মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ডিসেম্বর-২০ সতর্কতার সময়: অলোক কুন্ডু

🌏 এখন কি তবে করোনা চলে গেছে? এই প্রশ্ন সরাসরি করলে থাপ্পড় খেতে পারি। খেতে পারি কেন খাওয়াই উচিত। আমার দৃঢ় বিশ্বাস করোনা শুধুমাত্র আমিই বহন করেছি অর্থাৎ আমিই সব সময় আলোচনা করেছি। কিন্তু ক্ষতিকর কতগুলো বিষয় পড়ে আছে সেদিকে আলোকপাত করা তবু কর্তব্য। সতর্ক থাকাও জরুরি। 

⛔ 🙋 আমি রোজ দেখতে পাচ্ছি এক ভদ্রলোক মাস্ক পরে বাজার যান, রাস্তায় ঘোরেন। বিশাল ব্যবসা আছে শুনেছি। পয়সার অভাব নেই। মাস্কের দাম ১০ টাকা। তাও বেশিরভাগ সময় মুখের নীচে শোভা পায়। অর্থাৎ মাস্ক পরলেও তা না পরার সামিল। প্রকৃত মাস্ক পরার পয়সা থাকলেও তা কিনবেন না। 
🙋 ধরুন আমার বা আমার পরিবারের "ফুল করোনা", "হাফ-করোনা" হয়ে গেছে তাই আমার আর রাখঢাক করার দরকার নেই। জনে জনে বলছি 👫👬👭 ও এমন কিছুই নয়। জ্বর এর থেকেও কাবু করে দিত গো। ভয় ! ধ্যাত্ ভয় আবার পায় কেউ ? দুহাতে করোনাকে ধুয়ে আছড়ে ধেসে দিয়েছি। ধুর মশাই আপনি যেমন। এত ভয়ের কি আছে ? এই দেখুন গো আমাকে ! ইতিমধ্যেই ভয়কে তো জয় করে ফেলেছি। ফেলেছি কিনা? একদম ঘাবড়াবেন না। দ্বিতীয় ভদ্রলোক যেই লেকচার শুনলেন, মনে মনে অমনি এমন দুরন্ত সাহস পেলেন যে গলায় ঝোলানো ৯০ বার কাচা ৫ টাকার আকাশি সার্জিক্যাল মাস্কটার চোদ্দো পুরুষ উদ্ধার করে দিলেন। নর্দমায় আশ্রয় হলো তার। পরে যে ছিলেন এটাই তো মাস্কটার ভাগ্য ভালো। 
🙋 এখন সাহসী লোকের সংখ্যা বাঙালি তথা ভারতীয়দের মধ্যে খুবই বেড়ে গেছে। এতো খুব আনন্দের কথা। আমেরিকানরা বাঙালিদের থেকেও বিশাল সাহসী ছিল কিন্তু রোগও প্রচুর ছিল। আসলে খাদ্যাভ্যাসের জন্য আমরা যে সাহসী হয়েছি এটা আজ জানাজানি হয়ে গেছে। তবু খাদ্যাভ্যাসের জন্যই আমরা সাহসী কিনা সঠিক জানা না থাকলেও যথেচ্ছভাবে জীবন অতিবাহিত করা ব্রাজিল, আমেরিকায় করোনা বেশি মাথা চাড়া দিয়েছে।
🙋 তুচ্ছতাচ্ছিল্য না করেও আমার কাছাকাছি ৫/৭ জন যে মারা গেলেন তারা ভেবেই নিয়েছিলেন তাদের কিছুতেই হবে না। 
🙋 যারা মারা গেলেন নিশ্চিত তাদের অন্য অসুখ বিসুখ ছিল। কত ডাক্তারও তো মারা গেলেন। তাদের অসুখ কি তাঁরা তবে জানতেন না তবে ? তাদের মধ্যে তবে কি একটা তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা ছিল। প্রচুর ছোটবড় রাজনৈতিক নেতাও মারা গেলেন। পুলিশও। 
🙋 এখন পারিপার্শ্বিক পরিস্থিতিতে বোঝা গেল যে সেফ হোম বাড়িতেই সব থেকে ভালো তাই সরকারের সেফ হোম উঠে গেছে ভালো হয়েছে। এই "জনতা সেফ হোম"-এর জন্যও সংক্রমণ ছড়াচ্ছিল। কারণ ওখানে সাহায্যকারীরা তুচ্ছতাচ্ছিল্য মনোভাবের ছিলেন। বন্ধ হয়ে ভাল হয়েছে। 
🙋 দোকানদাররা সব সময় শীত গ্রীষ্ম ( আমাদের দেশের) ১২ মাস ধুলোধোঁয়া খেয়ে খেয়ে তাদের ভয়াবহ করোনা আর কব্জা করতে পারেনি এটা প্রমাণিত। এরা তুচ্ছতাচ্ছিল্য দলের কিন্তু এরা প্রমাণ করেছেন যে এদের সঙ্গে মাস্ক পরার হাত ধোয়ার কোনও সম্পর্ক নেই। আসলে শুধুমাত্র দোকানদার নয়
প্রথমে যে বলেছিলাম ৫ ও ১০ টাকার মাস্ক পরিহিতদের কথা ওরাও তুচ্ছতাচ্ছিল্য দলের লোক কিন্তু দৈহিকভাবে শক্তিশালী। 
🙋 তুচ্ছতাচ্ছিল্য করা বেড়ে যাওয়ার অন্যতম কারণ টিভি কাগজে মিডিয়াতে রৈখিক সমীকরণের গাণিতিক যোগের মোট পরিমাণ কমে যাওয়া। কমে যাওয়া নানা কারণে হতে পারে সতর্কতা ও শক্তিশালী ব্যক্তিদের রোগ ধরা, দুর্বল লোকেদের চিহ্নিতকরণ। 
এই তিনটি বিষয়ে সরকার, ডাক্তারবাবু ও গোষ্ঠীর কোনও কাজ নেই। যদি কিছু হয় তা অলক্ষ্যেই হচ্ছে। এইটা দেখার কোনও পরিমাপ না থাকলেও এই সত্য অস্বীকার করে লাভ নেই। 
🙋 আবার তুচ্ছতাচ্ছিল্য করছেন না এটাও চোখে দেখছি। কেউ কেউ গাড়ি নিজে চালালেও প্রতিদিন স্যানিটাইজ করছেন। জুতো রোদে দিচ্ছেন। সতর্কতা কারও দেখা যায় কারও দেখা যায় না। তবু তুচ্ছতাচ্ছিল্য-এর কাছে সতর্কতা প্রথম দিন থেকে হেরে যাচ্ছে। 
🙋সতর্কতা একটা শৃঙ্খলাবোধের বিষয়। এটা তার মধ্যে ছোট থেকেই আছে। সতর্কতা জীবনের একটা শিক্ষা। এই শিক্ষা মোটেই করোনার দান নয়। তবু সমস্ত সতর্কতাও ফেল করে যায় যখন জীবনে দুর্ঘটনা আসে। করোনা একটা বড় দুর্ঘটনা। সতর্কতা নিলেও করোনা হবেনা এই গ্যারান্টি নেই কারণ দীর্ঘ দিন সতর্কতা নিতে নিতে তা একঘেঁয়ে হয়ে যায়। 
🙋আসলে যেখানে আমাদের সতর্কতা করার ছিল পয়সা থাকলেও না থাকলেও মাস্ক যেটা পরেছি তা আসলে না পরার সামিল। আচ্ছা তাহলেও হাত কি ধুয়ে দিতে যতটা করার ছিল, মনে হয় না। সকলে নয়। তবু না-এর দলের সংখ্যা গরিষ্ঠ। ১০% সবটাই মেনেছে ২০% হাত ধুয়েছে ৬০% লোক বাজার ধুয়েছে। আজ শুনলাম একটা বাড়িতে জুতো স্যানিটেশন হয়েছে কিনা এক মহিলা জানতে চাইছেন কারও কাছে, এই সংখ্যাও ২০% এর বেশি নয়। সকলে বলতেই পারেন তবু সকলের হয়নি কিন্তু। 
হবেনা যারা ৩০ দিন বের হচ্ছেন। তাদের আর হবে না। 
🙋 পড়ে গেল দুরূহ পরিস্থিতি। আমাদের এই সতর্কীকরণ পদ্ধতির মাধ্যমে পথচলা ২০২১-এর জানুয়ারি পর্যন্ত গড়িয়ে যাবেই। এখনই সবচেয়ে দুরূহ সময় দেখা দিতে পারে। কারণ আমরা ভেবেছিলাম ইদ দুর্গাপুজো দেওয়ালী ও এটির পর ব্যাপক হারে করোনা ছড়াবে। কিন্তু আদপে তা হয়নি। 
তাই আমাদের মনের সতর্কতা মার খেতে বাধ্য এবং তুচ্ছতাচ্ছিল্যের অগ্রগতি হতেও বাধ্য আমাদের মধ্যে। 
এটাই পিক সময়। একঘেঁয়েমি ও ইঞ্জেকশনের আশায় আমরা আমাদের ছেড়ে দিয়েছি। কিন্তু স্পোর্টসে এমনকি ফুটবলেও ফিনিশিং পয়েন্ট ও বক্সেই মাথা ঠান্ডা রেখে অ্যাথলেটিক্স ও ফুটবলে এমনকি কম ওভারের ক্রিকেটেও শেষ ওভার, ফিনিশিং পয়েন্ট ও গোলপোস্টের অশেষ ক্ষমতা। 
🙋 ফেব্রুয়ারিতে ইঞ্জেকশন আসছে ধরে নিয়ে এক সপ্তাহের লকডাউন ফিরিয়ে আনলে মনে হয় সবচেয়ে ভাল হোতো। নতুন ভাবে নতুন বছর শুরুর প্রক্রিয়া আনন্দের সঙ্গে শুরু হোক। ডিসেম্বর সবথেকে সতর্কতার সময়। 
 
