সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU : : অলোক কুন্ডু-র কবিতা

সব ফুল রেখেছি আঁধারে / অলোক কুন্ডু
( বৃষ্টি ভেজা কাগজের ফুল...থেকে)

পলাশকে ভালোবাসি বলে
গোলাপ পাঠাতে পারিনি কাল
কোনো ফুল পাঠাইনি আসলে
পাঠাতে চেয়েছি অনুভব ।

অনুভব কি পাঠানো সহজ
যদি না পাঠাতে পারি কথা
কথাও কি পাঠানো সহজ
সত্যতা বোঝাতে যদি না পারি ?

আঁধারের কাছে যদি যাই
আঁধার তো সব কিছু বোঝে
আঁধারে কি ফুল রাখা যায়
ফুলগুলি নেবে তবে কে ?

গোলাপ পাঠাইনি কোনোকালে
পলাশও পাঠাইনি আসলে
বিস্ময় জাগায় দুই ফুল । তবু
সব ফুল রেখেছি আঁধারে ।
© অলোক কুন্ডু

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডুর কবিতা

ভুলেছি / অলোক কুন্ডু

এই পথে এখন তো ঝলমলে আলো
ছায়া মাখা গলিঘুঁজি সেসব অতীত
হাঁটু জল জমে যেত ঝম ঝম জলে
তবু যেন পথ ছিল সলিলের গানে ।

এই মতো ছিল ঠিক আগের জীবন
পরে গিয়ে সেই পথ অচেনা পৃথিবী
সেইসব বাড়িগুলো সাদাকালো টিভি
চিনতে পারে না চোখ সে দোরের খোঁজ ।

ফ্ল্যাটবাড়ি লোকগুলো সব পাল্টানো
নতুন মানুষগুলো ঝলমল করে
চিলতে ফোনের মাঝে ব্ন্ধুর ঢেউএ
পুরোনোয় ঝাড়পোঁচ ভুলেছি কখন ।
© অলোক কুন্ডু

সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

সরস্বতী ভাবিনি / অলোক কুন্ডু

যে তবে নিষ্ঠাভরে
ছেঁড়া কাগজ কুড়োয় প্রতিদিন
উকুনে ভর্তি এলোমেলো চুল
বালিকার রূপেগুণে
বই বলে কোনো বস্তু
তারও হয়তো কোনোকালে ছিলো
সরস্বতী তার কাছে
খুব জোর প্রেত কিংবা ধনীর পুতুল 

কোনোদিন ভাবেনি কেউ
সেও এক সরস্বতী বালিকা
ফুটপাতে রাত হলে টেনে ধরে
নিখাদ শরীর কাপালিকে
কান্নাগুলো গোঙানির মতো
প্রতিধ্বনি হয় হাহাকারে
সমস্ত শরীর বেয়ে রক্তস্রোতে
মন্দ তাকে ছেঁড়া বই দেয় ।

মাঘ মাসে সেও যেন শেখে কিছু
সরষে ক্ষেতের কাছে
নরক জঞ্জাল থেকে
উপচে পড়ে কিট গ্রাসের সমুখে
মলিনতা দায়ী করে
কিশোরী থেকে যুবতী সময়
সমূহ আলোর কাছে
তবু কেন তাকেই সরস্বতী ভাবিনি
© অলোক কুন্ডু

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

ইমোশনগুলো ট্যাগ হতে হতে
অলোক কুন্ডু

ইমোশনগুলো ট্যাগ হতে হতে
মেমরি কার্ডের ভাঁজে
কোটেশনগুলো এসএমএস হয়ে
জমতে জমতে পাথর ।
তিল ছিলো কি না তুলতুলে গালে
ডিজিটাল অনুভবে
অরিগামি "প্লেন" ততটা গিয়েছে
লাবডাব যত বুকে ।
জানলার কাঁচ ভিজেছিল কি না
ঝাপসা ঝাপসা নীরবে
ভাইব্রেড করা অনুভূতিগুলো
সাইলেন্ট ছিল মুখে
রেকর্ডেড যত রিপিট ভয়েস
হাতের মুঠোয় ঘেমেছে
মেসেজ বক্সে বরফ জমেছে
দূরত্ব কোনো শীতে ।

© অলোক কুন্ডু

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

আমার সুভাস / অলোক কুন্ডু

আমার সুভাষ রাত পেরিয়ে
স্বদেশ ছাড়লো যেদিন
সেদিন থেকেই স্বাধীনতা
বুঝি আমায় ঢেকেছে মুখ
আমরা বুঝিনি দলে দলে গেছি
নেতাজির ছবি বুকে
কদম কদম বাড়িয়ে দিয়েছি
প্রভাত ফেরির মুখে ।
যখন বুঝেছি দেরি হয়ে গেছে
ভুল হয়ে গেছে বেশ
উপঢৌকনে তেইশে জানুয়ারি
ভরিয়ে দিয়েছি ফুলে
রাশিয়ার জেল তাইহুক থেকে
জাপান কোহিমা ঘুরে
কমিশন তোমাকে লুটেপুটে
শুধু লালিপপ দিয়ে গেছে
বুকের বাতাসে শ্বাসপ্রশ্বাসে
এখনও প্রহর গণি
কদম কদম বাড়ায়ের কাছে
আজও তেমনি ঋণী
© অলোক কুন্ডু

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

সেলাম সুভাষ নীতি / অলোক কুন্ডু

কারাগারে যত গেছেন সুভাষ
নদীতে বেড়েছে স্রোত
বিদেশী জিনিস "আগুনে পোড়াও"
বেড়েছে আমার বোধ
এদেশের এই " পাঁক-রাজনীতি "
তাঁকেও দেয়নি মাটি
দেশবন্ধুর স্নেহের সুভাষ
অপমানে তবুও খাঁটি  ।
যতবার পড়ি গান্ধি তোমাকে
বিষ যেন পান করি
সেই হলাহলে পুড়ে যায় আমার
জীবনের পরমায়ু
ভেতরে ভেতরে ব্রিটিশ ভজনা
সুভাষ নীতিতে জল
সুভাষ হঠাও ভারত বাঁচাও
-- এ তোমার বড় ছল
যতীন দাসের প্রাণত্যাগে
খাটো করেছিল --চুপ
ক্রিমিনাল বলে ধুয়ো তুলেছিলে
এমনি তোমার রূপ
সুভাষ নীতিকে পুড়িয়ে দিয়েছো
হায় রাম হায় রাম !
পূজনে আমার সুভাষচন্দ্র
এক বীর সুবহ- শাম ।
সেলাম যদি করতেই হয়
সেলাম সুভাষনীতি
গীতার শিক্ষা কাজ যদি না দেয়,
সে কেমন তবে গীতি ।
© অলোক কুন্ডু

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...