শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

রানী কি ভাও (ভাব)

গুজরাটের পাটন মানে পাটোলা শাড়ির জন্ম যেখানে । গুজরাটের পুরাতন রাজধানীও বটে । পাটনে রানী কী ভাও Rani Ki Vav.
আসলে পাটনের রানীর স্নান করার অনিন্দ্য সুন্দর পুকুর নয় এটি রাজা ভীমের স্মৃতিতে রানীর বানানো ( তালাও/ তালাব) । গুজরাটিতে পুকুর অর্থাৎ ভাও । বহুদিনের
একটা ইচ্ছা ছিল রানী কী ভাও দেখার ।
কী অপূর্ব স্থাপত্য । বহিরাগত আক্রমণে
গুজরাট ব্যতিব্যস্ত হয়েছে । পাটন রাজাদের
মন্দির ছিল সোমনাথ । সোমনাথ মন্দিরের কিছুই অবশিষ্ট ছিলনা তেমনি গুজরাটের
রাজধানী পাটন‌ও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ।
পাটনের মিউজিয়াম ৭২ বছরে এই সবে শিশু । অবাক কান্ড কংগ্রেসের এই পাটন বিরূপতা কেন ? কিন্তু পাটন এখন সমহিমায় পৃথিবীতে স্থান করে নিয়েছে । নরেন্দ্রমোদীর মুখ্যমন্ত্রীত্বের সময় পাটন ট্যুরীজমের উন্নয়ন হয়েছে এটা বানানো নয় । পাটনে গেলে বোঝা যাবে আসলে পাটন কী ছিল !
পাটন ধ্বংসের পর সোলাঙ্কিদের রাজত্বকালে সৌরাষ্ট্র থেকে তাঁত শিল্প সম্পূর্ণ
চলে গিয়েছিল পাটনে । পাটনের নব জন্ম
হয়েছিল পাটোলা শাড়ি দিয়ে । একটি পরিবারের শাড়ি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত । এখন পর্যন্ত রেগনের
পার্টিতে সোনিয়া গান্ধীর পরা পাটোলা শাড়ির দাম সব থেকে বেশি । তখন পড়েছিল পাঁচ লাখ ( যার বর্তমান মূল্য ১০/১২ লাখ হবেই ) । এখন মিনিমাম দাম
এক লাখ । পাটনের বাজারে যে পাটোলা
পাওয়া যায় তাতে ডুপ্লিকেট ছাপ মেরে
বিক্রি করতে হয়, যা আসলে পাটোলা নয় কারণ পরিবারের ৭০০ জন কারিগর থেকে তা ধীরে ধীরে ৫ জনে নেমে এসেছে ।
একটি শাড়ি বুনতে একজনের ছ মাস লাগে
অর্ডার ছাড়া পাটোলা শাড়ি বাজারে কোথাও পাওয়া যায় না । পাটনে গিয়ে
অর্ডার দিতে হয় । রেখার আলমারিতে মাত্র
একটা পাটোলা আছে । ড.রাজেন্দ্রপ্রসাদ,
নন্দলাল বসু শাড়ি তৈরি দেখতে গেছেন ।
বিদেশের মিউজিয়ামে পাটোলা শাড়ি না
থাকলে ধরে নিতে হবে সে মিউজিয়ামের
কৌলীন্য নেই । জয়া বচ্চনের‌ও এই শাড়ি
আছে । অমিতাভের প্রশংসাধন্য এই শাড়ির
বর্তমান বংশধরের অনুরোধে বাংলায় পাটোলার একটা ইতিহাস লিখতে রাজি
হয়েছি এবং এক ফর্মার একটি পাতলা
ব‌ই ছাপিয়ে ওদের পাঠিয়ে দিলে ( আমার
খরচে) ওরা পাটনের শাড়ি মিউজিয়াম থেকে সেটি ১০/- টাকায় বিক্রি করবে সঙ্গে
ইংলিশে একটু তর্জমা চাই । খুব শীঘ্রই এই
কাজটি করে ফেলতে চাই । ওদের মিউজিয়ামে কোনো ছবি তোলা যায় না তবে
ওদের তাঁত ঘরেতে আমার আর আমার স্ত্রীর
ছবি ওরা তুলে দিয়েছে । নন্দলাল বসুর
প্রশংসাটি আলাদাভাবে দেখিয়েছেন ওদের
সম্পর্কে আমি অনেক খবর রেখেছি বলে ।
হ্যাঁ যেটা দিয়ে শুরু করেছিলাম । রানী কী ভাও । আমার স্ত্রী যেতে চায়নি রানী কী ভাও
দেখতে । দেখার পর বিস্ময়ে হতবাক
হয়েছে । আমি তো হাঁ হয়ে গেছি । বিদেশী
আক্রমণে পাটনের স্থাপত্য মাটিতে মিশে গেছে । স্বাধীনতার ৭০ বছরে পাটনের ধ্বংসাবশেষ কুড়িয়ে একটা মিউজিয়াম
হয়েছে এই সবে । ধ্বংসলীলা থেকে রানী কী
ভাও বাদ যায়নি । তবে নরেন্দ্র মোদীর
মুখ্যমন্ত্রীত্বকালে পাটনের বিশ্বখ্যাত রানী কী
ভাওকে যত্ন নেওয়া হয়েছে এবং চারপাশে
মনোরম বাগান এমন হয়েছে যে প্রথমে মনে
হয়েছিল এত সুন্দর বাগান করে ফেলেছে
হেরিটেজ ভেঙে । ভেতরে ঢুকে ভুল ভাঙলো । রানী কী ভাও এর সৌন্দর্য রক্ষায় বাইরের
সৌন্দর্য বৃদ্ধি প্রয়োজন অবশ্যই । ধাপে ধাপে
প্রায় ১০ তলা রানী কী ভাওয়ের সবটা আর
যেতে দেওয়া হয়না । ৫/৬ তলা নীচে নামা
যায় । এই স্থাপত্য দেখার পর মনে হলো ভাগ্যিস রানী কী ভাও কে সম্পূর্ণ ধ্বংস করে
দেয়নি । আমেদাবাদ ওয়ার্ল্ড হেরিটেজ সিটি
ঘোষিত হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থাপত্যের কারণে । আমার মনে হয় কাছেই পাটন এবং
মোদেরার সূর্য মন্দির থাকার কারণে ওয়ার্ল্ড
হেরিটেজ সিটির শংসা পেয়েছে আমেদাবাদ ।

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

ছট পুজোর ছুটি 
===========
• বর্তমান সরকারের কাজকর্মের এবং তাদের কণামাত্র সাপোর্টার নই। গত কয়েক বছর শুরু হয়েছে এই ছুটি। তবু এদের আমলে হলেও ছট পুজোর ছুটি এই প্রথম সাধারণ ছুটির তালিকায় আসায় আমি খুশি। এজন্য সরকারের হয়তো ভোটের এক গুরুত্বপূর্ণ স্বার্থ থাকলেও থাকতে পারে। ২০১১ পর এতদিনে এটা গুরুত্ব পেল। অবশ্যই ভোটের স্বার্থে এইসব। ২০১১ তে এসেই এই ছুটি দিলে সরকারের কাছে অবশ্যই কৃতজ্ঞ হতাম। সে যাই হোক এই নিয়ে আমার মাথায় যন্ত্রণা নেই। এখন এ বিষয়ে আমার কিছু কথা আছে। বিহার ও ইউ. পির কিছু অংশে ছটপুজোর মাহাত্ম্য দেখা যায়। বাঙালিদের মতো ঐতিহ্য উড়িয়ে ফুড়িয়ে এখনও দেয়নি এরা এখনো গাড়ি করেই হোক পদব্রজেই হোক খালি পায়ে দু দিন থাকে, দু দিন ধরে বড় জলাশয়ে স্নান করে এবং জল ও সূর্য এই বিমূর্ত আদি দেবতার কাছে নিজেদের উপাচার প্রদান করে। যা তারা শুদ্ধ আচারে নিজেরাই বানায় এবং পাড়া পড়শিকেও সেইসব বিতরণ করে। এরা যে সব উপাচার পুজোয় দেয় তা গরীব দোকানি থেকে ঠেলা ও রিকশায় শ্রমের বিকেন্দ্রীকরণ হয়। সব থেকে ভালো লাগে এরা ছট মায়ের জন্যে বিশাল ধর্মীয় খরচে যায়না। এরা ধর্মীয় বিষয়টি এখন হাটে বেচে দেয় নি। একেবারে ব্যক্তি ও পরিবারের মধ্যে ও ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রাখে এবং শৃঙ্খলাবদ্ধ ভাবে জলের কাছে গিয়ে তাদের আরাধনায় পূণ্য খুঁজে পায়। সেখানে গিয়ে এরা তবেই সমাজের মিলনে, নিজেদের ধর্মের রক্ষক হিসেবে কৃতকর্মের বিধানগুলি সেরে নেয়। মিলিত হয়ে চাঁদা নিয়ে ধর্মের নামে বজ্জাতি নেই। 
স্বাধীনতার সত্তর বছরে যে চিন্তা নিয়েই হোক
এতদিনে তাদের ধর্ম যে জেনারেলের তকমা পেল
এবং সম্মান পেল তার কৃতিত্ব বর্তমান সরকারের 
প্রাপ্য একতরফা। পশ্চিমবঙ্গের শহর কেন্দ্রীক
বেশ কিছু বুথে এদের ভোট ৫০/৫০ দাঁড়িয়েছে 
এই মূহুর্তে। হ্যায় রাম! একটা ছুটি তবে কি একটা ধর্ম জাতকে চেনাল ? এতে ওদের সঙ্গে আমিও খুশি হয়েছি। কারণ হিন্দু বাঙালির কর্তারা রোজ সকালে মাছ ও ফুল বাজার করার সময় একই হাতে করে বাড়ির গোড়ায় এসে হাত পাল্টে 
প্রতিদিন মিথ্যাচার দিয়ে ধর্মের ধরনের যাগ
দর্শন করায়, আর স্ত্রীদের ধোঁকা দেয়। এখন মাছ ধরলে ফুলের জাত যায় কি না জানা নেই তবে বিশ্বাসের জাত খোয়া যায়। সে যাই হোক এখন মজার বিষয় হলো, ধর্মীয় ছুটিগুলি অন্য ধর্মের লোকেরাও লুটেপুটে নেয়। বিহারীদের এই
দ্বিচারিতা নেই। কিন্তু গরিষ্ট বাঙালি জাতি 
এতদিন ভাবেনি এই ছটের ছুট নিয়ে। একটি ছুটিতে যে একটি অঙ্গরাজ্যের মর্যাদা বাড়ে 
বিহার বাসীকে যে সম্মান দেওয়া যায় একথা
আমাদের মনেই ছিলনা। হ্যায় বাঙালি! হ্যায় রাম
--অলোক কুন্ডু ©®