⛔ভ্যাকসিনের প্রতিকী ছবি
©® অলোক কুন্ডু

সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

ডিসেম্বর ২০২০ সবচেয়ে সতর্কতার সময়: অলোক কুন্ডু

🌏 এখন কি তবে করোনা চলে গেছে? এই প্রশ্ন সরাসরি করলে থাপ্পড় খেতে পারি। খেতে পারি কেন খাওয়াই উচিত। আমার দৃঢ় বিশ্বাস করোনা শুধুমাত্র আমিই বহন করেছি অর্থাৎ আমিই সব সময় আলোচনা করেছি। কিন্তু ক্ষতিকর কতগুলো বিষয় পড়ে আছে সেদিকে আলোকপাত করা তবু কর্তব্য। সতর্ক থাকাও জরুরি। 

🙋 আমি রোজ দেখতে পাচ্ছি এক ভদ্রলোক মাস্ক পরে বাজার যান, রাস্তায় ঘোরেন। বিশাল ব্যবসা আছে শুনেছি। পয়সার অভাব নেই। মাস্কের দাম ১০ টাকা। তাও বেশিরভাগ সময় মুখের নীচে শোভা পায়। অর্থাৎ মাস্ক পরলেও তা না পরার সামিল। প্রকৃত মাস্ক পরার পয়সা থাকলেও তা কিনবেন না। 
🙋 ধরুন আমার বা আমার পরিবারের "ফুল করোনা", "হাফ-করোনা" হয়ে গেছে তাই আমার আর রাখঢাক করার দরকার নেই। জনে জনে বলছি 👫👬👭 ও এমন কিছুই নয়। জ্বর এর থেকেও কাবু করে দিত গো। ভয় ! ধ্যাত্ ভয় আবার পায় কেউ ? দুহাতে করোনাকে ধুয়ে আছড়ে ধেসে দিয়েছি। ধুর মশাই আপনি যেমন। এত ভয়ের কি আছে ? এই দেখুন গো আমাকে ! ইতিমধ্যেই ভয়কে তো জয় করে ফেলেছি। ফেলেছি কিনা? একদম ঘাবড়াবেন না। দ্বিতীয় ভদ্রলোক যেই লেকচার শুনলেন, মনে মনে অমনি এমন দুরন্ত সাহস পেলেন যে গলায় ঝোলানো ৯০ বার কাচা ৫ টাকার আকাশি সার্জিক্যাল মাস্কটার চোদ্দো পুরুষ উদ্ধার করে দিলেন। নর্দমায় আশ্রয় হলো তার। পরে যে ছিলেন এটাই তো মাস্কটার ভাগ্য ভালো। 
🙋 এখন সাহসী লোকের সংখ্যা বাঙালি তথা ভারতীয়দের মধ্যে খুবই বেড়ে গেছে। এতো খুব আনন্দের কথা। আমেরিকানরা বাঙালিদের থেকেও বিশাল সাহসী ছিল কিন্তু রোগও প্রচুর ছিল। আসলে খাদ্যাভ্যাসের জন্য আমরা যে সাহসী হয়েছি এটা আজ জানাজানি হয়ে গেছে। তবু খাদ্যাভ্যাসের জন্যই আমরা সাহসী কিনা সঠিক জানা না থাকলেও যথেচ্ছভাবে জীবন অতিবাহিত করা ব্রাজিল, আমেরিকায় করোনা বেশি মাথা চাড়া দিয়েছে।
🙋 তুচ্ছতাচ্ছিল্য না করেও আমার কাছাকাছি ৫/৭ জন যে মারা গেলেন তারা ভেবেই নিয়েছিলেন তাদের কিছুতেই হবে না। 
🙋 যারা মারা গেলেন নিশ্চিত তাদের অন্য অসুখ বিসুখ ছিল। কত ডাক্তারও তো মারা গেলেন। তাদের অসুখ কি তাঁরা তবে জানতেন না তবে ? তাদের মধ্যে তবে কি একটা তুচ্ছতাচ্ছিল্য করার প্রবণতা ছিল। প্রচুর ছোটবড় রাজনৈতিক নেতাও মারা গেলেন। পুলিশও। 
🙋 এখন পারিপার্শ্বিক পরিস্থিতিতে বোঝা গেল যে সেফ হোম বাড়িতেই সব থেকে ভালো তাই সরকারের সেফ হোম উঠে গেছে ভালো হয়েছে। এই "জনতা সেফ হোম"-এর জন্যও সংক্রমণ ছড়াচ্ছিল। কারণ ওখানে সাহায্যকারীরা তুচ্ছতাচ্ছিল্য মনোভাবের ছিলেন। বন্ধ হয়ে ভাল হয়েছে। 
🙋 দোকানদাররা সব সময় শীত গ্রীষ্ম ( আমাদের দেশের) ১২ মাস ধুলোধোঁয়া খেয়ে খেয়ে তাদের ভয়াবহ করোনা আর কব্জা করতে পারেনি এটা প্রমাণিত। এরা তুচ্ছতাচ্ছিল্য দলের কিন্তু এরা প্রমাণ করেছেন যে এদের সঙ্গে মাস্ক পরার হাত ধোয়ার কোনও সম্পর্ক নেই। আসলে শুধুমাত্র দোকানদার নয়
প্রথমে যে বলেছিলাম ৫ ও ১০ টাকার মাস্ক পরিহিতদের কথা ওরাও তুচ্ছতাচ্ছিল্য দলের লোক কিন্তু দৈহিকভাবে শক্তিশালী। 
