মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

প্রণাম স্বামীজি : নানারকম স্বামীজি: অলোক কুন্ডু

নানারূপে স্বামীজি / অলোক কুন্ডু

⛔ স্বামীজিকে বাঙালিরা মর্যাদা যত না দিয়েছে তার থেকে বেশি মর্যাদা দিয়েছে অবাঙালিরা। দক্ষিণ ভারত তার মধ‌্যে অন‌্যতম। দেখা যায় বরাবর বাঙালিরা সিদ্ধান্ত হীনতায় ভোগে। জয়প্রকাশ নারায়ণ এখানে আসার পর এমার্জেন্সির বিষয় তবেই বুঝেছে। এমনকি পশ্চিম ভারত যা স্বামীজির জন‌্যে ভেবেছে (বিবেকানন্দ শিলা তৈরি অবধি ) স্বামীজিকে
নিয়ে তার কনা মাত্র আমরা ভাবিনি। বাঙালি
পরে ভাবে--সত‌্যজিৎ রায়ের বেলায়ও তাই। রামমোহন রায়কে তো অসহ‌্য যন্ত্রণা দিয়েছে বাঙালি। লেডিরাণু আর রবীন্দ্রনাথকে অবধি বেচে বাঙালি বেস্ট সেলার হয়েছে, সেই রবীন্দ্রনাথের চুল দাড়ি ছিঁড়েছে নিবেদিতাকে নিয়ে কিছু বাঙালি কুইঙ্গিত করতেও ছাড়েনি। বেলুড় মঠ করার জন‌্য স্বামীজিকে বাঙালির
থেকে বেশি দান দিয়েছে অন‌্যরা। সুভাষচন্দ্রের
বাঙালি বলতে দেশবন্ধু, রবীন্দ্রনাথ ও স্বামীজি
এই তিনজন। সুভাষচন্দ্রের জন্মদিনে আজও যে ছবি বিক্রির ব‌্যবসা হয় ক‌্যানিং স্ট্রিট থেকে তার সিংহভাগ কেনে অবাঙালি স্কুলের ছাত্র-ছাত্রীরা। আর শোভাবাজার রাজ বাড়িতে স্বামীজিকে যে প্রথম নাগরিক সম্মাননা জানানো হয়েছিল তার মূল ছবিটি চূড়ান্ত অবহেলায় রাজবাড়ির দালানে ও স্বামীজির
একটি ছবি মলিন অবস্থায় পড়ে রয়েছে। আমাদের হাওড়ার অবনীমলের কাছে বেঁটে মতো বেঢপ (পা ছোট) একটি স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে (হয়তো আরও অনেক হয়েছে) বহুকাল পরে স্বামীজীর নিজের বাড়ি স্বামীজির আদর্শের যোগ‌্য
হয়েছে। আর একটা চোখে দেখা ঘটনা বলি আমি হাওড়ার বিকে পাল স্কুলের কাছে একটি পুরাতন বই ও খবর কাগজ ওলার কাছে প্রায় বই কিনি (ও বাড়ি থেকে ওজন দরে যেগুলি কিনে আনে), এক বছর আগে তার কাছেই পেয়েছি স্বামীজির রচনাবলীর
একটি খন্ড। বইটি কেনার সময় জানতে চেয়েছিলাম দোকানদার কোথায় বইটি পেয়েছে, তিনি জানান এই সব বই নতুন ফ্ল‌্যাটে উঠে চলে যাওয়ার সময় বিক্রি করেছে তারা। সত‌্যই কি আমরা সঠিক সময়ে সবকিছু বুঝে উঠতে পারিনা? বাঙালির বুদ্ধিতে অতিরিক্ত রাজনীতির মেধ জমাই কি এর মূল কারণ ??

⛔ ২৩ বছরে ঘর ছেড়েছিলেন ৩৯ বছরে তার মৃত্যু হয়। বিশ্ব ধর্মসভা থেকে রামেশ্বরমে এসে সেখানে নামার ১০ বছর পর তাঁর ইহোলোক ছেড়ে যাওয়া। কতকিছু ভেবেছিলেন কিন্তু অধিকাংশ কাজ, তার লেখা পড়া বাস্তবায়ন করা যায় নি। শিকাগোয় এসে আস্তানার ঠিকানা হারিয়ে ফেলে কনকনে ঠান্ডায় তাকে সারারাত বাইরে অনাথ অবস্থায় কাটাতে হয়েছিল। বিশ্ব ধর্মসভা থেকে ফিরে রামেশ্বরমে নেমে মাদুরাই থেকে যখন তিনি কখনো গাড়িতে কখনো ট্রেনে করে আসছিলেন,তার আগে ও পরে স্বামীজি সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়েছিলেন। আসলে স্বামীজি খুব তাড়াতাড়ি করছিলেন তার ঘর ছাড়ার বিষয়টিকে মজবুত করতে। নিজের জন্য নয়। ভারতবাসীর জন্য তার কায়িক পরিশ্রম তখন থেকেই হচ্ছিল। কিন্তু নিজের শরীরের কথা তিনি ভাবেননি। পরিব্রাজক স্বামীজি যেখানে যেমন পেরেছেন থেকেছেন যা তাকে পাঁচজন এনে দিয়েছেন তাই তিনি খেয়েছেন।

⛔ এমনিতে আমেরিকা থেকে ফেরার সময়‌ই তিনি জাহাজ যাত্রায় কাহিল হয়ে পড়েন। পয়সার জন্য আমেরিকা ও ইউরোপের অন্যত্র খাওয়া থাকার জন্য তিনি প্রচুর বক্তৃতা দিয়ে উপার্জন করার জন্য কাহিল হয়ে পড়েছিলেন। তবুও দক্ষিণ ভারতের মাদ্রাজে ও মাদুরাইতে জায়গায় জায়গায় তার জন্য অভাবনীয় উদ্যোগ নিয়ে তোরণ করা হয়েছিল তাঁকে স্বাগত জানাতে, যেখানে তিনি কিছু বলবেন এমন আশাও ছিল উদ্যোক্তাদের। কথা ছিল অন্তত ৫/৬ জায়গায় তিনি বক্তব্য রাখবেন, কিন্তু পারেননি। তবু মাদ্রাজিরা তার রথের ঘোড়া খুলে দিয়ে যখন তার গাড়িকে নিজেরাই টানলেন তখন স্বামীজির আপত্তি থাকলেও যুবকদের এই শক্তির কথাটা তিনি তার ১০ বছর বেঁচে থাকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভেবেছিলেন । ট্রেন থামিয়ে স্টেশনে স্টেশনে কাতারে কাতারে মানুষের আবদার রাখতে স্বামীজি অনেক জায়গায় ট্রেন থেকে নেমে স্টেশনে তৈরি মঞ্চে বক্তব্য রাখতে জায়গা ছেড়ে উঠতেও পারেননি । একটু সুস্থ হতেই আবার বেরিয়ে পড়েছিলেন পরহিতার্থে । কিন্তু বিবেকানন্দকে নিয়ে নিন্দুকেরা তাঁকে কী না বলতে বাকি রেখেছিলেন। তাই স্বামীজি এক সময় দুঃখ করে বলেছেন--" তারা বলতো বিবেকানন্দ জুয়াচোর, এক আধটি নয় এই স্বামীর অনেকগুলি স্ত্রী ও একপাল ছেলেপুলে আছে "। স্বামীজি দুঃখ করে বলেছিলেন -
" সেইসব মানুষের সাহায্য আমি অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করি , আমি আমার দেশকে ভালবাসি আর
বড় একান্তভাবেই ভালবাসি "।

⛔স্বামীজির ৩৯ বছরের ঝঞ্ঝাময় জীবন ঘটনাবহুল জীবন ও বার্তাবহুল হয়ে
আজকেও বেঁচে আছে। পুরাণে আছে সন্ন্যাসীর জীবন অতি কঠিন। সে যা পাবে তাই খেয়ে ও পরে এলাকার পর এলাকা ঘুরে দেখবেন। সাধারণ মানুষের জীবনকে দেখাই তার জীবনের আদর্শ হবে। স্বামীজি একরকম অনাহারে তার সন্ন্যাস জীবন কাটিয়ে এই ভারতের আসমুদ্র হিমাচল তিনি ঘুরে ঘুরে অভাবি মানুষের সুখদুঃখকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিয়ে তাকে উপলব্ধি করেছিলেন। তখনকার দিনে কোনো মানুষের সাহস ছিল না ৬৩ দিন ধরে বোম্বাই, চীন, ভ্যাঙ্কুভার হয়ে, প্রায় সামান্য খরচ সঙ্গে নিয়ে, আমেরিকা যাওয়ার কথা। পরে জামেসদজি টাটার সঙ্গে তখন‌ই আলাপ হয়েছিল। কিন্তু তাতে স্বামীজির কিছু তখন সুবিধা না হলেও বেলুড় মঠ ও দ্বিতীয়বার
বিদেশে যেতে তা তাঁকে সাহায্য করেছিল। সিকাগো ধর্ম সভার দশ বছরেই তাঁর মৃত্যু হয়। কোনো সময় তিনি একেবারেই পাননি। যেমন অচিন্ত্যকুমার সেনগুপ্তের পরমপুরুষ শ্রীরামকৃষ্ণকে থেকে আমরা পাই অন্য শ্রীরামকৃষ্ণকে। তেমনি বিবেকানন্দকে
আমরা পুস্তকাকারে সেইভাবে পাইনি।

⛔ তবে হাতের গোড়ায় পেয়েছি সাহিত্যিক শংকরের কাছ থেকে স্বামীজিকে অন্যভাবে জানার। দীর্ঘ দিন তিনি হাওড়ার রামকৃষ্ণ-বিবেকানন্দ আশ্রমের সঙ্গে
যুক্ত ছিলেন। তখন থেকেই বিবেকানন্দ চরিত্র চর্চায় নিমগ্ন ছিলেন তিনি। তাই শংকরের থেকে স্বামীজির সম্পর্কে গভীর ভাবে আমরা কিছুটা অধ্যয়ন করতে পেরেছি। কিন্তু শ্রীম"র জন্য তবু আমরা শ্রীরামকৃষ্ণকে বেশ কিছুটা জানতে পারলেও স্বামীজি আমাদের সে সুযোগ নিজেই দেননি। ভগিনী নিবেদিতা ও স্বামীজির গান তার প্রবন্ধ তার পত্রাবলী তাঁকে কিছুটা জানা যায়। তবু যেন আমাদের মনে সংশয় থেকেই যায় । মনে হয় বিবেকানন্দ এদেশে এখনও অবহেলিত রয়ে গেছেন। "আমি বিবেকানন্দ বলছি "-স্বামীজির জীবনের দুঃসময়ের ফসল। স্বামীজির রচনাবলীতে আছে-" বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবনের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে,বিধবার অশ্রু মুছাতে,
পুত্রবিয়োগ-বিধুরার প্রাণে শান্তিদান করতে,অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, শাস্ত্রোপদেশ বিস্তারের দ্বারা সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানলোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্ম-সিংহকে জাগরিত করতে
জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে।" পিতার মৃত্যুর পর দিশেহারা ছিলেন তিনি, একদিকে আত্মীয় স্বজনদের স্বার্থপরতা অন্যদিকে মা-দু ভাইয়ের আহার জোগাড় করা , বাসস্থান রক্ষা করার ভাবনা আগে না কি ? শ্রীরামকৃষ্ণের ভাবধারাপ্রচার করা ? কোনটা প্রধান তাঁর কাছে হবে ? সন্ন্যাসীর কঠোরতায় নির্মমভাবে স্বামীজি ভাবলেন যে, ত্যাগ‌ই হলো তার জীবনের প্রধান অধ্যায়, বেদনায় কাতর হয়ে না পড়ে ভয়ানক দুঃখ কষ্টকেই সহ্য করে নিয়েছিলেন তিনি। তাই অনেক কষ্টে তার মুখ থেকে বেরিয়ে এসেছিল -" জীবনে যাকে নিজের পথ নিজেকেই করে নিতে হয় ,সে একটু রুক্ষ হবেই ।"

⛔ কিন্তু বাস্তবে তো স্বামীজি ছিলেন দিলখোলা সাদাসিধে মানুষ । হাঁস,ছাগল কুকুরদের সঙ্গে তাদের ভাষায় আদান প্রদানের কথাতো এখন‌ও বেশ রসালো ভাবেই শোনা যায়। তাদের সঙ্গে কথা বলতেন তাদের মতো করেই। শুনলেই হাসি এসে যাবে এইরকম সব অদ্ভুত তাদের নামকরণ করেছিলেন। স্বামীজি বলেছিলেন-" এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করে আসছি এবং এখনও করি যে, যদি আমি সংসার ত্যাগ না করতাম তবে আমার গুরু পরমহংস শ্রীরামকৃষ্ণদেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে তিনি অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হতে পারতো না।" এখানে আমরা এক প্রচন্ড শক্তিশালী দৃঢ়চেতা মানুষরূপে স্বামীজিকে পাই। স্বামীজি বলেছিলেন এই ভারতে তাকে অনেকে চেনেনা বোঝে না তাতে কি ?!" আমি যুব-দলকে সঙ্ঘবদ্ধ করতে নেমেছি,যারা সর্বাপেক্ষা দীনহীন অবহেলিত পদদলিত...তাদের দ্বারে দ্বারে--সুখ স্বাচ্ছন্দ্য, নীতি, শিক্ষা ধর্ম বহন করে নিয়ে যাবে --এটাই আমার আকাঙ্ক্ষা ও ব্রত । এটি আমি সাধন করব অথবা মৃত্যুকে বরণ করব । যেমনটি পুরাণে বলা আছে সেই কপর্দকহীন সন্ন্যাসীদের রূপের মধ্যে যে স্বামীজি বিজয়ী হবার স্বপ্ন দেখতেন তা তাঁর রচনায় মেলে ব‌ইকি। তিনি বলেছেন-" আমার ভয় নেই, মৃত্যু নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই...বিশ্বপ্রকৃতির সাধ্য নেই যে,আমাকে ধ্বংস করে । প্রকৃতি আমার দাস। হে পরমাত্মন্, হে পরমেশ্বর তোমার শক্তি বিস্তার কর ।" কী অভাবনীয় প্রত্যয়ী তিনি , কে তার সেই পরমেশ্বর ? স্বামীজির ধর্ম তো হিন্দু নয় তবু একদিন কী হলো দুর্গাপূজার রীতিনীতি নিয়ে লেখা ব‌ই আনালেন। মূর্তি পুজোর বিরোধী স্বামীজি অনুমতি দিলেন মঠে দুর্গাপুজো হবার। আসলে একটু আনন্দ হবে ঢাক বাজবে অনেক মানুষের আগমন হবে তার সঙ্গে তার বানানো রেসিপি অনুসারে খিচুড়ি ভোগ। তিনি হিন্দুত্বের পুজো করেননি তাদের আনন্দের পুজো করেছিলেন।

