ভারতবর্ষ কোথায় ছিলি বল / অলোক কুন্ডু
সারা গায়ে ময়লা যেন কয়লা
ধুলো কাদায় খড়ি উঠছে গায়ে
সঙ্গী তার কুকুর বিড়ালছানা
এক ভিখিরি মানুষ করেছিল
নিভিয়ে আলো জীবন প্রদীপ
জন্ম দিয়েই কবে চলে গেছে মা
সাবান দেওয়া শেখায়নি কেউ
লেখাপড়া কোনদিনই হয়নি
দেখতে বুঝি ভূতের মতো ঠিক
রাত বাড়লে ফেলা ভাতের সাথে
হোটেল থেকে দেয় একটু ঝোল
ভাগ করে নেয় পুষ্যিগুলো সাথে
কুকুরগুলোর মাঝে শুয়ে রাতে
পাহারা দেয় সারাপাড়ায় জেগে
হঠাৎ সেদিনে সরকারি লোক
গুণতে এলো স্বচ্ছ ভারত থেকে
জিজ্ঞেস করলো কী জাত তোর
এখন থেকে স্বচ্ছ ভারত মানবি
কেউ বললো হিন্দুর ছেলে জানি
কেউ বললো না ও মুসলমান
সকাল থেকে রাত অবধি হৈচৈ
তার মধ্যে ঘেউ ঘেউ ঘেউ মিঁউ
সারাপাড়া কাঁপতে থাকে চিৎকারে
সারাদিনে খালিপেটে জেরবার
ভিড় বাড়লো সকাল থেকে রাত
পুলিশ এলো খবর দিল টিভি
ভিড় থেকে এক ভিখিরি এলো
বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদলো
অনেকক্ষণ । মাথায় জটাজুট
বললো ভারতবর্ষ কোথায় ছিলি বল ?
© অলোক কুমার কুন্ডু