🙋 তুচ্ছতাচ্ছিল্য করা বেড়ে যাওয়ার অন্যতম কারণ টিভি কাগজে মিডিয়াতে রৈখিক সমীকরণের গাণিতিক যোগের মোট পরিমাণ কমে যাওয়া। কমে যাওয়া নানা কারণে হতে পারে সতর্কতা ও শক্তিশালী ব্যক্তিদের রোগ ধরা, দুর্বল লোকেদের চিহ্নিতকরণ। 
এই তিনটি বিষয়ে সরকার, ডাক্তারবাবু ও গোষ্ঠীর কোনও কাজ নেই। যদি কিছু হয় তা অলক্ষ্যেই হচ্ছে। এইটা দেখার কোনও পরিমাপ না থাকলেও এই সত্য অস্বীকার করে লাভ নেই। 
🙋 আবার তুচ্ছতাচ্ছিল্য করছেন না এটাও চোখে দেখছি। কেউ কেউ গাড়ি নিজে চালালেও প্রতিদিন স্যানিটাইজ করছেন। জুতো রোদে দিচ্ছেন। সতর্কতা কারও দেখা যায় কারও দেখা যায় না। তবু তুচ্ছতাচ্ছিল্য-এর কাছে সতর্কতা প্রথম দিন থেকে হেরে যাচ্ছে। 
🙋সতর্কতা একটা শৃঙ্খলাবোধের বিষয়। এটা তার মধ্যে ছোট থেকেই আছে। সতর্কতা জীবনের একটা শিক্ষা। এই শিক্ষা মোটেই করোনার দান নয়। তবু সমস্ত সতর্কতাও ফেল করে যায় যখন জীবনে দুর্ঘটনা আসে। করোনা একটা বড় দুর্ঘটনা। সতর্কতা নিলেও করোনা হবেনা এই গ্যারান্টি নেই কারণ দীর্ঘ দিন সতর্কতা নিতে নিতে তা একঘেঁয়ে হয়ে যায়। 
🙋 ৯ মাসে পড়ে গেল দুরূহ পরিস্থিতি। আমাদের এই সতর্কীকরণ পদ্ধতির মাধ্যমে পথচলা ২০২১-এর জানুয়ারি পর্যন্ত গড়িয়ে যাবেই। এখনই সবচেয়ে দুরূহ সময় দেখা দিতে পারে। কারণ আমরা ভেবেছিলাম ইদ দুর্গাপুজো দেওয়ালী ও এটির পর ব্যাপক হারে করোনা ছড়াবে। কিন্তু আদপে তা হয়নি। 
তাই আমাদের মনের সতর্কতা মার খেতে বাধ্য এবং তুচ্ছতাচ্ছিল্যের অগ্রগতি হতেও বাধ্য আমাদের মধ্যে। 
এটাই পিক সময়। একঘেঁয়েমি ও ইঞ্জেকশনের আশায় আমরা আমাদের ছেড়ে দিয়েছি। কিন্তু স্পোর্টসে এমনকি ফুটবলেও ফিনিশিং পয়েন্ট ও বক্সেই মাথা ঠান্ডা রেখে অ্যাথলেটিক্স ও ফুটবলে এমনকি কম ওভারের ক্রিকেটেও শেষ ওভার, ফিনিশিং পয়েন্ট ও গোলপোস্টের অশেষ ক্ষমতা। 
🙋 ফেব্রুয়ারিতে ইঞ্জেকশন আসছে ধরে নিয়ে এক সপ্তাহের লকডাউন ফিরিয়ে আনলে মনে হয় সবচেয়ে ভাল হোতো। নতুন ভাবে নতুন বছর শুরুর প্রক্রিয়া আনন্দের সঙ্গে শুরু হোক। ডিসেম্বর সবথেকে সতর্কতার সময়। ©® অলোক কুন্ডু

রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার দিন আগত : অলোক কুন্ডু

🌏 নির্ভয়ে ভ্যাকসিন নিতে হবে সেই দিন আগত। কিন্তু দয়া করে কেউ বলবেন ভ্যাকসিনের বদলে আমাকে ভোট দিন, প্লিজ বিরত থাকুন

➡️ দেখা যাচ্ছে নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা, ফ্লুয়ের ভ্যাকসিন বের করতে আগে দশকের পর দশক চলে গেছে। সেইসব আবিষ্কারের পেছনে কখনও সমস্ত দেশ একযোগে, কখনও যৌথভাবে, কখনও একক উদ্যোগে উঠেপড়ে সবাই এগিয়ে আসেনি, করোনার জন্য যেভাবে সকলে ঝাঁপিয়ে পড়েছেন। আবিষ্কারের উদ্যোগ এইভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কখনও শুরু হয়নি। একযোগে আমেরিকা রাশিয়া বৃটেন ভারত চায়না ইজরাইল আবিষ্কারে মনোনিবেশ করেছে। এটা ব্যবহার থেকে তাগিদ বেশি। বরং রাষ্ট্র নায়কদের বেশি উদ্দোগ যুক্ত হয়েছে। প্রত্যেকটি দেশের বিভিন্ন রসায়নাগারে বিজ্ঞানীরা ছয়মাস লাগাতার কাজ করছে। প্রকৃত গবেষণায় নিযুক্ত ছাত্ররাও সঙ্গী হয়েছে ব্যাপকভাবে। স্বেচ্ছাসেবক পাওয়া গেছে আবেদনের বেশি। রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে ট্রাম্প থেকে সমস্ত রাষ্ট্রনায়করা প্রতিনিয়ত চোখ কান খোলা রেখেছেন। তাদের স্বার্থ সবচেয়ে বেশি। 