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

গরিবদের হাতে নগদ পয়সা দাও এটা সঠিক নয়

■ গতবছর অভিজিৎ বিনায়কবাবু নোবেলজয়ী। আমাদের আনন্দ উদযাপনের একটুকরো আলো। 
গরিবের অর্থনৈতিক উন্নয়নে অমর্ত্য সেনের থিওরীও বিশ্বজয় করেছিল। এক একজন মানুষ এক একটি এই যে আবিষ্কার করে ফেলেন তা থেকে এটা বোঝা যায় কিছু মানুষের উপকার হতে পারে অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানবতার
পুজো গীতাঞ্জলিও তো আমাদের মননের থিওরী‌।
কিন্তু আশ্চর্য বিষয় গীতাঞ্জলি পড়ে বুঝে মেনে চলার লোক ভারতবর্ষে ১% হয়নি। তা যদি হোতো তাহলে বুথ জ্যাম করে রিগিং হতো না। হয়তো কোনও দেশে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি শতকরা একজন মানুষের চরিত্র পাল্টে দিতে পেরেছে, যা আমাদের গোচরে নেই। অমর্ত্য সেনের কিছু থিওরীও হয়তো কখনও কোনও সরকার কাজে লাগিয়েছেন। অভিজিৎ স্যারের থিওরীও নিয়ে বেশি করে বামপন্থীরা যে গত বছর চেঁচিয়ে ছিলেন তা কেমলমাত্র বিজেপিকে ঠেসে ধরতে। কারণ বামপন্থীরা ক্ষমতা পেয়ে এই দেশে সবচেয়ে বেশি
নিজেদের পরিবারের উন্নয়ন ঘটিয়েছেন। ইউনিয়নের মাধ্যমে একসময় ব্যাঙ্ক ও কয়লাখনিতে বড় বড় শিল্পাঞ্চলের সিংহভাগ চাকরি তারা নিজেরা নিয়ে নিয়েছেন‌। এখানে ৩৪ বছরে স্কুলের চাকরি থেকে গ্রামের উন্নয়ন আসলে তাদের পরিবারের উন্নয়ন হয়েছে অনেকটাই। তাদের সৌভাগ্য তারা স্বাধীনতার সময় থেকেই পূর্ববঙ্গ ও বাংলাদেশের নিপীড়িত বাঙালির বৃহত্তম অংশকে বংশ পরম্পরায় সঙ্গে পেয়েছিলেন। আজও সেই পরিবার ক্ষয়ক্ষতির পর‌ও ৭% এ এসে রয়ে গেছে। তাই অভিজিৎ স্যারের থিওরি যতটা ভালো তার চেয়ে বামেদের চিৎকারে তা ফুলেফেঁপে ঢোলের মতো অনেকটা।
নোবেল পাওয়া মানে তো মানবজাতির সামনে একটা মহা উপকারী দিগদর্শনের ঘোষণা হ‌ওয়া, তাকে খারাপ বলা অত্যন্ত ক্ষতিকর। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি যদি ১% লোক পড়েও থাকেন তবুও তার ফলিত চর্চা জীবনে শূণ্য। কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলির মলাট পুজো হয়তো ১০% হয়ে যাবে।
অর্থাৎ নোবেলজয়ী মানুষের খ্যাতিকে পূজো করলেও তার আসল বিষয়বস্তুটি চিরকাল আমাদের অজ্ঞাত রয়ে গেছে, আগেই বলেছি পৃথিবীতে যারা এই চর্চা আজও বাঁচিয়ে রেখেছেন তাঁরাই গীতাঞ্জলি ও নোবেলের আসল ফলোয়ার।
তেমনি অভিজিৎ স্যারের থিওরীও হয়তো কোথাও কাজে লাগবে। নোবেলজয় এই কারণে তাঁকে আর‌ও উচ্চতর ভাবনায় উৎসাহ দেওয়া। কিন্তু অভিজিৎ বাবু নোবেলজয়ের পর তার থিওরির মতো করে এই দেশের অর্থনীতির কিছুটা চালাতে বলছেন এবং বামপন্থীরা তার পোঁ ধরছেন এ বড়
ভুল আব্দার। এটা জানা দরকার যে ওনার কিছু কিছু থিওরি কেবলমাত্র তৃতীয় বিশ্বের দেশ ছাড়া চলতে পারেনা । উনি নিজে থিসিস লেখার আগেই বিশ্বব্যাপী এনজিও খুলেছিলেন যা থেকে এক‌ই সঙ্গে ওনার এনজিওর লাভ হয়েছে যা আমাদের কাছে একটা আর্থিক সাফল্য। ব্যবসার মতো করে তা তিনি পেয়েছেন । একটা অন্য উদাহরণ দি‌ই
আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি , রাধাকৃষ্ণন মহাশয় বক্তৃতা দিয়ে সারা বিশ্ব থেকে উপার্জন করতেন।
লিখেও উপার্জন করতেন। থিওরি বলতেন। যার সমাজ জীবনে কোনও প্রভাব‌ই পড়েনি। কিন্তু তিনি সেই উপার্জন থেকে দান করে গেছেন ( চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বলছি না)। কিন্তু অভিজিৎ স্যার প্রথম শ্রেণির প্রথম ছাত্র। ১০০ দিনের কাজেও মনমোহন সিংহের প্রস্তাবে সহমত ছিলেন এবং থিওরি সাপ্লাই করেছেন। ১০০ দিনের কাজে বাজেট বৃদ্ধি না হলে দেখবেন চারিদিকে হৈ হৈ পড়ে যাবে। কেউ ভেবে দেখেছেন কি এই ১০০ দিন নিয়ে গ্রাম-শহরে কী ভয়ানক দুর্নীতি রয়েছে। কি ভয়ানক একটা পার্টিবাজি রয়েছে আর চলছে এবং কর্মে একটা অনীহা তৈরি হয়েছে। বসে বসে খাওয়ার প্রবণতা বেড়েছে । সরকার যখন " ফলিত বিজ্ঞান"-এর উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে তখন সরকার নিজের অস্তিত্ব রক্ষায় ভর্তুকি দিয়ে নিজেকে জনকল্যাণমূলক সরকার বলে প্রচার করছেন। এর থেকে বড় ভন্ডামি আর বড় বেদনা
আর কি হতে পারে। নোবেল একটি বিশ্বমানের বিশ্বজনীন বিষয়। নিশ্চিত অর্থনীতির নোবেল‌ও মানবতাবিরোধী নয়। তবে অর্থনীতির এই নোবেলে প্রাপ্তির মধ্যে বিশ্বব্যাংকের প্রভাব যথেষ্ট রয়েছে। অভিজিতস্যার এক‌ই সঙ্গে আর একটি থিওরি পাশাপাশি রেখেছেন যা হলো গ্রামে কোয়াক ডাক্তারের সাহায্যে গ্রামের চিকিৎসা ব্যবস্থা টিঁকিয়ে রাখা। এর জন্য তাঁর এনজিও তিন বছর ধরে বীরভূমে বিশ্বব্যাংক ও সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে থিসিস সাবমিট করে বিশ্বের নজর কেড়েছেন। এই কাজটা করেছেন ওনার স্বামী-স্ত্রীর যৌথ ব্যবস্থাপনা তৈরি একটি
এনজিও। যার মালিক তিনি নিজে। এই প্রজেক্টের জন্য তিনি পৃথিবীর আর কোনও জায়গাকেও বাছেননি। বেছেছেন নিজের মাতৃভাষা ও ভূমিকে এবং একটা পিছিয়ে পড়া জেলাকে। রাজনীতির ডামাডোলে বিখ্যাত এক জেলাকে। যেখান থেকে এবিপি আনন্দে তিনি ২০১২ সেরা বাঙালি হয়েছিলেন। সে কারণে বক্তৃতাও করেছেন নোবল প্রাপ্তির পর বাঙলাতে আংশিক ভাবে। কারণ তার নোবেল প্রাপ্তির আর একটি বড় অংশের দাবি পড়ে আছে বীরভূমে। চিকিৎসকদের কাছে তার এই দ্বিতীয় আবিষ্কার হলো, চিকিৎসা ব্যবস্থার এক প্রকার পিন্ডি পাকানোর চেষ্টা। অথচ সারা ভারতের হাসপাতাল ভরিয়ে রেখেছেন গ্রামের মানুষ। যদিও কোয়াক ডাক্তার সঙ্গে নিয়েই এই দেশের গ্রামের হাসপাতাল চলে যাচ্ছে। গ্রামে চাকরি করতে গিয়ে হাসপাতাল থেকে ওষুধের দোকানে রেজিস্টারড ও আন-রেজিস্টারড কোয়াক ডাক্তার ছাড়া যে চিকিৎসা ব্যবস্থা টিঁকিয়ে রাখা যাবে না এটা ১০০ ভাগ সত্য। আর এই ব্যবস্থাটাতেই শিলমোহর দিতে চাইছেন। কিন্তু কোয়াক দিয়ে চিকিৎসা চলে আসা আর একজন নোবেলজয়ীর তাতে শিলমোহর দেওয়ার মধ্যে বিস্তর ফারাকটা তিনি এক ঝটকায় নামিয়ে দিয়েছেন। দুঃখের ও জীবনের ক্ষয়ক্ষতির প্রভূত পরিমাণ সম্ভাবনা যে এতে লুকিয়ে আছে সেটা আর কে না জানেন। তার মূল আবিস্কারের অন্যটি হলো গরীবের হাতে ছ হাজার টাকার সাহায্য । কেন তাকে সামলম্বি করা। কিন্তু আর একজন এই পৃথিবীতে থিসিস সাবমিট করে দেখিয়েছেন যে গরীবকে সাহায্য করলেও সেই সাহায্য ব্যক্তির চাষবাসে ও ব্যবসার উন্নয়ণ হলেও সেই পরিবারের শিক্ষা, ক্রয় ক্ষমতা ও গৃহপরিবেশের উন্নয়ন হয়নি। তাদের নারী শিশু এক‌ই জায়গায় রয়ে গেছে ও সামাজিক স্বাস্থ্যের বৈষম্যগুলি এক‌ই রয়ে গেছে। এইসব জেনে আমাদের বরং খোল করতাল নিয়ে পথে নেমে পড়া অনেক ভালো। আমরা যদি এই মূহুর্ত্তে জলন্ধর ও গাজিয়াবাদে এই দেশের মেশিনারি শিল্পের কিছু উন্নয়ন দেখা পাচ্ছিলাম তা এই ভর্তুকি নীততে সেখানেও অনীহা আসতে বাধ্য হবে। গান্ধিজি তখনকার পরিবেশে সকলকে সূতা কেটে উপার্জনের চিন্তা করেছিলেন কিন্তু তিনি তো ১৯৪৮ প্রয়াত। তারপর পৃথিবী উল্টেপাল্টে এক‌ই সঙ্গে আর‌ও নিটোল ও কঠিন হয়েছে। আপনারা দেখুন এদেশের নেতারা ১৯৪৮-এই পড়ে রয়েছেন । থিসিস ঘুরেফিরে সাবমিট হচ্ছে। গরীবকে আর‌ও গরীব করার বাসনা অক্ষুন্ন আছে ভেতরের মজ্জায়।  অভিজিৎ স্যার নিজের জীবনে বাইরে থেকে সিনেমা দেখার মতো করে দারিদ্র উপভোগ করেছেন দারিদ্র্যের মধ্যে জীবনেও থাকেননি। পড়েছেন সাউথ পয়েন্টে। তবে কি অবজারভেশন পাওয়ার হতে বাধা আছে বড়লোক হলে? এ প্রশ্ন আমারও শিক্ষা কি গরিবের কি বড়লোকের এটা দেখতে ও বলতে খুব সোজা যেখানে হয় তারা জানে কত কঠিন। তবুও শিক্ষা বড়লোক গরিব দেখে আসেনা। এক্ষেত্রে অভিজিৎ স্যার ও অমর্ত্য স্যারের জন্ম সোনার চামচ দিয়ে হলেও তাঁরা কিন্তু গরিবদের জন্য ভেবেই বড় হয়েছেন। তাই কোনও মানুষকে চরিত্র ঠিক করতে বলা আমার কাজ নয় কারণ চরিত্রের পাঠ নিয়েই তিনি বা তাঁরা শিক্ষক ও শিক্ষিত হয়েছেন। কিন্তু আমাদের দেশ একটি বৃহত্তর রাষ্ট্র তার। কোটি কোটি সন্তানদের মধ্যে দু একজন নোবেল পেতেই পারেন। তিনি বাঙালি হলেও বিদেশী হলেও আমার তাতে হিংসে দুঃখ কষ্ট কিছু নেই। কিন্তু বাঙালি হিসেবে তারজন্য আনন্দ হলেও যার জন্যে আনন্দ করছি যে কারণে আজ আমরা আনন্দ করছি ভেবে দেখুন তিনি কিন্তু আমাদের কেউ নন। তিনি আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারেন হয়তো বলবেন‌। তারতে থাকলে তপন রায়চৌধুরী থেকে অমর্ত্য সেন বিনায়ক স্যার কেউই আবিস্কার করতে পারতেন না বড় গবেষক হ‌ওয়ার মতো পরিকাঠামো এখানে নেই। তাই তারা বিদেশী হয়েছেন। তবে বিদেশে থাকলে আত্ম বিসর্জন দেওয়া ছাড়া তো পথ‌ও নাই। সনাতন ভারতীয় পন্থা না নিয়ে বিদেশের সমাজে বহুল প্রচলিত ডিভোর্স নীতিতেও তিনি বিশ্বাসী হয়েছেন। আসলে তিনি কিন্তু একজন সর্বত্যাগী মানুষ নন।  ব্যক্তিগত লাভের জন্য সামাজিক স্বীকৃতি উনি মানতে চাননি। এই ভারত ও তার পরিবারের স্বীকৃতি বিসর্জন দিতে পেরেছেন বলেই আজ তিনি হয়তো একটি থিওরির জন্ম দিয়েছেন । সেই জন্য ওনার চরিত্রহনন করাও ঠিক নয় । উনি শিক্ষার উন্নয়ন তো করেছেন বটেই। যদিও এর পরীক্ষা হয়নি তেমন। কিন্তু উনি নোবেল প্রাপ্ত হয়েই নিজের ফরম্যাট ভারতের অর্থনীতিতে চাপানোর জোর চেষ্টা করেছেন এবং প্রথমেই ভারতের সমালোচনা করেছেন। জিডিপি নিয়ে কথা বলেছেন। বলতেই পারেন। খানিকটা রাজনৈতিক পরিসরে নেমেও পড়েছেন। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, তার জানা নেই। আশ্চর্য উনি নোবেলে সম্মানিত অথচ কীভাবে ভারতের অর্থনীতি চাঙ্গা হবে তার
ভাসাভাসা আলোচনা করেছেন। সাম্প্রতিক
ট্যাক্সের সমালোচনা করেছেন । দিশা তেমনভাবে দেখাননি। ওনার দিশা হচ্ছে এনজিওর মাধ্যমে ভর্তুকি প্রদান করলে গরীবের উন্নয়ন ঘটবে। কিন্তু কোথা থেকে ওই আর্থিক দায় আসবে ? আর কারা সেই রামকৃষ্ণ মিশনের মতো হবেন ? উনি তো বিশ্বের সকল দেশের জন্য নোবেল পেয়েছেন কিন্তু ভারত নিয়ে আলোচনা করতে গেলেন কেন ? আসলে উনি একজন রাজনৈতিক ছাত্র‌ও ছিলেন। উনি দেশে না থাকলেও ওনার এনজিওর পরীক্ষা চালাতে ভারতের বাংলাকেই বেছে নিয়েছিলেন। তাই বাংলায় বলেছেন সাংবাদিকদের কাছে। নোবেল পেয়ে কোনও ব্যক্তি কোনও দেশের সবকিছু পাল্টে দেবেন ও দিতে পারেন এই আশা করাও আমাদের অন্যায়। কিন্তু আখের গোছানো বামপন্থীদের বক্তব্য কিন্তু তাই। রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তিতে কখন‌ই ভারতবাসীকে তিনি গীতাঞ্জলি লিখতে বলেননি। কিন্তু রবীন্দ্রনাথ না বললেও ইনি প্রচ্ছন্নভাবে বলতে চেয়েছেন তাঁর থিওরি দেশ মেনে নিক। কেন ? তা মানবে ? আমাদের কালাম সাহেব ফলিত বিজ্ঞানের চর্চায় দেশকে গর্বিত করে গেছেন এবং তাঁর গবেষণা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার কাজে লেগেছে। কিন্তু কালাম সাহেব তার জন্যে নোবেলের মতো কিছু পাননি বটে কিন্তু সমগ্র বাঙালি সহ সমস্ত জাতি তার সমস্ত জাত্যাভিমান নিয়ে দক্ষিণী কালাম সাহেবকে দু হাতে সম্মান জানিয়েছেন‌। দেশকে শুধুমাত্র অর্থনীতির একটি অপরীক্ষিত থিওরি নিয়ে হৈচৈ করলেই চলবে না, তাকে
চীনের মেশিনারি শিল্প কীভাবে এগোয় সে কথা ভাবতে হবে। কী কংগ্রেসের কী বিজেপির। তা নাহলে ভারতীয়রা কাউকে বেশিদিন সহ‍্য করবে 
না। অমর্ত্য স্যার ও অভিজিৎ স্যাররা জানেন চীন কি থেকে কি হয়েছে। চরম বিপর্যয় থেকে আজ চীন উঠে এসেছে, মেশিনারিজ শিল্পের সঙ্গে নাগরিকদের যুক্ত করার ফলে। প্রযুক্তির আবিষ্কার বাড়াও এই স্বপ্ন থেকেই আজ ভারতকে লাদাকে জব্দ করার বাসনা তাদের পেয়ে বসেছে। গরিবকে ভর্তুকি দিয়ে দেশকে পিছিয়ে দেওয়ার এই সর্বনাশ আজ আমাদের নেতাদের রক্ত মাংস মজ্জা গ্রাস করে নিয়েছে। আমরা শুধু শুধু কেন অভিজিৎ বাবুর থিওরি ভারতের ঘাড়ে চাপাতে চাইছি এবং প্যান্ট খুলে নাচতে নেমে গেছি ? নোবেলের জন্যে পৃথিবীবাসী গর্বিত হোক। শিক্ষিতের পুজো সর্বত্র হোক জাত্যাভিমান দিয়ে নয়, গরিবদের হাতে নগদ টাকা দিয়ে নয়। ©® অলোক কুন্ডু 

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

১৯৬২-এর চীন-ভারত যুদ্ধ: অলোক কুন্ডু

●পশ্চিম অরুণাচল ঘুরতে গেলে ১৯৬২-ও ঘুরে 
------------------------------------------------------------------
আসতে হয়● 
-----------------
◆অলোক কুন্ডু 

