মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : মোড় ও লোকটা

মনেহয় লোকটার মোড়ের খুব দরকার ছিল
ঘন্টার পর ঘন্টা মোড়ে এসে একা বসে থাকে
একা একা দাঁড়িয়ে অথবা পায়চারির মেজাজে
তবু লোকটা কোনোদিন মোড় ছাড়া হয়না ।
বঙ্কুবাবুর ঠিক তেমনটা না হলেও
তবু যেন তারও ঠিক একটা মোড়ের দরকার ছিল
তিনি পুরো একটা ফ্ল্যাটই কিনে নিলেন
বারান্দায় বসে বসেই তিনিও মোড়ের মর্ম বোঝেন
কিন্তু সব সময় কেউ না কেউ এসে দাঁড়িয়ে যায়
হয় তার মেয়ে নয়তো বৌমা কিংবা নাতিটি
অফিস থেকে ফিরে ছেলে কখনো গিন্নি
শখ করে মোড়ের মাথায় একটা ফ্ল্যাট কিনেছেন বটে তবু কেমন যেন মনের মতো মোড় পাননি
মোড়ে কোনো প্রাইভেসি নেই
খুল্লামখুল্লা একবারে হৈচৈ সারাক্ষণ ।
মোড়ের আলো সারারাত চোখে পড়ে বঙ্কুবাবুর
মাঝরাতে উঠে পড়েন বারান্দাজুড়ে ছেলের ঘর
ছেলে-বউমার ঘুম ভাঙা পর্যন্ত
অপেক্ষা করতে হয় ।
কিন্তু ওই মোড়ের এক কোনে বসে থাকা লোকটার সঙ্গে
বঙ্কুবাবুর মোড় দেখার আকাশ পাতাল তফাত
মোড়ে বসা লোকটাকে রাত নটার পর
আর দেখা যায়না
কিন্তু ভোর পাঁচটা হলেই আবার ঠিক চলে আসে
মোড়ে ট্যাক্সি দাঁড়ায় রিক্সা স্ট্যান্ড থেকে ফুচকাঅলা ঝালমুড়ি
চাউ কচুড়ির গন্ধে ম ম করে
অনবরত চলে যেতে থাকে বাস টোটো মোটরবাইক
দুর্গাপুজো মহরম রথ মিছিলের জমায়েত
পয়সা অলাদের বাড়িগুলিও
মোড়ের এদিকে ওদিকে
কোনো কিছু তবু মোড় ছাড়া করাতে পারেনি লোকটাকে এই মোড়ে আসা সকলেই তাকে চেনে
কেউ পথ জানতে কিছু খবর জানতে
লোকটাকে জিজ্ঞেস করে সাহায্য নেয়
গ্যাসের লোক থেকে ক্যুরিয়ার ডেলিভারি বয়
সকলেই একবার যেতে আসতে হাসি ছুঁড়ে দেয়
এসব কিছুই বঙ্কুবাবুও বসে বসে উপভোগ করেন
লোকটা হাসেনা নির্বিকার বসে থাকে
পায়চারি করে চায়ের দোকানে চা খায়
রিকশার দরকার হলে ওধার থেকে এধারে পাঠায়
জ্যামজটের খবর ওর কাছে পাওয়া যায় কখনো
তবু লোকটা একা একাই থাকে
সন্ধ্যায় যখন এপাশ ওপাশে আড্ডা জমে ওঠে
মদ্যপ লোক হেলতে থাকে কাছাকাছি
খিস্তির ফোয়ারা ওঠে কোথাও
তখনও লোকটা নির্বিকার একা চেয়ে থাকে
মিটিং মিছিলে কখনো থাকেনা
মোড় বুঝি ওদের দুজনের বোঝাবুঝি জানে
এই মোড়টাকে যেন ওই লোকটা মায়ায় বেঁধেছে একা ।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : দ্যাট উড বি গ্রেট

অলোকের লেখালিখি ও কবিতা
****************************
দ্যাট উড বি গ্রেট / অলোক কুন্ডু

ইনবক্সে স্মাইলির ছড়াছড়ি
অ্যাক্সেসারিস খুলছে এক এক করে
অনুভূতিগুলো ঘ্যাম লাগলো বেশ
মুখপাতটাই চিনতে চাইলো--অর্ক ।

এক্সপেনডেড চাউনি যেন ছুরি
ব্যাকলেস গার্ল ধকধক যত চিত্তে
বন ফায়ারে জং লুটে নেয় নিকেল
টানাপোড়েনের অঙ্ক ভোলে তাঁতি ।

নীতা বললো- কী দেখছো কি ?
এটা সীতা হার
অর্ক বললো- দ্যাট উড বি গ্রেট ।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : ওই মেয়ে তুই