➡️ কারণ এতদিন দেখা গেছে শিশু ও বয়স্ক মিলিয়ে একমাত্র নিউমোনিয়াতেই লাখো লাখো মানুষের প্রাণ চলে যেত। তবু সেই নিউমোনিয়ার ভ্যাকসিন ভালোভাবে বাজারে আসতে বহু পরীক্ষা পর্ব চলেছে। 
ফাইজার নিউমোনিয়া ওষুধের বাজার জাত করার বরাত পেয়েছে। তাদের পয়সায় তাদের তত্বাবধানে তৈরি হলেও তা খানিকটা সাইজে আনতে ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত চলে গেছে। অথচ এর আবিষ্কার হয়েছিল অনেক আগেই। কিন্তু রোগী চিহ্নিতকরণ একটি বড় বিষয়। তবে নিউমোনিয়া ভ্যাকসিন প্রয়োগ ও বছর বছর তার উন্নয়ন করা ও রিসার্চ ওয়ার্ক চালিয়ে যাওয়ার ফলে ওই  ACIP থেকে ২০১০-এ যেভাবে ও যে বয়সীদের নিতে বলেছিল তার ২০১৪ থেকে ২০১৮ ACIP থেকে যা বলেছিল ২০১৯ -এর জানুয়ারি আরও নির্দিষ্ট করলো। এখন ২০২০ এর মার্চে ACIP থেকে আবার বলছে কেবলমাত্র ৬৫ বছরের পর PPSV23 নিতে আরও একবছর পর PCV13 নেওয়া হয়ে যাওয়ার পর। ছোটদের জন্য আগে ছিল PCV7 বছরে একবার এখন হয়েছে তিনবার। নিউমোনিয়া বহু রকম আছে তার মধ্যে বেশ কয়েকটিকে বেছে নিয়ে ভ্যাকসিন। তারমানে এই নয়
যে অন্যগুলো হবে না। অবশ্যই সম্ভাবনা কম থাকবে। 
যারা সিগারেট খায় ৬৫ বছর ও বিশেষ কয়েকটি অসুখ আছে তাদের নিতেই হবে। আবশ্যিক নেওয়া হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। যত রিসার্চ হচ্ছে। ২০২০ মার্চ পর্যন্ত ACIP থেকে আপডেট দেওয়া হয়েছে। 
ফিজি সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে রিসার্চ করে দেখেছে নিউমোনিয়া PCV13 নেওয়া থাকলে কোবিদ১৯ এ ভয়াবহ কিছু হওয়া সম্ভব নয়। হলেও
এই যাত্রা রোগী বেঁচে যেতে পারে। তবে পুণরায় যেকোন ভ্যাকসিন তিনি নিতে পারেন একমাস পরে। কিন্তু ইনফ্লুয়েঞ্জা বা সার্স ও ফ্লু কয়েকবার নিলে শরীরের নিজস্ব ইমিউনিটি ক্ষমতা কমে যেতে পারে। 
তাই মহামারী না দেখা দিলে ফ্লু-এর জন্য আর কোনও ভ্যাকসিন নেওয়া উচিত নয়। তবে যারা নিউমোনিয়া নিতে পারছেন না তারা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুয়ের ভ্যাকসিন নিতে পারেন। যেকোনো একটি নেওয়া থাকলে করোনা থেকে সামান্য হলেও নিশ্চিন্ত হতে পারবেন। দুটো ভ্যাকসিন নেওয়ার দরকার নেই বরং দুটো নিলে আপনার শরীরে বেশি টক্সিন ঢুকবে। 

➡️ কোনও ভ্যাকসিন একবার নিলে কোনোটার আয়ু সারাজীবন। কোনও ভ্যাকসিন বছর বছর দিতে হয়। কোনোটা আবার পিরিওডিক্যাল। কিন্তু এইসব বিচার, জিনগত পার্থক্যের বিচার, নানা পার্শ্ব প্রতিক্রিয়া সামাল দিয়ে মানুষের ক্ষয়ক্ষতি শূন্যতে নামিয়ে এনে ভ্যাকসিন বের করা একপ্রকার দূরূহ কাজ। ব্যয় সাপেক্ষ তো বটেই। বড় বড় ওষুধ কোম্পানিগুলি এইজন্য সারা বিশ্বে গবেষক খুঁজে বেড়ান। কখনও গবেষণা হয় ব্যক্তিগত পর্যায়ে। কখনও অধ্যাপক ও ছাত্রদের সহায়তায়। আর এইসব প্রাণদায়ী ওষুধ প্রচন্ড ঠান্ডার দেশ ছাড়া আবিষ্কারের একটা মুস্কিল পর্ব তো আছেই। কখনও কোনও গবেষণাগার গড়ে উঠে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ভূমিকায়। এই বিশ্বে জীবনদায়ী ওষুধের অবিরত আবিষ্কার হয়ে চলেছে। এইরকম গবেষণা থেমে নেই। নোবেল কমিটি থেকে বড় বড় এইরকম কমিটির অবদান এইসব আবিষ্কারের ক্ষেত্রে একটি মানবতাবাদী ভূমিকা সব সময় পালন করে চলেছে। তাই কোবিদ ভ্যাকসিন আর ট্যাবলেট বিক্রি দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সুগারের ওষুধ না খেয়েও লোক বেঁচে আছে থাইরয়েডের ওষুধ না খেয়ে বেঁচে আছে তাই কোবিদ ভ্যাকসিনকে সেই মতো তুলনা করা ভুল হবে। অনিবার্যতা আবশ্যিক ও নিতেই হবে কোবিদ ভ্যাকসিন। এখানে ব্যবসার কি হবে না হবে তা ভেবে জনগণের কোনও লাভ নেই। 

➡️ ওষুধ শিল্পে ব্রিটেন ও আমেরিকা অগ্রগণ্য। সরকারের প্রচেষ্টার মধ্যে অবশ্যই বাণিজ্যিক একটি পরিকল্পনা থাকে। সরকার প্রচুর ট্যাক্স পায়। শেয়ার কেনাবেচা থাকে, ওষুধের বিক্রি বাবদ সরকারের লাভ, ডাক্তারের লাভ, রিপ্রেজেন্টেটিভদের লাভ, ওষুধের দোকানের লাভ ছাড়া ওষুধের প্রচলন প্রায় হয়না। বিক্রি বাটোয়ারর কোনও মানে হয়না যদি না তা বাজারজাত হয় যদি না ভালোভাবে বিক্রি হয় তবেই না রিপ্রেজেন্টেটিভদের চাকরি হবে কোম্পানি থেকে ব্যবসায়ী, এজেন্ট থেকে সকলে ফুলেফেঁপে উঠবেন। ওষুধের ব্যবসা মানুষকে বাঁচায় যেমন তেমনি সমাজকে, বেকারি থেকে বাঁচায়। এখন তো ডাক্তারদের মনোরঞ্জনের সমস্ত দান প্রতিদানে কোম্পানিগুলির প্রতিযোগিতা দেখার মতো। 

➡️ তা হোক। কিন্তু প্রাথমিক উদ্দেশ্য থাকে মানুষ বাঁচানোর। মানুষকে বাঁচতে সাহায্য করা সভ্যতার 
মূল কাজ। আর করোনার মূল উদ্দেশ্য মানুষের ক্ষয়ক্ষতি। এত বড় আকারে মৃত্যু ও আক্রান্ত ইতিপূর্বে হয়নি। যদিও রোগের আক্রমণ থেকে প্রাথমিক ভাবে বাঁচতে মানুষ কতকগুলি আবিষ্কার আগেই করে রেখেছিল। মাস্ক, হাতধোয়া ও দূরত্ব বজায় রাখা। 
এর ফলও যথেষ্ট পাওয়া গেছে বৈকি। কিন্তু মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর দায়িত্ব আরও বড় এবং ভাবনার বিষয়। মারণ করোনা থেকে পৃথিবীকে বাঁচাতে তাই ভ্যাকসিনের দিকে চেয়ে আছেন সকলে। 
হ্যাঁ আবার আবিষ্কার হয়ে গেলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব সংকটও হতে পারে কারণ অনেকেই চান এই রোগে আরও মানুষ মরলে তাদের দলের সুবিধা হবে তাতে।

➡️ তাহলে কবে ভ্যাকসিন আসছে। যেহেতু ভ্যাকসিন আবিস্কারের পরেও ব্যাপক রিসার্চ চলবে। মনে রাখতে হবে পোলিও টিকা প্রথমে যেটা বাজারে এসেছিল তার মধ্যে বিস্তর গন্ডগোল ছিল। মৃত্যু পর্যন্ত হয়েছিল। 
তাই ক্ষয়ক্ষতি শূন্য যাতে হয় সেই কারণেই পরীক্ষার পর্যায়গুলো আরও তন্ন তন্ন করে ভাবতে সময় লাগছে। আমাদের দেশে একসঙ্গে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি আবিষ্কারের কথা শোনা যাচ্ছে। চায়নার আবিষ্কার একেবারে শেষ পর্যায়ে। আমেরিকাও আগে খাতা খুলতে পারে। সকলের টিকা প্রস্তুতি পর্ব একেবারে শেষের দিকে। ফেব্রুয়ারি থেকে মনে হয় ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে যাবে। যদি আমেরিকান ভ্যাকসিন আগে বের হয় অথবা ব্রিটিশ তবে এরা অনেক নির্ভরযোগ্য হবেন। তা না হলে ফ্রিতে ভারতের ভ্যাকসিন ওই সময়েই শুরু হয়ে যাবে। নববর্ষের দিনে কিছু বার্তা শোনা যাবেই। প্রথমে করোনার বিরুদ্ধে সামনের সারিতে লড়ছেন যারা তারা জানুয়ারির শেষ থেকে নিতে শুরু করতে পারেন। তা না হলে প্রত্যেকই
তার প্রোডাক্ট বিক্রি করতে চাইবেন। কার সব থেকে কার্যকরী তা বুঝতে দুবছর লেগে যাবে। যাদের বেশি কার্যকরী তারা ভালো ব্যবসা করুক এবং করবে। জনগণের ওইদিকে তাকিয়ে থাকলে চলবে না। তাদের বাঁচতে হবে। কারণ ভ্যাকসিনের কার্যকরী ভূমিকা বুঝতে দুবছর থেকে দশবছর সময় লেগে যেতে পারে। মনে রাখতে হবে যে কোনও মারণ রোগকে জব্দ করতে শুধু ওষুধ আবিষ্কার করলেই হবেনা। কতখানি কাকে কাকে দিতে হবে এটাও একটা ব্যাপার। সকলকে ঈশ্বর সমান ছাঁচে তৈরি করেনি যখন তখন ওষুধের প্রয়োগেও তফাত হবে কিছুটা। কিন্তু এখন যা দেবে তাই নিতে হবে। জ্বর, সর্দি, চুলকানি, পায়খানা এগুলো যেকোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এটা মনে রাখতে হবে। 
( ছবিটি প্রতিক অর্থে ব্যবহৃত) 

©® অলোক কুন্ডু 

 


শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

ভিটামিন-ই এর উপকারিতা: অলোক কুন্ডু

দামে সস্তা ভিটামিন "ই" দুভাবে ব্যবহার করা চলে । নারকেল তেলের সঙ্গে একটা করে ভিটামিন ই হাতে নিয়ে চুলে মাখলে চুলের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে এবং পড়াও কমে যাবে। Evion-200 ml. দাম খুব পড়ে না অন্তত চুলের সমস্যা যাদের আছে সপ্তাহে একদিন এটা করে দেখাও যায়। পাউচ ট্যাবকে সেফটিপিন দিয়ে ফুটো করে মাথায়দামে সস্তা ভিটামিন "ই" দুভাবে ব্যবহার করা চলে । নারকেল তেলের সঙ্গে একটা করে ভিটামিন ই হাতে নিয়ে চুলে মাখলে চুলের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যাবে এবং পড়াও কমে যাবে। Evion-200 ml. দাম খুব পড়ে না অন্তত চুলের সমস্যা যাদের আছে সপ্তাহে একদিন এটা করে দেখাও যায়। পাউচ ট্যাবকে সেফটিপিন দিয়ে ফুটো করে মাথায় তেলের সঙ্গে ঘষে ঘষে মাখলে উপকার অবশ্যই । যাদের শরীরে ভিটামিন ইয়ের ঘাটতি হয় তাদের এটা প্রয়োজন । যাদের লিভার বড় বা ফ্যাট জমেছে বয়স্ক হলে পেটের ডানদিকে লাগলে অথবা গ্যাস অম্বলের সমস্যায় পেটের কষ্টে দুশো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট-পাউচ দুবেলা খাওয়ার পর একটি করে দুবেলা ৭/৮ দিন গ্যাপ দিয়ে মাস খানেক খেলে উপকার পাওয়া যেতে পারে। যারা গরমকালে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তারা খেয়ে ও মুখে মেখে দেখতে পারেন । স্কিনের সমস্যায় ভিটামিন ই প্রয়োজন , মুখ তাদের উজ্জ্বল হতে পারে । যাদের রক্তাল্পতা তারাও মাঝেমধ্যে খেয়ে দেখতে পারেন । মনে রাখবেন রক্তাল্পতা থাকলে লিভার তার বড় হবেই হবে। জনডিসেও এই ওষুধের উপকারিতা আছে ।এমনকি বড় বড় চিকিৎসকরা হার্টের রোগীকে চটজলদি ভিটামিন ই দিয়ে থাকেন । সুগারের জন্য এটি প্রযোজ্য এমনকি সুগার থাকলেও একমাস খেয়ে দেখতে পারেন এবং রক্ত পরীক্ষায় যদি দেখেন উপকার হয়েছে তাহলে ব্যবহার মাঝেমধ্যে করে দেখতে পারেন। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । চোখ ঠিক রাখতে এটি একটি অপরিহার্য ওষুধ । ওজন বাড়তে দেয়না । বয়স্কদের সুস্থ রাখার একটি অপরিহার্য ওষুধ এবং তাই বহুরকম সাপ্লিমেন্ট ভিটামিন ই বেশ ভালো পরিমাণ মিশ্রিত থাকে। তবে বেশি খেলে সমস্যা তৈরি হতে পারে । অ্যালার্জি বের হতে পারে গা বমি করতে পারে মাথাও ধরতে পারে চোখে ঝাপসা দেখতে পারেন। অনেক খাবারের মধ্যে ভিটামিন ই পাওয়া গেলেও তা কতটা পরিমাণ মানুষ খান তার ওপর সবকিছু নির্ভর করে । ১৫/২০ মিলিগ্রাম প্রয়োজন লাগে প্রতিদিন সুস্থতার জন্য । কিন্তু আমরা কতটা খাই সে হিসাব কখনও করা যায় না । ভিটামিন ই একদিন বেশি হয়ে গেলে তার বিরুদ্ধ প্রতিক্রিয়াগুলি দীর্ঘদিনের নয় । তবু ভিটামিন ই চিকিৎসকের পরামর্শ মেনেই খাওয়া উচিত । যদি চিকিৎসকগণ নিয়মিত পরীক্ষা করে প্রতিটি নাগরিকের জন্য ভিটামিন ই কতটা প্রয়োজন তা প্রতি মাসে দেখে জানাতে পারতেন তাহলে ক্যানসার রোগী দেশে কুড়িভাগ কমে যেত বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন ।
তেলের সঙ্গে ঘষে ঘষে মাখলে উপকার অবশ্যই । যাদের শরীরে ভিটামিন ইয়ের ঘাটতি হয় তাদের এটা প্রয়োজন । যাদের লিভার বড় বা ফ্যাট জমেছে বয়স্ক হলে পেটের ডানদিকে লাগলে অথবা গ্যাস অম্বলের সমস্যায় পেটের কষ্টে দুশো মিলিগ্রামের একটি করে ট্যাবলেট-পাউচ দুবেলা খাওয়ার পর একটি করে দুবেলা ৭/৮ দিন গ্যাপ দিয়ে মাস খানেক খেলে উপকার পাওয়া যেতে পারে। যারা গরমকালে ময়েশ্চারাইজার ব্যবহার করেন তারা খেয়ে ও মুখে মেখে দেখতে পারেন । স্কিনের সমস্যায় ভিটামিন ই প্রয়োজন , মুখ তাদের
উজ্জ্বল হতে পারে । যাদের রক্তাল্পতা তারাও
মাঝেমধ্যে খেয়ে দেখতে পারেন । মনে রাখবেন রক্তাল্পতা থাকলে লিভার তার বড়
হবেই হবে। জনডিসেও এই ওষুধের উপকারিতা আছে ।এমনকি বড় বড় চিকিৎসকরা হার্টের রোগীকে চটজলদি ভিটামিন ই দিয়ে
থাকেন । সুগারের জন্য এটি প্রযোজ্য এমনকি সুগার থাকলেও একমাস খেয়ে দেখতে পারেন এবং রক্ত পরীক্ষায় যদি দেখেন উপকার হয়েছে তাহলে ব্যবহার মাঝেমধ্যে করে দেখতে পারেন। এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । চোখ ঠিক রাখতে এটি একটি অপরিহার্য ওষুধ ।
ওজন বাড়তে দেয়না । বয়স্কদের সুস্থ
রাখার একটি অপরিহার্য ওষুধ এবং তাই বহুরকম সাপ্লিমেন্ট ভিটামিন ই বেশ ভালো পরিমাণ মিশ্রিত থাকে। তবে বেশি খেলে সমস্যা তৈরি হতে পারে । অ্যালার্জি বের হতে পারে গা বমি করতে পারে মাথাও ধরতে পারে চোখে ঝাপসা দেখতে পারেন। অনেক খাবারের মধ্যে ভিটামিন ই পাওয়া গেলেও তা কতটা পরিমাণ মানুষ খান তার ওপর সবকিছু নির্ভর করে । ১৫/২০ মিলিগ্রাম প্রয়োজন লাগে প্রতিদিন সুস্থতার জন্য । কিন্তু আমরা কতটা খাই সে হিসাব কখনও করা যায় না । ভিটামিন ই একদিন বেশি হয়ে গেলে তার বিরুদ্ধ প্রতিক্রিয়াগুলি দীর্ঘদিনের
নয় । তবু ভিটামিন ই চিকিৎসকের পরামর্শ মেনেই খাওয়া উচিত । যদি চিকিৎসকগণ নিয়মিত পরীক্ষা করে প্রতিটি নাগরিকের জন্য ভিটামিন ই কতটা প্রয়োজন তা প্রতি মাসে দেখে জানাতে পারতেন তাহলে ক্যানসার রোগী দেশে কুড়িভাগ কমে যেত বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

অলোক কুন্ডুর কবিতা

⛔ ফেস্টুন বিক্রি হচ্ছে কত আদরে।  / অলোক কুন্ডু

কোনও মুখ কাদায় মাখামাখি হলেও
তোষামোদকারী বুঝতে পারে না আর
সে-দেখে--ফেস্টুন বিকোচ্ছে কতরকম আদরে
যার যেমন ক্ষমতা তার তেমন ঢাল-তরোয়াল গো
কাড়ানাকড়ার শব্দ মঞ্জুর হয় ফেল কড়িতে।

তুমি বলবে তোমার দিব্যি দেওয়া ঠাকুর গো পাপ দেয়
ঘটে-আমপাতায়-গাঁদা-জবার মালায়
নৈবেদ্যর চাল কলা সন্দেশের পাহাড় জমিয়ে ভোগ
কাঁসর-ঘন্টার জৌলুস সেই তেপান্তর পৌঁছয় গো
চাল কলার দর দৌড়য় আলু পিঁয়াজ পর্যন্ত। 

তোমার পুজোয় আমি তবু নরক দেখি আপাদমস্তক 
এ নরক বড় গুলজার, বুলডোজার চেনানো মাথা ভেঙে                   দেয়
শব্দ কিংবা বাক্যের অলংকারগুলো ধামাধরা 
ধামাচাপা দিতে দিতে চলে বিবরমুখী বলয়গ্রাসে নষ্ট
কেউ জানেনা কোথায় চলেছে--জাহান্নামে কিনা? 

তবু এইতো বলার সময় ছিল কতভাবে
সব কথা গিলে নিলে ভাত পাবেনা গো 
তাই একমাত্র নির্বাক মুঠো পিন্ডি তোমার সঙ্গে থেকে যাবে
ওই ভাত সঙ্গে যাবে দেখে নিও
স্যাকরা থেকে হাতুড়ে পর্যন্ত তোমাকে নিয়ম ঢেলে দেবে। 

ওই দেশে রাজাদের যুদ্ধ চলছে যেখানে
যে যেখানে আছো আজানু হয়ে কান পেতে বোসো
কেউ কেউ জলাঞ্জলি দিয়েছো আপাদমস্তক 
"ভর" বোঝো কাকে বলে তাই হবে শুরু দুরুদুরু
শব্দেরাও বড় ভুল তোমার মাথাব্যথা নেই তোষামোদে । 

লিখে রাখো দাগিয়ে রাখো জিভের ভেতর 
উগরানো বাণী যেখানে যাদুখেলা কল্পনার 
মঞ্চের কাছে গিয়ে দেখো মশগুল কত আস্কারা 
মঞ্চে মন্ডপে পোড়াবে যত ফুলঝুরি
তত বেঁচে যাবে দেখে নিও। 

কিন্তু বেবাক ব্যান্ডেজ আর কতকাল চোখে কানে মুখে  
একরকম মতামত জমাতে জমাতে বোধ চলে গেলে
উগরে দেওয়ার ক্ষয়ক্ষতি তোমাকেই বুঝে নেবে
ভেবে দেখো প্রশ্ন করা ভুলে গেছো বহুকাল
কারণ তুমি দেখছো--ফেস্টুন বিক্রি হচ্ছে কত আদরে। 

©® অলোক কুন্ডু

ক্ষুধিত পাষাণ ও চারুলতা

⛔ তফাৎ যাও... সব ঝুট হ্যায়। হ্যাঁ "ক্ষুধিত পাষাণ"- এর থেকেও তখন এই উচ্চারণে বাজার মাতোয়ারা। যারা দেখে ফেলেছেন অথচ মেহের আলী পড়েননি তারাও ততদিনে ক্ষুধিত পাষাণ জেনে গেছেন। তাই জনগণের কাছে সৌমিত্রর পরিচিতি হয়েছিল রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ এর সরকারি কর্মচারী দিয়েই। কারণ অপুর সংসার তখনও সকলের দেখা হয়ে ওঠেনি।

•সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন, " আমি মাণিকদার আবিষ্কার। আসলে সৌমিত্র যখন জানতে পারলেন যে সত্যজিৎ রায় 'অপরাজিত' করছেন, তখনই তার প্রথম সিনেমায় অভিনয় করার ইচ্ছা জাগে এবং এক বন্ধুর বন্ধুকে ধরে সত্যজিৎ রায়ের বাড়ি গিয়ে দেখাও করেন। কিন্তু সৌমিত্র তখন সেই অপুর থেকে একটু লম্বা হয়ে যাওয়াতে ও বয়স বেশি হওয়ায় সৌমিত্রকে সেটাও জানিয়ে দেন, সত্যজিৎ রায়। তাই সেই সময় তার চান্স হয়নি। কিন্তু অপুর সংসার করার আগেই সত্যজিৎ রায় ডেকে পাঠান সৌমিত্রকে। অপুর সংসারের সাফল্যের পর সৌমিত্র ভেবেই ছিলেন সিনেমাকেই পেশা করবেন, কিন্তু সঙ্গে সঙ্গেই তো ডাক আসেনি, তাছাড়া এতদিন তো নাটক ও শিশির ভাদুড়ীর কাছে যাতায়াত করেছেন সৌমিত্র এবং নানা জায়গায় নাটকের মঞ্চে চান্স কীভাবে পাওয়া যায় সেই দিকেই বেশি নজর দিয়েছেন। জীবনের ঝুঁকি নেওয়ার সময় তার চলে যাচ্ছে, বিস্তর টানাপোড়েন তখন।

•চারুলতাকে নিয়ে সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনকেই সাংবাদিকরা বহুবার, বহু রকম প্রশ্ন করেছেন। সৌমিত্র বলেছেন চারুলতা বিশ্বের একটা শ্রেষ্ঠ চলচ্চিত্র, এমনকি মাণিকদার কাছেও চারুলতা, তাঁর প্রিয় ছবি। সৌমিত্রর দ্বিতীয় ছবি ক্ষুদিত পাষাণ তপন সিংহর সঙ্গে। সত্যজিৎ রায় তপন সিংহ দুজনকেই সৌমিত্র ভীষণ সম্মান করতেন সেটা সকলেই জানেন। ক্ষুধিত পাষাণ, যেহেতু চেনা ও বিখ্যাত গল্প, রবীন্দ্রনাথের কাছ থেকেই নেওয়া তাই সৌমিত্রর তো পড়াই ছিল। তপন সিংহ ডাকতেও সঙ্গে সঙ্গে তবুও কথা দেননি। যদিও সৌমিত্র জানতেন, তপন সিংহ বাংলা ছায়াছবির তখন একজন বড় বাণিজ্যিক সফল পরিচালক এবং হাবিজাবি ছবি করেন না, তাছাড়া বহু নবাগতকে সুযোগ দিয়েছেন। কিন্তু ইতিমধ্যে সৌমিত্র তো সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করে বুঝে ফেলেছেন কি ধরনের কাজের সিস্টেম, অভিনয় শেখানো কোন স্তরের, মোদ্দা কথা সৌমিত্রও আশা করছেন যে চান্স পেলে সত্যজিৎ রায়ের ছবিতে আবার একবার যদি চান্স পাওয়া যায়, তবেই তার ফেম হবে। ঠিক এই সময়টাতেই সিনেমাকে পেশা হিসেবে গ্রহণের দিগদর্শনও খুলে যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে। মনের মধ্যে আলোড়ন হতে থাকে, কি করবেন তিনি। মানিকদাকে কীভাবে জানাবেন। সত্যি কি ক্ষুধিত পাষাণে তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন ? এই দুশ্চিন্তা নিয়ে তখন সত্যজিৎ রায়ের কাছ যান। সৌমিত্র জিজ্ঞেস করেছিলেন যে তার পক্ষে ওই রোল করা উচিত হবে কিনা ? অর্থাৎ তিনি ক্ষুধিত পাষাণে সাচ্ছন্দ্য হতে পারবেন কিনা। তপন সিংহ ডাকার পর রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন," মাণিকদা, আমার কি ছবিটা করা উচিত হবে? সত্যজিৎ রায় বলেছিলেন, " অবশ্যই উচিত হবে, একশো বার উচিত হবে। "

