মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

Poetry of Alok Kundu :: অলোক কুন্ডুর কবিতা

সলমন উঁকি মারছে / অলোক কুন্ডু

জানলার সামনে বড় রাস্তা
ওপারে বন্ধ জুট মিলের লম্বা চওড়া দেওয়াল
রোজ দেওয়ালের ছেড়া পোস্টার থেকে
সলমন খানের বাইসেপ দেখে মেয়েটি কলেজ যায়
ঠিক তার সামনেই কে যেন
আজ একটা আটছয় বেডকভার শুকোতে দিয়েছে ।
বেড কভারের মাঝ বরাবর ছেড়া গর্ত
সলমনের হাসি মুখ উঁকি মারছে
মেয়েটা সলমনের উদ্দেশ্যে কিছু কথা ছুড়ে দিলো
পরশুর বৃষ্টিতে পোস্টারের একটা কোন খুলে গেছে
হাওয়ায় সলমনের হাসিটা আরও উড়িয়ে নিচ্ছে
এখনও ম্যায়নে প্যার কিয়ার সরল হাসি
নিজের চুলটায় একটা পনিটেল করলো মেয়েটা
গাডার সেঁটে দিল ঝটপট
চোখের নীচে কাজলটা একটু গাঢ় করে দিল
মুখটা একবার আয়নায় দেখে
একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো
পরক্ষণে জানলার কাছে গিয়ে হাসলো সলমনের দিকে
একটা উড়ন্ত চুম্বন হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল
লা লা করতে করতে সিঁড়ি দিয়ে রাস্তায় - মা আসি 
  ইউনিয়নের দাদারা বলে দিয়েছিল
দোলের পর হোলী হবে জবরদস্ত
বাসস্টপে যেতেই একটা বাস পেয়ে গেল মেয়েটা
ভিজে বেডকভারের ছেড়া গর্ত দিয়ে
সলমন উঁকি মারছে
মেয়েটা বিড়বিড় করলো --বাই-টা টা ।

শুক্রবার, ১০ মার্চ, ২০১৭

Poetry of Alok Kumdu ::: অলোক কুন্ডুর কবিতা

আজ দোটানায় / অলোক কুন্ডু

রঙগুলো সব ছড়িয়ে দিলেই 
নদীর জলের সাতরঙা ঢেউ
আলোর আদর চাঁদের দেখায়
বসন্ত আজ ভীষণ দারুণ ।

আজ দোটানায় এমন রূপে
বাইরে জলের রূপকথা আঁক্
হ্যান্ডমেডে সব জলরঙা মুখ
রঙের দোদুল কার বুঝি সুখ ।

ভিজছে এখন আলগা আঁচল
উতল শাড়ির জামদানি রূপ
ছাতার ফুলেও রঙিন জলদ
রঙ ভেসে যায় এমনি অরূপ ॥
© অলোক কুন্ডু

মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭

Poetry of Alok Kundu :: অলোক কুন্ডুর কবিতা

নারী  / অলোক কুন্ডু

সবার উঁচু আমার মাকে দেখেছি যেদিন থেকে
সেদিন থেকেই নারীর অর্থ আকাশ ছুঁতে চায় ।
আর এক নারী ঘরের মধ্যে সামান্য হয়ে থাকে
সেও আমার অনেক দোষকে ঢেকেঢুকে রাখে ।
এই জীবনে অনেক নারীর অনেক অবাক সঙ্গ
সবটুকু তার চার দেওয়ালে ছবির মতো যেন ।
সবার কাছে ঋণ নিয়েছি দু হাত পেতে অঢেল
বাড়তে বাড়তে সে ঝণ আমার আকাশ ছুঁয়ে দিল ।
© অলোক কুন্ডু

Poetry of Alok Kundu :: অলোক কুন্ডুর কবিতা

সব দুঃখ পাষান তবু
অলোক কুন্ডু  ©

একটি শোকের দিন গেলে
কষ্টগুলো ঠিক জমা হয়
কতজন অচেনায় তবু
সব মৃত্যুই দুঃখিত করে ।
গানগুলি রক্তের ধারায়
রাজপথে শুকিয়েছে কাল
সারারাত সুরের বিস্তারে
কালশিটে দাগ দগদগে  ।
কালকেই ধুয়ে নেব ঠিক ,
অমরত্ব গানের ভূবনে
গায়কীর মৃত্যু তবু নেই
সব শোক পাষানের মতো ॥
( alokkundu8337037004)

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

Poetry of Alokkundu :: অলোক কুন্ডুর কবিতা

এইটুকু ফিতে / অলোক কুন্ডু

এইটুকু ফিতে যেন কেউ দিয়েছিল
কমপড়া সে ফিতেতে মাপের হৃদয়
এতটুকু টানি যদি দুদিকেই ছোটো
সেই থেকে বিবেকের মাপে প্রজাগিরি ।
জীবনযাপনে যত অমঙ্গল ক্ষত
নির্বিচার লাঠির ঘায়ে যন্ত্রণা কাতর
জীবনের সত্যগুলি হারাতে হারাতে
কমপড়া ফিততে আহত বিবেক ।
আজ যেন সব কিছু অবলম্বন শব্দ
অন্তর্ঘাতে বিপর্যস্ত চিন্তার জগৎ
ভীতু ভীমে নিজেকে অভ্যস্ত করেছি
হাত থেকে পড়ে গেছে বিবেক যন্ত্রণা ।
© অলোক কুন্ডু

অলোক কুন্ডুর কবিতা

যা কিছু লিরিক  / অলোক কুন্ডু

যা কিছু লিরিক ধরে সুর কর গানে
সে গান উজল তখন সাধন গুণে
সবকিছু অবান্তর তাও একদিন
যত বেশি মেশামিশি ততই অসুখ ।
মানব জীবনে তার এই পুরস্কার
কখনও তোমাকে ঘিরে আলোর শোভা
বিবেচনা বিকৃত কখনো আঁধার করা
কি তবে অসুখ এই পরিচর্যাহীন  ?
যতই বাড়াও বিবেক হত্যা তোমার
দগ্ধ বিচারে তুমি তুচ্ছতায় ভরা
সমস্ত সাধনা তখন নষ্টতাময়
কোথায় খুঁজতে যাও ন্যায়ের বিচার ।
© অলোক কুন্ডু

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...