আসুন আমরা গান্ধীজিকে পাপ মুক্ত করি
নামাঙ্কিত মেট্রো স্টেশনে উঠে দাঁড়াই
============================
গতকাল ফেসবুকের একটি পোস্টে এক ব্যক্তি
যতীন দাসের অনশন বর্ণিত করে সুন্দর একটি
পোস্ট করেন । যতীন দাস লাহোর জেলে ৬৩
দিন অনশন করার পর ৬৪ দিনের দিন
শহীদ হন । দেখলাম এক ব্যক্তি সবজান্তা লিখেছেন -
" গান্ধীজি যতীন দাসের উপবাসটি শুধুমাত্র
মানেননি " । সেই ব্যক্তি তাঁর নিজের মতের পক্ষে
কোনো আর তথ্য দেননি ( ভাবখানা খানিকটা
কাঁধ ঝাঁকানো ব্যাপার , আমার যেন মনে হলো )।
অনেকই মনে করেন গান্ধীজি নিশ্চুপ না থাকলে
মহান বিপ্লবী যতীন দাসকে এই রকম বেঘোরে
প্রাণ বিসর্জন দিতে হতোনা । এই বিষয় নিয়ে
ইতিপূর্বে বিস্তর জলঘোলা হয়েছে ।
গান্ধীজির পত্রাবলিতে এই বিষয়ে
অনেক চিঠি আছে । সেই সময় যতীন দাসের
ঘটনায় সারা দেশ যেখানে উত্তাল সেখানে
গান্ধীজি ছিলেন আশ্চর্যরকম নির্বাক ।
কাগজে লেখা হয়েছে । গান্ধীজিকে সরাসরি
চিঠি লিখেছেন বহু নামি ব্যক্তি । গান্ধীজি
কখনও চুপ থেকেছেন । কখনো সংক্ষেপে তা
এড়িয়ে গেছেন । গান্ধীজির এই নিশ্চুপ
শান্তিকামী ভূমিকা নিয়ে কেউ কেউ
গান্ধীজিকে মহান সাজিয়ে ডক্টরেট হয়েছেন
--সেটা অন্য কথা । গান্ধীজির প্রত্যেকটি
উত্তরে তিনি যতীন দাসের সেই সত্যাগ্রহ
অনশন সমর্থন করেননি । কোনো কোনো
চিঠিতে গান্ধীজি প্রশ্নকর্তাকে চিঠিতে
জানিয়েছেন তার সঙ্গে যখন গান্ধীজির দেখা
হবে তখন এই বিষয়ে আরও বিস্তারিত
আলোচনা তিনি করবেন । এটাও সত্য
বলে মানি যে গান্ধীজি--তুলসীদাসের রচনা ,
রামচন্দ্রের আদর্শ এবং তাঁকেই একমাত্র
তাঁর ভগবান মানা , গীতার উপদেশ ও
সমাজের তৎকালীন অসুচি মানুষের উন্নতি
তার জীবনের ত্যাগ তাঁর জীবনের অনেকটা
অংশে গভীর মানবতাবাদের ও ধর্মীয় অন্যায়
রুখতে জাতির কাছে প্রভাব ফেলেছিলো ।
তবু গান্ধীজিকে ফিরে দেখতে চাইলে দেখি ,
অন্য একটা সমস্যায় যখন অধুনা বাংলাদেশ
তিনি গিয়েছিলেন , গান্ধীজিকে বহু মানুষ
ঘিরে ধরে টিটকিরি করেছিল , তিনি তাতেও
নিশ্চুপ থেকেছেন । গান্ধীজির এই উত্তরহীনতা একদিনের ছিলনা । সুভাষচন্দ্রের
পক্ষে তার আশ্চর্য নীরবতা লক্ষ্য করার মতো ।
কিন্তু তবু যতীন দাসের জনমতের বিপক্ষে
গিয়ে তিনি তাঁর সারা জীবনের আদর্শে
কলঙ্ক লেপন করেছিলেন । কেননা তিনি
যতীন দাশের বিপক্ষে লিখেছিলেন
( পত্রাবলী ) --
" My silence has no connection whatsoever with Jatin 's CRIME
or INNOCENCE "
© অলোক কুন্ডু