■ মহম্মদ রফি, মদনমোহন ও কাইফি আজমির
তৈরি গান--" কর চলে হম ফিদা জান ও তন সাথিওঁ।" ভূবন ভোলানো সংগীতের মর্যাদায় ভূষিত। আসলে এই গান ও হকিকৎ না হলে পূর্ব ভারতের জনগণকে রোখা যাচ্ছিল না। সরকারের ওপর রাগ ক্রমশঃ বিস্ফোরণের চেহারা নিতে যাচ্ছিল।
■ পশ্চিম অরুণাচল গিয়েছিলাম ২০১৭-তে
সে কথার উৎস টেনে হকিকৎ ও ১৯৬২ ভারত চীন যুদ্ধের করুন কাহিনী কেন বলতে চাই সেটা জানা দরকার। যুদ্ধ কথাটা আসলে একটা মস্তবড় ধোঁকা। আসলে বিনা সেনা পাহারায় অরক্ষিত সীমান্ত দখল হয়ে গিয়েছিল। ওই সময় কি কারণে প্রথমে ভারত "ফরোয়ার্ড পলিশি।" নিয়েছিল! এর উত্তর আজও পরিষ্কার নয়। প্রথমত ১৯৬২ যুদ্ধের ফাইলটি ভারত সরকারের দ্বারা ক্ল্যাসিফায়েড করা আছে। অর্থাৎ চূড়ান্ত গোপনীয় তথ্য। তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল হেন্ডারসান ব্রুকস ও ব্রিগেডিয়ার পি.এস.ভকতের তৈরি লজ্জাজনক হারের বিস্তারিত রিপোর্ট। ওই সময়কার আন্তর্জাতিক সাংবাদিক নেভিল ম্যাক্সওয়েল ওই রিপোর্ট তৈরি ও যুদ্ধের সময় অরুণাচলজুড়ে কাজ করেছিলেন একমাত্র তিনি
ভারত সরকারের ওই রিপোর্ট ফাঁস করে দেন কিন্তু ওই রিপোর্ট বি.জে.পি সরকারে এসেও রিপোর্টারদের হাতে তুলে দিতে পারেন নি। কিন্তু কিছুই গোপন থাকেনি। ভারত সরকার নাকি পেছনে হাঁটতে অর্ডার দিয়েছিল। তাহলে যুদ্ধ কথাটা কিসের!
■তায়াং ছেড়ে আগামীকাল অর্থাৎ ( ৬/১০/১৭) 
চলে আসবো। পথে আবার পড়বে ভারতের সুইজারল্যান্ড " দিরাং।" একটা ছোট ক্ষরস্রোতা নদীর দুই পারে ছোট্ট শহর, নয়নাভিরাম বললেও কম বলা হবে, সেই দিরাংও ছেড়ে চলে যাবো।
■ আজ ৫/১০/১৭ তায়াংয়ে স্থানীয় ওয়ার মেমরিয়াল দেখতে এসেছিলাম। বাইরে বেরিয়ে আসতে জানা-অজানার ভিড়ে আটকে কিছুক্ষণ দাঁড়াতে হলো। লাইট অ্যান্ড সাউন্ড দেখে রাত ৮ টায় বেরিয়ে দখি পূর্ণিমার চাঁদ হাট বসিয়েছে রাস্তাজুড়ে। ১৯৬২ র চীন অগ্রাসনের কাহিনী শুনে ইতিমধ্যে চোখে জল ভরে গেছে এমন যে, সেই অত বড় পাহাড়ি চাঁদটাকেও ঝাপসা দেখছি। এদিকে ততক্ষণে পাশে বেহালার শীলপাড়ার গৌতম মুখার্জী দা ও বৌদি অনসূয়া দি । আমার স্ত্রী, এল আই সির ব্রাঞ্চ ম্যানেজার কালিন্দীর 
সাহা-দা তাঁর স্ত্রী রীতা সাহা, নীলরতন মেডিক্যালের সবে এমবিবিএস পাশ করা 
তাদের সুযোগ্য ডাক্তার পুত্র দাঁড়িয়ে গেছি সবাই। সকলেই ভারাক্রান্ত। জুতোর শব্দের সঙ্গে মানুষের ফিসফিস শব্দের মিলমিশে যেন এক অদ্ভুত বেদনা সৃষ্টি হয়েছে চারিদিকে। এমনকি ঝিঁঝিঁ ডাক‌ও অস্পষ্ট যেন। কাছে দূরে অন্ধকারে অনেকেই চোখটা মুছে নিচ্ছেন। বয়স্ক কেউ কেউ তখনও বুঝি নিভৃতে কেঁদে চলেছেন। চোখ দিয়ে গড়িয়ে পড়া সেই জল যেন ৬২-র স্মৃতি-স্মারক
ছুঁয়ে রাখছে। আসলে ওর নাম বনি, তরতাজা যুবক, সাহাদার পুত্র ও আমাদের একজন ভালো সঙ্গী, স্যরি ও কিন্তু ডাক্তারবাবু। বেশ বৃহদাকার চাঁদের ডজন খানেক ছবি তুলেছেন। এই লাইট 
অ্যান্ড সাউন্ডে সবটুকু কাহিনী তুলে ধরা হয়নি এবং তা হওয়ার কথাও নয়। তবুও এখানে প্রত্যেকটা দর্শকদের চোখের কোনে কোনে এত জল তবে কেন ? সামান্যতেই এত যদি বেদনা তাহলে কত কষ্ট হয়েছিল ওদের। কাহিনির সংক্ষিপ্তসার হলো, এখানকার কয়েকজন অসম রাইফেলসের অকুতোভয় জওয়ান পালিয়ে না গিয়ে, সরকারি আদেশ অমান্য করে, লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। আর এরা উপরের কোনও আদেশ শোনেননি মূলতঃ সেই তিনজনকে নিয়েই মহম্মদ রফির গান, "কর চলে হম ফিদা জান ও তন সাথিওঁ।"  সামনে তখন ছিলেন ৬ জন অফিসার সহ ২৪০/২৫০ অসম রাইফেলসের সেনা তারাও মারা গিয়েছিলেন। 
এর কয়েকদিন আগে সীমান্ত পেরিয়ে অক্টোবরের দেওয়ালির আগেই বিশ হাজার সুসজ্জিত চীনা সেনা, তখন বুমলা পাস আর জেমিথাঙ হয়ে অনাবৃত বর্ডার টপকে এগিয়ে আসতে থাকে। প্রথমেই দখল করে তায়াংয়ের বিখ্যাত মনেস্ট্রি। শত শত শিশু হত্যা করে এবং খুঁজে খুঁজে বার করে আনে মেয়েদের। মেয়েদের ব্যাপক ধর্ষণ করতে করতে এগিয়ে এসেছিল তারা । এমনকি মেয়েদেরও হত্যাকারী এই চৈনিক বর্বররা। যুবকদের‌ও গুলিতে ঝাঁঝরা করেদিয়েছিল। তখন তো কোনও রাস্তাঘাট‌ই ছিলনা এত বাস গাড়িও ছিলনা যে নাগরিকরা ওই দুর্গম অঞ্চল পরিত্যাগ করে পালিয়ে যাবে। স্বাধীনতার ১৫ বছরের আহ্লাদ তখনও কাটেনি, নেহরুর আর ডান হাত ভি. কে. কৃষ্ণমেননের। ইতিমধ্যে নেহরু ও মেনন বিদেশের সমস্ত দেশ জায়গায় দুবার করে ঘুরে ফেলেছেন। নেহরু আর মেননকে পত্র-পত্রিকায় বিকিনিপরা মেয়েদের সঙ্গে তাদের গায়ে হাত দিয়ে মস্করা করতে দেখা গেছে। এমনকি নেহরু তাদের সাথে সিগারেট খাচ্ছেন এও দেখা গেছে। প্রতিরক্ষামন্ত্রী ভিকেকেএমকে বিকিনি গার্লদের মধ্যমণি হিসেবে দেখা যাচ্ছে। স্বাধীনতার ১০ বছর পর এই দুজনেই স্থির করেন সীমান্তে সেনার দরকার নেই। এমনকি অস্ত্র খারখানায় উৎপাদন পর্যন্ত বন্ধ করে দিয়ছিলেন। ১৯৫৯-এ দলাইলামাকে আশ্রয় দেওয়াতে চীন ক্ষেপে যায়।  ইতিমধ্যে কিন্তু মাও জে দঙয়ের প্রধানমন্ত্রী জৌ এন লাই-কে এদেশে এনে নেহরু আর ডান হাত কে মেনন মিলে ভারতের প্রত্যেকটি বড় শহরের ফুটপাথ জুড়ে কাতারে কাতারে মানুষ জড়ো করে বিশ্বজয় করেছিলেন। দু লাখ বাহাত্তর হাজার বর্গ কিলোমিটার আগেই চিন দখল করে নেয় যা পুরাতন " নেফা" -র সঙ্গে যুক্ত ছিল । ম্যাকমোহন 
লাইন অতিক্রম করে ১৯৬২-এর অক্টোবরের প্রথম দিকে। দেওয়ালিতে দিরাং দখলে নেয় ও অকথ্য অত্যাচার করে তখন যারা সেখানে বাস করতেন। এখন যেখানে যশবন্ত ওয়ার মেমোরিয়াল হয়েছে, তাও ৬০ কিমি দূর সীমান্ত থেকে, সেইখানে একমাত্র তিনজন মিলে বাধা 
দেয়। এদের তিনজনকে নিয়ে এবং মনে রেখে "হকিকৎ" সিনেমা তৈরি হয়েছিল। তাই হকিকতে দেওয়ালির দিন জানপ্রাণ নিয়ে চীনের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা শোনা যায় । পরে নভেম্বরে ১৯৬২ চীনা সেনা বিনা বাধায় বর্ডার থেকে ৩০০ কিমি দূরে বমডিলা চলে আসে। নেহরুর বিরুদ্ধে দেশে-বিদেশে কমজোরি নেতৃত্ব হিসেবে ধীক্কার উঠে যায়। পার্লামেন্টে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। নেহরু, কেনেডিকে সৈন্য অস্ত্র সমেত সাহায্য করতে চিঠি লেখেন। আমেরিকান হস্তক্ষেপে তিন দিনের মধ্যে চায়না নেফা পরিত্যাগ করে। কিন্তু আজও সেই দু লক্ষ বাহাত্তর হাজার বর্গ কিমি জায়গা চিন ছাড়েনি। নেহরু বলেছিলেন ওই ঘাসের জঙ্গলে না হয় আবাদি না আছে ঘাস, মূলভূমি তো তারা ছেড়ে চলে গেছে। উত্তরে নেহরুকে পার্লামেন্টে শুনতে হয়েছিল আপনার মাথা তো ন্যাড়া, সেটা নিয়ে চলে গেলে কি আপনি বসে থাকতেন ? ( ছবি -ব্রহ্মপুত্রের উপর 
গুয়াহাটির ফ্যান্সি বাজারের স্মারক ) ●©® অলোক কুন্ডু।

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

গরিবের অর্থনীতি : অলোক কুন্ডু

●আদতে কি সম্ভব গরীবের হাতে পয়সা দেওয়া ?
যদি এরকম হোতো টাকা ছাপিয়ে বিলি করা যেত। তা কি সম্ভব ? অমর্ত্য সেনের তৃতীয় পক্ষের অর্থনৈতিক উন্নয়ন বা গরিবের অর্থনীতির জয় এইসব গালভরা নামের আড়ালে যে উন্নয়ন‌ই থাকনা কেন আসলে এইসব কথা থিওরির একটা মায়াজাল। প্রায় এক‌ই বিষয়ের দুই ধরনের মৌলিক বিষয়ের প্রস্তাবনায় দুজন বাঙালির এই পর পর পৃথিবী জয়ে সারা পৃথিবী আন্দোলিত।
নোবেলজয় নিশ্চিত ভালো । যেকোনো থিওরি মুগ্ধতা ছড়ায় ঠিকই কিন্তু সার্বিক সমাজে বড় সিদ্ধান্ত নেওয়া গেলে তার ভালোত্বের জয়গানে গরীবের জয় হয় কতটা হয়? অথচ নরসিমা রাও
এক হাতে অর্থনৈতিক সংস্কার ও অন্য হাতে মিড ডে মিল এনে দেখিয়েছিলেন গরিব, মধ্যবিত্ত ও বড়লোকের অর্থনীতিকে এক সুতোয় কীভাবে বাঁধতে হয়। স্বামীজি গান্ধিজি থেকে ইউনূস সাহেব 
( বাংলাদেশ) নানা আয়তনে আসলে গরীবের অর্থনৈতিক জয় চেয়েছিলেন । কিন্তু ভর্তুকির এই দেশে তা কীভাবে সম্ভব ? মধ্যবিত্তের পকেট কেটেই এদেশের উন্নয়ন চলছে ৭৫ বছরের বেশি সময় ধরে। ভুল হলো ইংরেজি আমল থেকেই। অর্থনীতির এই আঞ্চলিক উন্নয়ন কীভাবে গোটা ভারতভূমির উন্নয়ন হয়ে উঠবে ? বড়লোক বাঁচাতে বাঁচাতে এইদেশ "হ্যায় রাম যায় রাম"-এর মতো হয়ে উঠেছে। রবীন্দ্রনাথের নোবেল, কাব্য নিয়ে হলেও অর্থনীতিতে তখনকার দিনে রবীন্দ্রনাথের
নোবেল পাওয়া কোনও ব্যাপার ছিলনা বোধহয়।
দেখতে গেলে রুখাশুকা শান্তিনিকেতনের অর্থনৈতিক উন্নয়ন একটা অঞ্চলের চেহারা
শিক্ষা দিয়ে পাল্টে ফেলেছিলেন রবীন্দ্রনাথ
ঠাকুর। ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন 
অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে। কিন্তু ভর্তুকি
তো এখন এই দেশের দিশেহারা অবস্থা। তার উপর নতুন থিওরি গরিবের হাতে টাকা গুঁজে দাও। নাকি আর‌ও মদ্যপান বাড়াও আরও মহুয়া বিক্রি বাড়াও! একি সত্যিই কোনও রূপকথার অর্থনৈতিকতা? ভর্তুকি এখন এই দেশের অর্থনীতিতে ব্রাজিলের মতো দাবানল আগ্রাসি হয়ে উঠতে পারেও। সকলেই ওটা চান, ভর্তুকিতে সিনেমা পর্যন্ত হবে। পথের পাঁচালীর ঐতিহাসিক প্রয়োজনীয়তা কি সমস্ত কিছুর মধ্যে মেনে নেওয়া যায়? বাৎসরিক পাঁচ লক্ষ টাকার বেশি ইনকামের পরিবারের চাই বেশি ভর্তুকি কারণ এরা শিক্ষায় এগিয়ে আসতে পেরেছে। একটা মোটামুটি পেট চালানোর মতো ক্ষমতা এরা অর্জন করে ফেলেছেন। ৬/৭ লক্ষ টাকা খরচ করে ছেলেকে অথবা মেয়েদের হয় বি.টেক পড়িয়ে কোনক্রমে ১০/২০ হাজার টাকার একটা ইনকাম করিয়ে নিতে পারছেন না অথবা ৬/৭ লাখ টাকায় এদেশের প্রাইমারি শিক্ষকের চাকরি ক্রয় করে নিয়ে উন্নয়ন। কিন্তু অন্যদের কীভাবে কি হবে ? গ্রামে চাষবাস থাকলেও প্রতিটি মানুষের কাছে পয়সা কোথায়। প্রকৃতপক্ষে টিউশনি করে গ্রামের অর্ধেক যুবক যুবতীর জীবনে টিঁকে থাকে। টিউশনির উপর দাঁড়িয়ে এরা বিয়ে পর্যন্ত করে নেয়। তাদের কী হবে ? ধীরে ধীরে একটা সময় এরা কর্মহীন হয়ে পড়েন, এই দল কি শেষ পর্যন্ত এনজিওর সাহায্য নিয়ে বেঁচে উঠবেন। রোজ রোজ নগদ টাকার জন্য লাইন দেবেন। সামান্য দুমুঠোয় পেট চালাবেন ?  ইউনূস সাহেব মাইক্রো ফিনান্সের বাস্তবায়ন করিয়ে দেখেছেন কিন্তু একটা জায়গায় এসে ঋণ দিয়ে ,ক্ষুদ্র মূলধন বাড়ানোর বিস্ফোরণ করিয়ে ( আঞ্চলিক ভাবে) কিছুজনের ভালো করে দেখাতে গিয়ে পরে ওখানেও সাফল্যের পেছন পেছন দুর্নীতির ব্যাপক প্রবেশ ঘটেছে এবং ইউনূস সাহেবকেও তাড়া করে ফিরছে মাইক্রো ফিনান্সের দুর্বলতাগুলো এবং মাইক্রোফিনান্সের আপন ভাই সারদা ইত্যাদির পাল্লায় পড়ে বহু গরীবের সর্বনাশ ঘটেছে । থিওরি মজবুত হলেও তার বেড়ার মজবুতি ফসল খেয়েছে পোকায়। অবশ্যই এখানে মাইক্রো ফিনান্স থেকেই বন্ধন ব্যাঙ্কের জয় এসেছে।
বিনায়ক স্যারের দাওয়াইয়ে দিল্লির সরকারি
স্কুলের ছাত্রদের নিশ্চিত ভালো হয়েছে।
রবীন্দ্রনাথের কৃষি পরিকল্পনা আর ব্যাপক
ছিল তখনকার দিনে, গান্ধিজির সুতো কাটার মধ্যেও বিস্তর পার্থক্য ও মতের দ্বন্দ্বের সম্মুখীন হয়েছে সমাজ এই দুই মহান ঋষির ভাবনায়। 
আজকের দিনে হয়তো অচল হয়ে পড়েছে। আসলে অর্থনীতিই যুগ পাল্টাবার জিয়নকাঠি।
তবু রবীন্দ্রনাথ-গান্ধীজির থিওরি প্রশ্নাতীত ‌। গান্ধিজি নোবেল পেলেও অবাক হ‌ওয়ার কিছু ছিলনা কিন্তু তিনি নোবেল নিতেন না। সর্বাধিক প্রস্তাব তো গান্ধীজিকে ঘিরেই আছে নোবেলের কিন্তু তিনি তা পাননি। তার মানে এই নয় যে অমর্ত্য ও বিনায়ক স্যারেদের মতো মহান নোবেলজয়ীরা কেউ ছোট‌মাপের। নোবেলের মানবিক আবেদনের বিকল্প নেই । সত্যজিৎ রায় মৃত্যুর সামনে
দাঁড়িয়ে সিনেমার নোবেল পেয়েছিলেন । তিনি সামান্য স্ক্রিপ্টের মধ্যে অপুর পাঠশালায় কিংবা অপারাজিতর স্কুল ইন্সপেকশনে অথবা আগন্তুকে ময়দানে উৎপলদত্তকে দিয়ে ভূগোল শিক্ষা আসলে তা এক প্রকার গরীব ও মধ্যবিত্তর অর্থনৈতিক উন্নয়নের গোড়ায় শিক্ষিত হ‌ওয়ার একটা বিদ্যুৎরেখার আশ্চর্য আবিষ্কার দেখিয়েছিলেন। যা সিনেমার আঞ্চলিক পর্বে আবর্তিত হলেও মানুষের মধ্যে একটা প্রশ্নের চিন্তা জাগ্রত করেছিলেন যে শিক্ষিত হ‌ওয়ার প্রয়োজন আছে অর্থনৈতিক উন্নয়নে। কিন্তু সেখানে ভর্তুকি নেই। রবীন্দ্রনাথের থিওরিতেও ভর্তুকি নেই। কাজ কর খাও। গান্ধীজির থিওরি কাজকে সব সময় যুক্ত করো। কিন্তু এখন তো গরীবের অর্থনীতি মানে ভর্তুকি।  জানিনা গ্রামের শিক্ষিত বেকারত্ব কীভাবে ঘুঁজবে ? নাকি কম মেধাবী ছেলেরা ছয় সাত লাখ দিয়ে বি.টেক পড়ে ডেলিভারি বয়ের কাজ খুঁজবে ? বা চাকরি কিনবে ? এদেশে সরকারি চাকরিতে ঢুকলে তো বহুজন‌ই জিওর মালিকের মতো কোটিপতি হ‌ওয়ার আশা করেন । ঘুষ নেন ,কাজ করেন না, ইউনিয়ন করেন বি.এস.এন.এল, ভারত পেট্রোলিয়াম ইত্যাদিকে ক্ষণস্থায়ী করে তুলেছেন এই ইউনিয়নবাজি, কাজ না করে করে বসে বসে মাইনে নেওয়ার ধান্দায় কোম্পানি উঠে যেতে বসেছে। এমনকি বিদ্যুৎ উৎপাদনের কয়লা থেকে এক ওয়াগন কয়লার দাম জোরজবরদস্তি আদায় করে নিচ্ছেন নেতারা এবং গ্যাসের ভর্তুকিও চাইছেন। উন্নয়নের নামে আঞ্চলিকতার পর্ব ছেড়ে সার্বিক ভাবে শিক্ষিত মাফিয়া তৈরি করে অর্থনীতির বিপর্যয়ে আগুন দিচ্ছেন কিছু হৈ-হল্লা করা পাব্লিক। যে পরিমাণ কয়লা মাফিয়ারা নিচ্ছে সেই পরিমাণ গরিবরা যদি পেতো তাহলে স্থানীয়ভাবে তো এলাকায় গরিব থাকার কথা নয়। এক‌ই সঙ্গে ভর্তুকি প্রত্যাহার ও সকলের রোজগার এবং ইউনিয়নের
ঝান্ডা প্রত্যাহার‌ই করাই হবে জনগণের অর্থনৈতিক উন্নয়ন। গরীবের উন্নয়ন করতে গিয়ে যদি বেকায়দায় ফেলে মধ্যবিত্ত যুবক-যুবতীদের আর‌ও গরীব করে দেওয়ার ফর্মূলার দিকে দেশ এগিয়ে চলে তাহলে কাঁচা টাকা বিতরণ করে গরিবদের বাঁচানোর কথা কত বছর ধরে চলতে পারবে । অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেলে অত্যন্ত আশাব্যঞ্জক ও আমরা গর্বিত। আর‌ও গর্বিত আর এক নোবেলজয়ী অমর্ত্য সেনের জন্য। কিন্তু এই সৌর্য দিয়ে এই দেশের  মলিনতা কতটা ঘুঁচে যাবে জানিনা। এই দেশের জন্যে এই দেশের এনজিওদের একটা সমস্যা আছে। সারা পৃথিবীতেই এনজিওর প্রচেষ্টায় একদল গরীব মানুষের মধ্যে নানাভাবে অর্থনৈতিক সামঞ্জস্যবিধান করার একমাত্র উপায় বলে একটি থিওরি কাজ করছে। এতে ভালো খারাপ দুই হচ্ছে । ফেসবুকের সাহায্যে গ্রুপের বন্ধুদের মধ্যে এই থিওরীর নতুন আবিষ্কার ও গরীবের ভালো করার আগ্রহের পরিধি সুখকরভাবে বিস্তৃত হয়েছে। গরীবের এতে ভালো হয়েছে। যদিও এই বিচ্ছিন্ন আন্দোলনে মানুষের ব্যক্তিগত প্রচার আছে তা হোক। আনন্দের প্রচারের সঙ্গে গরীবের ভালো করার প্রবণতার দিকটি আজ উজ্জ্বলতা পেয়েছে সন্দেহ নাই । কিন্তু গরীবের ভালো করতে গিয়ে এনজিওগুলি ফুলে ফেঁপে বড় হয়ে যাওয়ার মধ্যে একটি বিপর্যয়ের সূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। হাওড়ার জগৎপুরের কালীপদ দাসের যে বড় এনজিও ছিল তা বামপন্থীদের পাল্লায় পড়ে দশভাগ হয়ে গোষ্ঠী করে টাকা লুটপাটের খেলায় কালীপদ দাসের মৃত্যুর পর সেই গরিবদের খাওয়াপরার চেহারা এখন কঙ্কালের মতো। বিনায়ক স্যারের থিওরিটি অত্যন্ত আধুনিক এবং সঙ্ঘবদ্ধভাবে মানুষের ভালো করার প্রচেষ্টার উন্নয়ন ঘটাবে সন্দেহ নাই। মানুষের দ্বারা মানুষের যে বিপর্যয় তৈরি হয় তার জন্যে শৌখিনতা অনেকাংশেই 
দায়ি। একদল মানুষের শৌখিনতার চাপে কিছু
মানুষ গরীব হয়ে পড়ে ( বাজার বাড়ার বদলে বাজার ছোট হয়ে যায় । উদাহরণ দেওয়ালির প্রদীপ কেনা হচ্ছে মল থেকে) গরীব বাঁচানোর জন্য এনজিওদের ওপর প্রখর দৃষ্টি রাখতে হবে । তবে আঞ্চলিকভাবে কিছু গরীবের উন্নয়ন ঘটানো হলেও জনবিস্ফোরণের এইদেশে তা খুবই সীমিত হবে। চীনের অর্থনীতি, শিক্ষা ও সমাজকল্যাণ আমাদের ভেবে দেখা উচিত কারণ আঞ্চলিকভাবে গরীবের উন্নয়ন হ‌ওয়া
কাম্য নয়। অনুন্নত দেশের কিছু নীতি আমাদের দেশে বিভিন্ন ভাবে পালিত হয় সেগুলো সব ভর্তুকি নীতি। মিড-ডে-মিলকে আর‌ও ভালো করে অন্য ভর্তুকি তোলা উচিত। আসলে বিশ্বব্যাংকের বেশ কিছু পরিচালক ভর্তুকিকে তোল্লাই দেন‌। এদেশের
ভোটে জিতে আসার একটি মগজাস্ত্র হলো ভর্তুকি প্রদান। যে যত ভর্তুকি দেবে সেই সরকারের ভোট তত বেশি পাবে। কিন্তু এই ভর্তুকি পেয়ে দাতাকে আর পাবলিক মনে রাখেনা। প্রিয়রঞ্জন হাসপাতালে যাওয়ার আগে পুরুলিয়ায় দাঁড়িয়ে বলে গিয়েছিলেন আদিবাসীদের জন্য কংগ্রেস সরকার পুরুলিয়ায় ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে সেই বছরে, তার ২৫ হাজার টাকা যদি পুরুলিয়ায় উন্নয়ন হয়েছিল তখন। কাকে কি বলবেন ?কংগ্রেসের জেতার অনেকটা জুড়ে আছে এই ভর্তুকি প্রদান। ভিক্ষে দেওয়ার বিষয়টি সারা পৃথিবীতে চালু আছে এটি ভালো বৃত্তিও। কিন্তু ভর্তুকি বড় না কাজ বড়।  ভারত ও চীন এই মহারাষ্ট্রের সমাজকল্যাণ কিন্তু পরস্পরের বিরোধী
চীনেও ভর্তুকি আছে। কিন্তু চীনের কি অবস্থা ছিল আর কি হয়েছে আমাদের সঙ্গে একটু যদি তুলনা করে দেখি তবে এইসব অর্থনৈতিক পুরস্কার মূল্যহীন মনে হবে। এইসব থিওরি চীনের কাছে প্রযুক্তির জঞ্জালের থেকেও বড় বেশি মাথা যন্ত্রণার কারণ হবে। অর্থনৈতিক উন্নয়নে চীনের আগ্রহ অনেক বেশি ভর্তুকিও সেখানে নিয়ন্ত্রিত।
■©® অলোক কুন্ডু ( গতবছর আজকের দিনে লেখা) 

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

করোনা থেকে বাঁচুন

#অলোককুন্ডুরলেখালিখিওকবিতা #indianwriterscommunity #kolkatadiaries #kolkata #writer #lekhak #howrah #facebookpost
◆ অনেকে বলছেন পুজোতে বাড়বে, তার আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আমার‌ই জানাশোনা কলকাতার একটা পুজো কমিটির তত্বাবধান করতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনে হসপিটালে। সর্দি কমাতে গিয়ে এখন স্টেরয়েড ইঞ্জেকশন দিতে হচ্ছে বন্ড নিয়ে। পুজো করতে গিয়ে কয়েক লক্ষ খরচের ধাক্কায় পড়লেন। নিউমার্কেটে যেভাবে ভিড় হচ্ছে ওখান থেকে ১% ছড়ালেই যথেষ্ট। সর্দিকাশি নিয়ে রাস্তায় বার হলে অবধারিত ধরে নেবে। সর্দি নিয়ে ৮ দিন ঘোরার জন্য আমাদের পাড়ায় একজন নিউমোনিয়া হয়ে মারা গেল। সিগারেট যারা খান এরকম কাউকে ধরলে আর ছাড়ানো মুসকিল, এরকম‌ও মারা যাওয়ার উদাহরণ আছে আমার কাছে। হিমোগ্লোবিন কম থাকা মানুষকে ধরলেও তাই। এরপর কিডনি, সুগার, হার্টের প্রবলেম থাকলে আর তো কথাই নেই । ইয়ংদের সঙ্গে সঙ্গেই ঘুরছে। প্রতিটি জিনিসপত্রের সঙ্গে অনবরত ভাইরাস বাড়ছে। সংক্রমণ বেড়েই চলেছে। তারা পজিটিভ হলেও হয়তো বেঁচে যাবেন
কিন্তু বাড়িতে কেউ থাকলে তার জন্য আমাদের ভাবা দরকার। ভাইরাস ভিড়বাসে, ভিড়ট্রেনে, যেকোন‌ও ভিড় থেকে ছড়াচ্ছে প্রতি সেকেন্ডে। আমাদের হাওড়ার কদমতলার দেবলীনা তার পরিবারের যে বিভীষিকাময় বিপদের কথা জানিয়েছেন এবং ফিরে এসেছেন তা এক কথায়, মহা বিপদ থেকে উদ্ধার পাওয়া। আমাদের শরীরের তেজে তা বোঝা যাবে না। কিন্তু জামাকাপড়, পা একটা ভাইরাস বহনের উপযুক্ত মাধ্যম। বাড়িতে ঢোকার মুখে যদি এক গামলা ব্লিচিং ও ডিটারজেন্ট মিশ্রিত জলে পা ধুয়ে বাড়িতে ঢোকা যেত খুব ভালো হোতো। ফ্ল্যাটে হ‌ওয়া সম্ভব নয়। তাই মেঝে ওই জলে মুছে ফেলতে হবে। ভুল করেও গ্লাভস পরা উচিত নয়। চুল ভাইরাস ধরার প্রধান মাধ্যম। তাই সাবধান। এটিএম কার্ড, গ্যাসের ব‌ই, মানিব্যাগ, ঘড়ি, ছাতা,দরজা, বাথরুমের দরজা,কল, হ্যান্ড সাওয়ার, বেল্ট, পেন, মোবাইল, টাকা,পয়সা, দরজার হাতল, সিঁড়ির রেলিং, কলিং বেল, চাবি, রুমাল, স্যানিটাইজারের বোতলের গা, চশমা এগুলো সম্পর্কে সব সময় সতর্ক এবং সতর্ক। সন্দেহ বজায় রাখুন ডবল চেক করুন। প্রচুর ফেনাযুক্ত সাবান ব্যবহার করুন ( ডেটল নীল উপযুক্ত), বাথরুমে একটা বড় প্ল্যাস্টিক স্প্রেতে স্যানিটাইজার রাখুন। আমাদের কম লোকজন তাতেই এখন পর্যন্ত সাড়ে তিন লিটার স্যানিটাইজার
৭ কেজি ডিটারজেন্টে, ব্লিচিং ১ কেজি, সোডা ২ কেজি, পটাশিয়াম পারমাঙ্গানেট লেগেছে ৫০০ গ্রাম। হ্যান্ড‌ওয়াস ২ লিটার।
ডেটল নীল সাবান ৬ টি। যাইহোক, বাথরুমের যেখানে যেখানে হাত দিয়েছেন স্যানিটাইজ করুন। পায়ের হাঁটু পর্যন্ত জল ঢালুন। যতবার বাইরে যাবেন ততবার জামাকাপড় ছাড়ুন। সোডা বা ডিটারজেন্টে খার বেশি থাকে অ্যালার্জি না হলে ভাইরাস মারতে এইসবও হ্যান্ড‌ওয়াসে মিশিয়ে নিন, এতে খরচ কমে যাবে। জামাকাপড় হচ্ছে একটা মারাত্মক মাধ্যম, একে সাবধানে খুলে রাখুন এবং আবার সাবানে নিজের হাত ধুয়ে নিনি। স্যানিটাইজারকে রাস্তায় ও বাড়িতে ফেরার পর তিন তিনবার ব্যবহার করুন। যতটা নিশ্চিত হবেন ততটা ভালো যত সন্দেহ তত ভালো। হ্যাঁ একদম এপ্রিলের গোড়ায় আমাকে বাতিকগ্রস্ত বলেছিলেন অনেকে। বিশ্বাস করুন অফিসে বহুরকমের জার্ম থাকা ফাইলকাগজ ঘেঁটেছি তখন ওই হাতেই মুড়ি খেয়েছি। কারণ কাজে ফাঁকি দেবো! উঠে সাবান খুঁজবো ? প্রকৃতপক্ষে
হাত ধুতে যাওয়ার সময় পাইনি। দেখেছি প্রায় সর্দিকাশি লেগেই থাকতো। ফাইলের মধ্যেও প্রচুর এইসব দাগ থাকতো তো। প্যানক্রিয়াসের অসুখ বহুদিনের ইদানিং প্রচুর কিছু ধীরে ধীরে ধরা পড়েছে, হয়তো 
হাওড়ায় শিক্ষকদের  পেনশনের করতে গিয়ে হয়েছে। বহুবার ভাইরাল ফিবারে ভুগেছি। এখন বুঝতে পারছি পাড়ার খাটা পায়খানার ডাবা থেকে বল কুড়িয়ে কখনও সাবান দিয়ে হাত ধুইনি। অফিসেও সাবান দিয়ে হাত ধোয়ার মতো সুযোগ পাইনি, আর অফিসে আমার নামে সাবান কিনে মেরে দিতো সেই টাকা। বাথরুমের ভেতর থেকে বাইরেতেও ভিজিটরের উত্তর দিয়েছে। আমার জন্য বহু মানুষ মজায় অফিস করেছে। আমার জন্য একটা পুরো অফিস ঘুমোতে পেরেছে শুধুমাত্র আমি ঘুমোই নি। ছেলেমেয়েদের সুখে মানুষ করেছেন। কিছু‌ই করিনি জীবনে। প্রচুর ওষুধ খেতে হয়েছে, এখন বুঝতে পারছি সব। কিন্তু প্রচুর ভুল কাজ করেছি। নিজেকে দেখিনি। করোনা এসে আমাকে অনেকটা সতর্ক করেছে। হাত ধুয়ে পা ধুয়ে বাড়িতে ঢোকা এমনিতে অভ্যাস ছিল তাই একবার হাত ধুয়ে কিছু খাওয়া এটা মামার বাড়ি থেকে পর্যাপ্ত শেখা। পা ধুয়ে বাড়িতে ঢোকায় অভ্যস্ত ছিলাম। কিন্তু কাজের পরিস্থিতির জন্য নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ক্ষেত্রে মানিনি। যতজন মানুষ এসেছেন বন্ধু হয়ে এসেছেন তারা আমাকে ব্যবহার করেছেন। একমাত্র করোনাই শেখালো, নিজের কাজ করাটাও যে জরুরি এবং সঠিক সময়ে করা।  করোনা মনে করিয়ে দিল মামার বাড়িতে আমার বড়মাসিমার শেখানো জিনিসটাই তো ফেরত এসেছে। মাসিমা নেই। জলে পড়ে থাকতেন না। বিধবা ছিলেন ১৪ বছর থেকে কিন্তু প্রতিটি দিন কাপড় পরতেন টিনোপলে ধোয়া। নখ কাটা চুল কাটা পরিষ্কার পরিচ্ছন্ন হ‌ওয়া তো সেই ছোটবেলার পাঠ। রায়নার সুশান্ত এখনও আমার জামাকাপড় পরা নিয়ে বলে। এই করোনায় দেখেছি। বাজার করে এসে ইনারগুলো না কেচে রোদে দিতে তাদের কিন্তু করোনা ঢুকেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন সারাজীবনের। ©® অলোক কুন্ডু

