বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOKKUNDU1302 :! অলোক কুন্ডুর কবিতা

স্মৃতিটুকু পলাশ বনে / অলোক কুন্ডু

যতটুকু জীবনে পাওয়া
সেইটুকু দখিনা হাওয়া
তার বেশি চাইতে গিয়ে
হারিয়েছি কখন আমি
স্মৃতিটুকু খুঁজতে এসে
ফিরে গেছে চুপকথারা
যে পথে যেতে যেতে ভুল
কুড়িয়েছি শুকনো ফুলে
ভাঙা চুড়ি তার কিছুটা
কাঁচ ভাঙা নিরালা দূরে
ঝনঝন শব্দের দোল
যতটুকু মাঘের শীতে
ততটুকু কাঁচ পুকুরে
চুলকাঁটা জং রঙেছে
ডুবেছে আলগা খোঁপায়
এই পথে পথ ভুলতে
বনের এই রাস্তা ধরা
স্মৃতি থাক পলাশ বনে

© অলোক কুন্ডু

POETRY OF ALOKKUNDU1302 :: অলোক কুন্ডুর কবিতা

এসো বসি কাছাকাছি ০০ অলোক কুন্ডু

যে আশাগুলো ইস্পাতের শক্তপোক্ত ছিল
ধীরে ধীরে পলকা কাঁচের মতো হয়ে আসে
স্বপ্নের চুনি-পান্নার দ্যুতিগুলো ক্রমশ ভাঙছে এখন
হাত ফস্কে পড়ে গেছে মূল্যবোধের যেটুকু সঞ্চয়
যা কিছু জমায় মানুষ বাঁচার আশায় অবিরল
গোপন টাকার চেয়ে আরও বেশি ভয়ংকর
সব থেকে কঠিন বুঝতে লাগে হে মানুষ
এই মতো আমার যত সাজানো নিকেল
তোমাকে বিলিয়ে দিই আমার দুহাতে
তোমারও কি ঘটেছে জীবনে এমন
এসো তবে সে সবকিছু বলি পরস্পর
নির্জনে কোথাও যাই বসি কাছাকাছি
© অলোক কুন্ডু

বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু-র কবিতা

আমার কাছে কলেজের গেট / অলোক কুন্ডু

আমার কাছে কলেজের গেট
এখন বুঝি বা ' লোরকা '
কে যেন বলছে -- 
" রক্ত জমে যাচ্ছে হে হাতের শিকল খুলে দাও "
সুনীলের সাথে তারাপদ নেই শক্তিও নেই টলমল
শরৎ কবিকে চিনে নিতে হলে
যেতে হলে যাবো গোলপার্ক
হ্যাংরির কবি দেবীদা আজও দেখা হলে যেতে বলেন
কবি আড্ডায় ছবি ঘরে ঘরে পার্বতীদা নেই আর
ধর্মনারায়ণ চলে গেলে কত কেঁদেছি টেম্পারায়
রাজারানী আঁকা রবীন মন্ডল এখনও স্বপ্ন দেখান ।
© অলোক কুন্ডু

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডু- র কবিতা

স্মৃতিটুকু পলাশ বনে / অলোক কুন্ডু

যতটুকু জীবনে পাওয়া
সেইটুকু দখিনা হাওয়া
তার বেশি চাইতে গিয়ে
হারিয়েছি কখন আমি
স্মৃতিটুকু খুঁজতে এসে
ফিরে  গেছে চুপকথারা
যে পথে যেতে যেতে ভুল
কুড়িয়েছি শুকনো ফুলে
ভাঙা চুড়ি তার কিছুটা
কাঁচ ভাঙা নিরালা দূরে
ঝনঝন শব্দের দোল
ততটুকু মাঘের শীতে
ততটুকু কাঁচ পুকুরে
চুলকাঁটা জং রঙেতে
ডুবেছে আলগা খোঁপা
স্মৃতিটুকু পলাশ বনে
© অলোক কুন্ডু

সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU : : অলোক কুন্ডু-র কবিতা

সব ফুল রেখেছি আঁধারে / অলোক কুন্ডু
( বৃষ্টি ভেজা কাগজের ফুল...থেকে)

পলাশকে ভালোবাসি বলে
গোলাপ পাঠাতে পারিনি কাল
কোনো ফুল পাঠাইনি আসলে
পাঠাতে চেয়েছি অনুভব ।

অনুভব কি পাঠানো সহজ
যদি না পাঠাতে পারি কথা
কথাও কি পাঠানো সহজ
সত্যতা বোঝাতে যদি না পারি ?

আঁধারের কাছে যদি যাই
আঁধার তো সব কিছু বোঝে
আঁধারে কি ফুল রাখা যায়
ফুলগুলি নেবে তবে কে ?

গোলাপ পাঠাইনি কোনোকালে
পলাশও পাঠাইনি আসলে
বিস্ময় জাগায় দুই ফুল । তবু
সব ফুল রেখেছি আঁধারে ।
© অলোক কুন্ডু

বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭

POETRY OF ALOK KUNDU :: অলোক কুন্ডুর কবিতা

ভুলেছি / অলোক কুন্ডু

এই পথে এখন তো ঝলমলে আলো
ছায়া মাখা গলিঘুঁজি সেসব অতীত
হাঁটু জল জমে যেত ঝম ঝম জলে
তবু যেন পথ ছিল সলিলের গানে ।

এই মতো ছিল ঠিক আগের জীবন
পরে গিয়ে সেই পথ অচেনা পৃথিবী
সেইসব বাড়িগুলো সাদাকালো টিভি
চিনতে পারে না চোখ সে দোরের খোঁজ ।

ফ্ল্যাটবাড়ি লোকগুলো সব পাল্টানো
নতুন মানুষগুলো ঝলমল করে
চিলতে ফোনের মাঝে ব্ন্ধুর ঢেউএ
পুরোনোয় ঝাড়পোঁচ ভুলেছি কখন ।
© অলোক কুন্ডু

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...