বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭

আমার ভুল / অলোক কুন্ডু ( Poetry of Alok Kundu)

আমার ভুল / অলোক কুন্ডু

আমার ভুলটা বুঝে নিতে পারি সহজে
অন্যের ভুল আরও বেশি টের পাই
কটু কথাও তো বলতেই হয় কখনো
তবুও মানুষের সেবা করতে ভুলিনি ।
যে এসেছে কাছে দাঁড়িয়েছে দূরে ভিন্ন
ফিরিয়ে দিইনি অচেনার মতো তুচ্ছ
তবুও আমার ভুল হয়ে যায় কতবার
নিজেকে বুঝেছি জীবনের মহামূল্যে ।
কারও ক্ষতি , এ বড় পাপ জীবনের
ভালোকাজেতেই আছি বরাবর হয়তো
হরেক রকম মানুষ সঙ্গ নিয়েছি
দেখেছি হাজারো ধান্দার কত যত্ন ।
ইচ্ছাকৃত ভুলগুলি যখনই ধরেছি
অসহিষ্ণুতা ভয়াবহ রূপ নিয়েছে
তবু আমার ভুলেরও ক্ষমা নেই কোনদিন
ভুলের মাসুল গুনি যদি আজ দীর্ঘ ।
© অলোক কুন্ডু

বুধবার, ২১ জুন, ২০১৭

Amar Vul , Poetry of Alok Kundu

আমার ভুল / অলোক কুন্ডু

আমার ভুল তো চোখে পড়ে যায় ঠিক
অন্যের ভুল আরও বেশি টের পাই
কটু কথাও বলতেই হয় কাউকে
তবুও মানুষের সেবা করতে ভুলিনি
যে এসেছে কাছে দাঁড়িয়েছে দূরে দূরে
ফিরিয়ে দিইনি অচেনার মতো কাউকে
তবুও আমার ভুল হয়ে যায় কতবার
নিজেকে বুঝেছি জীবনের বহু মূল্যে
কারও ক্ষতি , এ বড় পাপ জীবনে
হরেক রকম মানুষ অতি দেখেছি
ইচ্ছাকৃত ভুল দেখে দেখে এইখানে
আমার ভুলেরও ক্ষমা নেই কোনদিন ।
© অলোক কুন্ডু

মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

অলোক কুন্ডু-র কবিতা :: Poetry of Alok Kundu

মেঘ লাইনার / অলোক কুন্ডু

আকাশটা আজ অন্যরকম
মেঘলা সে এক রঙ করেছে
গাছগাছালি সতেজ কেমন
আমার মনেও গান ধরেছে
মেঘ লাইনার লাগিয়ে নিও
ঝাপসা সবুজ টাঙিয়ে দিও
এমন দিনে সিপিয়া টোনার
আমায় সবাই ভুল বুঝনা
© অলোক কুন্ডু

বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা :: Poetry of Alok Kundu

এখন যখন খেলতে ইচ্ছে যায়
অলোক কুন্ডু ©

এখন যখন খেলতে ইচ্ছে করে
পায়ের নীচে নূপুর বাজে জলের
সত্যি বলছি একটা পাহাড় দূরে
সারেঙ্গিতে সুর ভাঁজে সে রোদ্দুরে
আরও দূরে যেই ভেবেছি তখন
মেঘের কাছে অমনি জলের সই
পায়ের নীচে মাতাল দামাল ঘাস
খেলতে এসে আহ্লাদে আটখানা
ইচ্ছে করে জলের পথে নৌকো ধরি
একটা লাঠাই তেপান্তরের মাঠে
কটা ছেলে ছুটছে তারা হুহু করে
একটা ঘুড়ি জুড়ছে সুতো মায়ায়
চোখ বুজলে দূরের পাহাড় চূড়ো
খেলত আসে আমার কাছে অমনি
তখন আমার আশপাশটায় মেঘ
ঘূর্ণিজলে জলতাড়া গান গাইছে
মাছেরা তখন ঘুমিয়ে পড়ে সব
একটা আকাশ গাছগাছালির ফাঁকে
দূরে তখন আঁকছে বনের পথ
ছায়া পেতে দিব্যি ঘুমোয় সত্যি
যেই ভেবেছি পায়ের পাতায় জল
চোখের কোনে সে জল দেখি স্বপ্ন
তিরতিরে এক নদীর সঙ্গে ভাব
আজ সারাদিন কাজেতে মন নেই
আবছা পাহাড় গাছের সারি ডাকে
আজকে আমায় কেউ ডেকোনা কাছে
সবার সঙ্গে রইলো আমার আড়ি ।

মঙ্গলবার, ২৩ মে, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা ::: Poetry of Alok Kundu