ওই মেয়ে তুই আয়না দেখিস কত ?
তোর মুখটাই কাঁচ
তোর মুখটা ঠিক আয়নার মতো ।
দস্যি বয়স সাঁঝের বয়স ছুঁতে
চোখ ছাপিয়ে জল ফেলেছিস ঢের
আশগুলোকে লাশ করেছিস পুঁতে ।
আরশি ভাঙিস আঘাত যন্ত্রণাতে
দুঃখ-শ্রমে লাবণ্য তোর ঠুনকো
অতুলনীয় থাকিস ফ্যানে-ভাতে ।
ঘরে-বাইরে লড়াই তোর সমান
সহিষ্ণুতায় ভাঙা কাঁচও জুড়িস
তবুও ঝাঁপায় হরেক অসম্মান ।
স্বপ্ন গড়িস স্বপ্ন ভাঙিস জীবনপুরে যত
শোক-দুঃখের ব্যথা ভুলিস একাই
তবুও তুই আয়না দেখিস কত ।
ধান রোয়াতে চিকন থাকিস রোজ
চা-বাগানে পাতা তুলিস ত্রস্ত
কম মজুরির বিড়ি শ্রমিক তুই
তাই মালিকও নেয় খোঁজ ।
দিনের আলোয় খিস্তি-খেউড় স্বামী
সেইতো তোর আসল মালিক জানি
আঁধার হলেই সুন্দরী তুই
আঁধার অনেক দামি ।

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : যখনই ভেবেছি তোমাকে

যখনই ভেবেছি তোমাকে শনাক্ত করবো
ঠিক তখনই তোমার নিরাশ প্রভুত্বগুলো
ছড়িয়ে গেছে গিল্টিকরা মানুষগুলোর মধ্যে ।
কারও বুকের পাটা তেমন নেই
যে তোমার খ্যাতনামায় জল ঢেলে দেবে !
শক্তিশালীতায় তুমি অথই
নিমেষেই আগুন কিংবা বন্যা
অথবা আরও বেশি কিছু ভয়াবহ
ছড়িয়ে দিতে পারো সাবলীল
মন্দ কলঙ্কগুলি সহজেই মুছে নিতে পারো ।
নিরুপম বিলাসীতার মোহে অভ্যস্ত
তোমার জীবনের উৎসমুখে
চাটুকারীদের বিভোর জনজোয়ার ।
তোমাকে শনাক্তকরণ অত সোজ নয়
খড়ির গন্ডির যাদুতে
তোমার প্রভুত্বের স্পর্শ খুঁজে নেয়
শুধুমাত্র জো-হুজুরের ডাক ।

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

অলোক কুন্ডুর কবিতা : তিলোত্তমাকে চিঠি

কোথায় যেন আলাপ তোমার সাথে ?
আজ আর সবটা মনে নেই
সত্যি কথা বলছি তোমায়
তিলোত্তমা তোমায় ভুলিনি ।
মোবাইল নম্বর হারিয়ে ফেলেছি কবেই
তবুও তোমায় চোখ বুজলে দেখি
কোথায় যেন বাড়ি ছিল তোমার ?
আজ আর সবটা মনে নেই ।
সত্যি বলছি তিলোত্তমা
কাল একটা চিঠি লিখেছি তোমায়
তিলোত্তমা হেসেই লুটোপুটি
-" এখন তো মেসেজ করতে হয় ! "

চিঠিটাকে নৌকো করি যদি
ভাসিয়ে দিই এই বৃষ্টির জলে
ভাসতে ভাসতে একদিন কি
পৌঁছবে না কাছে ?

( Translated by :
Miss Lopamudra Dey , GRF
Durgapur/Howrah)

Letter To Tilottama
*******************
Where did we meet first ?
I cannot recollect the details today
I am making a confession to you
Tilottama , I haven't forgotten you
Long since I had lost your mobile number
Yet, I can visualise your mystic image
Wherefore was your house ?
I cannot recollect the details today
Truly speaking Tilottama,
Yesterday , I wrote a letter to you
Tilottama, you burst into laughter :
" Now a days we send message ."

If the letter is made into a paper boat
and floated into the stream of rain water ,
Will it not reach you one day
Drifting down this flowing water ?

অলোক কুন্ডুর কবিতা : কিছু কথা বাকি থেকে গেল

কিছু কথা বাকি থেকে গেল
কিছু কথা বলা হয়নি
তার কথা শুনেছি যেদিন
চোখ ভিজে উথালপাতাল ।
সে কি তবে কিছু রেখে গেল
বকুলের গন্ধ ব্যথায়
যতখানি বুঝি দেখা যায়
সেই সব এখনো কুড়োই ।
সেই সব আলপনা যেন
ভিজে যায় রাতভর জলে
ফেলে দিতে যত চাই ফুল
কবিতা হয়েছে নিজেই ।

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...