•সৌমিত্র বলেছেন, মাণিকদা বিচক্ষণ ব্যক্তিত্ব, অত্যন্ত বাস্তব দৃষ্টিকোণ থেকে বিষয়টির মূল্যায়ণ করেছিলেন। " সত্যজিৎ রায়ের উৎসাহেই সৌমিত্র তপন সিংহর কাছে কাজ করতে শাহস পেয়েছিলেন। যদিও সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে গিয়ে, প্রথম প্রথম সৌমিত্রর, বাধো বাধো লাগতো সেটে। সৌমিত্র আবারও বলেছেন, তপন সিংহের সঙ্গে কাজ করে কিন্তু অনেক কিছু শিখেছি। পরে বুঝতে পারি মাণিকদা কেন জোর দিয়ে বলেছিলেন। পরে ঝিন্দের বন্দীতে, বিশেষ করে কীভাবে হাঁটাচলা করতে হবে তার বেশ কিছু ট্রেনিং নিতে হয়েছিল। ঘোড়ায় চড়া ও অসি শিক্ষাও নিতে হয়েছিল পরে। তপন সিংহ অভিনয় শিল্পটা ভালই জানতেন। নাট্যকার মন্মথ রায়ের নাটকটি হুবহু ফলো করেছিলেন তপন সিংহ। তপন দা সবসময় খুব সচেতন ভাবে সাধারণ দর্শকদের জন্য সিনেমা করতেন। কিন্তু ক্ষুধিত পাষাণ মুক্তির পর কাগজে বহুভাবে বিরূপ সমালোচনা, অনেক কটুবাক্য ও ব্যঙ্গোক্তি শোনা গেলেও সাধারণ পাবলিক ক্ষুধিত পাষাণ দেখতে ছাড়েননি। রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে ছবি বুদ্ধিজীবী মহলে সমাদৃত হয়নি। কিন্তু ছবির সংগীত সৃষ্টিতে ছিলেন দিকপাল মানুষরা। উস্তাদ আলি আকবর খান। সহযোগিতায় ছিলেন, উস্তাদ আমির খান, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, নিখিল ব্যানার্জী, দ্বিজেন মুখোপাধ্যায়। তখনই 'যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে' রবীন্দ্র সঙ্গীত থেকে জনগণের গান হয়ে গেল। এই সময়ে রবীন্দ্র সংগীতের ফাংশনও বেড়ে যায়। নৈহাটির একটা জলসায় গিয়ে পৌঁছেছেন দেবব্রত বিশ্বাস ও দ্বিজেন মুখোপাধ্যায়। সংগঠকদের জলসায় নিয়ম ছিল, যিনি আগে পৌঁছবেন তিনি আগে গাইবেন। দ্বিজেন দা আগে গেলেও, জর্জ দা বললেন, আগে আমি গামু, বলে জোর করে স্টেজে গিয়ে বসে পড়লেন। উনি সিনিয়র। দ্বিজেন দা খানিকটা থম মেরে গেছেন। দেবব্রত বিশ্বাস হারমোনিয়াম ধরে যা করেন না তাই করলেন সে-দিন। জনতাকে জিজ্ঞেস করলেন কোন গান তিনি গাইবেন? প্রায় একসঙ্গে সবাই চেঁচিয়ে, ' যে রাতে মোর। ' জর্জ দা তখন দুবার হারমোনিয়ামে যে রাতের সুর বাজিয়ে থামলেন। বললেন, " শুনেন, এইখানে উদ্যোক্তারা ঠিক করেছিল একডা জিনিস। যে আগে আইবেন, সে-ই আগে গাইবো। দ্বিজেনবাবু এইহ্যানে আগে আইছেন, ওঁরই আগে গাওনের কথা, কিন্তু আমি অঁরে এখানে বসতে দিই নাই। ক্যান দিই নাই হেইডা আপনাগো কই---আপনারা সক্কলে 'ক্ষুধিত পাষাণ' সিনেমাডা দ্যাখছেন, সেই সিনেমাডাটায় দ্বিজেনবাবু এত অসাধারণ গাইছেন যে সেই গান আমার আগে শোনালে আর আপনারা আমার গান শোনবেন না। " জর্জ দার অনুকরণীয় গলায় ওই কথার পর হাততালিতে ভরে গিয়েছিল জলসাস্থল। একই সঙ্গে জর্জ বিশ্বাসের মতো মানুষ, দ্বিজেনদাকে ও ছবিটাকে সম্মান জানিয়েছিলেন যা ভাবাই যায়না।

•তপন দার সঙ্গে ভূপাল ও রাজস্থানে আউটডোরে গিয়ে ইউনিটের সকলের মধ্যে যে বন্ধুত্ব হয়েছিল তা বহুকাল ভাঙেনি। এমনকি ক্যাম্পফায়ার পর্যন্ত হয়েছিল। ভূপালের যে বাড়িটা বাইরে থেকে সিনেমায় দেখান হয়েছিল তা আসলে একটা পুরনো বিখ্যাত মসজিদ। এই কারণে তখন ওখানকার ধর্মপ্রাণ মুসলিমরা ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। তপন দা বহু আলোচনা করে সমস্যাটি মিটিয়ে ছিলেন। ভারতবর্ষের সম্প্রীতি এটাই বোধহয়। যারা গল্পটি পড়েছেন ও সিনেমাটি দেখেছেন তারা অন্তত বলবেন, সেই প্রাচীন স্থাপত্যের কতখানি প্রয়োজন ছিল ওই সিনেমায় ও রবীন্দ্রনাথের বর্ণনায়। রবীন্দ্রনাথের জন্মদিনের কয়েকদিন আগে ক্ষুধিত পাষাণের মুক্তি হয়েছিল। সঙ্গে সঙ্গে মাণিকদার তিন কন্যাও, যেখানে রবীন্দ্রনাথের অপূর্ব, অমূল্য হয়েছিল। কেননা মাণিকদার ছিল নতুন ভাবে বিন্যাস করার প্রবণতা।কাদামাখামাখির দৃশ্যটা করতে গ্রামের লোকেরা জল ঢেলে ঢেলে "মালদা"তে কাদা করেছিল রাস্তা, টাকা খরচ করে জল ঢালাতে সমস্যা হয়েছিল কারণ বৃষ্টির অপেক্ষায় সময় চলে যাচ্ছিল। সিনেমার ভেতর কত যে গল্প থাকে যার শেষ নেই।

•১৯৬১-রবীন্দ্রনাথের শতবর্ষ। ভাবলেই গায়ে কাঁটা দেয়। সমাপ্তির মতো অত মিষ্টি প্রেমের সিনেমা বাংলাতে নেই বললেই চলে। তবে তিন কন্যার পোস্টমাস্টার ( ১৮৯১/১৯৬১) স্বর্ণখচিত একখন্ড হীরে। চারুলতা অর্থাৎ নষ্টনীড় তো কলেজে পড়া ছিল (১৯৬৪) কিন্তু মানিকদা কখনও হুবহু গল্প প্রোজেক্ট করে দেননি। পৃথিবীর বহু সিনেমা স্কুলে অবশ্যই পাঠ্য চারুলতা ও পথের পাঁচালী। যার কোনও কিছু বাদ দেওয়া যায় না। যদিও নষ্টনীড় রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক লেখা। সিনেমার চারুলত হলো, আলোছায়ার মায়া।

( সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন সাক্ষাতকার ও লেখাকে সংগ্রহ করে এডিট করা। - অলোক কুন্ডু)
©® অলোক কুন্ডু। ২৭.১১.২০২০






প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...