এখন যখন খেলতে ইচ্ছে যায়
অলোক কুন্ডু ©

এখন যখন খেলতে ইচ্ছে যায়
পায়ের নীচে নূপুর বাজে জলের
সত্যি বলছি একটা পাহাড় দূরে
সারেঙ্গিতে সুর ভাঁজে সে রোদ্দুরে
আরও দূরে যেই ভেবেছি তখন
মেঘের কাছে অমনি জলের সই
পায়ের নীচে মাতাল দামাল ঘাস
খেলতে এসে আহ্লাদে আটখানা
ইচ্ছে করে জলের পথে নৌকো ধরি
একটা লাঠাই তেপান্তরের মাঠে
কটা ছেলে ছুটছে তারা হুহু করে
একটা ঘুড়ি জুড়ছে সুতো মায়ায়
চোখ বুজলে দূরের পাহাড় চূড়ো
খেলত আসে আমার কাছে অমনি
তখন আমার আশপাশটায় মেঘ
ঘূর্ণিজলে জলতাড়া গান গাইছে
মাছেরা তখন ঘুমিয়ে পড়ে সব
একটা আকাশ গাছগাছালির ফাঁকে
দূরে তখন আঁকা পথে বনের মধ্যে
ছায়া পেতে দিব্যি ঘুমোয় সত্যি
যেই ভেবেছি পায়ের পাতায় জল
চোখের কোনে সে জল দেখি স্বপ্নে ।

অলোক কুন্ডু - র কবিতা :: Poetry of Alok Kundu

একটা স্বপ্নের আজও তেমন সত্যি
অলোক কুন্ডু ©

এখন যখন খেলতে ইচ্ছে যায়
পায়ের নীচে নূপুর বাজে জলের
সত্যি বলছি একটা পাহাড় দূরে
সারেঙ্গিতে সুর ভাঁজে সে রোদ্দুরে
আরও দূরে যেই ভেবেছি তখন
মেঘের কাছে অমনি জলের সই
পায়ের নীচে মাতাল দামাল ঘাস
খেলতে এসে আহ্লাদে আটখানা
ইচ্ছে করে জলের পথে নৌকো ধরি
একটা লাঠাই তেপান্তরের মাঠে
কটা ছেলে ছুটছে তারা হুহু করে
একটা ঘুড়ি জুড়ছে সুতো মায়ায়
চোখ বুজলে দূরের পাহাড় চূড়ো
খেলত আসে আমার কাছে অমনি
তখন আমার আশপাশটায় মেঘ
ঘূর্ণিজলে জলতাড়া গান গাইছে
মাছেরা তখন ঘুমিয়ে পড়ে গানে
একটা আকাশ গাছগাছালির ফাঁকে
দূরে তখন আঁকা পথে বনের মধ্যে
ছায়া পেতে দিব্যি ঘুমোয় সত্যি
যেই ভেবেছি পায়ের পাতায় জল
চোখের কোনে সে জল দেখি স্বপ্নে ।

বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭

অলোক কুন্ডুর কবিতা :: Poetry of Alok Kundu

কী তবে সৌন্দর্য কে বেশি তুমি / অলোক কুন্ডু

কার জন্য ভারমিলিয়ন দিগন্ত বিস্তৃত
কাকে বেশি ভালো লাগে কে বেশি সুন্দরী
সে কথা কি অন্তরের নীরবতা জানে
সৌন্দর্যের অপূর্বতা না নারীর গড়ন
কোনটা নারীর আর কোনটা তোমার
আসলে তুমি ? না কোনো সরস্বতী রূপ
কী তবে সৌন্দর্যনির্মাণ কে বেশি তুমি
চৈতী গানের সুরে যে মন কেড়ে নিত
সে কি তবে নান্দনিক আরও বেশি করে
দুপুরের রোদ চিরে কিশোরের চোখে
কিশোরীর জন্যে ওড়া রোদ চেরা ঘুড়ি
তার সে সৌন্দর্যখানি জানাতে পারিনি
সে অমূল্য রূপ যেন রূপকথাময়
কলেজ গেটের ধারে স্মার্ট সিগারেটে
জিনসের নীল রঙ ছিঁড়ে দিয়েছিল
ছেলেটার বুকে ঝুঁকে ইটালিক মেয়ে
সে কি তবে সব থেকে দুর্গম সুন্দরী  ?
না কি যার সাথে সবে কাল দেখা হয়েছিলো
পুরুষের খোঁজাখুঁজি তচনছ করা
নিবিড় তুলিতে কোনো আঁকেনিকো চোখ
চুল তার এলোমেলো প্রভাতকুসুমে
চন্দনবনের গন্ধ গায়ে মাখামাখি
কথা তার ঠিক যেন অবিরল নদী
বাইজেনটাইন আর্কিটেক্ট বেদুইন যে
কী তবে সৌন্দর্যবোধে কে সে তুমি
কার মুখে সেই থেকে আজও চেয়ে থাকি ।
© অলোক কুন্ডু

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...