শনিবার, ১০ অক্টোবর, ২০২০

করোনা থেকে বাঁচুন: অলোক কুন্ডু

#অলোককুন্ডুরলেখালিখিওকবিতা #indianwriterscommunity #kolkatadiaries #kolkata #writer #lekhak #howrah #facebookpost
◆ অনেকে বলছেন পুজোতে বাড়বে, তার আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে। আমার‌ই জানাশোনা কলকাতার একটা পুজো কমিটির তত্বাবধান করতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনে হসপিটালে। সর্দি কমাতে গিয়ে এখন স্টেরয়েড ইঞ্জেকশন দিতে হচ্ছে বন্ড নিয়ে। পুজো করতে গিয়ে কয়েক লক্ষ খরচের ধাক্কায় পড়লেন। নিউমার্কেটে যেভাবে ভিড় হচ্ছে ওখান থেকে ১% ছড়ালেই যথেষ্ট। সর্দিকাশি নিয়ে রাস্তায় বার হলে অবধারিত ধরে নেবে। সর্দি নিয়ে ৮ দিন ঘোরার জন্য আমাদের পাড়ায় একজন নিউমোনিয়া হয়ে মারা গেল। সিগারেট যারা খান এরকম কাউকে ধরলে আর ছাড়ানো মুসকিল, এরকম‌ও মারা যাওয়ার উদাহরণ আছে আমার কাছে। হিমোগ্লোবিন কম থাকা মানুষকে ধরলেও তাই। এরপর কিডনি, সুগার, হার্টের প্রবলেম থাকলে আর তো কথাই নেই । ইয়ংদের সঙ্গে সঙ্গেই ঘুরছে। প্রতিটি জিনিসপত্রের সঙ্গে অনবরত ভাইরাস বাড়ছে। সংক্রমণ বেড়েই চলেছে। তারা পজিটিভ হলেও হয়তো বেঁচে যাবেন
কিন্তু বাড়িতে কেউ থাকলে তার জন্য আমাদের ভাবা দরকার। ভাইরাস ভিড়বাসে, ভিড়ট্রেনে, যেকোন‌ও ভিড় থেকে ছড়াচ্ছে প্রতি সেকেন্ডে। আমাদের হাওড়ার কদমতলার দেবলীনা তার পরিবারের যে বিভীষিকাময় বিপদের কথা জানিয়েছেন এবং ফিরে এসেছেন তা এক কথায়, মহা বিপদ থেকে উদ্ধার পাওয়া। আমাদের শরীরের তেজে তা বোঝা যাবে না। কিন্তু জামাকাপড়, পা একটা ভাইরাস বহনের উপযুক্ত মাধ্যম। বাড়িতে ঢোকার মুখে যদি এক গামলা ব্লিচিং ও ডিটারজেন্ট মিশ্রিত জলে পা ধুয়ে বাড়িতে ঢোকা যেত খুব ভালো হোতো। ফ্ল্যাটে হ‌ওয়া সম্ভব নয়। তাই মেঝে ওই জলে মুছে ফেলতে হবে। ভুল করেও গ্লাভস পরা উচিত নয়। চুল ভাইরাস ধরার প্রধান মাধ্যম। তাই সাবধান। এটিএম কার্ড, গ্যাসের ব‌ই, মানিব্যাগ, ঘড়ি, ছাতা,দরজা, বাথরুমের দরজা,কল, হ্যান্ড সাওয়ার, বেল্ট, পেন, মোবাইল, টাকা,পয়সা, দরজার হাতল, সিঁড়ির রেলিং, কলিং বেল, চাবি, রুমাল, স্যানিটাইজারের বোতলের গা, চশমা এগুলো সম্পর্কে সব সময় সতর্ক এবং সতর্ক। সন্দেহ বজায় রাখুন ডবল চেক করুন। প্রচুর ফেনাযুক্ত সাবান ব্যবহার করুন ( ডেটল নীল উপযুক্ত), বাথরুমে একটা বড় প্ল্যাস্টিক স্প্রেতে স্যানিটাইজার রাখুন। আমাদের কম লোকজন তাতেই এখন পর্যন্ত সাড়ে তিন লিটার স্যানিটাইজার
৭ কেজি ডিটারজেন্টে, ব্লিচিং ১ কেজি, সোডা ২ কেজি, পটাশিয়াম পারমাঙ্গানেট লেগেছে ৫০০ গ্রাম। হ্যান্ড‌ওয়াস ২ লিটার।
ডেটল নীল সাবান ৬ টি। যাইহোক, বাথরুমের যেখানে যেখানে হাত দিয়েছেন স্যানিটাইজ করুন। পায়ের হাঁটু পর্যন্ত জল ঢালুন। যতবার বাইরে যাবেন ততবার জামাকাপড় ছাড়ুন। সোডা বা ডিটারজেন্টে খার বেশি থাকে অ্যালার্জি না হলে ভাইরাস মারতে এইসবও হ্যান্ড‌ওয়াসে মিশিয়ে নিন, এতে খরচ কমে যাবে। জামাকাপড় হচ্ছে একটা মারাত্মক মাধ্যম, একে সাবধানে খুলে রাখুন এবং আবার সাবানে নিজের হাত ধুয়ে নিনি। স্যানিটাইজারকে রাস্তায় ও বাড়িতে ফেরার পর তিন তিনবার ব্যবহার করুন। যতটা নিশ্চিত হবেন ততটা ভালো যত সন্দেহ তত ভালো। হ্যাঁ একদম এপ্রিলের গোড়ায় আমাকে বাতিকগ্রস্ত বলেছিলেন অনেকে। বিশ্বাস করুন অফিসে বহুরকমের জার্ম থাকা ফাইলকাগজ ঘেঁটেছি তখন ওই হাতেই মুড়ি খেয়েছি। কারণ কাজে ফাঁকি দেবো! উঠে সাবান খুঁজবো ? প্রকৃতপক্ষে
হাত ধুতে যাওয়ার সময় পাইনি। দেখেছি প্রায় সর্দিকাশি লেগেই থাকতো। ফাইলের মধ্যেও প্রচুর এইসব দাগ থাকতো তো। প্যানক্রিয়াসের অসুখ বহুদিনের ইদানিং প্রচুর কিছু ধীরে ধীরে ধরা পড়েছে, হয়তো 
হাওড়ায় শিক্ষকদের  পেনশনের করতে গিয়ে হয়েছে। বহুবার ভাইরাল ফিবারে ভুগেছি। এখন বুঝতে পারছি পাড়ার খাটা পায়খানার ডাবা থেকে বল কুড়িয়ে কখনও সাবান দিয়ে হাত ধুইনি। অফিসেও সাবান দিয়ে হাত ধোয়ার মতো সুযোগ পাইনি, আর অফিসে আমার নামে সাবান কিনে মেরে দিতো সেই টাকা। বাথরুমের ভেতর থেকে বাইরেতেও ভিজিটরের উত্তর দিয়েছে। আমার জন্য বহু মানুষ মজায় অফিস করেছে। আমার জন্য একটা পুরো অফিস ঘুমোতে পেরেছে শুধুমাত্র আমি ঘুমোই নি। ছেলেমেয়েদের সুখে মানুষ করেছেন। কিছু‌ই করিনি জীবনে। প্রচুর ওষুধ খেতে হয়েছে, এখন বুঝতে পারছি সব। কিন্তু প্রচুর ভুল কাজ করেছি। নিজেকে দেখিনি। করোনা এসে আমাকে অনেকটা সতর্ক করেছে। হাত ধুয়ে পা ধুয়ে বাড়িতে ঢোকা এমনিতে অভ্যাস ছিল তাই একবার হাত ধুয়ে কিছু খাওয়া এটা মামার বাড়ি থেকে পর্যাপ্ত শেখা। পা ধুয়ে বাড়িতে ঢোকায় অভ্যস্ত ছিলাম। কিন্তু কাজের পরিস্থিতির জন্য নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক ক্ষেত্রে মানিনি। যতজন মানুষ এসেছেন বন্ধু হয়ে এসেছেন তারা আমাকে ব্যবহার করেছেন। একমাত্র করোনাই শেখালো, নিজের কাজ করাটাও যে জরুরি এবং সঠিক সময়ে করা।  করোনা মনে করিয়ে দিল মামার বাড়িতে আমার বড়মাসিমার শেখানো জিনিসটাই তো ফেরত এসেছে। মাসিমা নেই। জলে পড়ে থাকতেন না। বিধবা ছিলেন ১৪ বছর থেকে কিন্তু প্রতিটি দিন কাপড় পরতেন টিনোপলে ধোয়া। নখ কাটা চুল কাটা পরিষ্কার পরিচ্ছন্ন হ‌ওয়া তো সেই ছোটবেলার পাঠ। রায়নার সুশান্ত এখনও আমার জামাকাপড় পরা নিয়ে বলে। এই করোনায় দেখেছি। বাজার করে এসে ইনারগুলো না কেচে রোদে দিতে তাদের কিন্তু করোনা ঢুকেছিল। পরিষ্কার পরিচ্ছন্ন সারাজীবনের। ©® অলোক কুন্ডু

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

অলোকের ঝর্নাধারায়-১৯

#অলোককুন্ডুরলেখালিখিওকবিতা #indianwriterscommunity #kolkatadiaries #kolkata #writer #lekhak #facebookpost #darjeelingtourism

অলোকের ঝর্নাধারায়
( আমার টুকরো জীবন)
পর্ব-১৯
■ মে মাসে দার্জিলিং ঘুরে এসেই আবার হৈ হৈ করে আমরা হাওড়া স্টেশন থেকে নভেম্বরে, পুজোর একটু পরে মন্দিরতলার গোরাদার সেলাইস্কুলের সঙ্গে আবার দার্জিলিংয়ের পথে র‌ওনা দিলাম, লক্ষ্মীপুজোর পর। ইতিমধ্যে সেই বছর ৭ দিন ছুটি নিয়েছি। ৮ দিনের জন্য যাচ্ছি এবার। যাতায়াতের দুদিকে রবিবার পড়ছে। পুরুষ বলতে আমি আর গোরা দা। মহিলা ৪৫ জন। আর দুজন কুক। হাওড়ায়, আমাদের জন্য একটা গোটা বগি। ফুল কম্পারটমেন্ট। ছোটবেলায় শুনতাম কুন্ডু স্পেশাল ওইভাবে নিয়ে যায়। ৪৫ জনের মধ্যে গোরাদার স্ত্রী ছেলেকেই শুধুমাত্র চিনি। অধিকাংশ মেয়েরা গোরাদার গ্রামের ওইদিককার। গোটা দশেক মেয়ে শিবপুর ও চ্যাটার্জী হাটের। বয়সে দু তিনজন তার মধ্যে ৩০-৩২ হলেও অধিকাংশের বয়স ১৮-২২। হাওড়া থেকেই বাইরে যাত্রীদের চিলচিৎকার দরজা খুলে দেওয়ার জন্য। ওঠার সময় বাবা বাছা করে অনেককে নামানো হয়েছে। কিন্তু মাঝে কোনও স্টেশনে থামলে যাত্রীদের হুটোপুটি। দরজা বন্ধ আছে। ভেতরে লুকিয়ে লুকিয়ে স্টোভে আমাদের রান্না হচ্ছে। এখনকার মতো জলের জ্যারিকেন ছিলনা। দু জন রান্নার লোক নামিয়ে একটা দুটো জায়গায় জল নেওয়া হয়েছে। বড় জলের ড্রাম দু একটা হাঁড়ি কড়া কুকদের। বাইরে দু দিকে দুটো ফেস্টুন ঝুলছে, তবু লোক উঠতে চায়। দু একজন জবরদস্তি উঠেও পড়েছিল। ঝগড়ার পর তারা নেমেছে। দরজায়, এই কামরা বুক আছে আঠা দিয়ে লাগানো হয়েছে। কেউ ছিঁড়ে দিয়েছে অর্ধেক। আমার তখন বয়স কতো? ২৫ হবে। আমি ডায়রি নিয়ে সকলের নাম ঠিকানা টুকে নিয়েছি। একটা লিস্ট করা হয়েছিল, কিন্তু ফেলে এসেছে গোরা দা। কেবলমাত্র টিকিট আর রেলের ছাপমারা একটা টাইপকরা লিস্ট গোরাদার কাছে। ওটা টিটিকে দেখানোর জন্য যত্ন করে রাখা আছে। মেয়েরা কলর কলর করতে করতে চলছে। হা হা হি হিতে কানের পোকা বেরিয়ে পড়ছে এমন সে আওয়াজ। সালকিয়ার 'জয়া'র সঙ্গে পরিচয় হলো ওদের কারখানা আছে, বেশ পয়সাওয়ালা। ওদের কারখানার এক কর্মচারির বোন গোরাদার সেলাই স্কুলের ছাত্রী। সেইসূত্রে এসেছে। জয়া বলে মেয়েটি একমাত্র সম্ভ্রান্ত। গায়ের রঙ থিন অ্যারারুট বিস্কিটের মতো, গালে হাল্কা টোল পড়ে। শর্মিলা ঠাকুরের মতো অত সার্প নয় তবে তখন তো সুন্দরী বলা যায়। লম্বা নয় বড় জোর ৪ ফুট ১১ হবে। একমাত্র ওর‌ই পোশাক দামি। অধিকাংশ মেয়েদের চেহারায় সচ্ছলতার ভাব নেই। গোরাদা বললো এরা ৭০ ভাগ সেলাইফোঁড়াই করে সামান্য ইনকাম করে। গরিব ঘরের সব মেয়ে। এরা স্কুলে ভর্তি হয়েছে, সার্টিফিকেটটা পেলে যদি কিছু চাকরি জোটে। হাইস্কুলে পার্টটাইম সেলাইয়ের টিচার হলেও একটা সামান্য ইনকাম হয়।। বাম সরকার অবশ্য এদের মধ্যে গ্র্যাজুয়েটদের জন্য ওয়ার্ক এডুকেশন গ্রুপে নিয়োগের ছাড়পত্র দিয়েছিল‍ পরে। সেই দিক থেকে দেখলে অনেক হাই স্কুলে এরা একটা সম্মানের চাকরি পেয়েছিল। জ্যোতিবাবুর দূরদর্শিতা এইখানেই নতুন মাত্রা এনে দেওয়ার মতো ব্যক্তিত্বপূর্ণ বলবো। এইসব সামান্য লেখাপড়া জানা মেয়েদের কর্মক্ষম করার কথা তখন ভাবাই হোতো না। তবে এইসব মেয়েদের মধ্যে গ্র্যাজুয়েট ৪/৫ জন হয়তো ছিল। জয়ার মতো পড়ুয়া মেয়ে ২০ জন এসেছে যারা ওই সেলাইস্কুলের নয়। তারা বাইরের, কলেজে পড়ে। সকলেই প্রায় হাওড়া গার্লস কলেজে পড়ে। তার মধ্যে একমাত্র জয়া সাইকোলজি অনার্স ফাইনাল ইয়ার। আমি-গোরাদা দুজনে লোয়ারবাঙ্কে শুয়ে পড়লাম। কুক দুজন মেঝেতে। আলো নিভিয়ে সব ঘুমিয়ে পড়েছিলাম। ভোরে উঠে পড়লাম। ইতিমধ্যে নামবো নামবো করছি জয়া আমার হাতে গোলকরে পাকানো একগাদা একশো টাকার নোট দিয়ে রাখতে বললো, বাথরুম যাবে। আমি পাজামা পাঞ্জাবি পরেছিলাম আমার চাদর গুছোচ্ছি। ব্যাগ ঠিক করছি। পাঞ্জাবির পকেটে রেখে দিলাম অতগুলো টাকা। আমারও ঠেকে শেখা অনেক বাকি তখন। এখনকার ভ্যালুতে ৩০/৪০ হাজার তো হবেই। আমাদের সঙ্গে সেলাইস্কুলের তিনজন দিদিমণি আছেন। তাদের বয়স একটু বেশি। তবে ৪০-এর বেশি নয়। একটা জলখাবার ও চা ট্রেনে উঠেই দেওয়া হয়েছিল যাওয়ার সময়। রাতে ডিমের ঝোল ভাত। তার মধ্যে ডিম আলু সিদ্ধ করে এনেছিল গোরা দা। সামনের পাতে লঙ্কা দিয়ে আলুভর্তা মেখে দেওয়া হয়েছিল, এক হাতা করে ডাল। তাও কুকারে ডাল সিদ্ধ করে আনা। তখনকার দিনে কলাপাতা ছাড়া হয়না। জলের মাটির গ্লাস ছিল কিছু, কিন্তু সকলকে দেওয়া যাবেনা। ওয়াটার বোতল সকলের সঙ্গে ছিল। এন.জি.পি-তে নেমে রিক্সায় করে অনেকটা দূরে একটা জায়গায় দাঁড়ালাম। আমরা উঠে পড়লাম ছোট ট্রেনে। এইসময় বিশাল হৈচৈ। আমাদের মেয়েগুলো দাঁড়িয়েছে আমাকে ঘিরে। দুটো কম্পার্টমেন্টে ভাগ করে আমরা উঠেছি। কতগুলো ছেলেগুলো দৌড়ে নেমে গেছে অন্য কোনও যাত্রীর পকেট মেরেছে। তাই হৈ চৈ। ওই কথা শুনে আমার তখন মনে পড়েছে জয়ার টাকাটার কথা। তখনও জয়ার খেয়াল নেই, ওর টাকার ব্যাপারে। একটি মেয়ে বলছে, আপনার পকেটে হাত দিচ্ছিল কিন্তু আমি হাঁটু দিয়ে মেরেছি। দেখুন তো। আমার তখন মাথা খারাপ। কোন পকেটে ছিল দু পকেট হাঁতড়াচ্ছি। পেয়ে কোনোরকমে মেঝেতে বসে পড়েছি। হার্ট অ্যাটাক হ‌ওয়ার জোগাড়।
একজন বলছে কি হয়েছে, দেখুন নিয়েছে কি ? সকলে আমার ব্যাপারটা বুঝতে চাইছে। এতক্ষণ পরে জয়া হাসছে, বলছে কি হলো? আমার তখন ওদের সকলের ওপর রাগ ধরছে। দুটো মেয়ে যারা দেখেছিল তাদের ওপর আর‌ও। একগাদা ইয়ং ছেলে ওইভাবে রোজ ওঠে। রোজ পকেট মেরে শুকনার কাছে নেমে যায়। তবে অন্য একটি লোকের গেছে। জয়াকে টাকা ফেরত দিলাম, বললাম, তুমি তো চেয়ে নেবে এতক্ষণ ? হাসছে, বললো যায়নি তো! ৪৫০০/- টাকা ছিল। তখন ৪৫০০/- টাকার বিশাল দাম। ( ক্রমশ ) অলোক কুন্ডু। ৬.১০.২০

অলোকের ঝর্নাধারায়-১৬

#অলোককুন্ডুরলেখালিখিওকবিতা
#indianwriterscommunity #lekhak #writer #kolkata #kolkatadiaries #facebookpost

