সেনগুপ্ত'র আগাগোড়া ১০০% সমর্থন তখন। জিতেন্দ্রপ্রসাদ এসে সোমেন মিত্রকে নিয়ে...
-
#অলোক_কুন্ডুর_লেখালিখি_ও_কবিতা #CoronavirusLockdown #COVID19PH #COVID19 #CoronavirusPandemic #coronavirus #ভিটামিন_সি ■ বিজ্ঞানী ইন্দুভূষণ ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন