শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

রাজ্য রাজনীতি সরগরম : অলোক কুন্ডু

রাজ্য রাজনীতি সরগরম: অলোক কুন্ডু

⛔ আজ ( ১৩.১১.২০২০) শেষ পর্যন্ত রাজনৈতিক উপদেষ্টা পিকে-কে পৌঁছতে হলো শুভেন্দুদের বাড়ি। এইথেকে পরিষ্কার হলো যে শুভেন্দু যা বলেছেন তার ভিত্তি আছে। এই মূহুর্তে শুভেন্দুর যে একতরফা জয় ,ক্ষমতা ও ভোট বেড়ে গেল একথা অনস্বীকার্য। ইদানীং কিন্তু সেখানে বিজেপিও একটা মাটি খুঁজে নিচ্ছিল। বিশেষ করে অমুসলিম এলাকাগুলো এখন ভেতরে ভেতরে বিজেপিও দাপট দেখাতে আসরে নেমে পড়েছিল। সব থেকে বড় বিষয় হলো, এই কদিন নেট দুনিয়ার রাজনীতি চর্চায় একমাত্র শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছিল, সমস্ত চ্যানেলজুড়ে। এখন আবার নন্দীগ্রাম রাজ্যের রাজনৈতিক আসরে মূল ভরকেন্দ্র বা এপি-সেন্টার হয়ে দাঁড়িয়ে গেল। এবারে নির্বাচনে যদি শুভেন্দু নিজের এই ইমেজ ধরে রাখতে পারে তবে পূর্ব মেদিনীপুরে, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুটো দলই এখন শুভেন্দুকে কাছে টানতে চাইবে। এতদিন পরে এই যে শুভেন্দুর প্রকাশ্য উত্থান, এই যে জাত চেনানো, এতে করে এই পর্বটি যদি তিনি ২০২১-এর নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন তবে শুভেন্দু অধিকারী আগামী নির্বাচনে তার মনোনীত ৪০-৫০ জন সমর্থককে টিকিট দিতে সমর্থ হবেন এবং জিতিয়ে আনবেন এবং তা তৃণমূলে থেকেই। আর যদি তিনি নিজেই একটি দল গড়ে ফেলেন তবে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এই দুটি প্রধান দলকেও ভাবনায় ফেল দিতে পারবেন। যাই হোক না কেন, শুভেন্দু এখন চাইলেই তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি হতে পারবেন অথবা নিজের দল গড়ে জোট রাজনীতিকে মদত দেবেন। এখনও শুভেন্দুকে কেউ সাম্প্রদায়িক বলতে পারেননি এখনও বরং তার সহযোগীদের মধ্যে মুসলিম সমাজের ভালো কিছু নেতারাও আছেন। সেইদিক থেকে শুভেন্দু রাজনৈতিক স্তরে এখন একটা ভালো জায়গায় আছেন। সঙ্গে শিশির অধিকারীর মতো দুঁদে রাজনৈতিক নেতা আছেন যাকে পূর্ব-মেদিনীপুরের মানুষ যথেষ্ট শ্রদ্ধা করেন।
•২০১১ নয়, বরং ১৯৯৬ ২০০১ ২০০৬ প্রতিটি নির্বাচনে শুভেন্দুদের সঙ্গে জনজোয়ার ছিল। প্রতিটি নির্বাচনেই মনে হয়েছে এই বুঝি পূর্ব মেদিনীপুর বামেদের হাতছাড়া হলো কিন্তু শেষ মূহুর্তে সব ফল গুলিয়ে গেছে তার কারণ রাজ্যবাসী জানেন। জনগণ সঙ্গে থেকেও শুভেন্দুরা রাজ্যের ক্ষমতা পাননি সেইসব এখন তথ্য ও ইতিহাসে অন্তর্ভুক্ত হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের খবর সারা ভারতে ছড়িয়ে গিয়েছিল। এতটাই ছিল তার ব্যাপ্তি যে তার কম্পনে রাজ্য নড়ে গিয়েছিল। নন্দীগ্রামের অনেক মানুষ এখনও নিখোঁজ। সেই সময় বাইরে থেকে ঢুকতে রীতিমতো ক্ষমতা লাগতো। শুধুমাত্র নকশাল, শুধুমাত্র কোনও একটি রাজনৈতিক দলের পৌঁছনোর শুধুমাত্র বুদ্ধিজীবীদের পৌঁছে যাওয়া স্বপ্ন ছিল যদি না পেছন থেকে শুভেন্দুরা মদত দিতো।
শুভেন্দুরও প্রচুর সহযোগিতা ছিল, আশ্রয় দেওয়া
অন্ন, বস্ত্র, চিকিৎসার সাপোর্ট দেওয়া। তাৎক্ষণিকভাবে অধিকারীদের সমর্থনে তাই বাম বুদ্ধিজীবীরাও ভেতরে গিয়ে আন্দোলনের একজন হতে পেরেছিলেন। তা না হলে যেভাবে লাশ গায়েব তখন পদ্ধতি হয়ে গিয়েছিল তাতে করে কলকাতা থেকে মদত দেওয়া কঠিন হোতো। এইসব তো পুরনো কথা শুভেন্দু যা বলতে চান। শুভেন্দু বক্তব্যের মধ্যে বলেননি তিনি বা তারা পাশে ছিলেন। বলেছেন নন্দীগ্রাম লড়েছে, স্থানীয় মানুষের আবেগকে রীতিমতো সম্মাননা দিয়েছেন। তাই এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে আসর সরগরম। হ্যাঁ রাজনৈতিক আসর সরগরম।
•অনেকে বলছেন শুভেন্দু অধিকারী বি. জে. পি-তে যাচ্ছেন। আমার মনে হয়, তা একদমই নয়। তবে বহুদিন থেকেই মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাসন অনেক পুরনো তৃণমূল কংগ্রেস নেতা মেনে নিতে চাইছিলেন না। শুভেন্দু অধিকারীর এই নিভৃত উষ্মা তারই নামান্তর। তৃণমূলের একগুচ্ছ দলে ভেড়া নেতা তিনি মোটেই নন। আদতে তিনি ছিলেন যুব গোষ্ঠীর প্রধান নেতা।
পূর্ব-মেদিনীপুরের অধিকারী পরিবারকে বামেরাও জব্দ করে রাখতে পারেনি, যদিও সেখানে মমতা ব্যানার্জীর নেতৃত্ব শুভেন্দুকে সব সময় সাপোর্ট দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যদি ভালো করে এলাকাগুলো বেছে বেছে দেখেন তবে দেখবেন মেদিনীপুর ও পূর্ব-মেদিনীপুরে বামফ্রন্টের যতটা দুর্গ ছিল বলে মনে করা হয় তার থেকে বেশি দুর্গ ছিল লক্ষণ শেঠের ব্যক্তিগত দীপক সরকার শুকুর আলীদের ব্যক্তিগত সাম্রাজ্য। বিশেষ করে পূর্ব মেদিনীপুর লক্ষণ শেঠের সাম্রাজ্য ছিল। কিন্তু লক্ষণ শেঠও অধিকারী পরিবারকে জব্দ করে রাখতে পারেনি। আবার তৃণমূলে, লক্ষণ শেঠের ঢোকার যাও একটা চান্স পরিবর্তী সময়ে হয়েছিল তাও শুভেন্দুদের জন্য হয় নি। অবশ্য নন্দীগ্রাম না হলে সেখানে কিন্তু তৎকালীন সময়ে বি.জে.পি ও কংগ্রেসের লড়াইটা ছিল বামেদের বিরুদ্ধে মাটি উদ্ধারের লড়াই। কিন্তু ১৯৯৬-এ কংগ্রেস থেকে মমতা ব্যানার্জীকে বহিষ্কার করার পর সেই লড়াইয়ের একমাত্র নেতা ও নেত্রী ছিলেন মমতা ব্যানার্জী ও তৃণমূল কংগ্রেস। কেশপুর থেকে বাঁকুড়ার চমকাইতলা কিংবা সুচপুর তখন পশ্চিমবঙ্গের ম্যাপে জ্বলছে। নন্দীগ্রাম নয়। নন্দীগ্রাম শেষ পেরেক হলেও পূর্ব মেদিনীপুর থেকে একমাত্র অধিকারী ভাইরা পশ্চিমের লড়াইয়ে শুকুর আলী দীপক সরকারদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। মানস ভূঁইয়া কিন্তু কংগ্রেসে থেকে নিজের কেন্দ্রীটি শুধুমাত্র বাঁচিয়ে রেখেছিলেন। পাশেই শুভেন্দুদের চৌকস লড়াই ছিল বলে তা সম্ভব হয়েছিল। তা নাহলে তার পক্ষেও বাম আমলে লক্ষণ শেঠের হাত থেকে জমি উদ্ধার করার সমস্যা ছিল। কিন্তু সি. পি. এমের এই জেলায় একটা দোটানার রাজনীতি ছিল। তা হলো তারা কিছুতেই মাইনাস লক্ষণ শেঠ ও পূর্ব মেদিনীপুরকে ভাবতে পারেননি। আর লক্ষণ শেঠও বাম-পার্টির তৃণমূলস্তরকে সেখানে বাড়তে দেননি। লক্ষণ শেঠের দায়িত্ব ছিল সি.পি.এম-এর কাঁড়ি খানেক সহযোগী সংগঠনের বড় বড় রাজ্য সম্মেলন সফল করানো সেখানে। কি হতো তখন। এক একটি ইউনিয়ন বা সংগঠন পূর্ব-মেদিনীপুরের এক একটি স্থানে তিনদিন ধরে গান্ডেপিন্ডে মাছ ভাত, মাংস ভাত বিরিয়ানি খেয়ে স্থানীয় ভাবে মিছিল মিটিং করে ফেরত চলে যেত। ব্যানারে, ফেস্টুনে লাল কাপড়ে এলাকা ছেয়ে যেত। খরচ সব লক্ষণ শেঠের। এমনকি হলদিয়া উৎসবে, এলিতেলি কবিরাও গিয়ে বামপন্থী কবিতা আউড়ে, তিনদিন গান্ডেপিন্ডে খেত এবং গাদা উপহার নিয়ে ঘরে ফিরতো। আখেরে বামেদের মাটি ধসতেই থাকতো। সাধারণভাবে বিপ্লবের মাটি মেদিনীপুর তা মেনে নেয়নি, এইসব বেনিয়মকে সহ্য করেনি। সেই মাটিকে শিশির অধিকারীর মতো মানুষরা ভোটের বাক্সে সযত্নে সংগ্রহ করে রেখেছিলেন। শুভেন্দু তার অন্যতম কারিগর। কনটাই কো-অপারেটিভ তখনও তারা বে-হাত হতে দেননি। পারিবারিক ব্যবসা, জায়গাজমি, প্রতিপত্তি, নগদ টাকা সবকিছু তারা দিয়েছেন রাজনীতির স্বার্থে। বামেদের মধ্যে সোস্যালিস্ট পার্টি, ফরোয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি থাকলেও সকলকে একঘরে করে রেখেছিলেন লক্ষণ শেঠ। যার ফলে অন্য বাম দলগুলোর সহানুভূতি ছিল শুভেন্দুর সঙ্গে। সকলেই চেয়েছিলেন লক্ষণ শেঠকে হঠাতে। শক্তিশালীতায়, অর্থে লোকবলে দ্বিতীয় দল ছিল প্রথমে কংগ্রেস তারপর ১৯৯৬থেকে তৃণমূল কংগ্রেস। যে কারণে ১৯৯৬-এ দ্বিতীয় বড় সভা হয়েছিল শিশির অধিকারীর আহ্বানে এবং রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে আনন্দবাজার পাঠিয়েছিল মমতা ব্যানার্জীর গাড়িতে সেই জনস্রোতকে কাগজের প্রথম পাতায় তুলে আনতে।
ইংরেজি সাহিত্যের রঞ্জন বন্দ্যোপাধ্যায় তার আগে কখনও রাজনৈতিক আসরের বিবরণ লেখেননি। রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের টানটান গদ্যে একদিনেই তৃণমূল কংগ্রেসের অবস্থান হয়েছিল সারা বিশ্বজুড়ে।
পরেরদিন আনন্দবাজারের একটাও কপি আর পাওয়া যায়নি।
•পশ্চিম মেদিনীপুরের দীপক-তপন-শুকুর ও পূর্বে লক্ষণ ও তাদের অনুগামীরা দিন দিন বড়লোক, পয়সাওয়ালা হতে থাকার সঙ্গে সঙ্গে তাদের এলাকায় তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়ায় সিপিএম-কে জেতানো। এর ফলে ভোট করতে না দেওয়াতে মানুষের বিরোধিতা বাড়তে থাকে। যত গ্রাম ঘিরে ফেলা হতে থাকলো, তত শুভেন্দুদের ঝুঁকি ও ঝাঁজও বাড়তে থাকে এবং এরা নিজেদের কেন্দ্রগুলিতে ভোটের মাটিতে বামেদের পরাস্ত করতে থাকে যার ফলে আরও রক্তারক্তি, খুনখারাপিতে তৃণমূল কংগ্রেস সমর্থকদের জমি জান প্রাণ যেতে থাকে ও শুভেন্দুদের জনপ্রিয়তা বাড়তে থাকে। যার ফলে স্বরূপ শুভেন্দু ২০০৬ থেকে নিজের ও পরিবারের আরও দুজনের ছবি বড় বড় ঢাউস মুখ দিয়ে দীঘা থেকে কাঁথি-নন্দকুমার পর্যন্ত মুড়ে দেয়। রাজ্যে তৃণমূল কংগ্রেস এসে গেলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর তাই স্বাভাবিক ভাবে জোনাল নেতৃত্বের দ্বিতীয় সারির নেতা হিসেবে শুভেন্দু উঠে আসেন। কে হবেন যুব নেতা সেই আলোচনা শুভেন্দু ঘিরে চলতে চলতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উঠে আসেন সর্বোচ্চ আসনে। মনে হয় এখান থেকেই তৃণমূলের অন্দরে সামান্য সংঘাত শুরু হলেও তা কখনও প্রকাশ পায়নি। কারণ এই দলে মূল নেতা একজনই সমস্ত সিদ্ধান্ত তাঁকে বাদ দিয়ে নয় তিনি মুখ্যমন্ত্রী তিনি তৃণমূল গড়েছেন নিজের হাতে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-এর জেতার দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়ির ছাদে পায়চারি করতে ছাড়া আর কোথাও দেখা যায়নি, তার হাতে তৃণমূল কংগ্রেসের মূল চাবিকাঠি অর্থাৎ যুব সম্প্রদায় এখন। অথচ একসময় যা শুভেন্দুদের বেশ খানিকটা এক্তিয়ারভুক্ত ছিল। ওই একই কারণে দলের দ্বিতীয় ব্যক্তি মুকুলের দল ছেড়ে যাওয়া। মন্ত্রী ও কয়েকটি জেলার দায়িত্ব ছাড়া এখন শুভেন্দু কিন্তু দ্বিতীয় সারির নেতাও নন।
•অথচ অধিকারীরা মনে করেন মূলত শিশির অধিকারীর নামে পূর্ব মেদিনীপুরের বিস্তির্ণ অঞ্চলে ২০১১ -এর আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি গড়ে উঠেছিল। কিন্তু অধিকারী পরিবার যেভাবে পূর্ব মেদিনীপুর সংগঠন গড়ে দিয়েছিল এবং ধরে রেখেছিল তা এক কথায় উদাহরণ। এই কৃষিজীবী,মৎস্যজীবী ও শিল্পাঞ্চলে একসময় সিপিএম নয় সেখানকার সাম্রাজ্য লক্ষণ শেঠ চালালেও অধিকারীদের সাংগঠনিক ক্ষমতা দিন দিন বেড়েছে। পূর্ব মেদিনীপুরে দলনেত্রীর কাট আউট খুব সামান্য আগেও ছিল এখনও তাই। এই দেখাদেখি বছর তিনেক আগে সল্টলেকের পুর পিতা নিজের ছবি দিয়ে মুড়ে দিয়েছিলেন কিন্তু তিনদিনের মধ্যে বাইরে থেকে ছেলে গিয়ে সমস্ত কাটআউট খুলে দেয় এবং দল থেকে বহিষ্কৃত হয়ে যান তিনি। এখানেই শুভেন্দুদের ক্যারিশমা। শুভেন্দুর জন ভিত্তি। প্রথম যে নির্বাচন তৃণমূল লড়েছিল তার দ্বিতীয় বৃহত্তম সভা হয়েছিল পূর্ব-মেদিনীপুরে। অতএব শুভেন্দু যদি কখনও চলে যান তবে দল গড়ে ফেলবেন। সেখানে মুকুল রায়ের সাপোর্ট পাবেন। এমন যদি হয় শুভেন্দু ও মুকুল একজোট হয়ে গেল। বিজেপি ও তৃণমূল দুটো দলকেই তখন তারা খেলাতে পারেন। তখন দিল্লিতে পর্যন্ত এদের জোট বাংলায় একটি পক্ষ হয়ে যেতে পারে এবং রাজ্য রাজনীতিতে মূল দল হিসেবে উঠে আসতে পারে। তবে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গ হয়ে উঠতে চলেছে সারাদেশের কাছে যুদ্ধের গর্ভগৃহ। যদি শুভেন্দু তৃণমূল কংগ্রেসে শেষ পর্যন্ত থেকে যান তবে তারা একটি দলের ভেতর দল করে নির্বাচনে নামতে পারেন।
•এদিকে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গের মুসলমানরা শুধুমাত্র কোনও দলে থাকবেন না একটি দলকে সাপোর্ট করবেন অথবা তাদের সমাজ থেকে উঠে আসা নতুন কোনও দলকে সাপোর্ট করবেন এইরকম নানা ইঙ্গিত বা রাজনৈতিক সমীকরণ উঠে আসতে চলেছে। ইতিমধ্যে বিজেপিও বিহার নির্বাচনে প্রতিকূলতার মধ্যে লড়ে যথেষ্ট ভালো ফল করায় তাদের জোর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে এসেছে। হিন্দু মুসলমান ভোট সবক্ষেত্রে ভাগাভাগি না হলেও কে কীভাবে তা পাবেন তা এখন লাখ টাকার প্রশ্ন। মুসলিম সমাজ থেকেও তারা এই প্রথম যে দলকে সাপোর্ট করবেন তাদের কাছে নির্দিষ্ট কথা চান।
•শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন যদি এইসময় রাজনৈতিক ইস্যুতে পিছিয়ে পড়ে তবে তা এই রাজ্যের পক্ষে হবে অত্যন্ত হতাশাজনক।
•তবে আরও একটা প্রশ্ন উঠে এসেছে তাহলো পুরোটাই এটা নাটক। কিন্তু মাঝখান থেকে লক্ষ্য করুন সেটা হলো এই রাজনৈতিক লড়াইয়ের মধ্যে যা ভাবতেও পারছেন না তাহলো সি.পি.এম যদি কোনোরকমে টিকেট যায় তবু কংগ্রেসের এই ধাঁধার মধ্যে বেঁচে থাকা খুব মুস্কিল হতে পারে। 
©® অলোক কুন্ডু

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

মমতা ব্যানার্জীকে বহিষ্কারের প্রামাণ্য তথ্য ১৯৯৭


⛔ এটা ২৮ ডিসেম্বর, ১৯৯৭-এর 'বর্তমান' খবর কাগজ। বরুণ সেনগুপ্ত'র আগাগোড়া ১০০% সমর্থন তখন। জিতেন্দ্রপ্রসাদ এসে সোমেন মিত্রকে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন কলকাতায়। মদন মিত্র তখনও সোমেন মিত্রর এক নম্বর সহযোদ্ধা। একা পঙ্কজ ব্যানার্জী এম এল এ, তৃণমূলের সবকিছু সামলান তখন। ক'দিন আগে কংগ্রেসের হাইকমান্ড বহিষ্কার করেছেন মমতা ব্যানার্জীকে। কংগ্রেসের অনেক এম.এল.এ-এর তখন কোনও সাড়াশব্দ নেই। সঙ্গে আর আছেন হুগলির খন্দকার। তখন তামিলনাড়ুর মুপানারের নাম প্রসঙ্গে ঘোরাফেরা করছে কেননা তিনিও কংগ্রেস থেকে বেরিয়ে আলাদা দল করেছিলেন এবং কংগ্রেসকে ভুগিয়েছিলেন... ( চলবে) ©® অলোক কুন্ডু

©® অলোক কুন্ডু

সোমবার, ৯ নভেম্বর, ২০২০

৯ বছরে মদের বোতল পরিষ্কার করার খরচ সত্তর হাজার

আমাকে আগে কলকাতার লোকে বলতো হাওড়া পাবলিক । আমি জানতে চাইতাম মানে কিরে। বলতো তোদের হাওড়ার লোকেরা কালচার কি জানেনা। এখন দেখছি ঠিক বলতো। আমার বাড়ির সামনে যারা মদ খায় তাদের গালে যারা চুমু খায় তারা আমার গালেও খায়। এ বড় অদ্ভুত পাড়া। কোনও একটা লোক বলার নেই এখানে সন্ধ্যার পর কেন মদের পার্টি বসে। দেওয়াল লেখা, পোস্টার, মাইকে প্রচার সব আমি করেছি। কোনও একটা লোক একবারও বলেনা এটা অন্যায় কাজ। নিধিরাম মাঝি লেন, ময়রাপাড়া, চৌধুরীবাগান,
কালী কুন্ডু লেনের একগাদা ছেলে কোনও দিন ৩০/৩৫ জন পর্যন্ত মদ খায়। পাড়ার লোক এদের সঙ্গে গল্প করে, আড্ডা দেয় (একটি দর্জির দোকান)! লোকাল কেবিল কোম্পানির, কালী কুন্ডু লেনের একটি প্রমোটারের ছেলে
কালী ব্যানার্জী লেনের একজন, এইসব হুলো প্রতিদিন জড় হয়। আমাদের নর্দমার জল কীভাবে বের হবে তার তোয়াক্কা নেই এদের। কিরকম বদমাইশ দেখুন মদ খেয়ে প্রতিটি দিন বোতল গুলো নর্দমার ভেতরে মুড়ে ঢুকিয়ে দেয়। সপ্তাহে ১০০ বোতল, মাসে ৩০০০ বোতল বছরে ৩৬ ০০০ বোতল পরিষ্কারের খরচ প্রচুর। ২০১০ এ সিপিএম আমাকে রায়না পাঠিয়ে দিল। দিব্যি মদ খাওয়া বসে গেল ২০১২ থেকে। সন্ধ্যার পর আমার বাড়ি ২০১২ থেকে কেউ ভুলেও মাড়ায়নি। পাড়ার লোকের প্রচুর মদত আছে। না হলে একটা পরিবারের ওপর এই জঘন্যতম অত্যাচার চলতে পারে না। এই দেখাদেখি পাশাপাশি বাড়ি থেকে যত আনাজের খোলা জঞ্জাল ফেলে দিয়ে যায়। মেথর পরিষ্কার করে আমাদের নর্দমাটা বাদ দিয়ে। এত ট্রেনিংপ্রাপ্ত মেথর কোথাও পাবেন না। ৯-বছরে ৭০,০০০/- টাকা নর্দমা পরিষ্কারের খরচ। জীবনে চাকরিতে ঘুষ দিয়েছি এক পয়সা নিইনি। সবাই বড় বড় ঠুলি চোখে বেঁধে যাতায়াত করে মনে হয়। আহা কি সুন্দর নাম বলুন তো হাওড়া মিউনিসিপ্যাল করপোরেশন। আমাকে মার্চ মাসে একটি রাজনৈতিক দলের পরামর্শদাতা ফোন করেছিল। কি কারণে? কারণটা হলো প্রাক্তন মেয়র ভোটে দাঁড়ালে জিততে পারবেন কিনা। এত লোক থাকতে আমার মতামত কেন? না আপনাকে চয়েজ করেছি। বললাম হ্যাঁ জিতবেন, কাজের লোক ভালো লোক। তিনি কেন জানলেন না এতদিন। বহু মানুষ আমার এই পারিবারিক রাস্তা ব্যবহার করে কিন্তু কেউ এইসব জানেনা। এমনই
নির্বোধ প্রাণহীন জায়গায় বাস করি। আমি যে এইসব অশান্তি নিয়ে এত লিখি তা শুধুমাত্র আমার ভেতর থেকে আসে বলে। বহু নেতাকে বলেও কিছু হয়নি। বললাম না চোখে ঠুলি পরতে ওস্তাদ মানুষের অভাব নেই। মদ্যপদের তো কাণ্ডজ্ঞান নেই। এখানকার হেন রাজনৈতিক দল নেই যারা আমার কাছে সুবিধা নেয় নি। কত নেতা গিয়ে অফিসে দাঁড়িয়েছে, এম এ এলে, ছোট বড় মানুষ সব উপকার নিয়ে গেছে। এমনকি রাজনৈতিক সুবিধা পর্যন্ত নিতে কেউ বাকি রাখেনি। এক বেটা তো আমার বাড়ি বয়ে সুবিধা নিয়ে গেছে। তারপর পোস্ট পেয়ে আমার বাড়ির কাছে আসা বদলি আটকে দিয়েছিল। তাই ঘাটের মড়াদের আমি খুব চিনি। তখন এদের রূপ হয়ে দাঁড়ায় একেবারে সাদাসিধে। গালভরা ২৪ নম্বর ওয়ার্ডে থাকি আমি। ভোটে লোকে দাঁড়ায় বটে এখানেও। আমাকে চেনেনা এ তল্লাটে এমন কেউ নেই। তবে কেন এমনটা হবে। আমার তবে কি মেলামেশা নেই, চাঁদা দিই না, খারাপ ব্যবহার করি কোনোটাই নয়। বন্ধু নেই। তাও নয়। আত্মীয় নেই তাও নয়। তবে কেন। হ্যাঁ ঘেন্নাধরা রাজনীতিতে নেই। কোন দলের এম এল এ লিখে পাঠায়নি সাহায্য চেয়ে। কোন দলের এম এল এ সাহায্য নিতে আমার বাড়ি আসেনি। কিন্তু তা বলে আমি যাবো কেন ? আমি তো কারও কাছে মাথা নত করতে পারবো না। তাই এই শাস্তি বইতে হচ্ছে। আমাকে কেউ বলবে তুমি উপকার নিয়েছো তাহলে তো হয়েই গেল। তবু কয়েকটা গ্রুপে আমার এই অসুবিধা জানিয়েছিলাম। কেউ কেউ আমাকে ফোনও করেছেন। পোস্ট করে পরামর্শ দিয়েছেন। সবচেয়ে বড় কথা এদের কাউকে আমি কোনও সাহায্য করিনি। অবশেষে গতকাল ব্যাঁটরা থানার বড়বাবু ডেকে পাঠিয়েছিলেন। এখন আমি দেখছি আমার হাতে একটা ফেসবুক ব্লগ আছে যেখানে লিখলে সারা পৃথিবীতে দেখা যায় এবং চিরকাল থেকে যাবে। এছাড়াও খুব শীঘ্রই আমার নিজস্ব ওয়েবসাইট হচ্ছে। ধন্যবাদ হাওড়ার সিটি পুলিশ ও অন্যান্য ফেসবুক গ্রুপকে। এটা খুবই শক্তিশালী মাধ্যম। ৯-বছর ধরে আমি অপেক্ষা করেছি। কেউ কিছু বলে কিনা? হাওড়া করপোরেশন আমাকে জানিয়েছেন এই বিষয়ে তাদের করণীয় কিছু নেই। ধন্যবাদ ব্যাঁটরা থানার ওসি সাহেবকে। সত্যি ভদ্রতাবোধ আছে ওনার যা আমার পাড়ার কারও নেই।

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

আমায় তবে কোথায় নিয়ে যাও

আমায় তবে কোথায় নিয়ে যাও

তোমার চোখে নৌকো আঁকলে যখন
সেই তো সবে মধ্য রাতের শুরু। 
আমার তখন বুক ধড়ফড় করলো
সে ধড়ফড় শোনাতে চাই খুব। 
সেই তো সময় তোমার চোখে চাওয়া
মাঝ দরিয়ায় বিপুল বৃষ্টি এলো। 
কোথাও উজান কোথাও ভাটা জলে
মাঝি হওয়ার সাধ তবু কি যাবে
গভীর চোখে ডুবতে থাকি শুধু। 
ঝড়ে যদি চুল খুলে যায় এমন
মুখের ওপর ঝাঁপিয়ে পড়লো সাপ
সে তো তোমার অপ্সরা এক রূপ। 
অপূর্ব এক আলো-আঁধারী রাত
আমি তখন বাউল হতে রাজি। 
তোমার গালে তখন চাঁদের আলো
সে আলো তো তুলোর মতো নরম। 
যত দেখি ডুবতে ডুবতে থাকি 
হুমড়ি খেয়ে গাল বরাবর এলো। 
ছিল শুধু একটা কাজল টিপ 
কপাল যেন জ্যোৎস্না দিয়ে আঁকা
ভ্রুলতা কি সত্যি এমন বাঁকা? 
বাঁকা যদি চাঁদটা উঠলো এমন
সে চাঁদে কি অনিবার্য ডাক! 
চুলগুলো সব উড়তে  উড়তে 
আমার বুকে কাঁথাফোঁড়ে। 
এমন বুঝি মিষ্টি দেখতে হয়
এমন বুঝি লাজুক মুখের পাতা
এমন বুঝি নরম দুটি গাল
এমন তবে ভীষণ চোখের চাওয়া
গভীর করে নৌকো আঁকায় মরি
মাঝ সমুদ্রে উঠলো তখন ঝড়
আমায় তবে কোথায় নিয়ে যাও। 

শ্রী দেবব্রত মুখোপাধ্যায় (ওসি ব্যাঁটরা থানা)-কে ধন্যবাদ

ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে চেষ্টা করেছেন যাতে আমার বাড়ির গেটের সামনে থেকে গত ৯-বছর ধরে মদের ঠেককে ওঠানো যায়। আমি হাওড়া সিটি পুলিশের কাছেও আবেদন করেছিলাম আমাদের এই বিপদের কথা জানিয়ে। বিপদ মানে একদল যুবক আমার বাড়ির দোড়গোড়ায় বসে দরজা আটকে মদ খাচ্ছে আজ গত ৯-বছর ধরে। ৪ -বছর আগে একবার ব্যাঁটরা থানার উদ্যোগে উক্ত আসর ছয়মাস বন্ধ থাকলেও প্রায় ন-বছরে কেউ এইসব নিয়ে ভাবেনি। কারণ মনে হয় মদ্যপদের অনেকের সঙ্গে তাদের ভাব ভালোবাসা আছে। তাই আমার পাড়া থেকে ব্যাপকভাবে প্রশ্রয় পেয়েছে তারা। এই কারণে আমার জলের মতো টাকা খরচ হয়েছে আমাদের নর্দমা পরিষ্কার করাতে। যা শুনলে চমকে যাবেন অনেকে, তাতেই একদল সুখী হয়েছেন হয়তো। এ সমাজ বড় জটিল। পাড়া প্রতিবেশী মানে আজকাল সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখা। ২০১২ থেকে চলা এই মদের আসরের জন্য কিন্তু কোনও মহিলা এমনকি আমাদের আত্মীয়রা আমাদের বাড়ি আর আসতো না। বহুবার পোস্টার দিয়েছি। বারণ করেছি। মদ্যপরা শোনেনি। শেষে বিভিন্ন স্থানে মেল করে করে জানাই। ব্যাঁটরা থানাতেও মেল করেছিলাম, ওদের যা কাজের ভল্যুম হয়তো ওরা তা ঠিকমতো দেখে উঠতে পারেননি। যাই হোক, এইরকম পরিস্থিতিতে ব্যাঁটরা থানার অফিসার ইনচার্জ শ্রীযুক্ত দেবব্রত মুখোপাধ্যায় মহাশয় বিভিন্ন সূত্রে এই বিষয়টি জেনে, আজ সন্ধ্যায় এই বিষয়ে একটি এনকোয়ারি করান আমাদের পাড়ায় এবং আমাকে দেখা করতে বলেন। থানার অফিসার ইনচার্জ মহাশয়, তার নিজস্ব মানবিক চেতনা দিয়ে বিষয়টি যথেষ্ট অনুধাবন করেছেন। আমার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করার মধ্য দিয়ে তার দক্ষ প্রশাসনিক ক্ষমতাকে প্রয়োগ করেছেন। তার ঐকান্তিক ক্ষমতার মাধ্যমে তিনি ব্যবস্থা নেবেন বলে স্পষ্ট জানিয়েছেন এবং আমার মতামতও আগ্রহ নিয়ে শুনেছেন। আমি ওনার এই কার্যধারায় বেশ আপ্লুত ও অত্যন্ত খুশি হয়েছি। আশা করবো তার দক্ষ ভূমিকায় ও উদ্যোগে এলাকার সমস্ত রকম আইনশৃঙ্খলা বজায় থাকবে। আমরা ওনার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি তা অত্যন্ত আন্তরিক। অতিমারির এই কঠিন সময়ে, দেবব্রতবাবু ও ওনার পুলিশ পরিবারের সুস্বাস্থ্য কামনা করি ও তাদের ধন্যবাদ জানাই। এই সঙ্গে ফেসবুকের সকল আগ্রহী গ্রুপ এবং আগ্রহী সদস্যদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশাকরি আমাদের সমস্যা মিটে যাবে।

ভবদীয়-অলোক কুন্ডু, ১১০/১/এ/১, কালী কুন্ডু লেন, হাওড়া-৭১১১০১. ( ৮.১১.২০২০)

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

মাননীয়, 
অফিসার ইনচার্জ, ব্যাঁটরা থানা। 

মহাশয়। 
গত ২০১২ থেকে কিছু মদ্যপের অত্যাচারে 
আমরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। 
হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত হাওড়া করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের ১১০/১/এ/১ 
কালী কুন্ডু লেনস্থ প্রয়াত বিশ্বনাথ কুণ্ডুর বাড়ির দোড়গোড়ায় ( পেট্রোল পাম্পের পেছনে)
প্রতিদিন মদের আসর বসাচ্ছে পাড়ার একদল 
যুবক। এরা থাকে নিধিরাম মাঝি লেনে, কালী
কুন্ডু লেনে ও ময়রা পাড়ায়। গত ২০১২ থেকে 
এরা রীতিমতো হুমকি দিছে আমাকে ও আমাদের পরিবারকে। সন্ধ্যা হলেই এখানে বেশ কিছু দুষ্কৃতি শুরু করে দেয় মদ ও গাঁজার আসর ও ব্যবসা। 
এদের উদ্যোগে পাড়া-বেপাড়ার বহু হুলিগানের 
দল এখানে এসে আড্ডা দেয় ও মদের আসরে 
যোগ দেয় এবং বারবার বলা সত্বেও শুনতে 
চাইছে না। এই জায়গা আমাদের ব্যক্তিগত 
সম্পত্তি। এখানকার একটা ভালো পরিবেশকে 
ক্রমশ দুর্বিষহ করে তুলেছে স্থানীয় এই ৫/৬ 
জন হুলিগানের দলটি। দুষ্কৃতীদের দাপটে 
ইতিমধ্যে ভয়ে আমি, অলোক কুন্ডু, বাড়ি 
ছেড়ে পাশের পাড়ার ফ্ল্যাটে আশ্রয় নিতে বাধ্য
হয়েছি। গত ২০১২ থেকে মদ্যপরা হেনস্থা ও 
অপদস্থ করে চলেছে। এদের অত্যাচারে 
আমরা অতিষ্ঠ আমাদের বাড়ি থেকে আর
জল বর হতে পারেনা। চরম বিপদে আজ ৯ 
বছর অসহায় হয়ে আছি। অথচ পাড়ার সকলে নিত্যদিন এইসব দেখছে। মনে হয় আমাদের 
ওপর এই অত্যাচারে পাড়ার সকলের আনন্দ 
হয়। মনে হয় পাড়ার বহু ব্যক্তির এতে মদত 
আছে। এই দুষ্কৃতিদের দাপটে আমি দিনকে দিন শারীরিক ভাবে অসুস্থ  ও বিপন্ন হয়ে পড়ছি। 
এদের এই কাজের জন্য হার্টে প্রবলেম দেখা 
দিয়েছে আমার। আমি কোনও রাতে ভালো 
করে ঘুমোতে পারিনি গত ৯ বছর। এরা আমাকে সমানে ভীতি প্রদর্শন ও আত্মহত্যায় প্ররোচিত 
করে চলেছে। মদ্যপরা প্রতিদিন ১০ টি করে মদের বোতল আমাদের নর্দমায় ঢুকিয়ে রেখে চলে যায়। মেথর ধরে এনে প্রতি সপ্তাহে হাজার টাকা খরচ 
দিয়ে প্রায় সত্তরটি মদের বোতল তুলতে হয়। 
খাবারের শত শত প্যাকেট, সপ্তাহে ৩০/৪০টি থার্মকলের থালা বাটি, মাংসের প্লাস্টিক 
ক্যারিয়ার সহ বিপুল পরিমাণ নোংরা আমাদের খরচায় ফেলতে হয় এর বাৎসরিক খরচ প্রায় 
এক লক্ষ টাকার ওপর। এই বাড়ির গেট বাড়ির 
রাস্তা বিপুল পরিমাণে নোংরা করে রাখছে আজ 
নয় বছর ধরে এই মস্তানরা। প্রতিবাদ অনুরোধ 
হাতে পায়ে ধরা কোনও কিছু কানে নিতে রাজি 
নয় এই গুন্ডা বদমাইশ হুলিগানের দল। 
অত্যাচারের পরিমাণ দিনের পর দিন কীভাবে 
বাড়ানো যায় এরা তারই প্রতিযোগিতায় মত্ত 
এই দুষ্কৃতিকারীরা ভীতি প্রদর্শন, খুনের হুমকি 
দিয়ে চলেছে আমাদেরকে। এই দুষ্কৃতিকারীরা 
এমনকি বাড়িতে ঢুকতে বের হতে সমানে বাধা 
দিচ্ছে। স্থানীয় জনগণের নাকের ডগায় 
নিত্যদিনের এইসব ঘটনা ঘটে চলেছে। 
গত ২৪/৩/২০ তারিখে পাড়ায় পোস্টার 
দিয়ে জনে জনে প্রচার করেও এদের নিবৃত্ত 
করা যায়নি। আরও দ্বিগুণ উদ্দীপনা নিয়ে 
আমাদের বাড়িতে এরা অত্যাচার শুরু করেছে। জনমানসে এই কারণে আলোড়ন হলেও এই 
চামার, অসভ্য, ছোটলোক, ইতর অভব্য দানব   রাক্ষসদের কোনও হেলাদোল নেই। 
                                                     বিনীত
 ৫/১১/২০                                   অলোক কুন্ডু
ফোন:-7003422286

মধ্য হাওড়ায় নারকীয় ঘটনা

মধ্য হাওড়ার, ব্যাঁটরা থানার অন্তর্গত হাওড়া করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের ১১০/১/এ/১ কালী কুন্ডু লেনস্থ প্রয়াত বিশ্বনাথ কুণ্ডুর বাড়ির দোড়গোড়ায় (কালী কুন্ডু পেট্রোল পাম্পের পেছনে) মদের আসর বসাচ্ছে পাড়ার একদল যুবক। এরা থাকে নিধিরাম মাঝি লেনে, কালী কুন্ডু লেনে ময়রা পাড়ায়। এরা রীতিমতো হুমকি দিচ্ছে কুন্ডুদের এই পরিবারটিকে। সন্ধ্যা হলেই এখানে দুষ্কৃতিকারীদের রাজত্ব শুরু হয়ে যায়। প্রাইভেট জায়গায় ঢুকে অলোক কুন্ডুদের নামে নিত্যদিন অকথ্য খিস্তি শুরু করে দেয়। এদের গাঁজার ব্যবসার জন্য বেপাড়ার বহু হুলিগানের দল এখানে এসে আড্ডা দিচ্ছে। ভালো পরিবেশকে দুর্বিষহ ও নরককুন্ড করে গড়ে তুলেছে স্থানীয় ৫/৬ জন হুলিগানেরদল। দুষ্কৃতীদের দাপটে ইতিমধ্যে ভয়ে অলোক কুন্ডু বাড়ি ছেড়ে পাশের পাড়ার ফ্ল্যাটে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অলোক কুন্ডু ও অয়ন কুন্ডুর পরিবার ২০১২ থেকে মদ্যপদের অত্যাচারে অতিষ্ঠ, মৃতপ্রায় অসহায় জীবন কাটাচ্ছে। মদ্যপরা প্রতিদিন ১০ টি করে মদের বোতল কুন্ডুদের নর্দমায় ঢুকিয়ে রেখে চলে যায়। মেথর ধরে এনে প্রতি সপ্তাহে হাজার টাকা খরচ দিয়ে প্রায় সত্তরটি মদের বোতল, খাবারের শতখানেক প্যাকেট, ত্রিশ চল্লিশটি থার্মকলের থালাবাটি মাংসের প্লাস্টিক ক্যারিয়ার সহ বিপুল পরিমাণ নোংরা ফেলতে অলোক কুন্ডুদের পরিষ্কার করতে হয়। এইজন্য বাৎসরিক খরচ প্রায় এক লক্ষ টাকার ওপর। আজ ৯-বছর ধরে এই দুষ্কৃতিকারীরা এদের বাড়ির গেট,বাড়ির রাস্তা বিপুল পরিমাণে নোংরা করে রাখছে। প্রতিবাদ,অনুরোধ, হাতে পায়ে ধরা, কোনও কিছু কানে নিতে রাজি নয় এই গুন্ডা বদমাইশ ও হুলিগানের দল। অত্যাচারের পরিমাণ দিনের পর দিন কীভাবে বাড়ানো যায় এরা তারই প্রতিযোগিতায় মত্ত এখন। এই দুষ্কৃতিকারীরা ভীতি প্রদর্শন, খুনের হুমকি দিয়ে চলেছে স্থানীয় এই কুন্ডু পরিবারটিকে। এমনকি এই পরিবারটিকে বাড়িতে ঢুকতে বের হতে সমানে বাধা দিচ্ছে এরা। স্থানীয় জনগণের নাকের ডগায় নিত্যদিনের এই ঘটনা হয়ে চলেছে। প্রভাবশালী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এই নিরীহ কুন্ডুরা কিছু করে উঠতে পারছে না। মানসে প্রশ্ন দেখা দিয়েছে এখন।

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...