অলোকের ঝর্নাধারায়
( আমার টুকরো জীবন)
পর্ব-১৬

রায়নায় থাকাকালীন আমার জীবনে সত্যি ভয় ধরে গিয়েছিল। ভেবেছিলাম শেষ পর্যন্ত আমার হয়তো বাঁচার অধিকার নেই এই পৃথিবীতে! এই পৃথিবীতে আমার জন্য আর নয়। এত বছর ধরে এত অত্যাচার আর সহ্য করতে সত্যি আর পারা যাচ্ছে না। যে সে লাথি মারছে। একবার পূর্ণিমার রাত ৯ টায় বর্ধমানের সদরঘাট ব্রিজে দাঁড়িয়ে দামোদরের দিকে চেয়ে থেকেছি। চোখ দিয়ে জল পড়েছে টপ টপ করে। আমি যদি মৃত্যুকে ডেকে নি
তাহলে আমার ব‌উ মেয়ের কি হবে ? আমার মা তখনও বেঁচে। হাঁটতে হাঁটতে বাসুবাবুর বাড়িতে ফিরে এসেছি। দোকান থেকে ক্যাডবেরি হাতে করে এনে পাশের ঘরে একটা ছোট্ট মেয়ে থাকতো তাকে ক্যাডবেরি দিয়ে মনটা ভালো করতে চেয়েছি। হয়তো ওদের ঘরে বসে কখনও চাও খেয়েছি। হাওড়ায় থাকতে ১১ বছর ধরে কি ভয়াবহ জীবনযন্ত্রণায় যে আমি কাটিয়েছি সেই ভুক্তভোগী শুধুমাত্র আমিই জানি। সেখানেও বারবার বদলি চেয়েছি। রায়নায় গিয়ে মাত্র ৬-মাস শান্তিতে ছিলাম। যেই বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত ব্যানার্জী ও এস আই অমিত চক্রবর্তীর সঙ্গে সামান্য পরিচয় হলো, ব্যস আমার জীবনে আর‌ও চরম অশান্তি শুরু হয়ে গেল। রায়নায় গেলাম প্রমোশন পেয়ে। ভেবেছিলাম ১১ বছর ধরে রাত দুটো তিনটে অবধি বাড়িতে, অফিসে সারাদিন এত কাজ করলাম কোনও দাম তো পাইনি। এত উপকার করলাম একজন কেউ ফিরেও পর্যন্ত তাকালো না। মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল পর্যন্ত এত নির্মম হয় বুঝি! এত পাগলের মতো কাজ তো আর কেউ কখনও করেনা কখনও করবেও না। তবু ভেবেছিলাম দূর হলেও শান্তি তো পাবো। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতি যে এত রকমের হীন নীচ ভয়ঙ্কর কতকগুলো অনার্স, এম.এ জড় করে শিক্ষার অঙ্গনকে এমন বিষাক্ত করে রেখেছে জানলে ভিক্ষে করে চালাতুম তবু চাকরি করতে কখনও আসতাম না। রায়নার হাই স্কুলগুলো কিন্তু অত্যন্ত ভালো ছিল কিন্তু বর্ধমানের শিক্ষা বিভাগের কয়েকজন বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আর‌ও ডবল অপমান করা শুরু হয়ে গেল। রায়নার এস.আই. অমিত চক্রবর্তী ভেতর ভেতর একজন প্রাথমিক শিক্ষককে পর্যন্ত আমার পেছনে লেলিয়ে দিলেন। তিনিও ফোন করে আমাকে উত্যক্ত করতে লাগলেন। তিনি ভুলে গেলেন আমি তার অনেক উঁচুতে চাকরি করি। বলতে লাগলেন,আপনার নামে অমুকে এই বলেছে তমুকে এই বলেছে। একদিন তার সঙ্গে কথা বলা বন্ধ করেই দিতে হলো তার ওই অভদ্র আচরণের জন্য। অথচ আমি কখনও কার‌ও পেছনে লেগেছি বলে কেউ বলতে পারবে না। খুব কষ্ট হতে থাকলো যে কোথায় যাবো আমি। একটাও কি জায়গা নেই যেখানে গিয়ে একটু দাঁড়াই। শিক্ষা বিভাগে কি একজন‌ও কেউ শিক্ষিত নেই। এত হীন মানুষের সমাবেশ এক জায়গায় হতে পারে! কোথায় গিয়ে বাঁচবো তবে ? রায়নার একজন মাধ্যমিক শিক্ষক যে বীরভূমের অমিত চক্রবর্তীর সহপাঠী ছিলেন তিনি পর্যন্ত আমাকে রোজ নাস্তানাবুদ করে তুললেন। বিকাশভবনের ডেপুটি ডিরেক্টরের প্ররোচনায়। অথচ এমনটা হ‌ওয়ার নয়। বহু হাইস্কুলে যাই কেউ বলেন না আপনি মশাই একটা ছোটলোক। কিন্তু এই শিক্ষক অফিসে এসে সকলের সামনে বিনাকারণে অপমান করেন। অথচ সকলেই জানেন ওনার সঙ্গে আমার দেখাসাক্ষাত হ‌ওয়ার নয়। আমি ওই স্কুলের প্রশাসক, শিক্ষক মাত্র দুজন। আর‌ও দুটো স্কুলের প্রশাসক সেগুলিতে ২০/২২ জন করে শিক্ষক তাদের সঙ্গে হার্দিক সম্পর্ক। অথচ দুজন স্কুলের একটি শিক্ষক অফিসে এসে দিনের পর দিন অপমান করে। আর কাউকে নয় শুধুমাত্র আমি তার টার্গেট। জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিডিওকে বলি, ডিআইকে বলি সকলে বলে লিখিত অভিযোগ করুন। শেষ পর্যন্ত তিনি মিড ডে মিলের একবস্তা চাল সরিয়ে দিয়ে এস এস সির চাকরি ছেড়ে সরকারি চাকরিতে চলে গেলেন। গিয়ে সেখানে যোগদান করতে পারলেন না। অমিত চক্রবর্তীর প্রিয় বন্ধু। প্রশান্ত ব্যানার্জী যাকে বর্ধমান ডি আই অফিসে বসিয়ে আমার পেছনে লাগার প্ল্যান রচনা করেছিলেন। চাকরি চলে গেল তার। শিক্ষককে আমি চাকরি ফেরালাম। ফড়িং অফিসার অমিত চক্রবর্তীর বন্ধুকে বাঁচালাম। আমাকে মেরে ফেলতে যাকে বোড়ে করেছিল চাল চুরি করিয়েছিল সে আমার শেষে চাকরি বাঁচাতে লিখে দিলেন "আমাকে ক্ষমা করুন।" জীবনে কখনও অন্যায় কাজ করিনি ক্ষতি করিনি। আমি জানি রায়নায় আর কে কে তাকে সঙ্গ দিয়েছিল। তবু তাদের কার‌ও ক্ষতি চাইবো না। সকলে ভালো থাকুন। ( ক্রমশ ) অলোক কুন্ডু। ৫.১০.২০২০

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

অলোকের ঝর্নাধারায়-১৭

#অলোককুন্ডুরলেখালিখিওকবিতা
#indianwriterscommunity
#kolkatadiaries #kolkata #writer #lekhak #facebookpost

■অলোকের ঝর্নাধারায়
(আমার টুকরো জীবন)
পর্ব-১৭

সবে গ্র্যাজুয়েট হয়েই তিন বছরের মাথায় সরকারি চাকরি। চাকরির দু-মাসের মাথায় অফিসের এক বন্ধু, স্মরণ বললো, এই ক্লার্কের চাকরিতে তো বেশি মাইনে নয়রে,বরং চল বি.এড.পড়ি দুজনে। বি. এড.পড়লে বাইরে থেকে পরীক্ষা দিয়ে স্কুল ইন্সপেক্টর হ‌ওয়া যায়। তাই দুজনে নাইটে ভর্তি হয়ে গেলাম যাদবপুর বিদ্যাপীঠে। অফিস করে ১৮ মাস ধরে যাদবপুরে বি.এড পড়তে গেছি। কিন্তু আমার ওই বন্ধু তিনমাস পরে ছেড়ে দিল। সেই সময় আমি গোলপার্কের ফার্ন রোডের মামার বাড়িতে থাকতাম। কিন্তু যখনকার কথা বলছি তখন আমার বি.এড পড়া শেষ হয়ে গেছে। বি.এড শেষ করেই, তালতলার ইন্ডিয়ান আর্ট কলেজে, নাইটে ফাইন আর্টসে চান্স পেয়ে ভর্তি হয়ে গেলাম। সেও এক ঘটনা, মধ্য হাওড়া শিক্ষালয়ের আর্ট টিচার পৃথ্বীশ দা আগে আমাদের পাড়ায় থাকতেন। উত্তরপাড়ায় উঠে গেলেন, একদিন ওনার নতুন বাসায় উত্তরপাড়ায় গেছি, পৃথ্বীশ দা আর্ট কলেজের ফর্ম হাতে ধরিয়ে দিলেন। বললেন তোমার দরকার আছে। ব্যস পরীক্ষা দিলাম। চাকরিতে এত সময় দিতে গিয়ে ছবিআঁকা অবশ্য সব লন্ডভন্ড হয়ে গেছে। হাওড়া অথবা শিয়ালদহ স্টেশনে নাইট কলেজের পর স্কেচ করে বাড়ি ফিরতে রাত ১২ টা হয়ে যেত তখন। আবার রবিবার বন্ধুদের সঙ্গে আউটডোর বেরিয়ে যাই। ব্যাস নতুন জীবন, বাড়িতে কে আসছে কে যাচ্ছে কিছুই খবর রাখি না। একপ্রকার বাউন্ডুলে জীবন। আমার বন্ধু ছিল বর্তমানের শিল্প নির্দেশক, অলয় ঘোষাল। তখনই অলয় দারুণ ছবি আঁকতো। অলয়‌ও আমাদের সঙ্গে স্কেচ করতো। একসঙ্গে যারা বাইরে আমরা স্কেচ করতাম, নিজেদের মধ্যে একটা দল হয়ে গেছে বেশ ভালো। ওই দলে গভর্নমেন্ট আর্ট কলেজের ছেলেরাও কয়েকজন আছে। হৈ হৈ করতে করতে অফিসে ছুটি নিয়ে প্রথম ৭/৮ দিনের ট্যুরে ছবি আঁকতে দার্জিলিং চলে গেলাম। তবে অলয় যায়নি। কলেজের গ্রীষ্মের ছুটি তখন। সকলে আমাকে করলো ম্যানেজার। একদিন আঁকতে বেরিয়ে ঠিক করা হলো, সেদিন সিঙ্গল সিঙ্গল কাছে দূরে আমরা বসবো। ছবির দৃশ্যমান স্থান যেন কমন না হয় সকলের। অ্যাঙ্গল‌ও এক না হয়। খেয়েদেয়ে তাই এক একজন এক একদিকে চলে গেলাম। প্রত্যেকর সঙ্গে একটা জায়গায় দেখা হ‌ওয়ার টাইম ঠিক করা হলো। ছবি আঁকতে গিয়ে এখানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটলো। সেই কথাটাই বলবো। শুনলে মনে হবে এরকম ঘটনা সত্যি হয়! একবারে সত্যি ঘটনা। পরে আর‌ও তিনবার দার্জিলিং গেছি কিন্তু ঠিক ওই জায়গাটা আমি আর আবিষ্কার করতে পারিনি। বড় ইচ্ছে ছিল ওই পরিবারের সঙ্গে দ্বিতীয়বার পরিচয় করার। তবে স্টেশনের একটু সামান্য নীচে হবে জায়গাটা। সকলেই জানেন দার্জিলিংয়ে মাঝেমধ্যে মেঘ এসে কুয়াশায় ঘিরে ধরে চারপাশ। আমরা দার্জিলিং যাচ্ছি শুনে আর‌ও দু চারজন জুটে গেল। আমাদের দলে ১০ জনের মতো ছেলে তখন। কিন্তু সেদিন সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি, আঁকতে গিয়ে। আমি যেখানে বসে আঁকছিলাম সেখানে আমার ডানদিকে একেবারে দূরে দেখা যাচ্ছে রোপ‌ওয়েটাকে। মাথার পেছন দিকে স্টেশন। তবে দুটো বাড়ির ফাঁক দিয়ে খানিকটা দেখা গেলেও স্টেশন বলে কিছু বোঝা যায় না যেখানে বসেছি। সামনে নীচের দিকে কখনও রোদ আবার কখনও কুয়াশায় ঢেকে যাচ্ছে। বামদিকে কয়েকটা বাড়ি। দুদিকেই রাস্তা নেমে উঠে গেছে। তবে আমি বসেছি একটা তেমাথার মাঝে।  পেছনেও স্টেশনের দিকে রাস্তা। তবে হাঁটা পথ। আমার তিন ফুট সামনে দিয়ে গাড়ি যাচ্ছে বটে তবে খুব কম। তবে দুদিক থেকেই আমাকে দেখতে পাবে। কেউ সরাসরি আমার গায়ে, গাড়ি উঠিয়ে দেবেনা। আমি যে দৃশ্যপট সামনে এনেছি, তা হলো ডানদিকে বাড়িগুলো ঘেঁষাঘেঁষি করতে করতে ক্রমশ দূরে মিশে গেছে। আর‌ও দূরে দুতিন রঙের সবুজ পাহাড়। সিধে রোপ‌ওয়ের যাতায়াত দেখা গেলেও ঘনঘন নয়। চা বাগানগুলো এত দূরে যে অস্পষ্টতা ও আলোর ফোকাসে একটা মায়াময় আবছায়া রূপ দন্ডায়মান। বাঁ দিকেও বাড়ি। শুধুমাত্র যে রাস্তাটা চলে গিয়ে নীচে হারিয়ে গেছে না দাঁড়ালে সেটা বোঝা যায়না। পেন্সিলের স্কেচ যখন করেছি তখন‌ও লক্ষ্য করিনি যে আমাকে কেউ দেখছেন, বামদিকের একটা বাড়ি থেকে। বাড়ির সামনে একটা বেশ দাওয়া মতো সেটা টিন দিয়ে ঢাকা। চালার শেষ প্রান্তে একটা সদর ঘর দুদিকে কাঠের জানলা মাঝের দরজাটা বন্ধ। পাশে আর‌ও দুটো বাড়ি। প্রতিটি বাড়িতেই ফুলের বেশকিছু গাছ। ছবি আঁকতে গেলে সব জায়গাতেই পথচারী কিংবা পাশাপাশি বাড়ি থেকে কৌতূহল হয়ে দেখে থাকে, এটা নতুন কিছু নয়। মাঝে একবার ঝিরিঝিরি করে পাতলা জল পড়লো কুয়াশা থেকে। আমার এক্সট্রা পলিথিন সিট আঁকাতে ঢাকা দিয়ে ব্যাগ চাপিয়ে কাছের বাড়িটার ছাউনিতে একটু দাঁড়ালাম। থেমে যেতে গিয়ে বসেছি। জল রঙ। প্যালেটে রঙ গুলে রঙ চাপাতে ব্যস্ত। বেশ কিছুক্ষণ হলো ফার্স্ট টোন চাপাতে ব্যস্ত। যে বাড়িতে দাঁড়িয়ে ছিলাম, সেই বাড়ির জানলায় দুটি মুখ। শরীরের কিছু অংশ দেখা যাচ্ছে। মা ও মেয়ে মনে হলো। অন্য কোনও সম্পর্ক‌ও হতে পারে। সেকেন্ড টোন সবে শেষ হয়েছে একটু দাঁড়িয়ে দেখছি ছবিতে কি কি ভুল হয়েছে। পাটা ধরে গেছে। পাটা ছাড়িয়ে নিচ্ছি। দেড় ঘন্টার মতো হয়ে গেছে। ফাইনাল টাচ দিয়ে এবার উঠে পড়বো। তবে অন্যদিন একসঙ্গে দু তিনজন থাকি, কথা হয়, গল্প হয়, হাসি ঠাট্টা হরদম চলতেই থাকে, আঁকার‌ও সুবিধা হয়। কি ভুল হচ্ছে কেউ না কেউ ধরিয়ে দেয়। আজ একবারে মুখবুজে কাজ। কাউকে জিজ্ঞেস করার‌ও নেই। হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে ফ্রকপরা একটি মেয়ে। একদম নেপালি নয়। একটু লম্বাটে মুখ, বয়স ১৭/১৮ হবে। পায়ে মোটা হাওহাই। হাঁটুর নীচ পর্যন্ত সাদা জামা। একটা লাল বুকখোলা সোয়েটার। মেয়েটার হাতে একটা বড় পোর্সিলিনের সাদা বাটি। একবাটি তেলমাখা মুড়ি। তেলে ভাজা চিনেবাদামে ভর্তি। আমি নির্বাক। কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। কিছু একটা বলছে, কিন্তু সেটা ঠিক বুঝতে পারছি না। নিতে বলছে এইটুকু বুঝলাম। দূরে মেয়েটির মা দাঁড়িয়ে বাড়ির সদর দরজায়, আমাকে হিন্দিতে নিতে বললেন। আমি বাটিটা নিতেই মেয়েটি ফট ফট করতে করতে ভদ্রমহিলাকে কি সব বলতে বলতে হাসতে হাসতে চলে গেল। ভদ্রমহিলাও ঢুকে গেছেন। খুব দূরে নয়। মাত্র ১২/১৩ ফুট দূর হবে। ওরা অনেকক্ষণ থেকে দেখছিল। তবে পরে আর জানলায় কেউ নেই। আমি আগেকার দিনের ওয়াটার বোতল থেকে জল বার করে হাত ধুয়ে মুড়ি খেতে শুরু করলাম। ভেতর ভেতর লঙ্কা দেওয়া। গুঁড়ো মশলা দিয়ে মাখা বাদামগুলো তখনও গরম আছে। আমি আর ওই বাড়ির দিকে আড়চোখে তাকাচ্ছি না। বেশ খিদে পেয়েছিল। ভাবছি এই কথা বললে ওরা আজ চাঁদা তুলে আমাকে পেটাবে। এরপর খাবার জল এলো। আগেকার দিনের মোটা ঘোলাটে বড় কাঁচের গ্লাসে ধোঁয়া ওঠা সঙ্গে চা। গ্লাসের মুখটায় একটা চাপা দেওয়া। মেয়েটা আমার পেছন দিক থেকে এসে জলটা আমার হাতে দিল। চা-টা একটা প্লেন জায়গায় রাখলো। জলটা গরম করে দেওয়া বেশ অনেকটাই খেলাম। মেয়েটা এতক্ষণ রাস্তায় হাঁটু রেখে বসেছে। হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিল। আমি ততক্ষণে চায়ের গ্লাস হাতে নিয়েছি। মনে হলো ভদ্রমহিলা বোধহয় জানতে চাইছে চা গরম আছে কিনা। তখন‌ও আমার ছবি আঁকা শেষ হয়নি। বললাম, হ্যায়। চা খাওয়ার ফাঁকে জানতে চাইলেন কেন আঁকছি কোথা থেকে এসেছি। আধঘণ্টা দেরি যে হয়ে গেল আমার তখন খেয়াল নেই। চা খেয়ে গ্লাস দিয়ে এলাম দাওয়াতে। এইভাবে ঋণী হয়ে যাবো কখনও ভাবতে পারিনি। তখনও আমার ঘোর কাটেনি। আমি ছবি আঁকার থেকে ওদের ব্যবহার ওদের আচরণ ওদের স্নেহবৎসল এই ব্যবহারে আমি আপ্লুত। আমি যে নেবোনা না নেবোনা করছিলাম সেটা যেন ঠিক হয়নি আমার বলা, ওই ভেবে কুঁকড়ে আছি বেশ।
পরে মনে হলো ছবিটা পরেরদিন গিয়ে দিয়ে আসা উচিত ছিল। কোনও কারণে দেওয়া হলোনা, সময় হলোনা। সকলকে বলতে, প্রথমে কেউ বিশ্বাস‌ই করতে চায়নি। কিন্তু এই ঘটনার জন্য যে ওদের সকলকে চা পকোড়া খাওয়াতে হলো সেটা এখনও মনে আছে। জীবনে অনেক দুঃখকষ্ট পেয়েছি। তবে এইরকম হীরেমাণিক ঘটনাগুলো ভাবলে এত আনন্দ হয় যে আমাকে ভীষণ ভাগ্যবান মনে হয়। কিন্তু এখনও বুঝি তবুও যেন কত ঋণী আছি...( ক্রমশ) অলোক কুন্ডু। ৫.১০.২০