⛔ শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছিলেন কাপড়চোপড় ছাড়া পঞ্চবটিতে বসে ধ্যানমগ্ন, রাতবিরেতে উলঙ্গ শ্রীরামকৃষ্ণ ছেড়ে দিয়েছেন তাঁর বেশবাস,মা মা বলে মন্দিরে ঢুকে গেছেন। পুজো করতে করতে মা কালীকে নয় নিজের মাথায় ফুল দিয়েছেন শ্রীরামকৃষ্ণ। কালীমূর্তি কি তবে তথাকথিত কোনো ভগবানরূপী দেবতা ছিলেননা শ্রীরামকৃষ্ণের কাছেও ? সবার কাছে দক্ষিণেশ্বরের তিনি কালী মূর্তি হলেও স্বামী বিবেকানন্দ কিন্তু পরবর্তীতে কালীর বদলে শ্রীরামকৃষ্ণকেই দেবতার আদলে বসিয়ে তিনি পুজো করেছেন, যা বেলুড় গিয়ে আমরা আজকে দেখতে পাই। মূর্তির থেকে রক্তমাংসের মানুষ যাকে তিনি দেখেছেন তাকে পুজোর মধ্যে দিয়ে হিন্দু ধর্মের ধর্মীয় রীতিনীতিতে কষাঘাত করেছিলেন।

⛔ হাওড়ার রামকৃষ্ণপুরে ১১১ বছর আগে এসে শ্রীরামকৃষ্ণকে পুজো করতে গিয়ে লিখলেন -" শ্রীরামকৃষ্ণায়‌ তে নয়: ।" স্বামীজি জরথ্রুষ্টের মতবাদ ভালো করে জেনে ছিলেন। তাই ভারতীয় ঋষির সনাতন ধ্যানচিন্তা কে মধ্যপ্রাচ্য থেকে আহুরা মাজদা সম্প্রদায়ের মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে খুঁজতে তাদের ধ্যানমগ্নতায় আরও বেশি আকৃষ্ট হয়েছিলেন । কখন‌ই ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তা চেতনাকে তিনি খারাপ বলেননি অথচ সেখানে তিনি নিজেকে বিকিয়েও দেননি । ভারতবাসীকে ভাইয়ের মতো ভেবে সম্বোধনে বলেছিলেন -"ওঠো জাগো...। " তিনি তাই আমাদের কাছে স্বামী বিবেকানন্দের মতো এক পরম দয়াময় দৃঢ়চেতা ভাবগম্ভীর মানবপূজারী হতে পেরেছেন । তিনি তো নিজে দেখেছেন তার গুরুদেব,(লোকেরা তাকে পাগলঠাকুর‌ও ভালোবেসে বলেছেন) তাকে বার বার বলেছেন--" যা না যা... মায়ের কাছে যানা একবারটি...এ বার‌ও পারলি নে...যা যা ।" সত্যি তো শ্রীরামকৃষ্ণ তো মন্ত্রপড়া ঘন্টা বাজানো চামরদোলানো কোনো সাধারণ পুরুত ছিলেন না। কেশবচন্দ্র সেন, বিদ্যাসাগর কেউ তো তাঁর সঙ্গে দেখা করতে চাননি এমন তো নয়। স্বামীজি যখন ভ্যাঙ্কুভারে তখন জামসেদজি টাটার সঙ্গে তাঁর দেখা হয় । ওই একই জাহাজে স্বামীজি যখন প্রথম আমেরিকা যাচ্ছিলেন ।

⛔ পারস্য উপসাগরীয় আহুরা-মাজদার উপাশকদের আগুনের সামনে উপাসনার মধ্যে দিয়ে যে জীবনের শুদ্ধতা খুঁজে পাওয়া যায় সেই ধর্মের উৎসাহ থেকে তিনি যে বেলুড় মঠের ধ্যানমগ্নতা খুঁজে পেয়েছিলেন সে কথা ভাবলে ক্ষতি কি ? বেলুড়ের অলঙ্কার নক্সায় মোটিফে পার্সি,খ্রিষ্টান, মুসলিম, হিন্দু,বৌদ্ধরীতি অবলম্বন করা হয়েছে । শ্রীরামকৃষ্ণের যত মত তত পথকে নতুন ভাবে আবিষ্কার করেদিয়েছিলেন । বলেছিলেন - শ্রীরামকৃষ্ণের বাণী আমাকে প্রচার করতেই হবে। যৌবনে ব্রাহ্মসমাজের আদর্শে প্রভাবিত নরেন্দ্রনাথ মূর্তি পুজোকে পৌত্তলিক জ্ঞান করতেন শ্রীরামকৃষ্ণের উদার এবং সমন্বয়ী চিন্তার সঙ্গে "কালীঘরে যাওয়া " শক্তিকে প্রাধান্য দেওয়া নরেন্দ্রর চোখে বিসদৃশ্য লাগতো। তরুণ,সংশয়ী, নরেন্দ্রনাথের এইভাব বেশি দিন টিকে ছিল না। ১৮৮৮ সালে নিজ শিষ্য সদানন্দকে বলেছিলেন - " আমার জীবনে একটা মস্ত বড় ব্রত আছে। এ ব্রত পরিপূর্ণ করার আদেশ আমি গুরুর কাছে পেয়েছি--আর সেটা হচ্ছে মাতৃভূমিকে পুনরুজ্জীবিত করা। " শ্রীশ্রী মা একদিন গল্পছলে এক শিষ্যকে বলেছিলেন -" যা সব শুনছি, সাহেব পুলিশরা এসে একদিন না একদিন নরেনকে গারদে পুরে দেয় । " এ থেকে প্রমাণিত হয় স্বামীজির কাছে বিপ্লবীরা আসতেন পরামর্শের জন্য।

⛔ বিবেকানন্দের আয়ুষ্কাল রবীন্দ্রনাথের অর্ধেক মাত্র। বিবেকানন্দ নবীন ভারতবর্ষের কোনো বিষয় ও সংঘাত দেখে যেতে পারেননি তাই রবীন্দ্রনাথ যতটা পেরেছেন স্বামীজি ততটা করে যেতেও পারেননি। তাছাড়া স্বামীজির বিপ্লববাদ ছিল শুধুই মানুষের চরিত্র গঠনের । ধর্ম, শিক্ষা, ও ক্ষুধা সম্পর্কে নিশ্চিত দিগদর্শনের নির্দেশ। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশের -" দাজ স্পেক জরাথ্রুষ্ট " ব‌ইয়ে এক সন্তপ্রতিম মানুষের বর্ণনা আছে। বিজন পর্বতে তিনি
দশবছর স্ব-নির্বাসিনে ছিলেন গভীর ধ্যানে। তারপর তিনি জনপদে এসেছিলেন মানুষকে তার কথা
বলতে। সেই জরথ্রুষ্টের ধর্মীয় মতবাদের প্রথমে আছে মহিলাদের অগ্রাধিকার। " যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা।" যেখানে নারী সম্মান পান, সেখানে দেবতার অবস্থান ।" কিন্তু স্বামী বিবেকানন্দ দেখলেন
তাঁর সময়ে নারীরা সমাজে অবহেলিত, বঞ্চিত ও অত্যাচারিত । গভীর দুঃখে ও যন্ত্রণায় বিবেকানন্দ,
তিনি বললেন, ভগবানের প্রতিমা স্বরূপা নারী এখন শুধুমাত্র সন্তান ধারণের যন্ত্রে পরিণত । নারীকে তার শিক্ষা ও স্বাধীনতার অধিকার ফিরিয়ে দিতে হবে।
যতক্ষণ তা সম্ভব হবে না , ততক্ষণ জাতি হিসেবে আমরা উঠে দাঁড়াতে পারবোনা ।" বিবেকানন্দ বললেন-" নারীকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।" স্বামীজি শিক্ষার সঙ্গে চরিত্র গঠনের কথা বলতেন। সার্বিক ব্যক্তিত্বের বিকাশ চেয়েছিলেন স্বামীজি।
এইখানে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের কাছে সমগ্র নারীজাতি ও বাঙালিরা চিরঋণী। পরবর্তীকালে নারী সমাজের যে অগ্রগতি হয়েছে, সেদিন এই দুই মহারথী পাশে এসে না দাঁড়ালে তা কোনোভাবেই সম্ভব ছিলনা। এই প্রসঙ্গে শ্রীমার সঙ্গে বিবেকানন্দের একটি সম্পর্কের কথা বলি। বিবেকানন্দ তাঁর অনুকরণীয় ভাষায় বলেছেন--শ্রীরামকৃষ্ণ থাকুন বা যান ক্ষতি নেই, কিন্তু মা ঠাকরণ না থাকলে সর্বনাশ, তিনি শক্তির আধার। মাঝেমধ্যে‌ই তিনি গুরুভাইদের
বলছেন, "তোরা মাকে চিনতে পারিসনি। মাকে চিনতে চেষ্টা কর। "সুভাষচন্দ্রের সম্পর্কেও এক‌ই কথা খাটে , সুভাষচন্দ্র তার জীবনে নারীর গুরুত্বপূর্ণ হ‌ওয়ার কথা বলতে গিয়ে,মা প্রভাবতীদেবী ও দেশবন্ধু-পত্নী বাসন্তী দেবী,মেজ-ব‌উদিদি বিভাবতীদেবী ও পত্নী
এমিলিয়রের কিছু ত্যাগ ও গুণের কথা বলেছিলেন। স্বামীজি আবার একথাও ভেবেছিলেন যদি নারীরা সংসার ত্যাগ করে সন্ন্যাসীনী হতে চান সে অধিকার তাদের দিতে হবে। সেই দিশা খুঁজে দিয়েছিলেন
স্বামীজি নিজেই। এত অল্প সময়ের মধ্যে স্বামীজির দৃষ্টি ছিল সবদিকে।

⛔ তিনি বলেছেন-" আমরা নির্বোধের মতো,জড় সভ্যতার বিরুদ্ধে চিৎকার করিতেছি...বাহ্য সভ্যতা আবশ্যক , যাহাতে গরীব লোকের জন্য নূতন নূতন কাজের সৃষ্টি হয়। অন্ন ! অন্ন! যে ভগবান আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখিবেন--ইহা আমি বিশ্বাস করিনা ।" এমনকি রাজনীতিকেও তিনি ছেড়ে দেননি-"এই ঘোর দুর্ভিক্ষ, বন্যা রোগ-মহামারীর দিনে কংগ্রেসওয়ালারা কে কোথায় বলো ? খালি আমাদের হাতে শাসনের ভার দাও, বললে কি চলে ? মানুষ কাজ যদি করে তাকে কি মুখ ফুটে বলতে হয় ? "যা আজ হবে যা হতে যাচ্ছে দেখা যাবে অল্প সময়ের মধ্যেই স্বামীজি সব বলে গেছেন । (কেউ যেন এই প্রসঙ্গে ভারতীয় রাজনীতি না জুড়ে দেন, কংগ্রেসর তৎকালীন অবস্থার প্রেক্ষিতে স্বামীজি ওইসব বলেছিলেন) । তিনি বলেছেন শিক্ষা অর্জনের অধিকার সকলের‌ই থাকা উচিত। আর শিক্ষিত না হ‌ওয়ার জন্য তিনি আত্মজিজ্ঞাসা করেছেন, এই জন্য কে দায়ী ? উত্তর দিয়েছেন নিজেই, বলেছেন -" ইংরাজরা দায়ী নয় , আমরাই দায়ী।" স্বামীজী সবথেকে জোর দিয়েছেন শিক্ষার অধিকারের উপর যা আমরা ২০০৯ -এ এসে বুঝতে পেরেছি। স্বামীজিই বলেছেন - "দরিদ্র বালক যদি শিক্ষালয়ে আসিতে না পারে তবে শিক্ষাকেই তার কাছে পৌঁছাতে হবে।"

⛔ স্বামীজির কথা কখনো কখনো ঝাঁঝালো হয়েছে যা এখনকার দিনে তার মূল্যায়ণ অমর হয়ে আছে বলা যেতে পারে -" দিবারাত্রি ভন্ডামি, মিথ্যাচার ও প্রতারণার জীবন যাপন কর--তোমার ক্ষতগুলি যতদূর পারো ঢাকিয়া রাখো। তালির উপর তালি দাও, শেষে প্রকৃত জিনিসটিই যেন নষ্ট হ‌ইয়া যায়, আর
তুমি কেবল একটি জোড়াতালির সমষ্টিতে
পরিণত হ‌ও। "

⛔©® অলোক কুন্ডু








রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

কীভাবে ভ্যাকসিন পাবো এখনও কেউ জানেনা: অলোক কুন্ডু

জনগণের অপশন জরুরি সে বিনা পয়সার ভ্যাকসিন নেবে না কি পয়সা দিয়ে কিনে নেবে? --অলোক কুন্ডু

শোনা যাচ্ছে আমেরিকান "বায়োএনটেক" এবং মডার্নার "কোভিদ-ভ্যাকসিন " সমস্ত রকমের ক্যান্সার ও সার্স রোধ করতেও পারবে বলে বিজ্ঞানীদের ধারণা হয়েছে। এই ব্যাপারে আমাদের দেশের ভাবনা কি? এছাড়াও দ্বিতীয় খবর হলো, এখানে এখনও পর্যন্ত ভ্যাকসিন রেজিস্ট্রেশনের কোনও উদ্যোগ শুরুই হয়নি। কেবলমাত্র বলা হচ্ছে  অ্যাপে হবে, অ্যাপ কিন্তু রেডি নেই। কোথাও কোথাও ভ্যাকসিন নিয়ে রাজনীতিও শুরু হয়ে গেছে। মৃত্যুভয়ে হয়তো প্রায় ৭০% মানুষ ভ্যাকসিন নিতে অনীহা দেখাচ্ছেন। এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তবু পাড়ায় পাড়ায় রাজনৈতিক দলের প্রচার শুরু হয়ে গেছে যে তারাই ভ্যাকসিন বিনামূল্যে দেবে। কিন্তু বিনামূল্যে ভ্যাকসিন, আমি অন্তত চাইনা। আমি চাইছিলাম ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। মনে হয় তা হওয়ার নয়। এখন পর্যন্ত গুজরাটে মাইনাস ৭০/৮০ ডিগ্রির ফ্রিজিং সিস্টেম তৈরি হয়ে ওঠেনি। নরওয়ের একটি সংস্থার সঙ্গে কথা এগিয়েছে মাত্র। টেন্ডার এখনও হয়নি। কবে হবে কেউ জানেনা। এদিকে ফাইজার এবং মর্ডানার এই দুটি আমেরিকান-জার্মান প্রযুক্তির ভ্যাকসিনের জন্য তারা বিভিন্ন দেশের ১৭৪ টি কোম্পানিকে এজেন্ট করেছে। অবশ্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে দিয়েছেন কীভাবে ইঞ্জেকশন দেওয়া হবে। দেওয়া শুরুও হয়ে গেছে। এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় চারদিনের আমেরিকা ভ্রমণের সঙ্গে ওই টিকা ফ্রি দেওয়া হবে বলে একটি ট্যুরিস্ট কোম্পানি বিজ্ঞাপন দিয়েছে আমাদের দেশেও। এদেশে ডাক্তার, পুলিশ, নার্স, ওয়ার্ড বয়দের ও তাদের পরিবারের জন্য সরকার এদেশের পুনের সিরামের, অক্সফোর্ডের ভ্যাকসিন দিচ্ছে ১৬.০১০২১ থেকে। ওই কোম্পানির কাছ থেকে কিনে দিচ্ছে। এখনও সাধারণের জন্য অ্যাপ  Co-Win খোলেনি। কবে রেজিস্ট্রেশন হবে সরকার এখনও জানায়নি। এখানে রাজনীতি হওয়ার আশঙ্কা একটা আছে। আগে সরকার জানাক যে তারা কোন ভ্যাকসিন কাকে দেবে এবং কবে দেবে, তবে তো রেজিস্ট্রেশন। সম্ভবত জনগণের জন্য হায়দ্রাবাদের কো-ভ্যাকসিন বিনামূল্যে দিতে চায় কিনা এখনও কেউ তা জানেন না। পয়সা দিয়ে কিনে দেওয়ার প্যারালাল ব্যবস্থাও সরকারের করা উচিত। না হলে জনগণকে একটা দোটানায় ভুগতে হবে। আর এখন ইলেকশনের বাজার তাই ষোলো আনা রাজনীতির আশঙ্কা আছে। এটা কেন হবে ? এখন সরকার তার কর্মচারীদের দেবে অক্সফোর্ডের ভ্যাকসিন আর সাধারণ জনগণের জন্য হায়দ্রাবাদ বায়োটেকের ব্যবস্থা হচ্ছে কিনা সেই সন্দেহ থেকে যায়। কোনও ভ্যাকসিনকে ভাল বা খারাপ বলছি না। সেই বলার মতো আমার শিক্ষাও নেই। তাই সবকিছু ভালো করে বিজ্ঞাপন দিক সরকার। বিজ্ঞাপন না দিয়ে এইসব কাগজ ও মিডিয়ার খবরে মানুষের বিভ্রান্তির শেষ থাকবে না। ইতিমধ্যে ভ্যাকসিন কোম্পানি গুলি শত শত ওষুধ কোম্পানি ও কেমিস্ট্রি শপকে টেন্ডার দিয়েছে বিলিবন্টনের। কারণ ব্যবসা তো তাদের করতেই হবে। তবে বাজারে ভ্যাকসিন কবে আসবে, এই আধা নিউজ, আধা প্রেস কনফারেন্স থেকে আমরা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে আছি। কি কারণে মডার্না বা ফাইজার এদেশে আসতে পেলোনা, তাও জানা নেই। এখন ১৬/১ থেকে এমারজেন্সি বেসিসে ভ্যাকসিন দেওয়া হলেও, নরম্যাল ওয়েতে কবে থেকে এখানে দেওয়া হবে তার কোনও খবর এখনও হয়নি? ইতিমধ্যে একটা অ্যাপ চলে এসেছে বাজারে COWIN বলে। কিন্তু সেখানে রেজিস্ট্রেশন ব্যবস্থা নেই। কিন্তু সরকারের Co-Win অ্যাপ কবে আসবে। আরোগ্য সেতুতেও কোনও সুস্পষ্টতা নেই। এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিজ্ঞাপন না দিলে বা তার ছবি স্পষ্ট না হলে কেউ কেউ ভুলে থার্ড পার্টি অ্যাপে রেজিস্ট্রেশন করে ফেললে সমূহ বিপদে পড়তে পারে। এইসব ভাবার জন্য ব্যক্তি কেন পোস্ট করবে। দায় দায়িত্ব সবকিছু সরকারের। না কেন্দ্রীয় না রাজ্য সরকারের কোনও উদ্যোগ এখনও পর্যন্ত নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া কোভিদ-ভ্যাকসিন নেওয়ার পোস্ট সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জনগণের কি কোনও বলার অধিকার নেই বা ইচ্ছা অনিচ্ছা নেই, এই বিষয়ে। তার কাছে চয়েজ কি? অপশন কি? সে কোন কোম্পানির ভ্যাকসিন নেবে ? তার চয়েজ অপশন অবশ্যই থাকা উচিত। কারণ অনেকেই পয়সা দিয়ে কিনে নিতে চাইবে ও পারবে--অক্সফোর্ডের ভ্যাকসিন যা পুনেতে তৈরি। যারা নেবেন না সেটা তাদের বিষয়। যারা নেবেন না তাদের সম্পর্কে আলোচনাও তাই কিছু থাকবে না। যারা ভ্যাকসিন নেবেন তারাই এই আলোচনা পড়ুন ও করুন। ©® অলোক কুন্ডু

সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে তার মতো থাকতে দিন : অলোক কুন্ডু

🌎🏆 দাদাকে নিজের মতো থাকতে দিন।

⛔ ২০০৫/০৬- এ যখন চ্যাপেল সৌরভকে বাদ দিয়েছিল তখন মাঠে ফিরে আসার জন্য রোজ ইডেনে গিয়ে দৌড় ও জাম্প বাড়িয়ে দিয়েছিলন সৌরভ। তখন এক পৃথিবী চাপ সৃষ্টি হয়েছিল। শরদ পাওয়ারের দল পেছন থেকে পায়ের তলার মাটি কেড়ে নিয়েছিল।
গ্রেগ চ্যাপেল এক তুড়িতে সৌরভের খেলোয়াড়ী জীবন কেড়ে নিয়েছিল। ঠিক এই মূহুর্তেও তার সেই একই চাপ ফিরে এসেছিল। আসলে সৌরভ যত সজ্জন ততটা ভদ্রতাবোধ আমাদের কারও নেই। আর হয়তো জানাও নেই ভদ্রতা, সৌজন্যতা কাকে বলে। আমরা যারা পাতি ঘরানার রাজনীতি করা বাঙালি এই যে আমরা মধ্যবিত্ত মানসিকতায় মানুষ হয়েছি আমাদের কখনও কি সেই জ্ঞান হবে ? কাকে জ্ঞান দিতে আছে আর নেই। " ঝুম বরাবর ঝুম শরাবি" হয়ে পড়ি। মানছি তাকে ঘিরে সাম্প্রতিক রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে সেই কারণেই তার এই দুর্গতির সবটা হয়নি। এমনকি এখনই
দ্রুততার সঙ্গে এই একমাসের মধ্যেই তার সবটা শারীরিক ক্ষতি হয়নি, এমনকি তিনটি ধমনিতেই একসঙ্গে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে বলে বিশ্বাসও করা যায় না। কিন্তু যে টেনশন যে চাপ যে রাজনৈতিক দলগুলো থেকে সমূহ একপক্ষ বাঙালি জাতি সৃষ্টি করেছিল না জানি দাদাগিরির দাদা তা কতটা সামলাতে পারছিলেন। হেসে হেসে সাংবাদিকদের উত্তর দেওয়া এক জিনিস আর গুমরে গুমরে সোস্যাল মিডিয়ার কেচ্ছা সামলানো আর এক জিনিস। এই সমস্ত কিছু যে একটা বিশাল ঝড় তুলেছিল একথা মানতেই হয়। মুখে শিক্ষার কথা বলা কতিপয় বাঙালি যে আবহাওয়া তৈরি করেছিল তাযে কদর্য ছিল খারাপ ছিল তো মানতেই হয়, তাই না ? সর্বোপরি সিপিএমের অশোক ভট্টাচার্য পর্যন্ত বন্ধুত্বের সুযোগ ছাড়েনি। আমার এক বন্ধু (যিনি হাই স্কুলের টিচার-ইন-চার্জ ) এই ফেসবুকেই পোস্টে লিখেছিলেন, সৌরভ নাকি সিপিএমের কাছ থেকে প্রচুর সুযোগ-সুবিধা নিয়েছেন এবং দু-নম্বরি করে রেস্টুরেন্ট করেছেন। এইসবের উত্তর দিতেও ঘৃণা হয়। যদিও এইসব কথাবার্তা অতি নক্কারজনক মনে হয়েছে আমার, এইরকম কথাবার্তা অতি নিম্নমানের পরিচিত ঘটায়। আমরা জানি, আমাদের কাছে সত্যজিৎ রায় ছিলেন। যিনি কখনও কোনও বিরূপ মন্তব্য করতেন না। এমনকি তাঁর বাড়িতে তাঁর যে সমস্ত বন্ধুরা যেতেন সকলেই ছিলেন প্রায় কম্যুনিস্ট, সেই বিষয়ে বহুবার বহু সাংবাদিকের প্রশ্নের উত্তর হেসে এমন দিয়েছিলেন যে তাঁকে কিছুতেই কম্যুনিস্ট বলে কামান দাগা যায়নি। অথচ আমরা এখন এইরকম একবগ্গা আনপড় এবং সৌজন্য পরিহার করা বাঙালিতে কীভাবে নিজেদের তৈরি করে ফেললাম কে জানে। উৎপল দত্তের "কল্লোল " বন্ধ করে দিয়েছিলেন যারা তারাও যে একই দলের যে ছিলেন তা মানতেই হয়। তখন মিনার্ভায় কল্লোলের জন্য তিনি চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। কল্লোল বন্ধ হয়ে যেতে শেষ পর্যন্ত ৩০/৩৫ জন নাট্যকর্মী বেকার হয়ে পড়েন এবং একরকম ঋণধার-ভিক্ষে করে উৎপল দত্ত পেট চালাতেন। শিশির ভাদুড়ী যখন আর নাটকের পরিকাঠামো খরচ এবং বাড়ি ভাড়া, হল ভাড়া (শ্রীরঙ্গম) দিতে পারছেন না, তখন তিনি চেয়েছিলেন সরকার তাঁর স্বপ্ন পূরণ করুন। সরকার নাটকের ব্যবস্থা করুন। ভারতের নাট্যজগতের বিশাল দিকপালের যত্নে বাঙালি সেদিন এগিয়ে আসেসননি। এমনকি শম্ভু মিত্র নাটক নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা বামেরা ও জ্যোতিবাবু পূরণ করেনি ইন্দিরা গান্ধীর সঙ্গে শম্ভু মিত্রের বন্ধুত্ব থাকার কারণে। শিশির ভাদুড়ি, উৎপল দত্ত, শম্ভু মিত্রদের স্বপ্ন পূরণ হয়নি শুধুমাত্র রাজনীতির জন্য। উত্তম কুমারের মরদেহ রবীন্দ্র সদনে স্থান পায়নি। আবার বর্তমানে, রাজনীতির জন্য বুদ্ধিজীবীরা যে বেশ করেকম্মে খাচ্ছেন এবং অন্যায় কাজও করছেন এও আমাদের ইতিহাসের বিষয়। কিন্তু কারও ব্যক্তিগত জীবনে এইভাবে ঢুকে পড়ে, এইভাবে হৈ হৈ করা যায় কিনা এবং গায়ে পড়ে পাড়ায় পাড়ায় চায়ের দোকান খোলা যায় কিনা এই বোধটুকু সম্প্রতি আমরা বেশ হারিয়ে ফেলেছিলাম। একবারও ভেবে দেখিনি যে সৌরভকে উপদেশ দেওয়া যায় কি যায়না। সেই জায়গায় আমাদের যোগ্যতা কতটুকু। ধীরে ধীরে দাদা-র বয়স বাড়লেও যেহেতু তিনি খেলার জগতের মানুষ তাই শরীর ফিট রাখার দায়িত্ববোধ বেশি থাকেই। হয়তো সাম্প্রতিক চাপ কাটাতেই তিনি জিমে বেশি লোড নিয়েছিলেন। খেলোয়াড়ী জীবনে তো তার সেই কারণে সকলের অলক্ষ্যে ইডেন গার্ডেন্সে গিয়ে হাইজাম্পের উচ্চতা বাড়িয়ে নিয়েছিলেন। দৌড়ের স্পিড বাড়িয়ে ছিলেন। এখন হয়তো কোনও কিছু ভেবে আরও বেশি নিজেকে ফিট রাখতে চেয়েছিলেন। সৌরভ আগ বাড়িয়ে মাঠে কোন বলটা ফরওয়ার্ড খেলবেন আর কোনটা ব্যাকফুট করবেন তা তিনি বিলক্ষণ জানতেন বলেই তো তিনি আজ আমাদের সর্বকালের দাদা। সারা ভারতের দাদা হয়ে গেছেন। কিন্তু সম্প্রতি শিক্ষা-অশিক্ষার মাথা খেয়ে যে সমস্ত বাঙালিমুখ উঠেপড়ে বেহায়াভাবে, দাদাগিরি করতে লেগেছিলেন তাদের কি বিশেষণ দেওয়া যায় আমার জানা নেই। অহেতুক সৌরভের উপর একটা চাপ সৃষ্টি এই যে করে গেলেন এর থেকে ঘৃণিত আর কিছু বুঝি হয়না। করোনার পরও মানুষ নিজেদের সবজান্তা থেকে যে নিরস্ত্র করতে পারেনি, সৌরভের পেছনে বাঙালির জোটবদ্ধতা তাকেই শিলমোহর দিল। শেষে এবার বলি যে অশোক ভট্টাচার্য বন্ধুত্বের সম্পর্ক নিয়ে উপযাচক হয়ে বাড়িতে গিয়ে সৌরভকে হবু মুখ্যমন্ত্রীর প্রস্তাব ফিরিয়ে দিতে বলতে গিয়েছিলেন এবং ফলাও করে সাংবাদিকদের পর্যন্ত বলেছিলেন সেই তিনি গত ২০০৬-এ একদিন সৌরভের বাড়ি গিয়েছিলেন আরও একটি রাজনৈতিক প্রস্তাব নিয়ে। তা হলো বুদ্ধদেব ভট্টাচার্য ও তার হয়ে যেন সৌরভ নির্বাচনে প্রচারে যান। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রীও চেয়েছিলেন
সৌরভ যাদবপুরে গিয়ে তাঁর হয়ে প্রচার করুন। এই যে প্রত্যেকটি জনগণের সৌরভকে নিয়ে ইচ্ছে হতে পারে তাতে কোনও দোষ নেই কিন্তু আমরা দেখতে পেলাম দাদা যতই দাদা হোন তার কোনও ইচ্ছা থাকতে নেই।
⛔ কিছুদিন আগেই ফেসবুকে বলেছিলাম সৌরভ গঙ্গোপাধ্যায় আর মিঠুন সমান নন। দুজনকেই বাঙালির ঘরে ঘরে চিনলেও মিঠুনের পরিচিতি খানিকটা দর হিসেবে কম। সৌরভ হচ্ছেন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বসম্পন্ন একজন জয়ী মানুষ ও বিখ্যাত ক্রিকেটার। তদুপরি তিনি একজন সুশিক্ষিত। তিনি টিভির একজন মহতী অ্যাঙ্কর আর মিঠুনও টিভি সিনেমা সমাজসেবায় যুক্ত থেকেও সৌরভের কাছে ব্যক্তিত্বে কিছুটা মার খেতে বাধ্য। সৌরভ অনেক প্রফেশন্যাল এবং অভিজ্ঞতায় অনেকগুণ শিক্ষা অর্জন করেছেন। আন্তর্জাতিক স্তরে ভারতের অধিনায়কের চাপ নিয়েছেন, দেশবাসীর হয়ে চাপ নিয়েছেন। যাচ্ছেতাই রাজনীতির শিকার হয়েছেন নিজেও। সেই চাপ হার্ট অ্যাটাকের চেয়ে বহুগুণ বেশি ক্ষতিগ্রস্ত করেছে তাকে। এমনকি নোবেলজয়ী অমর্ত্য সেনের থেকেও সৌরভ বহুগুণ পপুলার। অভিনয় ছাড়া সৌরভের প্রাজ্ঞতা অনেক বেশি মানুষকে নিয়ে। কারণ ক্রীড়াবিদ হিসেবে ইতিমধ্যেই তাকে জটিল প্রশাসনিক দায়িত্ব জিততে হয়েছে এবং বিসিসিআইয়ের সর্বোচ্চ পদ অলংকৃত করতে পেরেছেন। তিনি যে একজন যোগ্য খেলোয়াড় এবং প্রশাসনিক হেড তা বুঝিয়েছেনও। তার ব্যক্তিগত আদব-কায়দা, তার চলা হাঁটা, তার বাকপটুতা, তার শো-ম্যানসিপ, খেলোয়াড়ী মনোভাব সবকিছু তাকে কেতাদুরস্ত ও সৌজন্যময় করেছে। একই সঙ্গে তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি ও বঙ্গের শ্রেষ্ঠমুখ। সৎ চরিত্রবাণ ও কর্মঠ। পুরুষের সমস্ত গুণগুলি সৌরভ গাঙ্গুলীর মধ্যে বিদ্যমান। কিন্তু যেকোনও কারণেই হোক তিনি একটু শারীরিক বিপদে পড়েছেন। তিনি একজন শৃঙ্খলাপরায়ণ, সৃষ্টিশীল ও নিয়মনিষ্ঠ মানুষ হয়েও আজ সামান্য অসুস্থ। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এতদিন তিনি রাজনৈতিক রঙগুলি সযত্নে পরিহার করেছেন। সরকারের কাছ থেকে জমি পেয়েও ফেরত দিয়েছেন আর এইখান থেকেই যাবতীয় সন্দেহের সৃষ্টি হয়েছে। কোনও রাজনৈতিক দলকে গালাগালি দিয়েছেন এমন কেউ বলতে পারবেন না। ৩৪ বছরের বাম রাজত্বকালে একবারও তিনি বামেদের সঙ্গে মিশবেন না এটা হতে পারেনা। বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সখ্যতা নেই এমন কথাও কেউ বলতে পারবেন না। সম্প্রতি বিজেপিকে এখানে বলতে বাধ্য করা হয়েছে যে তারা জিতলে তাদেরও মুখ্যমন্ত্রী একজন বাঙালি হবেন। আর এই বাক্যবন্ধ থেকেই যত গন্ডগোলের সৃষ্টি। কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা সৌরভ গাঙ্গুলী কেউই কখনও বলেননি সৌরভ সেই বাঙালি হবু মুখ্যমন্ত্রী। সৌরভ তো সাংবাদিকদের স্পষ্ট করে দিয়েছেন এইসব নিয়ে কথা বলতে তিনি রাজ্যপালের কাছে যাননি। অর্থাৎ তিনি ওই বাক্যবন্ধতে জল ঢেলে দিয়েছিলেন। তবু সোস্যাল মিডিয়া থেকে, টিভি চ্যানেল এবং অবশ্যই সংবাদপত্রে সৌরভের হবু মুখ্যমন্ত্রীর জল ঘোলা হতেই থাকছিল এবং অনেকেই সেই ঘোলাটে জলে মাছ ধরতে পুরোদমে নেমে গিয়েছিলেন। এখন কথা হচ্ছে সৌরভদের পারিবারিক পয়সার অভাব আছে কি, নেই। সৌরভের নিজের পয়সারও অভাব নেই। প্রতিপত্তি থাকলেও প্রতিপক্ষ নেই আর। তার খেলোয়াড়ী জীবন যারা শেষ করে দিতে চেয়েছিল তাদের সম্পর্কে মুখ খুলেছেন ৯ বছর পরে। শিষ্টাচার, সৌজন্যতা, ভদ্রতা তার কাছে আমাদের শিখতে হয়। তিনি হতোদ্যম হন না কিন্তু ইতিমধ্যে তিনি যে অসুস্থ হয়ে পড়লেন তার কারণ যে তার রাজনৈতিক তরজায় জড়িয়ে পড়াই, সেটা এখন আরও টেনে পথে নামিয়ে আনতে পরোক্ষভাবে কিন্তু বাঙালি এখনও ওই পথ ছাড়তে রাজি নয়। বারংবার এইজন্য টিভিতে, কাগজে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, নিজেদের মধ্যে লোকে বলছেন, যাতে কোনোভাবেই যেন না সৌরভ ওই পথে পুণরায় পা বাড়ান। সৌরভের অসুস্থতায় যত না রাজনৈতিক দল এখন ভেঙে পড়েছে, মনে হয় তার তিনগুণ তারা বল পেয়েছে সৌরভের অসুস্থতায়। টিভির লোকেরা এমন প্যানেল ডিসকাশন ও টক-শো করতে পেরে মনে হয় বেশ স্বস্তি পেয়েছেন খানিকটা। অন্তত তিন-চার দিন সৌরভ গাঙ্গুলি তাদের অন্যকিছু না ভাবতে ফুরসত করে দিয়েছেন। অথচ আমাদের উচিত ছিল সৌরভের হবু মুখ্যমন্ত্রীর গুঞ্জন তার হাতেই ছেড়ে দেওয়া। কিন্তু ঘুরেফিরে বাঙালি এই তরজা চালিয়ে যাওয়ার পক্ষেই এখনও। এতে যে অসুস্থ সৌরভ, আরও অসুস্থ হয়ে যেতে পারেন তার কোনও চিন্তা ভাবনা কারও নেই। আমি যদি ফর্মূলাটা বা পদ্ধতিটা জানতাম তবে এখুনি একটা জনস্বার্থের মামলা করতাম সৌরভের শান্তির জন্য। কলকাতা হাইকোর্টের সরণাপন্ন হয়ে জানাতাম আবেদন, যাতে এই বিষয়ে কেউ কোনও আর আলোচনা করতে না পারেন। কিন্তু পদ্ধতিটা আমার জানা নেই।

⛔ পরিশেষে আমার ব্যক্তিগত একটা মতামত দি। আচ্ছা সত্যি কি দাদাকে মুখ্যমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছিল? না কি দাদাকে ত্রিপুরার রাজ্যপালের প্রস্তাব দেওয়া হয়েছিল? যদি মুখ্যমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়ে থাকে তবে সৌরভ গাঙ্গুলী নিশ্চিত বলেছিলেন তিনি মাঠে-ঘাটে গিয়ে কোনও বক্তব্য রাখতে পারবেন না, তিনি মিটিং-মিছিলে যেতে পারবেন না। শুধুমাত্র তিনি প্রজেক্ট হবেন। কারণ সৌরভ গাঙ্গুলীর যে গুণগত ব্যক্তিসত্তা আছে তার বাইরে গিয়ে তিনি আম রাজনীতি করতেন না, সেক্ষেত্রে বিজেপি শুধুমাত্র দাদার ছবি নিয়ে হয়তো লড়তো। এইসব কল্পনা একান্তই আমার। যদিও এই উদ্ভট কল্পনা শুধুমাত্র আমার দ্বারাই করা সম্ভব। এরপর আমি বলবো, আমি আবেদন করবো--অমিত শাহজীর কাছে, যদি দাদাকে হবু মুখ্যমন্ত্রীর প্রস্তাব দিয়ে থাকেন তবে এখন সেটা তুলে নিন। এইসময় দাদাকে অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ত্রিপুরার রাজ্যপালের প্রস্তাব দিন। কারণ দাদার এখন বিশ্রাম নিলে ভালো হয়। সেক্ষেত্রে মনে হয় দাদাকে মানাবেও ভালো এবং বাংলার খুব কাছে ত্রিপুরা রাজ্য। দ্বিতীয় পশ্চিমবঙ্গ। বরং দাদাকে ত্রিপুরার রাজ্যপাল করে দাদার উৎসাহে, ওই পিছিয়ে পড়া রাজ্যটিকে ক্রিকেটে পটু করার ব্যবস্থা নিন। পূর্ব ভারতের মধ্যে অসম একসময়, ক্রিকেটে যে তাদের প্রতিষ্ঠা ছিল এখন তা নিম্নমুখী। বরং দাদাকে ত্রিপুরার রাজ্যপাল করে ত্রিপুরা আর পূর্ব ভারতে ক্রিকেটের উন্নয়ণ ঘটানো হোক। ©® অলোক কুন্ডু

©® অলোক কুন্ডু

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

কোভিদ-১৯ ভ্যাকসিন নতুন বছরের সুখ-সমৃদ্ধি : অলোক কুন্ডু



🌏 ভ্যাকসিন নেওয়ার জন্য তৈরি তো ? ভয়ভীতি ত্যাগ করে ভ্যাকসিন নিন। --অলোক কুন্ডু


⛔ আমেরিকা ও জার্মানির যৌথ উদ্যোগে তৈরি ফাইজারের ভ্যাকসিন ৯৫% ক্ষমতা রোগ নির্মূলের। ( Pfizer and BioNT Covid19 Vaccine has been released on 2/16.12.20) কিন্তু তার সংরক্ষণের জন্য ফ্রিজার এখনও ভারতে বসেনি এবং বিদেশ থেকে আসেনি। সংরক্ষণ ব্যবস্থার হ্যাপা আছে। বিশেষ করে যে ঠান্ডায় ভ্যাকসিন রাখার কথা তার ফ্রিজিং ব্যবস্থাপনা ভারতে নেই। প্রচুর ছোট-বড় ফ্রিজীয় ব্যবস্থাপনা করতে তার প্রচুর খরচও। কিন্তু তার থেকেও খারাপ দিক হলো এই অশিক্ষিত আশা বা সমূহ স্বাস্থ্য-কর্মীদের হাতে পড়লে তার ১২টা বাজবে কিনা কেউ জানেনা। একদিকে খরচ ও রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো খরচ খুব বেশি তার ওপর চূড়ান্ত অদক্ষতা ক্ষতিগ্রস্ত করতে পারে জনজীবন। এইসব তৈরি করা, পরিকল্পনার স্তরে থাকলেও এই অদক্ষ অসচেতন ব্যবস্থাপনার ঝামেলা জনিত কারণে এবং আমাদের দেশের স্বাস্থ্য কর্মীদের অদক্ষতায় ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার আশংকা ১০০ ভাগ। হয়তো দেখা যাবে নষ্ট ভ্যাকসিন আপনাকে ও আমাকে ফুঁটিয়ে দেবে। কিন্তু দামের দিক থেকে খুব বেশি নয় হয়তো ৮০০ টাকার মধ্যে। ধরা যাক তা নানা পথে ১৫০০/- খুব জোর দাম হতে পারে। বুস্টার নিলে ৩০০০/-এর মধ্যে হওয়ার কথা। যাইহোক ফাইজার সবচেয়ে যোগ্য হলেও আমাদের দেশে হয়তো আসছে না। আমাদের দেশে ব্যবস্থাপনার ঢিলেমির জন্য এই ভ্যাকসিন আসতে দেরি হবে। তবু অনুরোধ, প্রধানমন্ত্রী এই ব্যবস্থাও গড়ে তুলুন সকলের জন্য।

⛔ এখন আমাদের হাতে আছে অক্সফোর্ডের ভ্যাকসিন ( Oxford-Astra Zeneca Covid19 Vaccine has been released on 30.12.20 in our country) যা আমাদের এখানে পুণেতে তৈরি হচ্ছে। ৯০% শক্তিশালীও। আমাদের দেশের বাজারে ও সরকারের ব্যবস্থাপনায় দেওয়া শুরু হয়ে যাওয়ার কথা। এই ভ্যাকসিন জরুরি ভিত্তিতে দেওয়ার ছাড়পত্র পাওয়া গেছে এখনই। জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকেই বাজারে কিনতে পাওয়ার কথা। এই ভ্যাকসিন কীভাবে তা তৈরি হচ্ছে এবং পুণের সেরামের পরিকাঠামো দেখতে ভারতে অবস্থিত সমস্ত দেশের রাষ্ট্রদূতরা সম্প্রতি তা অনুসন্ধান করে দেখেছেন এবং তৃপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রীও হায়দ্রাবাদের কো-ভ্যাকসিন ( Bharat-Biotech ) যেখানে তৈরি হচ্ছে তা ঘুরে দেখেছেন। আমাদের হাতে এখন দুটো ভ্যাকসিন। (১).পুণের-Oxford-Astra Zeneca Covid19 Vaccine (২). হায়দ্রাবাদের- Bharat-Biotech -এর  Co-vaccine । 

⛔ এখন সমস্ত ভ্যাকসিন দুটো করে ডোজ নিতে হবে। প্রথমটা নেওয়ার অন্ততপক্ষে ৭ দিন পর ভ্যাকসিন কার্যকর হবে। ফাইজার ও অক্সফোর্ড দেখেছে যতই উপসর্গ থাকুক না কেন প্রথম ডোজে কিছু না হওয়ার চান্স বেশি। বুস্টার ডোজে হলেও তা খুব সামান্য জনের হতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। ভারতীয় কো-ভ্যাকসিন সকলকে দিতে মার্চ- এপ্রিল ২০২১ হওয়ার কথা কিন্তু যেহেতু কো-ভ্যাকসিন তৃতীয় দফার ট্রায়াল চলছে এখানে, যা দেশীয় পরিকাঠামো ও পরিকল্পনায় তৈরি এবং যার কার্যকরী ক্ষমতা ৬০%। আমাদের এই ভ্যাকসিনটাও যদি আশু, বিনা পয়সায় দেওয়া যায় তাহলে একলপ্তে সংক্রমণ নেমে যাবে। এটাও দুটি ডোজ ২১ দিনের মাথায়। যা কলকাতার মেয়র দুটোই ট্রায়াল নিয়েছেন স্বেচ্ছাসেবক হিসেবে। 

⛔ রাশিয়া ও চীন এই দুটি দেশের ভ্যাকসিন হু-দ্বারা পরীক্ষা করা হয়নি। এই দুটি দেশ তাদের ট্রায়াল মাত্র একটা স্তর পাশ করলেও তারা আর ট্রায়াল করেনি সর্বস্তরে তা দিতে আরম্ভ করে দিয়েছে সরাসরি। হু-এর নিষেধাজ্ঞা দুটো দেশ কানে নেয়নি। রাশিয়া বরং, আমেরিকা ও ব্রিটেনের কাছে প্রস্তাব দিয়েছে তাদের স্পুটনিক-কে বুস্টার ডোজ ( দ্বিতীয় ডোজ) হিসেবে কাজে লাগালে তা খুবই কার্যকর হবে। চীনের ভ্যাকসিন বাংলাদেশ, আরবের বিভিন্ন দেশে ও আফ্রিকায় দেওয়া হতে পারে। চীনের ভ্যাকসিন খুব বিশ্বাসযোগ্য হলেও তা ভারতে পাওয়া যাবেনা। রাশিয়ার ভ্যাকসিন যেহেতু হু সাপোর্ট দিচ্ছে না, তাই এখানে পাওয়া যাবেনা বলেই ধরেই নিতে হবে। 

⛔ কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এখনও কোনও ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়নি। সকলেই আশা করছেন ফাইজারের কাজটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং ১০ বছরের আবিষ্কারের কাজটি তারা যৌথ ভাবে জার্মানদের সহায়তায় ১০ মাসে সম্পন্ন করেছে এবং যা যুগান্তকারী আবিষ্কার হিসেবে এখনই চিহ্নিত হমেছে। আগামী ভবিষ্যতে করোনার গলা টিপে ধরতে ১০০ ভাগ সফল হবে। 

⛔ এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিন নিয়েছেন এবং মারা গেছেন তা নেই। কেউ মারা যাননি। সামান্য অসুস্থ হয়েছিলেন একজন ফাইজারের স্বেচ্ছাসেবক। তিনি ভ্যাকসিন-বিরোধী প্রচার করাতে, তার বিরুদ্ধে ফাইজার ১০০ কোটি টাকার মামলা করেছে। ভ্যাকসিন নিয়ে বিরোধীতা, ইতিমধ্যে ফেসবুক জানতে পারলে যেকোনও বিরোধিতা মুছে দেবে। ফেসবুকে ও হোয়াটসঅ্যাপেও বিরোধী প্রচার যারা করবেন তারা সতর্ক হোন। কারণ তারা কিন্তু বেআইনি কাজের মধ্যে পড়ে যাবেন। এইরকম ভিডিও পেলে ফেসবুকে জানান। কারণ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজে তিন চারটি উপসর্গের একটি সামান্য হলেও হতে পারে। সেই কারণে বিচলিত হওয়ার কোনও কারণ নেই। ভ্যাকসিন নিন আনন্দের সঙ্গে। কারণ আপনাকে ধরে নিতে হবে করোনার নানা ধরনের সংক্রমণ ক্ষমতা আমাদের মধ্যে আরও ঘোরাফেরা করবে। ইতিমধ্যে চরিত্র পাল্টে করোনা বিলাতি আখ্যা পেয়েছে। 

⛔ ©® অলোক কুন্ডু


মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

সৌরভ মুখ্যমন্ত্রী হলে বিচক্ষণতার অভাব হবেনা : অলোক কুন্ডু

২০০৫-এ যখন ভারতীয় সিস্টেম ও বিদেশি কোচ গ্রেগ চ্যাপেলের চক্রান্তের শিকার হয়ে সৌরভ গাঙ্গুলী ক্রিকেট থেকে বাদ পড়েছিলেন তখন আনন্দবাজার তাদের এডিটোরিয়াল পেজে বাঙালিদের পরামর্শ দিয়েছিল বাঙালি যেন প্রাদেশিকতার শিকার হয়ে না পড়েন। শরদ পাওয়ার ও দিল্লি-মুম্বাই গোষ্ঠী ভেতর ভেতর নক্কারজনকভাবে গ্রেগ চ্যাপেলের অনৈতিক কাজে যে মদত দিয়েছিলেন এবং সেদিন সৌরভকে মাঠ থেকে বার করে দিয়েছিলেন। এর মধ্যে যে প্রাদেশিকতা একেবারেই ছিল না এটা আজও কেউ জোর করে বলতে পারেন না। প্রাদেশিকতার গন্ধতো একটা ছিলই। ২০০৬ -এ সৌরভ সেই হতাশা কাটিয়ে উঠতে রোজ সকালে ইডেনে এসে দৌড় এবং জাম্প প্র্যাকটিস বাড়িয়ে দেন এবং খেলায় রীতিমতো ফিরে আসেন কিন্তু সৌরভ এত প্রফেশনাল যে ২০১৯-এর আগে সেই নিয়ে কখনও তিনি মুখ খোলেননি। নিজের দুঃখের বিলাসিতা একেবারেই করেননি। এই শিক্ষা থেকে আমরা কি কিছু শিক্ষা পাইনি ? সৌরভ গাঙ্গুলী আর গ্রেগ চ্যাপেলের মানসিক দ্বন্দ্বের জেরে যখন সৌরভকে অধিনায়ক ও টিম থেকে ছেঁটে ফেলা হলো তখন এখানকার ক্রিকেট জগৎ খানিকটা চুপচাপ ছিল। আজকাল পত্রিকা জেগে উঠলেও সমস্ত বাঙালি জাতি আনন্দবাজারের প্রাদেশিক না হওয়ার বাণী স্মরণ করে খুব একটা নড়েচড়ে বসেনি। কলকাতা প্রেস ক্লাবে বাঙালির হয়ে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছিলেন রূপা গাঙ্গুলী, বিপ্লব চ্যাটার্জী ও মাত্র তিন চার জন। মুখ্যমন্ত্রী, বুদ্ধবাবু বলেছিলেন, এমনটা হওয়া উচিত নয় তবু তিনি সৌরভের জন্য শরদ পাওয়ারকে অনুরোধ কিছু করেননি, সৌরভের পক্ষে ছিলেন বটে কিন্তু কিছু করতে পারেননি। বাঙালি খেলোয়াড়রা কোনও প্রতিবাদ মঞ্চ গড়েননি সেদিন। কোনও রাজনৈতিক দল সেদিন ২০০৫-০৬ এ একটাও বাংলাবনধ্ ডাকেননি, এমনকি প্রতিবাদ সভাও কোথাও করেননি। অতি উৎসাহী বাঙালি যুবকরা ইডেন ও নানা জায়গায় পোস্টার মেরেছিলেন। গো ব্যাক গ্রেগ চ্যাপেল ধ্বনিও উঠিয়ে ছিলেন। কিন্তু এর বেশি কিছু হয়নি। আনন্দবাজার এডিটৌরিয়ালে লিখেছিল খেলায় প্রাদেশিকতাকে মদত দিলে সমগ্র ক্রীড়ার ক্ষতি, জাতির ক্ষতি, তাই সৌরভের জন্য বাঙলায় কোনও অরাজকতা সৃষ্টি যেন ছেলের দল না করে বসেন। মূলত শরদ পাওয়ার ও মুম্বাইবাসীদের বিরুদ্ধে কেউ মুখ খোলেন নি। গ্রেগ চ্যাপেলের উদ্দেশ্যে সফল হয়নি। ভারতও খুব একটা কিছু খেলায় করে দেখাতে পারেনি। গ্রেগের কোচিং খুব একটা ভারতকে উচ্চতায় তুলতে পারেনি। গ্রেগ চ্যাপেল গো ব্যাক ধ্বনির মাহাত্ম্য বাড়তে থাকায় গ্রেগ পালাতে বাধ্য হন। ফিরে গিয়ে বলেছিলেন ভারতীয়দের হাত থেকে বেঁচে ফিরেছি। অথচ সমস্ত বাঙালি যদি সেদিন এক হতো তাহলে একজন বিদেশীর কাছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে চরম হেনস্থা ও অপমানিত হতে হোতো না। ভাবলে গা শিউরে ওঠে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে বিসিসিআইয়ের কেউ সেদিন পাশে দাঁড়াননি। বাঙালিরা পিছিয়ে এসেছিল প্রাদেশিকতা যাতে না প্রশ্রয় পেয়ে যায়। মাঝখান দিয়ে গ্রেগ সপাটে বাউন্ডারি মেরেছিলেন। সৌরভ ১২ বছর পরে মুখ খুলেছিলেন। পরে বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে তার ক্যারিয়ারের দ্বিতীয় ধাপ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে। প্রশাসনিক ক্ষমতা যে তারও আছে রাজনীতিবিদরা তা স্পষ্ট বুঝতে পেরেছেন অবশেষে। কিন্তু মুস্কিল হচ্ছে একদল অবুঝ একবগ্গা বাঙালিকে নিয়ে। অন্য প্রদেশ নয় ২০২০-র শেষে এসে সৌরভের পেছনে লেগে পড়েছেন বাঙালির একাংশ। কারণটা কি? কারণটা আর কিছু নয়। কারণটা হলো সৌরভের সঙ্গে বিজেপির কিছুদিন যাবদ একটা সামঞ্জস্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠায়। আড়ালে আবডালে এখন আকস্মিকভাবে মুখ্যমন্ত্রীরূপে তার নাম শোনা যেতেই বিভিন্ন দলীয় মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি রব উঠে গেছে। আসলে সৌরভ নয়। বিজেপিকে আটকানোই তো এখানে মূল উদ্দেশ্যে। যেভাবেই হোক তারা সেই জন্য সৌরভের বিরোধী প্রচার সফল করে তুলতে লেগে পড়েছেন। মুখ্যমন্ত্রী তিনি হবেন কি হবেন না--এই বিষয়ে সৌরভের কিছুমাত্র না জানা থাকলেও, বাঙালি বুঝি বা আগেই বুঝে যায় যে সৌরভ মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির ভোট ব্যাঙ্ক এখন সত্যিই ঈর্ষান্বিত করে অন্য দলগুলিকে। তারসঙ্গে সৌরভের যোগ থাকলে তো সবাই কুপোকাত হয়ে যেতে পারেন। এখন যে যেখানে এক একটা ছোট-বড় পদ নিয়ে আছেন, যদি তা চলে যায় ! এই অমূলক ভয় এখন তাদের পেয়ে বসেছে। তাই খুব সামান্য সংখ্যক বাঙালি এখন কথায় কথায় সৌরভের বিরোধিতায় পথে নেমে পড়েছেন। কোনও যুক্তি নেই তাদের মধ্যে। হাতে আছে মিথ্যে প্রোপাগান্ডার মতো এক ঝুড়ি আবোলতাবোল কথা যার কোনও ভিত্তি নেই। আপত্তির বন্যা বইয়ে দিচ্ছেন হয়তো কেউ কেউ না বুঝেই। তবু তার মধ্যে রাজনীতিতে তাদের প্রিয় দাদাকে দেখতে কেউ কেউ পছন্দ করেন না সেটা তাদের ব্যক্তিগত কারণ। কিন্তু এমনটা আমরা কিছুতেই ভাবছি না কেন? সেটাই বড় আশ্চর্যজনক। যদি সৌরভকে একটা চান্স দেওয়া যেতে তাহলে দ্বিতীয় বিধানচন্দ্র রায়ের মতো একজন প্রফেশনালকে আমরা পেতাম। সিদ্ধার্থ রায়ও প্রফেশনালদের মধ্যে একজন। আসলে মধ্যবিত্ত বাঙালি অভ্যস্ত নয় দেখতে এমন একজন প্রফেশনাল মুখ্যমন্ত্রী। বামপন্থীরা এতদিন বলতো সৌরভ তো তাদের ছিল। এখন বামপন্থীরাও বলছেন সৌরভের রেস্টুরেন্টে নানা দুর্নীতি আছে। কি অবস্থা! এইসব সামান্য ভুঁইফোঁড় ব্যক্তিদের সমালোচনা সৌরভ কি কখনও গায়ে মাখবে ? সৌরভ একজন চূড়ান্ত প্রফেশনাল। এখানে প্রফেশনাল ছিলেন সত্যজিৎ রায়, সৌমিত্র চ্যাটার্জীরা। প্রফেশনাল কথার অর্থ যারা তার প্রফেশনকে সম্মান করে সেখান থেকে সৎপথে আয় করেন। রাজনৈতিক মত তাদের থাকলেও কখনও রাজনৈতিক রঙ ধরে তারা মেতে ওঠেন না। তা বলে তাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে বাধা আছে এমনটা কোথাও দেখা যায়নি। বিদেশে প্রফেশনালরাই বারবার দেশ চালিয়েছেন। তাদের মাথা অনেক স্বচ্ছ হয়। কম সময়ে তারা সমগ্র চিন্তা ভাবনা করতে পারেন। আর সৌরভ তো সেইক্ষেত্রে একজন সেরা মানুষ। যিনি কয়েক সেকেন্ডের মধ্যে মাঠের মধ্যে সমগ্র দেশের সম্মানের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে পেরেছিলেন বারবার। ২০০৩ শুধুমাত্র নয়, সৌরভের কাপ্টেন্সি ঈর্ষার বিষয় বিশ্ব ক্রিকেটে। ফুটবলারকেও সিদ্ধান্ত নিতে হয় ভগ্নাংশ সময়ে কিন্তু একজন ক্রিকেটারকে অনেক সময় একজন ফুটবলারের থেকেও বিচক্ষণতা দেখাতে হয়। দেশকে সম্মানিত করতে চাওয়া সৌরভ তাই নিজেকে সম্মানিত করতে চাওয়া রাজনৈতিক নেতাদের থেকে যে যথেষ্ট দূরদর্শী ও দক্ষ ও বিবেচক হবেন এটা ধরে নেওয়াই যায়। কিন্তু আমাদের দেশে প্রফেশনালদের আয়কে এদেশের লোক বড় অসম্মানের চোখে দেখে। মানুষের মধ্যে এইসব কুরুচিপূর্ণ সঞ্চয় হলো বাঙালির ব্যক্তিগত মধ্যবিত্ত একটা পরম্পরা। যে কারণে সৌমিত্রর বিজ্ঞাপন নিয়ে বিতর্ক করেছে এই জাতি। এত হিংসুটে জাতি ভারতে বুঝি আর কোথাও নেই। দাদাগিরিও তো সৌরভের প্রফেশনাল এনগেজমেন্ট তাই না। তাছাড়া সৌরভের মুখ থেকে আবোল তাবোল কথা মনে হয় জীবনেও শোনা যাবেনা কখনও। শুধুমাত্র বিজেপির জন্য এত জনপ্রিয়, এত দক্ষ এত বিবেচক ও কর্মে আগ্রহী একজন সৎ নিয়মনিষ্ঠ সৎ দেশ সেবককে গালি খেতে হচ্ছে, ভাবলে মর্মাহত হতে হয়। রাজনৈতিক নেতার মধ্যে এত গুণ চাওয়া পরিহাস শুধুমাত্র নয় তা অবাস্তবও। সত্যি কি দাদা আমাদের মুখ্যমন্ত্রী হবেন ? অথবা এইসব প্যাঁচ ঠেলে নেতৃত্ব দিতে। যেন আগুনখোর মিথ্যা ভাষণ একমাত্র রাজনীতিতে আসার মাপকাঠি। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় কি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারেন। প্রথমত তার যোগ্যতা আছে কিনা। গ্রেগ চ্যাপেলের ভয় ছিল ভারতীয়রা তাকে মেরে ফেলবে। কিন্তু সৌরভ কখনও কিন্তু মুখ খোলেননি গ্রেগকে মার খাওয়াতে। এতটাই তিনি ভদ্র। একজন মুখ্যমন্ত্রীর ভদ্রতাগুণ হচ্ছে জাতির ঐতিহ্য, সেই গুণ সৌরভের পরিপূর্ণ আছে যথেষ্ট মাত্রায় আছে। এই যে ফেসবুক জুড়ে বিভিন্ন দলীয় মানুষের ত্রাহি রব উঠেছে সৌরভকে নিয়ে তা ভাবলে খুব অবাক লাগে। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগেই সৌরভ হঠাও অভিযান আমাদের হীনমন্যতাকেই প্রশ্রয় দেয়। কিন্তু বিজেপির হারাজেতা এখন লাখ টাকার প্রশ্ন। যদি আব্বাস সিদ্দিকীদের সঙ্গে তৃণমূলের জোট হয় তবে বিজেপির এইবার রাজ্যে জয়যুক্ত হওয়া নিশ্চিত আটকে যাবে। যদি তা হয়ও তবে ২০২৬-এ শুভেন্দুর মুখ্যমন্ত্রীত্ব ও বিজেপির পশ্চিমবঙ্গ দখল তখন আরও সহজ হয়ে যেতে পারে, কিন্তু তা আরও ছয় বছর পরের কথা। রাজনীতিতে একদিনের ব্যবধানেও বহু ওলটপালট হয়েছে। ভবিষ্যতে যাইহোক না কেন, এখন একটা ধারণা হয়েছে তা হলো বিজেপির হাত ধরে সৌরভ এবারে এখানে মুখ্যমন্ত্রী হতে পারেন। এটা ধারণা মাত্র, এটা আন্দাজ মাত্র। সৌরভ কোথাও বলেননি আমি রাজনীতিতে আসতে চাই। এমনকি এও বলেননি যে অমুক পার্টি খারাপ তমুক পার্টি খারাপ। যদি পরিস্থিতি বিচার করা যায়, দেখা যাচ্ছে সৌরভকে এইভাবে কেউ সামাজিক সম্মান দেয়নি যা বর্তমান কেন্দ্রীয় সরকার এই সময়ে দিচ্ছে। সৌরভ এতই প্রফেশনাল যে তার নেওয়া জমিজমা ফেরত দিয়ে দিলেন। কোনও বাঙালি ভুল করেও এই আত্মহত্যা করবেন না। জমিজমা নিয়ে আজ পর্যন্ত কেউ ফেরত দেয়নি। অবাক কান্ড এইসব বোকামি কেউ করে। বাঙালির এইসব দেখা অভ্যাস নেই। আমরা গ্রামেগঞ্জে দেখেছি ছ-ইঞ্চি জমির জন্য ভাইকে এখানে ভাই মেরে দিয়েছে। একজন সাধারণ প্রতিবেশীকে আমরা সহ্য করতে পারিনা। ধারণা এমন একটা একবগ্গা জিনিস যে কেউ নিজের ধারণাতেই শ্রেষ্ঠ থাকেন। আর ধারণাকে ভাবেন তা অকাট্য যুক্তি। আসলে কোনোকিছু অকাট্যভাবে প্রমাণিত হলে বলতে পারেন যে আপনার ধারণা যুক্তিতে পরিণত হলো। কিন্তু যুক্তি এমন নয় যে সব সময় আমাকেই সে মেনে চলবে। প্রমাণিত হলে তবে তা যুক্তি হয়। তাই যুক্তির সঙ্গে ধারণার তফাৎ হয়। আর মুস্কিল হচ্ছে ধারণাকে সবাই যুক্তি বলে ভেবে নেন। আর লাখো মানুষের লাখো ধারণা তৈরি হতে বিশেষ সময় লাগেনা। কিন্তু যুক্তি এমন হতে হয় যা লাখো মানুষের একরকম। যুক্তি হলো মৌলিক এর হেরফের নেই। কিন্তু আমরা সকলেই ধারণাধারীরা নিজের আবোলতাবোল মতামতকে যুক্তি বলে মেনে নি। ধারণাকারীরা তাই সৌরভের মতো যুক্তিবাদীকে চিনতে ভুল করছেন। প্রফেশন কোনও দোষের নয়। বিদেশে প্রফেশনালরাই দেশ চালায়। আসলে প্রফেশনালরাই সঠিক মানুষ হন এটাতে আমরা অভ্যস্ত নই। মনে হতে পারে মিঠুন আর এক বাঙালি এবং মিঠুনও প্রফেশনাল। কিন্তু প্রফেশন থেকে মিঠুন সরাসরি নিজের কর্তৃত্ব নিয়ে কখনও এই রাজ্যের হাল ধরতে আসেননি, বড় জায়গায় প্রতিষ্ঠিত করেননি। বরং নিজেকে খেলো করতে রাজনৈতিক প্রচারে সংযুক্ত থেকেছেন। রাজনৈতিক দলের কর্তৃত্ব মেনে নিজেকে ছোট করেছিলেন। তাই সৌরভ আর মিঠুনের দিগদর্শন সমান নন। মিঠুন রাজনৈতিক প্রচারে নেমেছেন। রাজনীতিও করেছেন সব দলে। সৌরভের এই দোষ নেই। সৌরভ আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এখনও টাকা উপার্জনের জন্য পথেঘাটে ক্লাবে যাননি। এখনও যথেষ্ট ইমেজ আছে। মিঠুন সিনেমায় সফল হলেও টাকা উপার্জনের জন্য মিঠুন অনেকক্ষেত্রে দুর্বল হয়েছেন। সৌরভের ব্যক্তিত্ব আর মিঠুনের ব্যক্তিত্বের ফারাক আছে। সৌরভের ইমেজ আরও উঁচু দরের। সৌরভের মধ্যে মজা যেটা আছে তা শিক্ষায় দীক্ষায় অলঙ্ঘনীয় কিন্তু সৌরভ কখনও নিজেকে মজার বস্তুতে রূপান্তরিত করেননি। যারা সৌরভের চরিত্র নিয়ে বলবেন তিনি আগে ভাবুন যুক্তি দিয়ে তা কতটা প্রমাণ করতে পারবেন। মুখ্যমন্ত্রী হোন বা না হোন। সৌরভকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তবে একজন আন্তর্জাতিক, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে এই মূহুর্তে সৌরভ ছাড়া আর কার কথাই বা ভাবতে পারি, মুখ্যমন্ত্রীর চেয়ারে ? যদিও মুসলিম ভোট ছাড়া সৌরভের জেতা কিংবা মুখ্যমন্ত্রী হওয়া কোনোভাবেই এখানে তা হওয়া সম্ভবপর নয়। তবে ভাবতে দোষ কি ? কল্পনা যদি এমন হোতো তবে আমাদের স্বপ্ন অন্যরকম হোতো। না হয় এই লেখা কল্পনা হয়েই থাক সৌরভ মুখ্যমন্ত্রী হিসেবে নবান্নে হয়তো কখনও যাবেন না তবে আমাদের ভাবতে দোষ কি? অলোক কুন্ডু ( ৩০.১২.২০)

When Sourav Ganguly was dropped from cricket in 2005 after falling victim to a conspiracy by the Indian system and foreign coach Greg Chappell, Anandabazar advised Bengalis on their editorial page not to fall prey to provincialism.  The power that Sharad Pawar and the Delhi-Mumbai faction inflicted on Greg Chappell's immoral activities and that day kicked Saurabh off the field.  No one can say for sure that there was no provincialism in it at all.  There was only the smell of provincialism.  To overcome that frustration in 2007, Sourav came to Eden every morning to increase his running and jumping practice and return to the game, but Sourav is so professional that he never opened his mouth about it before 2019.  He did not have the luxury of his own sorrow at all.  Didn't we learn something from this teaching?  The cricketing world was a bit quiet when Sourav was dropped from the captaincy and the team due to a mental conflict between Sourav Ganguly and Greg Chappell.  Nowadays, even though the newspaper woke up, the whole Bengali nation did not move much remembering the message that Anandabazar was not provincial.  Rupa Ganguly, Biplob Chatterjee and only three or four people attended the protest rally on behalf of the Bengalis at the Calcutta Press Club.  The Chief Minister, Buddhababu, said that this should not have happened, but he did not request Sharad Pawar for Saurabh, he was in favor of Saurabh but could not do anything.  The Bengali players did not stage any protest that day.  No political party called a Banglabandh on that day in 2005-06, not even a protest meeting was held anywhere.  Very enthusiastic Bengali youths put up posters in Eden and other places.  Go back Greg Chappell also picked up the sound.  But nothing more.  Anandabazar wrote in the editorial that supporting provincialism in sports is a loss to the entire sport, a loss to the nation, so for Saurabh, there should be no anarchy in Bengal without a boy's team.  No one has spoken out against Sharad Pawar and Mumbaikars.  Greg Chappell's intentions did not succeed.  India also failed to show much in a game.  Greg's coaching did not lift India very high.  Greg Chappell was forced to flee as the sound of the Go Back sound continued to grow.  He went back and said that he had escaped from the hands of the Indians.  But if all Bengalis were united on that day, Saurabh Gangopadhyay would not have been subjected to extreme harassment and humiliation by a foreigner.  No one from the Board of Control for Cricket in India (BCCI) stood by him that day.  The Bengalis lagged behind so that provincialism could not be tolerated.  Greg hit a flat boundary in the middle.  Sourav opened his mouth 12 years later.  Later, the second phase of his career as BCCI president has become brighter.  Politicians have finally realized that he also has administrative power.  But the problem is with a group of ignorant Ekbagga Bengalis.  Not another province, at the end of 2020, a section of Bengalis have fallen behind Saurabh.  What is the reason?  The reason is nothing else.  The reason is that the BJP has been building a harmonious and friendly relationship with Sourav for some time.  As soon as Abdal's name is suddenly heard as the Chief Minister, there is an uproar among the people of different parties.  Not actually fragrance.  The main purpose here is to stop the BJP.  Either way, they are working to make the anti-Saurabh campaign a success.  Whether he will be the Chief Minister or not - although Saurabh does not know anything about it, Bengalis understand or understand in advance that Saurabh will be the Chief Minister.  The BJP's vote bank is now really jealous of other parties.  With the addition of Saurabh, everyone can be knocked out.  Now that's where one of the big and small positions is, if it goes away!  This unfounded fear is now getting to them.  So a very small number of Bengalis are now verbally opposing Saurabh.  There is no argument between them.  There is a basket of nonsense like false propaganda in hand which has no basis.  Some people are flooding the book with objections without realizing it.  Yet some do not like to see their beloved grandfather in politics because of their personal reasons.  But why don't we think about it?  That is the big surprise.  If Sourav had been given a chance, we would have got a professional like the second Bidhanchandra Roy.  Siddhartha Roy is also one of the professionals.  In fact, middle class Bengalis are not accustomed to seeing a professional chief minister.  The leftists used to say that Saurabh was theirs.  Now even the leftists are saying that there is corruption in Sourav's restaurant.  What a situation!  Will Saurabh ever criticize these little bhuiphonda people?  Sourav is an ultimate professional.  Satyajit Ray and Soumitra Chatterjee were professionals here.  The word professional means those who respect his profession and earn from it.  Even if they have a political opinion, they never become political.  That said, there is no sign that they are barred from becoming the chief minister of the state.  Professionals abroad have repeatedly run the country.  Their heads are much clearer.  In less time they can think the whole thing.  And Saurabh is the best man in that case.  Who in a matter of seconds was able to make a decision repeatedly looking at the honor of the whole country on the field.  Not only 2003, Sourav's captaincy is the envy of world cricket.  Footballers also have to make decisions in fractional time but a cricketer often has to be wiser than a footballer.  It is safe to assume that Saurabh, who wants to honor the country, will be far-sighted, efficient and considerate from the political leaders who want to honor themselves.  But the people of this country look at the income of professionals in our country with great disrespect.  These ugly savings among the people are a tradition of the private middle class of Bengalis.  That is why this nation has debated about Soumitra's advertisement.  There is no other country in India that understands such a jealous nation.  Dadagiri is also Sourav's professional engagement.  Moreover, it seems that nonsense from Sourav's mouth will never be heard in his life.  It is shocking to think that an honest country servant who is so popular, so skilled, so considerate and interested in action is being abused only for the BJP.  It is not only ridiculous to ask for so many qualities in a political leader, it is also unrealistic.  Will Dada really be our Chief Minister?  Or to lead by pushing these punches.  As if the fiery speech is the only measure of coming into politics.  That is, can Sourav Ganguly be the Chief Minister of Bengal?  The first is whether he has qualifications.  Greg Chappell feared the Indians would kill him.  But Saurabh never opened his mouth to beat Greg.  He is so polite.  The politeness of a Chief Minister is the heritage of the nation, that quality is full of fragrance and has enough.  It is very surprising to think that people from different parties have started shouting about Sourav on Facebook.  Because even before Saurabh became the Chief Minister, the campaign indulged in our inferiority complex.  But the BJP's loser is now a question of lakhs of rupees.  If there is a grassroots alliance with Abbas Siddiqui, the BJP's victory in the state this time will be certain.  Even if that happens, Shuvendu's chief ministership in 2028 and the BJP's takeover of West Bengal may be easier then, but that is six years later.  There have been many upheavals in politics in a single day.  Whatever the future may be, there is an idea now that Saurabh can be the chief minister here this time with the help of the BJP.  It's just an idea, it's just a guess.  Nowhere did Sourav say I want to come into politics.  He did not even say that such and such a party is bad.  If the situation can be judged, it is seen that no one has given Saurabh the social respect that the present central government is giving at this time.  Sourav was so professional that he returned the land he had taken.  No Bengali will commit suicide by mistake.  To date no one has returned the land.  No one does these stupid things.  Bengalis do not have these habits.  We have seen in Gramegonj that a brother has killed his brother here for six-inch land.  We cannot tolerate a common neighbor.  Ideas are one of the best things anyone can do.  And the idea is an irrefutable argument.  In fact, if something is irrefutably proven, you can say that your idea has become logical.  But the argument is not that he will always obey me.  If proven, however, it is an argument.  So there is a difference of opinion with logic.  And the difficulty is that everyone thinks of the idea as an argument.  And it doesn't take long for millions of people to come up with ideas.  But the argument has to be something that millions of people somehow.  The argument is that there is no difference in the basics.  But not all of us thinkers have accepted our own nonsense as an argument.  Conceptors are therefore mistaken in recognizing a rationalist like Sourav.  Profession is not a fault.  Professionals run the country abroad.  In fact, we are not accustomed to the fact that professionals are the right people.  It may seem that Mithun is another Bengali and Mithun is also a professional.  But Mithun never came directly from the profession to take the helm of this state with his own authority, nor did he establish it in a big place.  Rather, he has been involved in political propaganda to play himself.  He made himself small by accepting the authority of the political party.  So the direction of Saurabh and Mithun is not the same.  Mithun has started political campaign.  He has also done politics in all parties.  Sourav is not to blame.  Sourav is an international personality.  Still did not go to the club on the way to earn money.  There are still enough images.  Although Mithun was successful in movies, he has become weak in many ways to earn money.  There is a difference between the personality of Sourav and the personality of Mithun.  Sourav's image is at a higher price.  What is fun in Saurabh is inviolable in education initiation but Saurabh never transformed himself into a funny object.  Those who talk about Saurabh's character will be able to prove it by reasoning.  Be the Chief Minister or not.  It is our duty to respect Saurabh.  But as an international, a non-communal person, who else can I think of at this moment except Saurabh, in the chair of the Chief Minister?  However, it is not possible for Sourav to win or become the Chief Minister without the Muslim vote.  But what's wrong with thinking?  If imagination was like that, our dream would be different.  Or maybe this writing is just a fantasy. Sourav may never go to Navanne as the Chief Minister, but what is wrong with us thinking?  Alok Kundu (30.12.20)

রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

বোলপুরে অমিত শাহের উপচে পড়া বারান্দার ভিড় না শুভেন্দুর নন্দীগ্রামের সংখ্যালঘু ভোটারের সহায়তা কোনটা বেশি জরুরি: অলোক কুন্ডু

শুভেন্দুর বিজেপিতে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের রাগ, দুঃখ, ক্ষোভ, মান- অভিমান এবং অপমানিত হওয়া সমস্ত কিছু বোঝা যায়। পার্টি অফিস দখল, ফ্লেক্স জ্বালানো এইসবের কারণ বোঝা যায়। কিন্তু এইজন্য কদিন ধরে সব থেকে বেশি চটেছেন বামপন্থীরা বিশেষ করে সিপিএম দল। তারাই এইসবের আলোচনা নরক গুলজার করে রেখেছেন। এই মূহুর্তে পার্টি বাঁচাতে দু একটি কর্মসূচি ও কৃষকদের পাশে দাঁড়িয়ে যাওয়া ছাড়া এমনকিছু নিজেদের প্রোগ্রাম নেই। নিজেদের প্রচার নেই বললেই চলে। তাদের ৩৪ বছরেই যে সরকারের বিস্তারিত সরকারি অর্ডার বেরিয়েছিল সেই খবর সংগ্রহ করে তা তারা জানাতে পারতো। তারা জানাতে পারতো পার্টির বাইরে কত পরিবারের তারা উন্নয়ন করেছিলেন। কিন্তু তাদের এখন বুঝি নেগেটিভ রাজনীতি করার সময় এসেছে। গণশক্তিতে কদিন ধরেই তারা শুভেন্দুর বিষয়ে লিখে চলেছেন। কিন্তু শুধুমাত্র শুভেন্দু তো দলবদল করেনি। লক্ষ্মণ শেঠ বাহাত্তরটা দলের কাছে গিয়েছিল। দল বদলুতে তারাই বা কম কিসের। বহু সিপিএম, সিপিআইও যোগ দিয়েছে বিজেপিতে এবং তৃণমূলে। কিন্তু বামপন্থীরা একটানা গালাগাল, ছবি-শেয়ার, লেখা লিখছে শুধুমাত্র শুভেন্দুকে নিয়ে। গণশক্তিতে প্রথম পৃষ্ঠার দুটো স্থানে লেখা হয়েছে গতকাল-- দলবল নিয়ে। অথচ তাদের এম.এল.এ, থেকে পঞ্চায়েত প্রধান ২০১২ থেকে ৯ বছর ধরে রোজ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। দলবদল নিয়ে সিপিএম বিগ্রেড ডাকেনি, মাইলব্যাপী বড় বড় মিছিল করেনি বাংলা-বনধ্ করেনি। তাদের দলের লোকেরা মিছিল করে যখন চলে গেছেন তখন সেই খবর ছেপেছে খুব বেশি নয়। কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই। তাদের হারিয়েই তৃণমূল ক্ষমতায় এসেছে। তাদের ক্যাডার মার খেয়েছেন। মরে পর্যন্ত গেছেন। জেল খেটেছেন তারাই। দিন দিন তাদের অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে। ইদানিং তাদের পার্টি অফিস যে অবাধে খুলতে দেওয়া হচ্ছে তার কারণ সাধারণ মানুষের অজানা নয়। আবার বেশি বাড়াবাড়ি করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। কিন্তু সিপিএমের বক্তব্য, তাদের ব্যবহার, তাদের উঠাবসা সবটুকু আজ বিজেপি কেন্দ্রিক। এইজন্য তাদের হিন্দু ভোট দিন কে দিন কমে যাচ্ছে। এতে তাদের বিন্দুমাত্র খেয়াল নেই। জ্যোতি বাবু পলিটব্যুরোর মিটিং থেকে বেরিয়ে বলেছিলেন ওদের বিরুদ্ধে মুখ খুললে ওরা শাস্তি দেবে, মেরে ফেলবে। ওরা কারা। ওরা সিপিএম দল। সকলেই জানেন প্রকাশ কারাত ও সীতারাম ইয়েচুরির জন্য জ্যোতি বাবু প্রধানমন্ত্রী হতে পারেননি। অমন ভাল রাজনৈতিক নেতাকে অবধি চোখের জলে নাকের জলে হতে হয়েছিল,স্পিকার পদ থেকে পদত্যাগের চাপ দিয়ে পার্টি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সিপিএম ভাল করে জানে তাদের ক্যাডাররাই বিজেপিতে গেছে। ক্ষমতায় যে থাকে সেখানে প্রচুর মধু থাকে। গরীব মানুষ কিছু পেতে ওই দলে যায়। ক্যাডার কারও তাই কেনা নয় গোলাম নয়। বামপন্থীদের সেইসব ভাল, সৎ চরিত্রবান সৃষ্টিশীল, নিষ্ঠাবান নেতারা আর নেই, সেই যুগও নেই তাদের। কম্যুনিজম দিয়ে এইদেশে আর কিছু হবেনা। লেনিন, স্টালিন মাও জেদং এর অমন রাশিয়া ভেঙে টুকরো টুকরো চীন এখন কর্পোরেট। এখানে সিপিএম কেন্দ্রীয় সরকার থেকে বেরিয়ে এসে যে ভুল করেছে সেই মাসুল তারা গুণে চলেছে। এখন কৃষক আন্দোলনে এগিয়ে থেকে সেই ভুলের প্রায়শ্চিত্ত করছে তারা। প্রকৃতপক্ষে ২০১১ সালে দিল্লির কংগ্রেস সরকার, যে সমস্ত অফিসারকে এখানে নির্বাচনে ডেপুটশনে পাঠিয়েছিল। তাদের পই পই করে বলে দিয়েছিল যেভাবেই হোক গ্রামেগঞ্জে সিপিএমের ভোট মেশিনকে বসিয়ে দিতে হবে। সেইসব ডেপুটেশনে আসা অফিসাররা, কোনও বুথে সিপিএমেকে নড়তে দেয়নি। ধারে কাছে এলে পুলিশ দিয়ে পিটিয়ে ছিল। ২০১১ এর ফল সিপিএম জানে। এমনকি নির্বাচনের আগের দিন সারারাত ওইসব অফিসার ঘুমোননি, সিপিএমকে রীতিমতো তাড়া করে রেখেছিল। এবারের নির্বাচনে ভোট জোগাড় করা তাদের পক্ষে আরও কঠিন। কিন্তু তাদের লড়াই কিরকম হবে, সেই অনিল বিশ্বাস এখন নেই। এখন ভাটবকে যে, নির্বাচনে ভোট উদ্ধার করা যাবেনা এই কথা বামপন্থী দল সিপিএমের না বোঝার কথা নয়। এমনিতে দুর্গা পুজোয় তারা বাংলার সস্কৃতি থেকে চিরকাল নিজেদের গুটিয়ে রাখতে রাখতে সমাজে হীনমন্য হয়ে গেছে। সপ্তাহে সপ্তাহে পার্টি ক্লাসের থেকে যে ক্লাব অনেক বড় কালচার সেই কথা তারাও বুঝেছেন তৃণমূলের আমলে। তারা ৩৪ বছরে বহু ভাল কাজ করেছেন। কিন্তু তাদের সেইসব কাজ কেউ মনে রাখেনি তাদের ধর্মীয় রীতিনীতির জন্য। কারণ সমাজে তারা বন্ধু হয়ে ঢুকতে পারেনি। উটপাখির রাজনীতি তাদের ভুলিয়ে দিয়েছে। লক্ষ্মণ শেঠ, তপন, শুকুর এই তিনটি লোক তাদের গোটা পার্টির সর্বনাশ করে দিয়েছে। লক্ষ্মণ শেঠ ফিরে আসায় তাদের তাই ভালোর থেকে খারাপ হবে। নাক কেটে যাত্রা ভঙ্গর আয়োজনের এই রাজনীতি, তাদের আরও পিছিয়ে দেবে। কিন্তু বাম রাজনীতির পথ এরকম নয়। তাদের নিবিড়ভাবে কাজ করে যাওয়া থেকে তাদের ৩৪ বছর কাজের গুণগান প্রচার করতে কখনও তারা এগিয়ে আসেনি। বরং পিছনে গিয়ে বিজেপির বিরুদ্ধে কাটি করাই মুখ্য ভাবনাতে তারা এখন এসে দাঁড়িয়েছে। গত নির্বাচিনে ৭% ভোট ছিল। এই হিসাব বাড়ার থেকে এইবার তাদের ভোট আরও কমে যাওয়ার চান্স খুব বেশি। খুব জোর উত্তরবঙ্গ থেকে তারা একটি বা দুটি এম. এল.এ সিট বার করতে পারেন। তাও সন্দেহ আছে। পূর্ব মেদিনীপুরে যদিও বা কিছু ভোট ছিল তাও সেইসব এখন দ্বিধাবিভক্ত। তাদের হাতের অক্ষয় সংখ্যালঘু ও মুসলিম ভোট এবারে তাদের হাতে না থাকার চান্স সবচেয়ে বেশি। কংগ্রেসের অবস্থাও শোচনীয় হলেও অধীররঞ্জন চৌধুরী বুঝেছেন সবসময় হিন্দু ভোট হিন্দু ভোট করে বিজেপিকে ব্যঙ্গ করলে হিন্দু ভোটও কংগ্রেসের হাত ছাড়া হয়ে যাবে। মুর্শিদাবাদ বাদে কংগ্রেসের হালও খারাপ। তবে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের জোট থাকলেও দুটো দলের শুভেন্দুকে নিয়ে মতামত দুরকম। পশ্চিমবঙ্গে ইতিপূর্বে কখনও হিন্দু-মুসলমান জাতের বিভাজনে ভোট হয়নি। আজ এই পরিস্থিতি হলো কেন। কে দায়ী তার জন্য দায়ী বরং বামপন্থীরা তা খুঁজে বার করলে তাদের উপকার হতো। কিন্তু খুব দুর্ভাগ্য এবারেই পশ্চিমবঙ্গে তা প্রথম হতে চলেছে। এইরকম সাম্প্রদায়িক ভোটের সুফল ও কুফল দুই আছে। এবারে সর্ব প্রথম এইরকম সম্ভাবনা হতে যাচ্ছে। যদি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য এই ধরনের ভোট পরিকল্পনা এগোয় তাহলে তা সমর্থন যোগ্য তা নাহলে দুটি সম্প্রদায়ের পক্ষে সামাজিক বিভাজন বাড়তে পারে, যা শুভ নয়। মুখে মুসলিম ভোট না বলে সংখ্যালঘু ভোট বললেও কথার মানে সেই একই দাঁড়ায়। এমনকি অন্য দলের বড় বড় সংখ্যালঘু নেতাও ঠিক বুঝে উঠতে পারছেন না, জল কোনদিকে গড়াচ্ছে। অধীর চৌধুরী ও আব্দুল মান্নান বুঝেছেন এই মূহুর্তে হিন্দুভোট কতটা জরুরি। কংগ্রেস সর্ব ভারতীয় দল হলেও মুসলিম বিশ্বাসী দল হলেও ফুরফুরা শরীফের আশীর্বাদ নিতে অধীররঞ্জন চৌধুরী তাই ভুল করেননি। এমনকি ঠিক একই কারণে তাই ভুলেও এখানে তারা হিন্দু ভোটের বিরুদ্ধে মুখ খেলেননি। অধীররঞ্জন চৌধুরী ও আব্দুল মান্নান বা মুর্শিদাবাদ-মালদার কোনও সিট জিততে হলে "ফুরফুরা সরীফের" আব্বাস সিদ্দিকীদের সমর্থন ছাড়া এবারে জেতা মুস্কিল হতে পারে। এই সময়টা একটা রাজনৈতিক ডামাডোলের সময়। ৪০ দিন আগেই বলে দিয়েছি এইবারে পশ্চিমবঙ্গে লিখিত অলিখিতভাবে যুক্তফ্রন্ট হতে পারে। তৃণমূলের সঙ্গে কংগ্রেস সিপিএমের ফ্রন্ট হতে পারে। অলিখিত জোট হতে পারে। এইসব হোক বা না হোক আব্বাস সিদ্দিকীকে বাদ দিয়ে কিছু হবে না। আবার অনেকেই বেশ বুঝেছেন তা হলো, নন্দীগ্রামের বৃহত্তর মুসলিম জনগণের সঙ্গে বিনা আলোচনা না করে শুভেন্দু, তৃণমূল কংগ্রেস ছাড়েননি। শুভেন্দুকে ছোট বড় চ্যানেল ও বামপন্থীরা, কদিন ধরেই সমানে এত কামান দেগে চলেছে যে তৃণমূলের সৌগত রায়, সুব্রত কল্যাণ পর্যন্ত পিছিয়ে পড়েছেন। কিন্তু শুভেন্দু ৩২ টা কমিটি ও তিনটি মন্ত্রীপদ ছেড়ে দিয়েছেন ও মাঝেমাঝেই চুপ করে বসে আছেন। সত্যি কথা কি, শুভেন্দু চুপ আছেন না জবাব তৈরি করছেন এটা জানতে সকলেই আগ্রহী। আগামী দিন বলবে কী হবে, বা কী হতে যাচ্ছে। যদি নন্দীগ্রামের ১০% সংখ্যালঘুদের তিনি বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে বামপন্থীরা কিন্তু আগামী দিনে আরও পিছিয়ে পড়বে। সেই সম্ভাবনা কিন্তু প্রবল। এখন দেখার নন্দীগ্রাম কি করে ? দ্বিতীয় সম্ভাবনা: বোলপুরে অমিত শাহের উপচে পড়া ভিড়। সঙ্গে বাড়ির ছাদ থেকে ব্যালকনিতে পর্যন্ত গিজগিজ করছে জনগণ।এই ভিড় কি তবে বিশেষ বার্তা দিয়ে গেল- ২০০ আসনে এগিয়ে থাকার। তবে খুনোখুনি না বন্ধ হলে এখানকার রাজনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে। আগামী দিনে বামপন্থীরা উঠতে চাইলে তাদের পজিটিভ রাজ ©® অলোক কুন্ডু

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

শুভেন্দু কি ঠিক পথে এগোচ্ছেন, একটি নিরপেক্ষ বিশ্লেষণ: অলোক কুন্ডু


রাজনৈতিক বিশ্লেষণ

⛔ শুভেন্দু অধিকারী প্রায় একমাস সময় নিলেন। ঠিক এই সময়ে ঝড় তুলে বক্তব্য রাখার মতো মাঠ জমানো ময়দান কাঁপানো নেতা কিন্তু পশ্চিমবঙ্গে আর নেই। শুভেন্দু অধিকারীর ছেলেমেয়ে বউ-বাচ্চাও নেই। কিন্তু সব থেকে বেশি ফেসবুকের গ্রুপ-ফলোয়ার শুভেন্দুর আছে। ৫০ টার ওপর গ্রুপ লাখ লাখ ফলোয়ার। আমি ২০০৮ এবং ২০১৬ তে দীঘা গিয়ে প্রত্যক্ষ করেছি দীর্ঘ রাস্তার অলিগলিতে বাজারে বড় রাস্তায় শুভেন্দুর ছবির ঢাউস ফ্লেক্সের ছড়াছড়ি ছিল। হ্যাঁ শুভেন্দুর ভাই সহ বাবা শিশির অধিকারীরও কিছু ছবি দেখেছিলাম। কিন্তু রাজনৈতিক নেতা যে তিনি তা প্রমাণ করে ছেড়েছিলেন অত ফ্লেক্সের মাধ্যমে। আর কারও ছবি লাগাতেই দেননি। দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন। তৃণমূলের উত্থান কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে, এই কথা ভুলে গেলে চলবেনা। দীর্ঘ রাজনৈতিক ধ্যানধারণার অধিকারী শুভেন্দু। সঙ্গে আছেন তার পোড়খাওয়া, দীর্ঘদিনের রাজনীতিবিদ শিশির অধিকারী, পিতা। তিনি এই লড়াইয়ের বিচক্ষণ নেতা ও লক্ষবস্তুতে আঘাত করার মূল কান্ডারি। কম কথা বলেন। রাজনৈতিক কলাকৌশল সাজাতে অখিল গিরিকে সাইড করে রাখতে তাঁর রাজনৈতিক মেধার জুড়ি মেলা ভার। তারা এখনও দল ছাড়েননি। এটাও একটা রাজনৈতিক অ্যান্টি গিমিক। সবকিছুকে অপ্রকাশিত করার কৌশল। সবচেয়ে বড় কথা সমবায় ব্যাংকে যখন চুরিচামারি পশ্চিমবঙ্গজজুড়ে লেগেই আছে, তখন অধিকারীবংশ কন্টাই সমবায় ব্যাংকের উন্নয়ন ধরে রাখতে বদ্ধপরিকর হয়েছে। বিশ্বাস অর্জন করেছে। ১৯৯৬-৯৭ থেকে তৃণমূলের ক্ষমতা ধরে রেখেছিলেন, জবরদস্ত নেতৃত্ব দিয়েছেন। শুভেন্দু এমন নেতা যে তৃণমূল পর্যন্ত তাকে ৩০/৩৫ টা পদের দায়িত্ব দিয়েছিল। মন্ত্রিত্ব ছাড়া এত বড় বড় ক্ষমতা শুভেন্দু পরিত্যাগ করলো তাতে ওর ত্যাগের মহিমা এখন প্রচার পাবে। এত বছর বাদে যতই চোর সুদীপ্ত সেন শুভেন্দুকে টাকা দিয়েছে প্রচার করুক না কেন তা ধোপে টিঁকবে না। শুভেন্দু নিজেকে পান্তাভাত খাওয়া গ্রামের ছেলে বলে প্রচারের আলোয় বার বার আনছেন। এই যে এইভাবে নিজেকে ভাবলেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন। তার সুরেলা মজার বক্তব্য বহুমুখী প্রভাব ফেলতে পারে। তিনি নিজেকে নিয়ে এইভাবে যে এলেন তাও একটা প্রক্রিয়ার মাধ্যমে। খানিকটা হেঁয়ালি। যদিও তার একটি প্রক্রিয়াপর্ব ভেতরে ভেতরে বহুকাল ধরে চলে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। একমাত্র আব্বাস সিদ্দিকী ছাড়া আর কোনও বক্তা তার ধারে কাছে নেই

⛔ শুভেন্দুকে ৪২ টা সিট দিলে শুভেন্দু মর্যাদা নিয়ে পুরাতন দলে থেকে যেতেন হয়তো। কিন্তু তা হয়নি। শুভেন্দু অধিকারী ভবিষ্যতে কি করবে বিজেপির অতশত দেখার ও জানার দরকার নেই। তাদের টার্গেট
অস্থায়ী নয়। ২০১৫ এর আগে থেকেই বিজেপি অত্যন্ত খারাপ দল বলে, বামপন্থী ও কংগ্রেসের প্রচার চলে এলেও এখনও বিজেপিকে শেষ করে দেওয়া যায়নি। সাম্প্রদায়িক দল বলে মিডিয়া পর্যন্ত বিজেপির ব্যান্ড বাজালেও এই বাংলায় বিজেপির যথেষ্ট উত্থান হয়েছে। 
তবু বিজেপির দল এখানে সুঠাম নয়। তাদের নিজস্ব নেতা একমাত্র দিলীপ ঘোষ। মেঠো রাজনীতিই যার একমাত্র সম্বল। পশ্চিমবঙ্গের রাজনীতি যে এখন সভ্যতার ধরাবাঁধা গন্ডিতে আটকানো নেই সে কথা সকলেই জানেন। তাই দিলীপ ঘোষ ছাড়া কি এখানে মানাতো ? 

⛔ শুভেন্দু বিজেপিতে যাচ্ছে মানে মুখ্যমন্ত্রী অথবা উপ-মুখ্যমন্ত্রীত্ব পাবেন। তবে প্রকাশ্যে এই নিয়ে দর কষাকষি একেবারেই নেই। ৪২ টা সিট না পেলেও ৩০ টা সিট পাবেনই তার পছন্দ মতো। শুভেন্দুর সঙ্গে অনেক সংখ্যালঘু মানুষ আছেন। তাঁরা অধিকারী পরিবার ও শুভেন্দুকে বিশ্বাস করেন। এদের পরামর্শ ছাড়া শুভেন্দু বিজেপিতে যাচ্ছেন না। ধরে নিতে হবে সংখ্যালঘু ভোট শুভেন্দু ভাগ করতে দেবেন না, অন্ততঃ তার নিজের পূর্ব মেদিনীপুরে। কিন্তু তবুও যদি কিছু না পান তাতে তার দুঃখ নেই। ইতিমধ্যেই বিজেপির ভোটব্যাঙ্ক একটা ভালো জায়গায় যে পৌঁচেছে এটা শুভেন্দু জেনেই তো দল বদল করছেন। যিনি তৃণমূলের ৩২ টা পদ একা সামলেছেন তিনি কিছুই বোঝেননি এটা ভাবা আমাদের বোকামি হবে। একমাত্র আমি ছাড়া সকলেই জানতেন যে, শুভেন্দু দল বদল করে বিজেপিতে যাবেন। যাইহোক না কেন একমাসের মধ্যে শুভেন্দু একই সঙ্গে তার মূল শত্রুকে চিহ্নিত করে দিয়েছেন এবং নিজেকে প্রচারের আলোয় এক নম্বরে তুলে এনেছেন। মিডিয়া খুললেই শুভেন্দুময়। 

⛔ শুভেন্দু দল ছেড়ে দেওয়ার ফলে তার বাড়তি একটা সুবিধা যেটা হলো তা হচ্ছে পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের আদি দলটাকে তিনি কাছে পাবেন, কারণ বর্তমানে তৃণমূলের অধিকাংশই দলের সঙ্গে ছিলনা। প্রত্যেকটি মানুষ রয়েছেন তার নিজের ব্যক্তিগত প্রয়োজনে। কখনো তাদের দেখাও যায়নি ১৯৯৬ থেকে ২০১০ পর্যন্ত। এই যে বসে যাওয়া শ্রেণি এটা নেহাত কম নয়। এরা অন্ততঃ নিঃস্বার্থভাবে কাজ করবে, এরাই তৃণমূলকে আনার জন্য ছিলেন। 

⛔ শুভেন্দু অধিকারীকে দল ছাড়ার ব্যাপারে পেছন থেকে সমানে বুদ্ধি দিয়েছেন বিজেপির বর্তমান চাণক্য মুকুল রায়। এই নির্বাচন সব থেকে বেশি চ্যালেঞ্জ মুকুল রায়ের কাছে। তৃণমূল দলের সংগঠন গড়ার পেছনেও প্রধান কান্ডারি ছিলেন মুকুল রায়। বাজি ধরার ক্ষেত্রে ক্ষুরধার বুদ্ধি ধরেন। ২০১০-২০১১ এই প্রতিবেদক দীর্ঘ দিন তৃণমূল ভবনে যেত। তখন আমি দেখেছি তৃণমূল বলতে মুকুল রায় ছিলেন সর্বেসর্বা। তিনি সম্ভাব্য মুখ্যমন্ত্রী হলেও বিজেপি কাউকে প্রজেক্ট করবে না। 

⛔ শুভেন্দু বাইরে থাকলে যদি বিজেপির ৫০% লাভ হতো এখন তা ১০০% লাভে চলে গেল। যদি ভালোভাবে দেখি তো দিলীপ ঘোষ কিন্তু মাঠ ময়দান চাঙ্গা করার জন্য বিজেপির জবরদস্ত এক নেতা। দিলীপ ঘোষ একাই দলটাকে টেনে তুলে এনেছেন। যতই তাকে নিয়ে ব্যঙ্গ বা কার্টুন হোক না কেন লোকটার যত গাড়ির কাঁচ ভেঙেছে তত লোকটার নাম হয়েছে। বিজেপির ডাকাবুকো নেতা। সেই দিক দিয়ে দেখলে সাহসিকতার পরিচয়ে উঠে আসা নেতা আর কোনও দলে তেমন নেই। যদিও বেফাঁস মন্তব্য করা তার একটি স্বাভাবিক অভ্যাস। তাতে বিস্তর সমালোচনা হলেও যে মাঠ ময়দানের ভিড় কোথাও কমেনি বিজেপির নেতৃত্ব সেটা বিলক্ষণ জানেন। ভদ্রলোকের মধ্যে নানারকম প্রতিক্রিয়াশীল চিন্তা থাকে, বিজেপির নেতৃত্বের তাও জানা আছে নিশ্চিত। তাদের চাই মেঠো জনতা। মেঠো জনতা পিছিয়ে পড়া মানুষ তাদের এখন একান্ত আপন। তাই মঞ্চের ছবিতেও দিলীপ ঘোষের বড় মুখ। কিন্তু উনি মহিলা মুখ্যমন্ত্রীকে গালাগালি দিচ্ছেন এটা কিন্তু অনেকেই বরদাস্ত করবেন না। এক একজন এরকম থাকেন মুখটা খুব পাতলা হয় কিন্তু কুচক্রী হন না। 

⛔ এখন শুভেন্দু এলে বিজেপির মাঠ ময়দানের জোর অনেকটাই বেড়ে যাবে। রাজনীতিতে কেউ যে ভালো কথা বলবে না, তা মানুষের জানা হয়ে গেছে। তাহলে হলোটা কি ? যারা ফেসবুক করে তাদের বড় অংশ বামপন্থী। এখন ফেসবুক দেখে কিন্তু শুভেন্দুর যাওয়া আসা থাকা বোঝা যাবে না। বিজেপির মূল উদ্দেশ্য এতদিনে কাজ করতে শুরু করেছে। প্রকৃতপক্ষে রাহুল সিনহা ছিলেন একজন শুধুমাত্র বক্তা। তার পক্ষে সংগঠন করা হয়নি। বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব চাইছেন ক্ষমতা পেতে। সেই লক্ষ্যে তাদের অগ্রসর নেহাত ভ্রান্তি দিয়ে ভরা নয়। তুল্যমূল্য লড়াইয়ে শুভেন্দুর আগমনে তাদের প্রথম রাউন্ডে জয় হয়ে গেছে। শত্রুকে দুর্বল করা রণনীতির একটা বড় কৌশল। এই কৌশলের মূল কান্ডারি সম্ভবত মুকুল রায়। এখনও পর্যন্ত বিজেপিকে যত গালাগালিই দিই না কেন বিজেপি করতে গিয়ে অনেক তাজা প্রাণ চলে যাচ্ছে। এই খুনোখুনির রাজনীতি বিজেপিকেই টানতে হচ্ছে। 
তাই তারা এখন বলতে পারবে বাংলায় বামপন্থীদের মতো রাজনীতি করতে এসে তারাও ক্ষতি স্বীকার করেছে অনেক। রাজনীতিতে খুন-জখমের বিষয়টা জনসাধারণ ঠিক বুঝতে পারে। খুনি দল সব সময় দূরে সরে গেছে। এটা জনগণের একটা ভালো চিন্তা। 

⛔ ১৯৭২-৭৭ কংগ্রেসকে যতই বাজে বলে প্রচার হোক না কেন অথবা এখন নিঃস্ব বলা হোক না কেন কংগ্রেস পশ্চিমবঙ্গে একটা সময় রীতিমতো লড়াই করেছে। আসলে রাজনৈতিক লড়াই সব সময় করে থাকেন ক্যাডাররা। নেতারা এদল-ওদল করে যায়, নেতাদের দায়বদ্ধতা থাকার প্রয়োজন হয়না। বামপন্থীদের সঙ্গে কংগ্রেসি ক্যাডাররা লড়াই করে  উঠতে পারেনি, হয় মরেছে, তা না হলে অত্যাচারিত হয়ে বসে গেছে। সুযোগ পেলে তৃণমূলে গেছে। অনেকে সরে গেছে। এইরকম যারা আছে তারা সিপিএমের সঙ্গে ফ্রন্ট করা কখনও মেনে নেবে না। আমতায় যাদের হাতকাটা গিয়েছিল তারা এই ফ্রন্ট জীবনে মেনে নিতে পারবেনা। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে প্রচার ও ইন্দিরার ইমারজেন্সির কারণে কংগ্রেসের বেশি দিন ক্ষমতায় থাকা হয়নি। কিন্তু কংগ্রেসের নেতাদের তাতে দুঃখ নেই তারা তৃণমূল কংগ্রেসে গিয়ে পুরস্কার জিতেছেন। কিন্তু কংগ্রেসের মূল অংশ কখনও তৃণমূলে যায়নি। ২% হলেও তারা আর কখনও তৃণমূলের সঙ্গে যাবেনা। 

⛔ বামপন্থীদের মধ্যে কিছু দল প্রায় উঠে গেছে আর তাদের দেখা যাবেনা। তবে বামপন্থা উঠে যেতে পারেনা। 
বড় বড় দল একেবারে উঠে যাবে এ কল্পনাও করা ছেলেমানুষি। তবে আমি ক্যাডারদের কথা বলছি। 
যারা এখনও আছেন তারা যে তৃণমূল কংগ্রেসকে হঠিয়ে ফিরে আসতে পারবেন এ নিশ্চয়তা আগামী ১০ বছরে আর নেই এখানে। বামপন্থীদের সেইসব ক্যাডাররা অনেকে এখন শুভেন্দুর সঙ্গে যেতে পারেন শুভেন্দুর বিপ্লবী চরিত্রের কারণে। সেটাও শুভেন্দুর বড় অস্ত্র। তাদেরও তিনি কাছে পাবেন। আসলে একদল লোক যারা সবসময় বিরোধী আসনে থেকে যায়। 

⛔ সবথেকে বিশ্বাসযোগ্যতা শুভেন্দু অর্জন করেছে একগাদা ক্ষমতাকে পরিত্যাগ করে দিয়েছে। বামপন্থী নেচারের এই মেজাজ বহু নিরপেক্ষ মানুষ পছন্দ করেন। ক্ষমতায় থেকে ক্ষমতা ছাড়তে কেউই চাননা। এই দিক দিয়ে বিজেপি দলটাই তৈরি হলো তৃণমূলের ক্ষমতা থেকে সরে এসে, একদম ক্ষমতায় না থাকা নেতাদের নিয়ে গড়া একটা দল। শুভেন্দু যদি নির্বাচিনের পরে আসতেন এই সম্মান তার থাকতো না। এই বাজারে এত আত্মত্যাগ করার ক্ষমতা কিন্তু সকলের থাকেনা। বিজেপি তার এই যাওয়া তাই সসম্মানের। 

⛔ শুভেন্দু কিন্তু খুব কৌশলী। তার লাভালাভ ছাড়া এত আত্মত্যাগ তিনি করবেন না। দেখতে গেলে এক্ষেত্রে শুভেন্দু ও বিজেপির যৌথ লাভ হলো। দুপক্ষের শক্তিই বেড়ে গেল। তাদের উদ্দেশ্য লক্ষ্য এক বিন্দুতে এসে মিশেছে। 

(সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন খুনোখুনি বাদ দিয়ে রাজনীতি করুন দয়া করে। এই প্রতিবেদক আবেদন করছে নিবেদন করছে। বিজেপির কেউ মারা 
যাচ্ছে না। মারা যাচ্ছে তরতাজা যুবক। যারা নীচুতলায় পার্টি করেন তারা কখনও টাকা পয়সার জন্য কিছু করেন না। তাদের এইভাবে মেরে ফেলা উচিত নয়। এই খুনোখুনি আর কবে শেষ হবে?)

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...