অলোকের ঝর্নাধারায়-১৫

অলোকের ঝর্নাধারায়
(আমার টুকরো জীবন)
পর্ব-১৫

■হাওড়ার অফিসে শিক্ষকদের ১২০০০ হাজার কিংবা তার‌ও বেশি পেনশন ফাইল দেখেছি, করেছি এমনকি ফাইল খুলে পর্যন্ত সাজিয়ে দিয়েছি। সেলাই করে দিয়েছি যাতে না কাগজ হারিয়ে যায়।এটা আক্ষেপ নয়। মেন লোডটা আমি নিলেও শেষ পর্যন্ত বেশ কয়েকজন সাহায্য করেছেন। দিন দিন আর‌ও কাজ বেড়ে গেছে ক্রমশ। ডিপিপিজির ফাইলের সঙ্গে সংযোগ রক্ষা করাও আমার ঘাড়ে চেপে গেলো। যদিও খুব কম ফাইল সল্টলেক থেকে ফেরত আসতো এবং এলেও এক সপ্তাহের মধ্যেই তাকে পুণরায় পাঠানো হোতো। এছাড়া সমস্ত চিঠিপত্র করার দায়িত্ব‌ও পড়ে গেল। বিশাল পেন্ডিংয়ের বিশাল ভিজিটর। প্রতিদিন ভিজিটর মিট ২০/৩০ জন। সরকারি অফিসে কাজ চাইতে গেলে তাকে খেদানো হচ্ছে একটা অবধারিত ব্যাপার। লোককে যাচ্ছেতাই করা দুর্ব্যবহার করা। কিন্তু হাওড়ায় এসে আমার রোজ চা খরচ হতে লাগলো ৭০/৮০ টাকা। শিক্ষকরা বুঝতে পারলো বহুবছর বাদে তারা একজন বন্ধু পেয়েছে। কেউ শুধু মুখে ফিরে যাননা। চা নয় এলে কাজ চলার খবর জানতে পারেন।
● বাড়ি থেকে অফিসের দূরত্ব মাত্র ১৫ মিনিট হ‌ওয়া সত্ত্বেও বাড়ির কার‌ও সঙ্গে সামান্য কথা বলার সময় পাওয়া বড় কঠিন হয়ে দাঁড়ালো দিনকে দিন। সম্পূর্ণ নষ্ট হয়ে গেল আমার পারিবারিক জীবন। 
কলকাতায় কাজ করার সময় যে ছুটির পর এক আধদিন সন্ধ্যায় একাডেমিতে নাটক দেখেছি, আমার মেয়ে ব‌উ এমনকি শালি পর্যন্ত চলে গেছে। আমার সেইসব শেষ হয়ে গেল। বিদ্যালয় পরিদর্শকদের‌ই যে কাজ আমি করে দিচ্ছি সেটাই তারা ভুলে গেলেন। আমাকে সাহায্য করার বদলে তারা সবসময় চেষ্টা করলেন আর‌ও অন্যান্য কাজ চাপিয়ে দেবার। সব সময় তাদের চেষ্টা থাকলো আমাকে কীভাবে ব্যতিব্যস্ত রাখা যায়। তাদের ইউনিয়ন না করার জন্য তারা সকলে মিলে মাসিক সভায় আমাকে শত্রুর মতো করে আক্রমণ করতে থাকলো। 
●একদিন অফিসে মুখ নীচু করে কাজ করছি। আমার টেবিলের সামনে এসে হাজির হলেন এক বৃদ্ধ ভদ্রলোক। রিটায়ারড শিক্ষক শিক্ষিকারা তো হামেশাই আসেন। ওনাকে দেখে আমি টেবিল ছেড়ে উঠে দাঁড়ালাম। আমার স্কুলের স্যার শুভেন্দুবাবু। উনি আমাকে ভুলে গেছেন। তখন ওনার বয়স ৭২/৭৩ কি আর‌ও বেশি হবে। সঙ্গে মনে হয় ওনার পুত্র হবে, ঠিক চিনিনা। স্যারের এক হাতে লাঠি ও অন্য হাতে একটা থলি। পেনশন ফাইল জমা করবেন। আমি তখনও পরিচয় দিইনি। আমি জিজ্ঞাসা করলাম কবে রিটায়ার করেছেন। উনি বললেন ৭ বছর আগে। কেন এত দেরি। উনি কাঁপছেন। আমার সামনের চেয়ারে বসতে বসলাম। বললেন ওনার অবসরের ব্যাপারে আইনি জটিলতা থাকায় দেরি হয়েছে। হাইকোর্টের জজ সাহেবের অর্ডার সঙ্গে দেওয়া আছে। আমি বললাম আমি আপনার ছাত্র। উনি দেখলেন আমাকে। সাল জিজ্ঞাসা করলেন। দেখলাম চিনলেন না। থলি থেকে ফাইল বার করলেন। সেই দোর্দণ্ড প্রতাপ আর নেই স্যারের। স্যার প্রচুর ছেলেকে মেরেছেন কিন্তু আমাকে মারটা মনে হয় একটু বেশি ছিল। তা নয় যাকে মেরেছেন সে অন্ততঃ স্যারকে ভোলেনি। জিজ্ঞাসা করলেন কতদিন বাদে পাবো টাকা পয়সা। বললাম একটু সময় লাগবে, কারণ সবটুকু আমি করিনা। আমার কাজের পর‌ও উপরে নন্দা দি মিলিয়ে দেখেন আবার। তারপর অডিট অফিসার দেখেন। তারপর সল্টলেকে যায়। ধরে নিন নরম্যালি দু তিনমাস লাগার কথা। 
●কিন্তু সল্টলেকে তখন সমস্ত জেলার পেন্ডিং জমে পাহাড়। বাম সরকার সত্যিই তখন শিক্ষকদের পেনশনের জন্যে একটু নড়েচড়ে বসেছে। মাঝে একটা হচপচ অবস্থা হয়েছিল। শিক্ষকদের পেনশন দেওয়ার ব্যাপারে প্রভূত চেষ্টা চলছে। কিন্তু জেলা অফিসগুলোতে বিদ্যালয় পরিদর্শকরা নড়বড়ে করে রেখেছে। তারমধ্যে কিছু কাজের লোক সব সময় থাকেন, তাদের কেউ কেউ এখনও আছেন তারা কাজটা করেছিলেন যথাসাধ্য। হয়তো আমার থেকেও বেশি করেছিলেন বলে সেইসব জেলা অনেক উপরে ছিল। হাওড়া নড়বড়ের অন্যতম। কলকাতায় প্রণব সরকার না থাকলে ওখানেও এই এক‌ই অবস্থা হোতো। 
●যদিও শিক্ষক ও সরকারি কর্মচারীদের সম্মানে তুলেছে বাম সরকার। এটা না মেনে উপায় নেই। শিক্ষকদের পেনশনের জন্য‌ সমস্ত আইনকানুন বামফ্রন্ট সরকারের করা। আসলে কো-অর্ডিনেশন কমিটি ও বিদ্যালয় পরিদর্শক সমিতির জন্য সরকার কিছু করতে পারছিল না। কর্মচারীদের ইউনিয়ন‌ ছিল শিক্ষকদের অসম্মানিত করার একটা বড় বাধা। তারা পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা অফিসকে কুক্ষিগত করে রেখেছিল। তখন হাওড়া জেলার প্রাইমারিতে খাতাকলমে সিদ্ধান্ত নেওয়াই ছিল মাসে সর্বোচ্চ ১৫ টি ফাইল সল্টলেকে যাবে। অথচ অবসর নেন তার থেকেও বেশি। প্রতিটি সার্কেলে অবসর মাসে তখন ২০/২২ জন। জেলায় মাসে অবসর নিচ্ছে ৩২০-এর বেশি। তার ওপর মাত্র দুবছরের বেশি পেনশন পেন্ডিংয়ের কোনও হিসেব জেলায় নেই। বাম আমলের‌ই ১৯৮১ থেকে পেন্ডিং পেনশনের কোনও হিসেব নেই জেলা অফিসে নেই। ফাইলগুলো কোথায় আছে কেউ জানেনা। ধুঁকতে ধুঁকতে ১০/১২ বছর পরে কোনও শিক্ষক এলে তবে বোঝা যায়। পুরনো যে হিসেব যায় তাতে মারাত্মক ভুল। দেখানো হয় পেন্ডিং ২০০টা তা আসলে ২৯ বছরের পেন্ডিং গুণে শেষ করা যায়না। কারেন্ট ফাইল নিষ্পত্তি হয় মাত্র ১৫ টি। তখন হাওড়া কাউন্সিল অফিসে চেয়ারম্যান হিসেবে এসেছেন সিপিএমের জেলা নেতা ও এবিটিএ-র নেতা শ্রদ্ধেয় উমাশঙ্কর গাঙ্গুলী মহাশয়। পরিচ্ছন্ন মানুষ, সৎ মানুষ, নিরপেক্ষ মানুষ। কাজের মানুষ‌ও বটে। যিনি প্রভূত ক্ষমতার শীর্ষে বসে কখনও ক্ষমতার অপব্যবহার করেননি। এইরকম মানুষের দেখা পাওয়াও সৌভাগ্যের। এত জবরদস্ত নেতা কাজের খুঁটিনাটি বোঝেন, কখনও নিজের জন্যে সামান্যতম সুবিধা নেননি। ইনি হাওড়ার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি আমায় বললেন ১৫ টা নয় দ্বিগুণ করুন। সম্ভবত স্বপন বাগচিদা তখন কাউন্সিলর এ.আই অফ স্কুলস্, স্বপনদার অনেকগুলি কাজ। ওই মিটিংয়ের সময় সম্ভবত স্বপন দা ছিলেন। এরপর আমি বাড়িতে ৫/৬ টা ফাইল রাতে দেখার জন্যে নিয়ে যেতে থাকলাম। রাত তিনটে পর্যন্ত চলতো কাজ। যাই হোক ওনাকে আমি কথা দিলাম বাড়াবো। তবে আমি কিছু সাহায্য চেয়েছিলাম। পরে উনি এবিপিটিএর জেলা সম্পাদক রাধাবল্লভ সাহাকে বললেন কয়েকজন কাজ জানা ভালো শিক্ষক দেওয়ার জন্য যারা আমাকে সাহায্য করবেন। চারজন শিক্ষক ও হাওড়া কাউন্সিলের দুজন নিয়ে একটা সেল হলো জায়গার অভাবে দু জায়গায় বসে কাজ আরম্ভ হলো। 
●শুভেন্দুবাবুকে বললাম যত তাড়াতাড়ি পারবো আপনার ফাইল সেরে দেবো। তবু তিনমাস একটা সময় ধরে রাখুন স্যার। আমি বললাম চা খাবেন স্যার। উনি মাথা নাড়লেন, খাবেন না। ওনার ছেলেকে বললাম একমাস বাদে খোঁজ নিন। এমনিতে আমার হাতে কয়েক হাজার পেন্ডিং। আমার নাওয়া খাওয়ার সময় নেই। কেউ বাড়িতে এলে অশান্তি হয়ে যায়। আমি কোথাও যাইনা। কবিতা লেখা তো স্বপ্ন। এত কাজের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের ইউনিয়ন ডি.আই. সাহেবকে দিয়ে আর‌ও একটা সার্কেল অফিসের চার্জ জবরদস্তি গছিয়ে দিয়েছে। ব্যতিব্যস্ত করা ওই শুরু হলো। আমি মুখগুঁজে কাজ করছি আর আমার অন্য বিদ্যালয় পরিদর্শকরা অফিসের একটা ঘরে তখন আড্ডা দিচ্ছে। হৈ হল্লা করছে।
আড্ডার হাটে বসেছেন আমার পেছনে লাগা মায়া দাস, রঞ্জিত ব্যানার্জীরা। হো হো হি হি চলছে। আমার ঘাড়ে কিন্তু দুটো অফিস। দুপুর বেলা বাস ঠেঙিয়ে আন্দুল যেতে হবে ওখান সন্ধ্যা ৭ টা।
●আসলে শুভেন্দুবাবু একসঙ্গে দু জায়গায় কাজ করতেন। হাওড়া মিউনিসিপ্যালিটিতে উনি ছিলেন ক্লার্ক সকাল ১১.০০ টা থেকে আর আমাদের স্কুলে পড়াতেন সকাল ৬.২০ থেকে ১০.২০ পর্যন্ত। দুটো অফিস থেকেই উনি সরকারি বেতন ও ডিএ নিতেন। এই ঘটনা কংগ্রেস আমলের। কীভাবে নিতেন? মনে হয় উনি কংগ্রেস করতেন এবং কোনও বড় নেতার ছত্রছায়ায় ছিলেন। কিন্তু কেউ কি ওনার নামে অভিযোগ পর্যন্ত করেনি। এইসব ওনাকে জিজ্ঞেস করে লাভ নেই। তখন শিক্ষকরা ৬৫ বছর পর্যন্ত চাকরি করতেন। কিন্তু শিক্ষকের পেনশনটাই উনি আবেদন করতে বাম আমলে আটকে যায়। দু জায়গায় চাকরি দু জায়গায় বেতন নেওয়ার জন্য। এটি একটি ব্যতিক্রমী ঘটনা। তাই দীর্ঘদিন ধরে কেস চলেছে হাইকোর্টে। তখন ডি এ খুব কম ছিল। যাইহোক হাইকোর্ট শেষ পর্যন্ত পেনশন আটকায়নি। একটি অফিসের কর্মজীবনের ডি.এ যত টাকা উনি নিয়েছিলেন তা ওনাকে জমা করতে বলে হাইকোর্ট। তখনকার দিনে ওইটাকার পরিমাণ খুব বেশি নয়। আমাকে বহু লোক এসে বলে শুভেন্দুমাষ্টার খুব বদমাইশলোক, দুটো চাকরি করেছে। আপনি ঘোরান ওনাকে। আসলে শুভেন্দুবাবু কাউকে চাঁদাটাদা দিতে চাননি। ৭/৮ বছর কেস লড়েছেন। হারজিত করতে করতে ডিভিশন বেঞ্চের রায় এনেছেন। প্রচুর টাকা কোর্টঘর করতে খরচ  হয়েছে। আমি তাদের বললাম একদম আমার কাজে নাক গলাবেন না। আসলে অফিসের কেউ কেউ টাকাপয়সা চায়। আর এটাই হচ্ছে সরকারি অফিসের মূল রোগ। শুভেন্দুবাবু তাড়াতাড়ি পেনশন পেয়েছিলেন। আর একটা দিন বড় জোর আসতে পেরেছিলেন। আর কখনও দেখা হয়নি। ( ক্রমশ:) -অলোক কুন্ডু । ৩.১০.২০২০

অলোকের ঝর্নাধারায়১৮

#অলোককুন্ডুরলেখালিখিওকবিতা
#indianwriterscommunity #kolkatadiaries #kolkata #writer #lekhak #facebookpost

অলোকের ঝর্নাধারায় 
( আমার টুকরো জীবন)
পর্ব-১৮

◆ শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছি। কলেজে গিয়ে একগাদা নতুন বন্ধু হলো। সন্ধ্যায় কলেজ কিন্তু সকালে আমার নিত্য দিনের আড্ডা হলো শিবপুর কো-অপারেটিভ ব্যাঙ্কের উল্টোদিকে ঘড়িবাড়ির নীচে কংগ্রেস নেতা শঙ্কর দা-র কাছে। আসলে আড্ডাখানাটা হলো শিক্ষক কল্যাণ সঙ্ঘের ডাকসাইটে নেতা ও দক্ষিণ হাওড়ার কংগ্রেস নেতা শিবশঙ্কর গুপ্তর অফিস। অফিস বলতে ঠেক। আমি পড়ি নাইট কলেজে কিন্তু। আমার কলেজের ছাত্র-পরিষদের নেতা কুন্তল ভৌমিক, কুন্তল দার আড্ডা‌ও ওখানেই। কলেজে কিন্তু আমি ছাত্রপরিষদের ছেলেদের সঙ্গে খুব মিশিনা। আমার বন্ধু ওখানে আমাদের স্কুল থেকে যারা একসঙ্গে ভর্তি হয়েছি। যাইহোক সকালে কংগ্রেসের লোকেদের সঙ্গে মেশামিশি হলেও সন্ধ্যায় পাঁচমিশিলি বন্ধু। সকালে শঙ্কর দা-র ঠেকে আলাপ হলো গোরা দা-র সঙ্গে। গোরা দা-র দুটো বাড়ি। একটা হাওড়ার জুজারসায়। আর একটা হাওড়ার শিবপুরের মন্দির তলায়। একবার গোরাদার জুজারসায়‌ও গেছি। আসলে তখন ফার্স্ট ইয়ার একদম বেকার। পাড়ায় আমাদের বন্ধুদের মধ্যে সকলেই কংগ্রেসের ভক্ত। গোরাচাঁদ দাস আমার থেকে বড় কিন্তু কেন জানিনা ওর সঙ্গে আমার আলাদা বন্ধুত্ব। পড়াশোনা খুব জানেনা লোকটা।কিন্তু মানুষটা ভালো। তখন থেকেই পাড়া বেপাড়ায় আমার নাম আঁকাআঁকির জন্য। কখনও কোনও মেয়ের বি.এডের প্রজেক্ট করে দি। কেউ ১০/২০ টাকা দিলে ভালো অধিকাংশটা নামের জন্য করা। খুব আলাপ হয়ে গেল হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলের বড় দির সঙ্গে। একদিন সরস্বতী পুজোর আগের দিন ধরে নিয়ে গেলেন তাঁর স্কুলে। সারা স্কুলবাড়ি আলপনা দেওয়ার জন্য। আমি পড়ি ফার্স্ট ইয়ারে আর সঙ্গে হাত লাগিয়েছে ২০ খানা ছোটবড় মেয়ে। আমাকে দেখা আর যাচ্ছেনা, ঢাকা পড়ে আছি। শেষে বড়দির ধমকে মেয়েরা অর্ধেক হয়ে গেল। সকলেই তার বাড়ি নিমন্ত্রণ করলো সরস্বতী পুজোয়। কিন্তু আমাদের ক্লাবে পুজো হয় তবে ছোট করে। যাইহোক গোরা দার সঙ্গে খুব আলাপ হয়ে গেল আঁকাআঁকির জন্য। গোরা দা তখন একটা এন. জি.ও. খুলেছে, ওর সংস্থার সাইনবোর্ড লিখে দিলাম। প্রথমে খুললো সেলাই স্কুল। মেয়েরা লেডি ব্রেবোর্ন পরীক্ষা দেবে ওর এনজিও-স্কুল থেকে। সেই সময় আমাদের যৌথ পরিবারের হাতির মতো ভাঙা ঝুরঝুরে বাড়িটা সবে পার্টিশন হয়েছে। ৫ টা ভাগ হয়েছে‌। আমার বাবার অফিস যত ভালো বাড়ি তত খারাপ। রোজ ঝগড়া জল নিয়ে কাপড় শুকোতে দেওয়া নিয়ে। ছাদে দৌড়লে অশান্তি। ক্লাস সিক্স-সেভেন পর্যন্ত ছাদে দৌড়াদৌড়ি করার জন্য বাড়িতে প্রচুর অশান্তি, বেদম মার খেয়েছি। মা কাঁদতে কাঁদতে একটা লাঠিই ভেঙে ফেললো একদিন আমার পিঠে। সেই থেকে আর বেশি ছাদে উঠতাম না। একটু সামান্যতম ঊনিশ-বিশ ঝগড়া। বালতি ছোঁড়াছুড়ি। একেবারে বস্তির মতো কেচ্ছাকান্ড। কে বলবে এই পরিবার জমিদার ছিল। সেইসব থেকে বাঁচতে পার্টিশন বিনা বাক্যবিনিময়ে আমার বাবা মেনে নিলেন। যে বাড়িতে জন্মেছিলেন সোনার চামচ মুখে দিয়ে ভাগ্যগ্রমে ১২ কাঠা জুড়ে হাতির মতো বাড়ির ৫ ভাগের ১ ভাগ তখন তার প্রাপ্য। প্রাপ্য অংশটা আসলে একটা খন্ডহর। আমাদের অংশে সিঁড়ি নেই দোতলা আছে। ফুটো ছাদ দিয়ে জল পড়ে। কোনও পায়খানা বাথরুম নেই। চতুর্দিক বন্ধ হয়ে গেল। রাস্তার ধারের ছিঁটেফোঁটাও নয় বাজে অংশ দুদিকে হাওয়া বাতাস বন্ধ করা একটা বস্তাপচা অংশ পাওয়া গেল। মা দিদি বোন পাশের ময়রা পাড়ায় কার‌ও খাটা পায়খানায় ভোরে চলে যায়। আমি বাবা ভাই যাই পাশের মিত্তিরদের বাড়িতে একটা পাড়ার পায়খানা সকলের জন্য ছিল, সেখানে। সেটা নোংরা জঘন্যতম। এই অবস্থায় আমাদের অংশে কোনোভাবে ধারধোর করে একটা সরু সিঁড়ি আর একটা পায়খানা করতে হবে। হাওড়া মিউনিশিপ্যালিটিতে গিয়ে আমার এক সৎ পিসোমশাই অজিত সাধু ( প্রয়াত) অবজেকশন দিয়ে এসেছেন। অথচ দলিলে লেখা আছে আমরা এই কাজ করতে পারি। যাইহোক একজন ইন্সপেক্টর ও গোরা দা এসেছে রাজমিস্ত্রির কাজ বন্ধ করতে। আমার বাবাকে মিউনিশিপ্যালিটি থেকে নোটিশ ধরানো হয়েছে। আগে হেয়ারিং হবে তারপর কাজ। আমি তখন বাজারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি গোরাদাকে আর একটা লোককে আমার বাবা কাকুতি মিনতি করছে। গোরা দা অবাক আমাকে দেখে। শেষে দুজনে বসে চা খেল আমাদের ঘরে। গোরাদার ইন্সপেক্টর বললেন বাবাকে, আপনি হাওড়া মিউনিশিপ্যালিটিতে গিয়ে একটা কাগজে স‌ই করে দেবেন। মিস্ত্রিরা তাড়াতাড়ি কাজ শেষ করুক। সেপটিক ট্যাঙ্কের ইঁট গাঁথায় আর বাধা র‌ইলো না। গোরা দা ওখানে গ্রুপ ডি হলেও কংগ্রেসের ইউনিয়ন করে ওর যথেষ্ট খাতির। অফিসার পর্যন্ত সমীহ করে। আমাদের সমস্যা মিটে গেল। কলেজ থেকে বেরিয়ে দু বছর বাদেই  আমি যখন হাওড়া ডি. আই. অফিসে চাকরি পেলাম। গোরা দা রোজ‌ই আমার কাছে একবার করে আসে। ওর লেডিব্রেবোর্ন স্কুলের অফিসিয়াল কাজটাও আমাদের অফিসে হয়। গোরা দা এসে বলে চা খেতে এলুম‌, নয়তো কিছু জমা দিতে। আসলে ওর ব‌উ জুজারসা গার্লস হাই স্কুলের শিক্ষিকাও। সেই কারণে আর‌ও আসা বেড়ে গেছে। শিবপুরের ঘড়িবাড়িতে রোজ সকালে আর যেতে পারিনা। তবে কুন্তল ভৌমিকের সঙ্গে আমার যোগাযোগ আছে। কারণ কুন্তল দা, আমার শিক্ষা বিভাগে চাকরির জন্য মেন তদ্বির করে দিয়েছে। কুন্তল ভৌমিক ক্যান্সারে মারা গেছেন। পরে সেইসব বলবো। সবে মে মাসে দার্জিলিং থেকে ঘুরে এসেছি। গোরা দা জুলাই মাসে এলো। তখন আমি খুব ব্যস্ত। অফিসের ছোট ক্লার্ক থেকে বড় কাজের ভার পাচ্ছি। একসঙ্গে আবার আর্ট কলেজে পড়ি। আমার হাতে সময় নেই। আমার এ.আই অফ স্কুলস তখন "তাহেব বক্স" সাহেব। কাঁথিতে বাড়ি। তাহেব বক্সসাহেব আমাকে রোজ শেখান কীভাবে ফাইলে নোট দিতে হয়। তখন ঘোর বাম আমল। আমার ভুল ইংরেজি ঠিক করে দেন। ইংরেজি কিছু ছাই তেমন জানিনা। বিভিন্ন লোক বলেন তোমাদের অফিসে মাল না দিলে বড় কাজ হয়না। ঘুষ কেউ কেউ নেন বুঝতে পারি। তবে বক্স সাহেব নেন না। থাকেন উলুবেড়িয়ার কোনও একটা মাদ্রাসায় ছাত্রদের সঙ্গে। পয়সা কড়ি কারা কারা নেয় বক্স সাহেব আমাকে চুপিচুপি বলেন। উনি অত্যন্ত সৎ মানুষ। শুক্রবার নামাজ পড়তে যান। এমনকি সোমবার বাড়ি থেকে এলে রুটি তরকারি একটা খেতে বলেন। ইচ্ছে হলে, কোনোদিন হাতে নিয়ে নি। নারকেলের নাড়ু খেতে দেন, এক‌ই কৌটোয় হাত ঢুকিয়ে মুড়ি নি ওনার থেকে। উনি আমার থেকে ৪/৫ টি পদ উপরে কাজ করেন। আমি লোয়ার ডিভিশন ক্লার্ক। উনি খেলা দেখতে ভালোবাসেন। আমার সঙ্গে খুব ভাব বলে, উনি না থাকলে স্কুলের লোকেরা আমার কাছে ওনার খবর জানতে চান। ওই সময় গোরা দা এসে বললো। পুজোয় ওর সেলাই স্কুলের মেয়েদের সঙ্গে আমাকে যেতে হবে দার্জিলিং। শুনেই আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ যাবো। কি করতে হবে। বললো ৪৫ টা মেয়ে যাবে। ওর ব‌উ ছেলে বাড়ির সকলে। এ সে নিয়ে অনেক মেয়ে। ছেলে বলতে রান্নার দুজন লোক। আর তুই। ওকে কোন‌ও রেলের অফিসার বলেছে পুরো একটা কোচ দেবে। কিন্তু নিয়ম হচ্ছে ৭২ টা টিকিট কাটতে হবে। ফেয়ারলি থেকে ব্যবস্থা হয় মেয়েদের স্কুলের জন্য। এটাতো একটা এন জি ও যাচ্ছে। তার ওপর নারী কল্যাণ ও শিক্ষা বিভাগের চিঠিচাপাটি দিয়ে ২৫% ছাড়। আমি আমার নাম, বয়স সব লিখে দিলাম। আমাকে ও ওর এনজিওর মেম্বার করে নিল কারণ রেলকে দেখাতে হবে যারা যাবে তাদের পরিচয়। বাইরের কেউ যেতে পারবে না। দুজন মাত্র কুক নেওয়া যাবে। ( ক্রমশ) অলোক কুন্ডু। ৬.১০.২০

রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বাজি পোড়ান জাঁকিয়ে: করোনা কো ভাগাইয়ে


বাজি পোড়ান জাঁকিয়ে/ করোনা কো ভাগাইয়ে।"
অলোক কুন্ডু

হিন্দু বাঙালির বৃহত্তম অংশের জন্য দুর্গা পুজো হতে চলেছে। বৃহত্তম এই জন্য বলছি কারণ সকলেই চুপ আছেন। ফেসবুক কিন্তু বৃহত্তম অংশ নয়। সমূহ বিপদের অপেক্ষায় আছি। জানি রুজিরোজগারের বৃহত্তর কারবার বাঙালির এই পুজো। সেইজন্যই পুজো বেড়েছে। বারোয়ারি নিয়ে বলছি। বাড়িতে পুজো করার দায় দায়িত্ব ব্যক্তিগত, তাই বলার ওখানে কিছুই নেই। অনেক পুজো আমার জীবনে গেছে নিরানন্দ, তাবলে সকলের আনন্দ কেন চাইবো না এটা হতে পারেনা। পুজো তো পুজো নেই আর , উৎসবের আকার নিয়েছে। তাই ভয়টা ওখানেই। এখন তাহলে তো বসে বসে দেখা ছাড়া কোনও উপায় নেই। একটা কথা সত্যি যে আমার মতো অসুস্থ লোকেরাই মারা যাচ্ছে তাই ভয়‌ও আমার থেকেই শুরু হবে। কিন্তু বৃহত্তর অংশের সত্যি সত্যি ভয় কেটে গেছে। যারা দিব্যি মাস্ক খুলে ঘুরেছেন ও স্যানিটাইজারকে উড়িয়ে দিয়েছেন তাদের কাছে করোনা নেহাতই শিশু। কিন্তু আমরা এখনও ভয় পাচ্ছি বাড়ির অন্যদের জন্য। তবে আমার কিন্তু মাথায় অন্য চিন্তা। সকলের সঙ্গে সহমত যে দুর্গাপুজোতে করোনা বাড়বে। একেবারে নিশ্চিত। যদি মৃত্যু না হয় একদম তাহলে আনন্দের সীমা থাকবেনা বটে তবে বোকার মতো জীবনে বলবো না মা দুর্গা করোনাকে জয় করেছে, এইসব আবোলতাবোল ভাবনার সঙ্গে সহমত হতে পারবো না সেটা আগেই বলেদিলাম। আমি বলছি 
অন্য কথা। বেশি করে যদি আমরা বিষ উৎপাদন করি তাহলে কি বিষে বিষক্ষয় হবে না‌। আপনি ঠিক ধরেছেন একদম টু দি পয়েন্টে ধরেছেন। আমি বলছি কালীপুজোয় দু দিন বেশি করে আনন্দ করতে। সরকার যেন এইবছর বেআইনি বাজি না ধরেন। পুলিশকেও বলছি এইবছর বাজি ফাটাতে দিন। ব্যাপক দূষণ হোক। কিন্তু মাস্ক পরে।
যাতে সেই বাজির বারুদের বিষ না আমাদের শরীরে ঢুকে যায়। তবে আমি খানিকটা নিশ্চিত যে ব্যাপক হারে বাজি পুড়লে করোনাকে কিছুটা জবাই করা যাবে। জব্দ করাও যাবে। দুর্গাপুজোয় করোনা যা ব্যাপক আকার ধারণ করবে তার শিরা উপশিরা বর্ধিতকরণ করবে সেই বাড়বাড়ন্ত কিন্তু একমাত্র বাইরের বিষ দিয়ে লঘু করা যেতে পারে।
যদি তা হয় তবে বলতে হয় জয় বাজির জয়। আমি কিন্তু আশাবাদী যে কালীপুজো এলে করোনা কমবে। বিষে বিষক্ষয়ের ফর্মূলা যেন আমার আশা দশগুণ বাড়িয়ে তুলেছে। হাস্যরস, হাস্যকৌতুক কিংবা লঘুরস বলে আপনারা বলতেই পারেন। করোনা নিয়ে এত লিখেছি যে সত্যি বাড়িতে প্রচুর গঞ্জনা শুনতে হচ্ছে। ভাবছিলাম আর লিখবো না। আর কিছু নতুন ভাববো না। সোরা গন্ধক পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যাডমিয়াম আর‌ও কতকিছু একত্রিত হয়ে ব্যাপক দূষণ নেমে আসুক দুদিন ধরে। নেড়া পোড়াও ১০০ গুণ বেড়ে যাক দোল হোলো কি না হোলো। পুড়িয়ে ছাই করার মধ্যে যদি কিছু হয়। এই আন্দাজে ঢিল মারার বিষয়ে এখনও কোনও জায়গায় আলোচনা হয়নি। লেখাও বের হয়নি। মিডিয়াও বলেনি। কিন্তু তাইবলে কপিরাইট নেই এই বক্তব্যের। টুকলে টুকুক। আমি সকলকে বেশি বেশি রঙ মশাল, ফুলঝুরি, চরকি, সাপবাজি পোড়াতে বলবো। হাউই আকাশে গিয়ে ফাটে বাতাসে মেসে। তাই বাজিওলাদের বলবো নতুন কিছু ভাবুন। যাতে ব্যাপক বাজি রাসায়নিক পোড়ে। বিশেষ করে গন্ধক পোড়ানোর দরকার আছে। কারণ গন্ধক ওষুধের জন্য অত্যন্ত অপরিহার্য। যদিও পরিবেশবাদীরা আমাকে পেলে এইসব ভাবনার জন্য বেঁধে পেটাতে চাইবে। এইসবের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই কিন্তু গোমূত্র, মাদুলির থেকে অনেক বড় টোটকা। তবে আর চুপ থাকি কেন ? আমাদের স্লোগান হোক - "বাজি পোড়ান জাঁকিয়ে/ করোনা কো ভাগাইয়ে।" ©® অলোক কুন্ডু

প্রয়াত তরুণ মজুমদার--অলোক কুন্ডু

#তরুণ_মজুমদার_চলেগেলেন অধিকার এই শিরোনামে--কয়লাখনির শ্রমিকদের জন্য ডকুমেন্টারি বানিয়েছিলেন সদ্য প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। ছিলেন আজীবন বাম...